তুমি_আমার?Part_11

0
1663

তুমি_আমার?Part_11
#Written_By_Samia_Islam

এরপর রিধি নিরা দুজনেই ফ্রেশ হয়ে নিচে গেল,,, নাহিদ ওদের দেখে মুচকি হাসলো,,, রিধিরতো রাগে গা জ্বলে যাচ্ছে,,,কারণ রাইসা শান্তর একটা হাত জড়িয়ে ধরে বসে আছে,,,

রিধি:: লুইচ্চা মাইয়াটারে আমি মরিচের জুস খাওয়ামু,,,?( মনে মনে)

রিধি নিরার পাশে বসলো,,,শান্ত রিধির অপজিটে,,, রিধি আড়চোখে শান্তর দিকে তাকাচ্ছে,,,কিন্তুু শান্ত একবারের জন্যেও রিধির দিকে তাকায় নি,,,

সবাই খাওয়া শুরু করে কিন্তুু রিধির একটুও খেতে ইচ্ছে করছে না,,,, রিধির হাত দিয়ে খাবার গুলো নড়াচড়া করছে,,,

নিরা:: রিধি কি হয়েছে খাচ্ছিস না কেন??

রিধি:: ইচ্ছে করছে নাতো,,,

নিরা:: ইচ্ছে করছে না মানে,,, কাল থেকেই না খেয়ে আছিস আর এখনো বলছিস ইচ্ছে করছে না,,,,,,

রিধি:: সত্যি একটুও খেতে ইচ্ছে করছে না,,,

নাহিদ:: ভাবি,,,,

নাহিদের মুখ থেকে ভাবি ডাক শুনে সবাই নাহিদের দিকে তাকিয়ে আছে,,,

নাহিদ:: sorry,,,,রিধি আপু এভাবে না খেলে তো অসুস্থ হয়ে যাবে,,,

রিধি:: না ভাইয়া আমি তো ঠিক আছি,,,,?

রিধি বসে থাকলো বাকি সবাই খেতে থাকলো,,, শান্ত যেন ভুলেই গেছে এখানে কেউ না খেয়ে আছে,,,

রাইসা:: শান্ত,,,,

শান্ত:: হুম বলো,,,

রাইসা:: আমাকে খাইয়ে দিবে প্লিজ,,, আসলে আমার হাতটা জ্বালছে,,,

শান্ত:: হাতে কি হয়েছে,,,,???

রাইসা:: জানিনা,,,

শান্ত রাইসার হাতটা দেখতে লাগলো,,,

রাইসা:: কি হলো দিবে না? আমার তো খুব খিদা লাগছে,,

শান্ত:: হুম দিচ্ছি,,,,

শান্ত রাইসার প্লেট টা নিয়ে রাইসাকে খাইয়ে দিতে লাগলো,,,

রিধি এসব দেখে একদম সহ্য করতে পারছে না,,, চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে আছে,,,, কিন্তুু রিধির চোখের কোণায় পানি চলে আসে,,, কেউ দেখার আগে সেটা মুছে ফেলে,,,

রিধি:: নিরা আমি রুমে যাচ্ছি,,,তুই খাওয়া শেষ করে আয়,,,

নিরা:: একা একা গিয়ে কি করবি?? এখানে বসে থাক,,,

রিধি:: না নিরা,,,, আমার মাথাটা ঝিমঝিম করছে,,,

নাহিদ:: আপু তোমার শরীর ঠিক আছে তো,,,? ডক্টর কাছে যাবে??

রাইসা:: এই হাল্কা ব্যাপারের জনৌ ডক্টর কাছে যেতে হয় নাকি??

রিধি:: না ভাইয়া আমি ঠিক আছি ,,,,

রিধি ওখান থেকে উঠে গেল,,, চোখের পানির জন্য সবকিছু গোলাটে দেখছে,,,, রিধি রেলিং ধরে ধরে উপড়ে উঠল,,, মাথাটা অনেক ভারী ভারী লাগছে,, আর হাত পা গুলাও কাঁপছে,,, রিধি রুমে গিয়ে বেডে শুয়ে পড়ে,,,

নিরা নাস্তা শেষ করে রুমে এসে দেখে রিধি চোখ বন্ধ করে শুয়ে আছে,,,

নিরা:: রিধি এই রিধি,,,

রিধি:: হুম,,,

নিরা:: তোর কি বেশি খারাপ লাগছে,,, চল ডক্টর কাছে যাই,,,

রিধি:: না আমি তো ভালোই আছি,,, আচ্ছা সমুদ্রের পাড়ে যাবি না??

