তুমি_আমার?Part_10

0
1796

তুমি_আমার?Part_10
#Written_By_Samia_Islam

রিধি:: হ্যা ঢং,,, পিছনে বসলে মাথা ঝিমঝিম করে,,,,শয়তান তোদের দুটাকে গাড়ির সামনে বেঁধে রাখা দরকার,,,, ( মনে মনে)

নিরা:: রিধি পিছনে চল,,, রাইসা আপুর পিছনে বসতে প্রবলেম হয়,,,

রিধি রাগে গজগজ করতে করতে পিছনে এসে বসলো,,,নিরাও রিধির সাথে গিয়ে বসলো,,, তারপর রাইসা আর শান্তও বসলো,,, রিধির একটা ব্যাপার অসহ্য লাগছে যে রাইসা শান্তর গা ঘেষে বসে আছে,, রিধি না চাইতেও চোখটা বারবার ওদের দিকে তাকাচ্ছে,,,,

কিছুক্ষণ পর রাইসা শান্তর কাঁধে মাথা রাখলো,,, রিধির ইচ্ছা করছে রাইসার মাথাটা ফাটাই দিতে,,

রিধি:: খচ্চর মাইয়া একবার তোকে একা পাই তখন বুঝাবো রিধি কি জিনিস,,, লুচ্চামি করার জায়গা পায়না,,,আমাকে দেখলেই লুচ্চামির পরিমান বেড়ে যায়,,, বিয়ে না হতে গায়ের সাথে লেগে বসে আছিস না জানি বিয়ে পরে কি করিস,,, ? ( মনে মনে)

নিরা:: কি করে কিছু ভাবছিস??

রিধি:: না,,, ??

রিধি বাইরের দিকে তাকিয়ে আছে,,, কিন্তুু এর মধ্যে রাইসার ভাঙ্গা রেকর্ড চালু করে দিলো,,,

রাইসা:: আচ্ছা তুমি চুপ করে আছো কেন??

শান্ত:: কি বলবো??

রাইসা:: কি বলবো মানে??? আমাকে কিছু বলার নাই,,,

শান্ত:: হুম বাট এখানে তো সবাই আছে,,,, সবার সামনে সবকিছু বলা ঠিক না,,,

রিধি:: কথাটা কি আমাকেই বলল,,, থাক কিছু বললাম না,,কিন্তুু পরে সুধে আসলে সবকিছু ফিরিত দিব,,,( মনে মনে)

রাইসা:: তার মানে তুমি আমাকে পারসনাল ভাবে বলতে চাইছো,,,?

শান্ত:: ইয়াহ,,,,,

রাইসা:: আচ্ছা বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাবো??

রিধি::: লুচ্চা মাইয়া বিয়ে না হতে হানিমুনে চলে যাচ্ছে,,,আল্লাহ জানে ফাস্ট নাইটে মনে হয় ছেলে মেয়ের নাম ঠিক করে নিবে,,,( মনে মনে)

শান্ত:: তুমি কোথাও যেতে যাও,,,,?

রাইসা:: আমি তো বাংলাদেশের সব জায়গা চিনিনা,,তাই তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো,,,☺️

রিধি এসব বকবক আর সহ্য করতে পারছিলো না,,

রিধি:: এই যে আপু,, একটু আস্তে কথা বলেন,,, আমার কানের তো ১২ টা বাজিয়ে দিলেন,,,,

রাইসা:: কানে তুলা দিয়ে রাখতে পারছো না,,, আমাদের কথায় কান দিতে কে বলছে,,,

শান্ত:: রাইসা চুপ করো,,,এসব আজেবাজে মেয়ের সাথে কথা না বলাই বেটার,,,

রাইসা:: ok,,,,তুমি বলছো বলে কিছু বললাম না,,,

রিধি:::আমি আজেবাজে মেয়ে!!! ? আপনাকে আমি দেখে নিব মি. শান্ত ( মনে মনে)

নিরা:: রিধি রাগ করিস না প্লিজ,,,,

রিধি:: আমার সাথে কোনো কথা বলবি না,,?

এরপর থেকে রিধি আর একটাও কথা বলেনি,,, রাইসা শান্তকে বিভিন্ন কিছু বলছে,,, রিধি দাঁতের দাঁত চেপে ধরে সব সহ্য করে যাচ্ছে,,, বিকালে তারা হোটেলে পৌঁছে গেল,,,,

৩ টা রুম বুক করা হয়েছে,, একটা রিধি আর নিরার জন্য, একটা শান্ত আর নাহিদ এর জন্য আর একটা রাইসার জন্য,,,

হোটেলে এসে সবাই যার যার রুমে চলে গেলো,,, রিধি রুমে ডুকেই সব ব্যাগ গুলা বেডে ছুঁড়ে মারে,,

নিরা:: আরে এমন করছিস কেন???

রিধি:: তো কি করবো?? নাচবো?? ?

নিরা:: এখন আমার উপড়েই সব রাগ??

