তুমি_আমার?Part_09
#Written_By_Samia_Islam
এই ৩ দিন রিধি বাসা থেকে কোথাও বের হয়নি,, নিরাও আসেনি,,, সকালে রিধি ভাবলো জবাকে দেখতে যাবে তাই বাসা থেকে বের হয়ে রাস্তার একপাশ দিয়ে হাটছিলো,,,, হঠাৎ রিধির চোখ একটা জায়গায় আটকে গেল,,, রিধি প্রথমে ভাবলো হয়তো স্বপ্ন নিজেকে নিজেই চিমটি কাটলো,, না এটা তো বাস্তব,,,, রিধি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না,,,
শান্ত একটা মেয়ের সাথে খুব ক্লোজ ভাবে কথা বলছে,,, রিধিকে দেখতে পেয়ে শান্ত বাইকে উঠে গেল,,মেয়েটাও শান্তর বাইকে উঠলো,,, রিধি বড়বড় চোখ করে তাকিয়ে আছে,,,মেয়েটা বাইকে উঠে শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরলো মনে হচ্ছে এখনো পিচ্চি মেয়ে বাইক চললে পড়ে যাবে,,,
রিধি:: এত ঢং করার কি আছে,, কাঁধে হাত দিলেই তো হয়,,এভাবে জড়িয়ে ধরতে একটুও লজ্জা করেনা,,, দুইটাই লুচ্চা,,?
শান্ত মেয়েটাকে নিয়ে চলে গেল,,, রিধির মাথা থেকে আগুন বের হচ্ছে,,, রিধি রাগে গজগজ করতে করতে বাসায় চলে আসলো,,,, তারপর ওয়াশ রুমে গিয়ে ঝর্ণা অন করে নিচে দাড়িয়ে থাকে,,,
রিধি::: যত্তসব আজাইরা কান্ড,,,, ছিঃ ছিঃ লুচ্চা দেখছি কিন্তুু এরকম লুচ্চা দেখি নাই,,, পাবলিক প্লেস এ এভাবে ছিঃ ছিঃ,,,, আল্লাহ ঐ দুইটার উপর ঠাডা ফেলাও,,,না হলে বাইকের চাকা দুইটা ১২ টা বাজাও,,, যাতে দুজনেই হাত পা ভাঙ্গে,,,তখন বুঝবে রাস্তায় লুচ্চামি করার পরিণাম কি হয়,,, ইচ্ছে করছে দুইটার মাথা ফাঠাই হা-ডু-ডু খেলি,,, না চোখ দুইটা খুলে নিয়ে মারবেল খেলি,,, শয়তান ছেলে আমাকে দেখার সাথে সাথে চলে গেল,,, আমি যদি জানতাম তোরা দুই শয়তান ঐ খানে আছিস তাহলে কোনোদিন তোদের দিকে তাকাতাম না,,, তোরা দুজনেই ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে মরবি,,, ধুরর ঠেলাগাড়ি না রেলগাড়ির নিচে চাপা পরবি,,,,
রিধি বকবক করছে আর শান্ত ১৪ গোষ্ঠী উদ্ধার করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো,,, রিধি ফ্রেশ হয়ে ওয়াশ রুম থেকে বেরিয়ে দেখে নিরা বেডে বসে আছে,,,
রিধি:: তুই কখন এলি??
নিরা:: অনেক্ষণ আগে,,,,, তুই কার সাথে কথা বলছিলি???
রিধি:: কেউ না,,,
নিরা:: তাহলে বকবক করছিলি যে,,,
রিধি:: ঐ শা,,,,,,থাক বাদ দে,,, তুই হঠাৎ করে কেন এলি,,,,
নিরা:: কারণ ছাড়া কি আসতে পারিনা??
রিধি:: এটা কখন বললাম,,,,? ?
নিরা:: আচ্ছা শুন তুই কাল আমার সাথে ৫ দিনের জন্য কক্সবাজার যাবি,,,,
রিধি:: হঠাৎ করে কক্সবাজার কেন??? আর ভাইয়া কি রাজী হবে??