নিরা:: হুম এখন যাবো,,,কিন্তুু তুই এই অবস্থায় কি করে যাবি???? হাটতে পারবি তো,,

রিধি:: বললাম তো আমি ঠিক আছি,,, তুই শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস,,,

নিরা:: দেখ পরে যদি খারাপ কিছু হয়,,,

রিধি::ভয় পাচ্ছিস কেন?? কিছুই হবেনা,,

নিরা:: ok তাহলে তুই রেডি হয়ে নে,,

রিধি:: আচ্ছা কাল থেকেই তো ভাইয়া আর ভাবির সাথে কথা বলা হয়নি,,, ফোনটাও অন করিনি,, এখন কথা বলে তারপর রেডি হবো,,

নিরা:: হুম কথা বল,,,আমি কাল রাতে বলেছিলাম,,তুই ঘুমিয়েছিলি তাই ডাকতে বারণ করছে,,,

এরপর রিধি নয়ন আর নিপার সাথে কথা বললো,,, তারপর রেডি হয়ে নিরা সহ একসাথে বের হল,,, সবাই নিচে ওদের জন্য দাড়িয়ে আছে,,,

সবাই এক সাথে সমুদ্রের পাড়ে গেল,,, তারপর যে যার মতো এনজয় করছে,, রিধির তো এমনিতেই শরীর টা খারাপ তাই বেশি হাটতে পারছে না,,,, নিরা রিধির পাশাপাশি হাটছে,,, শান্ত আর রাইসা অনেকটা দূরে একজন আরেকজনের হাত ধরে হাটছে,,, আর নাহিদ ছবি তুলতেই ব্যস্ত,,,, রিধি কিছুদূর যাওয়ার পর মাথাটা ঘুড়ে উঠল,,, রিধি পড়ে যেতে লাগলে নিরার হাত শক্ত করে ধরে,,,,

নিরা:: রিধি তুই ঠিক আছিস তো??

রিধি:: নিরা আমার মাথাটা কেমন জানি লাগছে,,,

নিরা:: তোকে আগেই আসতে বারণ করেছি,,,তুই আমার কোনো কথাই শুনিস না,,

রিধি:: এত হাইপার হচ্ছিস কেন???

নিরা:: তো কি করবো বল?? চল ওখানে গিয়ে বসি,,,,

রিধি:: আমার জন্য তোর আনন্দটাও মাটি হয়ে গেল,, নিরা তুই যা ওখানে নাহিদ ভাইয়া আছে,,আমি গিয়ে বসছি,,

নিরা:: তোকে বলেছি আমার আনন্দ মাটি হচ্ছে,,বেশি বুঝিস কেন??

রিধি:: আরে আমি এখানে বসছি তো,, তোদেরও একটু আলাদা থাকতে দেওয়া উচিত,,,

নিরা:: রিধি,,,

রিধি:: তোকে যেতে বললাম এখন যা,,,,

নিরা:: তোর কিছু হলে,,,

রিধি:: আমার কি হবে??? আমি তো এখানেই থাকবো,,,

নিরা:: সত্যি তো,,,

রিধি:: হ্যাঁ সত্যি এখন যা,,,

নিরি:: বেশি খারাপ লাগলে আমাকে ডাকবি,,,

রিধি::ok। ডাকবো এখনতো যা,,,

নিরা নাহিদের পাশে চলে গেলো,, কিছুক্ষণ পরপর আবার পিছনে তাকিয়ে দেখছে রিধি ঠিক আছে কিনা,, রিধির মাথাটা অনেক বেশি ভারি ভারি লাগছে,,, তারউপর সূর্যটা রিধির মাথার উপর,, রিধির মনে হচ্ছিলো রিধির চোখদুটু বন্ধ হয়ে আসছে,,, এদিকে পানিরও খুব পিপাসা পেয়েছে,,, রিধি উঠে আস্তে আস্তে করে হাটতে লাগলো,, নাহিদ কি ভেবে যেনো পিছন দিকে তাকিয়ে দেখে রিধি কোথাও যাচ্ছে,,,, নাহিদ দৌড়ে রিধির দিকে যেতে লাগলো,, নিরাও নাহিদের পিছন পিছন আসতে লাগলো,, রিধি কিছুদূর যাওয়ার পর আর হাটতে পারছে না,,, চোখের সামনে সবকিছুই অন্ধকার হয়ে গেলো,,, রিধি পড়ে যেতে লাগলে তার আগেই নাহিদ রিধিকে ধরে নেয়,, নিরা এসেও রিধিকে জড়িয়ে ধরে,,,।

নিরা:: রিধি এই রিধি কি হয়েছে তোর??? ?