রিধি:: তোর উপর না তো কি তোর নানার উপর গিয়ে রাগ দেখাবো,,,? তুই তো জানতি শান্ত আর রাইসা আসবে তাহলে আমাকে আনতে গেলি কেন?

নিরা:: এখানে প্রবলেম এর কি আছে??

রিধি:: প্রবলেম এর কি মনে??? শান্ত আমাকে কি বললো দেখলি না?? আমি নাকি আজেবাজে মেয়ে,,,, আমার মতো ভদ্র মেয়ে ঐ খচ্চরটা আগে কখনো দেখছে??? সাহস কি করে হয় আমাকে এটা বলার,,,?

নিরা:: আরে cool cool,,,, এত রাগ করা ভালো না,,, আমি বুঝতে পেরেছি তোর হয়তো খিদা লেগেছে তাই মাথা গরম,,,

রিধি:: এই দেখ একদম মজা করবি না,,,আর আমার খিদা লাগেনি,,, আর যদি খিদা লাগেও কিছুই খাবোনা,,,, ঐ খচ্চরটার কথাগুলো আমার গায়ে কাটার মতো লেগে আছে,,,,,

নিরা:: তুই ফ্রেশ হয়ে আয়,,,

রিধি:: হ্যাঁ যাচ্ছি,,,,, আর শুন এক ঘন্টার আগে আমাকে ডাকবি না,,,

নিরা:: আরে ঠান্ডা লাগবে,,,,

রিধি:: ঠান্ডা লাগলে তোর কি??? বেশি বকবক করলে তোকেই বাথটবে ডুবাই রাখবো,,,???

নিরা:: ok sorry,,,,, তোকে ১ ঘন্টা ডাকবো না,,?

রিধি:: হুমম,,,

রিধি ওয়াশ রুমে গিয়ে মাথায় ইচ্ছামতো পানি দিতে থাকে,,, কিন্তুু না মাথাটা কিছুতেই ঠান্ডা হচ্ছে না,,, চোখ বন্ধ করলেই শান্তর ফেইসটা ভেসে উঠে,,, রিধির এখন ইচ্ছা করছে শান্তর হলা চেঁপে ধরতে,,,

প্রায় ২ ঘন্টা পর,,,

রিধি ওয়াশরুম থেকে বেরিয়ে ঠান্ডায় কাঁপছে,,,

নিরা:: বললাম না ঠান্ডা লেগে যাবে,,, শুনলি না তো আমার কথা,,,

রিধি:: উপপ এখন কি করবো? আমার তো পা কাঁপছে,,,

নিরা:: ওয়েটার কে বলে খাবার অর্ডার করছি,,, খেয়ে ঘুমিয়ে যা,,,

রিধি:: খাবারের কথা বললে তোকে আমি আলু ভর্তা বানিয়ে পুরা হোটেলের লোকদের দাওয়াত দিয়ে খাওয়াবো,,,,?

নিরা:: না খেলে তো অসুস্থ হয়ে যাবি , ,,,,,

রিধি:: তাতে তোর কি??? ব্ল্যানকেট টা গায়ে দিয়ে দে,,,

নিরা:: হাল্কা কিছু তো খাবি,,,

রিধি:: এক ফোঁটা পানিও খাবো না,,,?

নিরা:: তোকে যে কেন নিয়ে এলাম,,,

রিধি:: এই কথাটা নিয়ে আসার আগে ভাবলে তুইও বেঁচে যাইতি আর আমিও শান্তুিতে থাকতে পারতাম,,,

নিরা:: এখন বুঝতে পারছি,,,?

রিধি বেডে শুয়ে চোখ বন্ধ করে ফেলল,,,,নিরা ব্ল্যানকেট টেনে রিধির গায়ের উপর দিয়ে দিল,,,,

তারপর নিরাও ফ্রেশ হয়ে আসলো,,,,

রাতে সবাই ডিনার করতে বাইরে গেল,,, রিধিকে নিরি ডাকছিলো কিন্তুু রিধি খুব বকা ঝকা করে নিরাকে চুপ করেছিলো,,, নিরাও বাধ্য হয়ে আর রিধিকে ডাকেনি,,,

বাইরে সবাই গাড়ি নিয়ে অপেক্ষা করছিলো,,, নিরা একা আসছে দেখে নাহিদ নিরার দিকে এগিয়ে গেল,,,

নাহিদ:: তুমি একা কেন?? রিধি কোথায়??

নিরা:: রিধি কে ডাকছিলাম কিন্তুু আমাকে বকাঝকা করে তাড়িয়ে দিল,,,,?

নাহিদ:: সকাল থেকেই তো কিছু খেলনা,,, এমনি থাকলে তো অসুস্থ হয়ে যাবে,,,

নিরা:: আমি তো অনেকবার বললাম কিন্তুু শুনলো না,,, বিকালে ২ ঘন্টা বাথটবে বসেছিল,,, এখন বলছে হাত পা ঠান্ডা হয়ে গেছে,,,

নাহিদ:: জ্বর উঠছে???