নিরা:: ভাইয়া ভাবীকে রাজি করিয়ে তোর কাছে আসছি,,,
রিধি:: তুই এতো এডভান্স কবে থেকে হলি??
নিরা:: তুই সবকিছু রেডি করে নে,,, কাল সকাল ৭ টায় তোকে এখান থেকে নিতে আসবো,,,
রিধি:: আর কে কে যাবে???
নিরা:: সেটা কাল দেখতে পারবি,,,
রিধি:: ok…বাট হোটেল বুক করেছিস???
নিরা:: হুম,,,
রিধি:: আমার না একটা বিষয় ডাউট হচ্ছে,,,
নিরা:: কি বিষয়??
রিধি:: হঠাৎ করে তুই কক্সবাজার কেন যাবি??
নিরা:: ঘুরতে,,,,
রিধি:: অন্য কোনো ব্যাপার নাই তো??
নিরা:: অন্য কি ব্যাপার থাকবে???
রিধি:: আচ্ছা নাহিদ ভাইয়া কি যাচ্ছে??
নিরা:: বললাম না কাল দেখতে পাবি,,?
রিধি:: একটা কথা বলি??
নিরা:: হুম বল,,
রিধি:: আজ আমি শান্তর বাইকে ওর সাথে একটা মেয়েকে দেখেছি,,,,
নিরা:: হুম,,
রিধি:: হুম মানে??
নিরা:: মানে ঐটা শান্তর বউ,,,
রিধি:: কি!!!!! ? বউ মানে??
নিরা:: হ্যাঁ,,,, শান্ত ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে,,, আর মেয়েটা শান্ত ভাইয়ার কাজিন,,,বিদেশে থাকতো,,,কয়েকদিন আগেই এসেছে,,, মেয়েটা নাকি ছোট থেকে ভাইয়াকে পছন্দ করতো,,,আর উনাদের ফ্যামেলিও এটাই চায় যে উনারা সুখে থাকুক,,,,
রিধি:: তুই এসব কি করে জানিস,,,,?
নিরা:: নাহিদ বলেছে,,,
রিধি:: বিয়ে কবে??
নিরা:: নেক্সট মানথ্ এ,,,,
রিধি:: শান্ত কি মেয়েটাকে পছন্দ করে,,
নিরা:: পছন্দ না করলে কি বিয়ের জন্য রাজী হয়েছে,,,?
রিধি:: হ্যাঁ তাই তো,,,
নিরা:: হ্যাঁ এখন আমি যাচ্ছি,,, আর শুন কাল যদি টাইমলি রেডি না থাকিস তাহলে দেখবি তোরে কি করি,,,
রিধি:: ok মেরি মা,,,, কাল সকাল সকাল উঠে যাবো,,,
নিরা:: মনে থাকে যেনো,,,
নিরা চলে গেলে,,, রিধি ভাবতে থাকে শান্তকি সত্যি বিয়ে করবে??
রিধি বিকালে জবাকে দেখতে যায়,,কারণ এই ৫ দিনতো আর দেখতে পাবেনি,, যাওয়ার সময় জবার জন্য জামা আর খেলনা নিয়ে যায়,,, জবা তো রিধিকে দেখে অনেক খুশি,,, হ্যাঁ বাচ্চারা কিন্তুু তাদের প্রতি বেশি আসক্ত যারা তাদেরকে একটু বেশি আদর করে,,, সন্ধ্যার আগেই রিধি বাসায় চলে আসে,,, তারপর জামা কাপড় গুছাতে থাকে,,, রিধির জামা কাপড় গুছাতে গুছাতে পাগল হয়ে যায়,,, ওয়ারড্রপ থেকে সব জামা বের করে পুরা রুমের ১২ টা বাজিয়ে দেয়,,, কোনটা কোনটা নিবে এটা ঠিক করতে পারছে না,,, সব জামা ফ্লোরে বেডে বিছিয়ে রেখে রিধি বেডের মাঝখানে গালে হাত দিয়ে বসে থাকে,,, নিপা রিধিকে ডাকতে এসে রিধির কান্ড দেখে হা হয়ে যায়,,,এত বড় মেয়ে এখনো জামা কাপড় গুছাতে পারেনা,,,
নিপা:: রিধি এসব কি?? তুমি বেডে আর তোমার জামাগুলো পুরা রুমে ছড়াই রাখছো কেন??