রিধি সেন্সলেস হয়ে যায়,,, নাহিদ রিধিকে কোলে তুলে নেয়,,,

নাহিদ:: নিরা তুমি এসো আপুকে হসপিটালে নিয়ে যাই,,,

নিরাও নাহিদের পিছন পিছন হাটতে লাগলো,, নিরাও কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলছে,,,

এইদিকে শান্ত আর রাইসা নিজেদের মতো এনজয় করছে,,এখানে যে এতকিছু হয়ে যাচ্ছে সেটা দেখার মতো টাইম ওদের কাছে নেই,,,

হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর বলল অতিরিক্ত টেনশন আর কিছু না খাওয়ার ফলে দূর্বল হয়ে গেছে তাই এরকম অবস্থায় হয়েছে,,, তাই ডক্টর কিছু মেডিসিন দিয়ে দিলেন,,, নাহিদ নিরা মেডিসিন নিয়ে হোটেলে চলে আসলো,,, নিরা জোর করে রিধিকে হাল্কা কিছু খাইয়ে দিলো,, তারপর মেডিসিন খাইয়ে আধশুয়া হয়ে বসিয়ে দিয়ে নিরাও পাশে বসলো,,, নাহিদ রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরুতেই ফোন বেজে উঠলো,, ফোন নিয়ে দেখলো শান্ত কল দিয়েছে,,,

নাহিদ:: হ্যালো ভাইয়া,,,

শান্ত:: হ্যাঁ,,, কোথায় তোমরা??

নাহিদ:: আমরা হোটেলে চলে এসেছি,,

শান্ত:: আমাদের না বলে চলে গেলে যে??

নাহিদ:: আসলে একটু প্রবলেম হইছিলো,,,

শান্ত:: কি প্রবলেম??

নাহিদ:: রিধি আপু হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছিলো তারপর ডক্টর কাছে নিয়ে গেছিলাম আর এখন হোটেলে চলে আসছি,,,তোমাদের জানানোর সময় পায়নি,,,

শান্ত:: এরকম একটা মেয়েকে নিয়ে আসাই ভুল ছিলো,,,

নাহিদ:: ভাইয়া এটা কি বলছো?? তুমি এতটা নিষ্টুর কি করে হলে???

শান্ত:: দেখো আমি ওর ব্যপারে কোনো কথা বলতে চাইনা,,, আর শুন আমরা সন্ধ্যার আগে ফিরবো না,, তুমি আর নিরা হয়তো ওই মেয়েটার জন্য তোমাদের টাইম ওয়েস্ট করতে পারো বাট আমি পারবো না,,,

নাহিদ:: ok,,,, ভাইয়া তোমাদের আসতে হবে না,,,

শান্ত:: হুম রাখছি এখন,,

শান্ত ফোন কেটে দিলে নাহিদ ফোনটা বেডে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে,,, নাহিদ ড্রেস পড়ে নিরাদের রুমে আসে,,

নাহিদ:: আপু এখন কেমন আছো,,,?

রিধি:: এখন ঠিক আছি,,,,,

নাহিদ:: আচ্ছা তুমি এত কিসের টেনশন করো??

রিধি:: কোথায় টেনশন করলাম???

নিরা:: ডক্টর বলল অতিরিক্ত টেনশনের ফলে এরকম হয়েছে,,

নাহিদ:: ভাবি sorry আপু তুমি কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ ??

রিধি:: না ভাইয়া আপনাদের কাছ থেকে কি লুকাবো,,,,

নিরা:: সত্যিতো??????

রিধি:: মিথ্যা কেন বলবো????