নিরা:: যেভাবে রেগে আছে আমি তো কাছেই যাইতে পারিনি,,,

নাহিদ:: আমি দেখে আসবো???

নিরা:: না না,,, না জানি রেগে গেলে আবার কি করে,,,,

নাহিদ:: তাহলে চলো,,, শান্তু ভাইয়া আর রাইসা অপেক্ষা করছে,,,,

এরপর রিধিকে ছাড়াই ওরা ডিনারে গেল,,, শান্ত রিধির কথা একবারও জিঙ্গাস করলো না,,,রাইসা তো মনে মনে অনেক খুশি কারণ রাইসা নিরাকে একদম সহ্য করতে পারছি লো না,,,,

পরেরদিন,,,,

সকালে নিরা উঠে রিধির কপালে হাত দিয়ে দেখে রিধির অনেক জ্বর,,, নিরা দৌড়ে ওয়াশরুমে গিয়ে পানি নিয়ে আসে তারপর মাথায় জলপট্টি দিতে থাকে,,,

রিধি আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে নিরা ওর মাথায় জলপট্টি দেখছে,,,

রিধি::: নিরু,,, আমার মাথাটা ব্যাথা করছে,,,?

নিরা:: তোকে বারণ করেছিলাম কাল,,,কিন্তুু আমার কথাতে শুনলি না,,, এখন হলো তো??

রিধি::: এতে আমার কি দোষ!!!! ঐ রাইসা মেয়েটাই তো আমাকে রাগিয়ে দিলো,,,

নিরা:: তাই বলে নিজে ২ ঘন্টা ঠান্ডার মধ্যে বাথটবে ডুবে থাকবি???

রিধি::: তখনতো আর এত কিছু মাথায় আসে নি,, ?

নিরা:: এখন এসেও কি হবে?? যা করার তা তো করেই ফেললি,,,, ভেবেছিলাম আজ সমুদ্রের পাড়ে ঘুরতে যাবো,,, কিন্তুু তা তো আর হবেনা,,,

রিধি::: হবে না কেন???

নিরা:: তোকে এই অবস্থায় নিয়ে যাবো,,,???আর তোর আরো ঠান্ডা লেগে গেলে তখন কি হবে??

রিধি::: কিছুই হবে না,,,, আমি ভালো হয়ে গেছি,,,( একলাফে উঠে বসে,,,,,)

নিরা:: উঠলি কেন???

রিধি::: সমুদ্রের পাড়ে যাবো,,,,

নিরা:: পাগল হলি??? এই অবস্থায় তোকে নিয়ে যাবো??

রিধি::: নিবি না??? ?

নিরা:: না,,,, আর আমরাও আজ যাচ্ছি না,,,

রিধি::: তুই বললেই হলো,,, তুই নিয়ে যাবি আর তোর নানাও নিয়ে যাবে,,,, ?

নিরা:: আমার নানার সাথে যা,,,, ??

রিধি::: ঐ হাসবি না,, আমি কিন্তুু সিরিয়াস,,,,

নিরা:: রিধি তুই এখন অসুস্থ,,,,

রিধি::: তোরে বলছি আমি অসুস্থ??

নিরা:: আরে রিধি তুই,,,

রিধি::: চুপ কর,,, সারাদিন বকবক করিস কিভাবে??? শান্তুিতে একটু ঘুরতেও যাইতে পারবো না?? তুই যদি আর একবার বারণ করেছিস তাহলে তোরে রেখে আমরা সবাই যাবো,, ?

নিরা:: আমি কি করলাম,,,??

রিধি::: কি করিস নাই ঐ টা বল,,,,,,

নিরা:: আচ্ছা একটা শর্তে যাইতে পারিস,,

রিধি::: কি শর্ত??

নিরা:: কাল থেকে তো কিছুই খেলি না,,,এখন নিচে নাস্তা করে তারপর যাবি,,,,

রিধি::: ইচ্ছে করছে না,,,?

নিরা:: আর একটা কথা বললে তোর মুখ সেলাই করবো?,,,,,,

এরপর রিধি নিরা দুজনেই ফ্রেশ হয়ে নিচে গেল,,, নাহিদ ওদের দেখে মুচকি হাসলো,,, রিধিরতো রাগে গা জ্বলে যাচ্ছে,,,কারণ রাইসা শান্তর একটা হাত জড়িয়ে ধরে বসে আছে,,,

রিধি:: লুইচ্চা মাইয়াটারে আমি মরিচের জুস খাওয়ামু,,,?( মনে মনে)

রিধি নিরার পাশে বসলো,,,শান্ত রিধির অপজিটে,,, রিধি আড়চোখে শান্তর দিকে তাকাচ্ছে,,,কিন্তুু শান্ত একবারের জন্যেও রিধির দিকে তাকায় নি,,,

চলবে,,,,,,,,,

( আজকের পার্টটাতো হয়তো কারো কাছেই ভালো লাগবেনা,,,, আমি লিখার জন্য সময় পাইনি sorry)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here