রিধি:: আমি ভাবছি??? ( গালে হাত দিয়ে) ?
নিপা:: কি ভাবছো??
রিধি:: কোনটা কোনটা নিবো ঐটা ভাবছি,,??
নিপা:: এই মেয়েটা আর বড় হলো না,,,
রিধি:: ভাবি তুমি একটু হেল্প করবা???
নিপা:: তোমার রুমে এখন যদি কেউ আসে তাহলে কি মনে করবে জানো???
রিধি:: কি?
নিপা:: তুমি ৫/৬ বছরের কোনো বাচ্চা মেয়ে,,,,
রিধি:: আমার কি দোষ বলো?? ১ ঘন্টা ধরে ভাবছি কিন্তুু কোনোটাই সিলেক্ট করতে পারছি না,,,
নিপা:: তোমাকে তোমার ভাইয়া ডাকছে,,,তুমি যাও,,,আমি সব প্যাকিং করে দিচ্ছি,,,,
রিধি:: Thank you ভাবি,,,?
নিপা:: হুম হয়েছে,,,,?
পরের দিন,,,,
রিধিকে খুব সকালে নিপা ঘুম থেকে উঠিয়ে দিল,,, রিধি চোখ মুছতে মুছতে ফ্রেশ হয়ে এলো,,, তারপর রেডি হয়ে নাস্তা করতে গেল,,, নিপা রিধির সবকিছু গুছিয়ে দিয়ে ড্রয়িংরুমে এনে রাখলো,, রিধি ঝিমুতে ঝিমুতে নাস্তা করছে,, নিরা এসে দেখলো রিধি এখনো টেবিলে,,,
নিরা::: আমি তো ভাবলাম তোকে টেনে তুলতে হবে,,,
রিধি:: আমি তোর মতো অলস না,,,
নিরা::: হুম জানি,,,, তাড়াতাড়ি খাওয়া শেষ কর,,,
রিধি::: আমার খাওয়া শেষ,,, ভাবি সবকিছু গুছিয়ে দিয়েছো তো??
নিপা::: হ্যাঁ সব কিছু দিয়েছি,,,
রিধি::: ok তাহলে এখন বেরুচ্ছি,,,, ভাইয়া কোথায়???
নয়ন::: এই তো আমি,,,
নয়ন রিধির কাছে আসলো,,,
নয়ন:: এটা রাখো ,,,,,,( হাতে একটা মোবাইল দিয়ে,,,)
রিধি::: নিউ মোবাইল,,, কিন্তুু ভাইয়া তুমি কি করে জানো যে আমার ফোন ভেঙ্গে গেছে,,,
নয়ন:: আমি জানতাম না,,, আমাকে তো শা,,,, আচ্ছা তোমাদের তো লেইট হয়ে যাচ্ছে,,, এখন যাও,,, অার শুন খাওয়া দাওয়ায় অনিয়ম করোনা,, একদম লাফালাফি করবা না,,, ঠিক মতো ঘুমাবে আর টেনশন করোনা,,,
রিধি:: ok ভাইয়া,,,
নয়ন:: সকালে আর রাতে ২ বার ফোন করবে,,,,,
রিধি:: ok…..
নয়ন রিধিকে জড়িয়ে ধরলো,,, রিধিও নয়নকে জড়িয়ে ধরলো,,, নয়ন রিধির কপালে চুমু দেয়,,,তারপর নিপাও রিধিকে জড়িয়ে ধরে,,,,
নিপা:: ঠিক ভাবে থেকো,,,
রিধি::: ok ভাবি,, টাটা,,,
রিধি নিরা বেনিয়ে এলো,, নয়ন আর নিপা গাড়ি চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে ছিলো,,,
রিধি:: আচ্ছা নিরু এখনো তো বললি না আর কে কে যাবে??
নিরা::: চুপচাপ দেখতে থাক,,,
গাড়িটা একটা বাসার সামনে দাড় করালো,, বাসাটা ২ তলা,, অনেক বড়,,, চারপাশে অনেক জায়গা খালি,,,, দেওয়াল থাকার কারনে ঠিকভাবে দেখতে পারছে না,,, রিধির ইচ্ছে করছে একবার গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে দেখে আসতে,,,কিন্তুু লোকে কি ভাববে তাই গাড়ির গ্লাস দিয়ে যতটুকু দেখা যায় ততটুকুই দেখছে,,
নিরা::: এরকম উঁকি ঝুঁকি মারছিস কেন??
রিধি:: বাড়িটা কি সুন্দর তাই না??
নিরা:: তাই বলে উঁকি মেরে দেখবি??
রিধি:: তাহলে ভিতরে গিয়ে দেখি??
নিরা:: পরে দেখার অনেক সময় পাবি,,,
রিধি:: মানে??
নিরা:: না কিছুনা,,,
রিধি:: আচ্ছা এটা বল গাড়ি এখানে থামলো কেন?? এখন থেকে কি কেউ যাবে??
নিরা:: হুম,,, ঐ দিকে দেখ,,,
রিধি গেইটের দিকে তাকিয়ে দেখে নাহিদ আসছে,,,
রিধি:: এটা নাহিদ ভাইয়াদের মানে শান্ত স্যারের বাসা?? ?
নিরা:: হুম,,,
রিধি:: নাহিদ ভাইয়া আমাদের সাথে যাবে??? উপপ অনেক মজা হবে,,?
নিরা:: আরো কেউ যাবে,,,
রিধি:: আর কে??
রিধি আবারো ওদিকে তাকায়,,, নাহিদের পিছনে শান্ত আর মেয়েটাও আসছে,,,
রিধি:: ওরা যাবে??
নিরা:: হুম,,,,
রিধি:: তুই আমার ফ্রেন্ড নাকি শত্রু??? আমি তোদের সাথে যাবো না,,?
রিধি নেমে যেতে লাগলে নিরা রিধির হাত ধরে নেয়,,,
নিরা:: তুই যদি গাড়ি থেকে নামিস,,,, তাহলে প্রমিস করছি আজ থেকে তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ,,,?
রিধি কি করবে বুঝতে পারছে না,,, তাই নিচে দিকে তাকিয়ে নিরা পাশেই বসে আছে,,,
শান্ত নাহিদ আর মেয়েটা আসলো,,, নাহিদ ড্রাইবিং সিটের পাশে বসেছে,,,
মেয়েটা শান্তর পাশাপাশি দাড়িয়ে আছে,,,
মেয়েটা:: এটা কে??? ( রিধিকে উদ্দেশ্য করে,,)
নিরা:: এটা রিধি,,,আমার ফ্রেন্ড,,,,
মেয়েটা:: ওহ,,, তোমরা পিছনে বসো আমি আর শান্ত এখানে কসবো,,পিছনে বসলে মাথায় মাথাটা ঝিম ঝিম করে,,,,
রিধি:: হ্যা ঢং,,, পিছনে বসলে মাথা ঝিমঝিম করে,,,,শয়তান তোদের দুটাকে গাড়ির সামনে বেঁধে রাখা দরকার,,,, ( মনে মনে)
নিরা:: রিধি পিছনে চল,,, রাইসা আপুর পিছনে বসতে প্রবলেম হয়,,,
রিধি রাগে গজগজ করতে করতে পিছনে এসে বসলো,,,নিরাও রিধির সাথে গিয়ে বসলো,,, তারপর রাইসা আর শান্তও বসলো,,, রিধির একটা ব্যাপার অসহ্য লাগছে যে রাইসা শান্তর গা ঘেষে বসে আছে,, রিধি না চাইতেও চোখটা বারবার ওদের দিকে তাকাচ্ছে,,,,
চলবে,,,,,,,,,