কথা বলার সময় হঠাৎ রিধির ফোনটা বেজে উঠে,,, রিধি ফোন নিয়ে দেখে নয়ন কল দিয়েছে,,,

রিধি:: নিরা তুই কি আমার কথা ভাইয়াকে বলেছিস???

নিরা:: আমি তো বলিনি,,,,

রিধি:: তাহলে হঠাৎ ভাইয়া কল করলো কেন???

নিরা:: রিসিভ করে দেখ হয়তো কোনো প্রয়োজন আছে,,,

রিধি ফোনটা রিসিভ করলো,,,

রিধি:: হ্যালো ভাইয়া,,,,, কেমন আছো??

নয়ন:: আমি ভালো,, তুমি কেমন আছো,,,??

রিধি:: ভালো অাছি,,,

নয়ন:: তোমার কিছু হয়নি তো,,, তোমার কন্ঠটা এরকম শুনা যাচ্ছে কেন??

রিধি:: আরে ভাইয়া শুয়ে আছি তাই হয়তো এরকম লাগছে,,,

নয়ন:: আমার মনটা কেমন জানি করছে,,, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো তো??

রিধি:: হ্যাঁ ভাইয়া,,,

নয়ন:: রিধি আমার মনটা সত্যি কেমন করছে,,, তুমি ঠিক আছো তো??

রিধি:: আমি ঠিক আছি ভাইয়া,,,

নয়ন:: আমি আসবো???

রিধি:: না না ভাইয়া তোমাকে আসতে হবে না,,, আর কয়েকটা দিন পর আমি চলে আসবো, ,,,

নয়ন:: তাড়াতাড়ি চলে আসো,,

রিধি:: হ্যাঁ,,,, ভাবি কেমন আছে??

নয়ন:: ভালো কিন্তুু তোমার জন্য অনেক টেনশন করছে,,, কাল রাতে নাকি স্বপ্নে দেখছে তুমি খুব অসুস্থ বারবার তোমার ভাবিকে ডাকছো,,, সারারাত আমাকে ঘুমাতে দেয় নি তোমার ভাবিও ঘুমায় নি,,,

রিধি:: তোমরা শুধু শুধু এমন করছো,,, এখানে তো আমি একা না নিরাও আছে,,,

নয়ন:: হ্যাঁ সাবধানে থেকো,, আর নিরা কেমন আছে ??

রিধি:: হ্যাঁ ভালো আছে,,,

নয়ন:: আচ্ছা এখন তাহলে রাখছি,,,

রিধি::: ok ভাইয়া,,,,,,

রিধি ফোনটা রেখে দীর্ঘশ্বাস ফেলল,,,

নিরা:: দেখলি ভাইয়া অার ভাবি তোকে কতটা ভালোবাসে,,,

রিধি:: হুম,,, যখন বুঝতে শিখেছি তখন থেকেই দেখে আসছি,,,আমার কিছু হলে আমি মুখ ফুটিয়ে না বললেও ভাইয়া বুঝে যেতো আর যখন বড় হয়েছি তখন মায়ের মতো ভাবিকে পেয়েছি,,, আমার কিছু হলে আমি কান্না না করতে ভাবি কান্না করে দিতো,,, মায়ের আদর কেমন এটা তো জানিনা কিন্তুু ভাবির আদর পেয়ে মায়ের ভালোবাসাটা বুঝে গেছি,,,?

নিরা:: হুম রিধি তুই অনেক ভাগ্যবতী,,, ?

নাহিদ:: আপু,,, তোমরা কথা বলো আমি একটু বাইরে যাচ্ছি ,,,,

রিধি::ok…ভাইয়া,,,

নাহিদ:: নিরা bye,,,

নিরি:: bye?

নাহিদ চলে গেলে নিরা রিধির সাথে গল্প করে ,,,,,

সন্ধ্যায়,,,,,

রাইসা আর শান্ত হোটেলে ফিরে আসে,,, রাইসা ফ্রেশ হয়ে রিধিকে দেখতে আসে,,,

রাইসা:: এখন কেমন লাগছে,,

রিধি:: জ্বী ভালো আপু,,,,

শয়তান খাট্টাশ মাইয়া আমার ভালো দিয়া তুই কি করবি?? ( মনে মনে )

রাইসা:: হুম,,, মেডিসিন খাইছো,,,,?

রিধি:: না বিষ খাইছি,, তাতে তোর কি??? ( মনে মনে)
জ্বী আপু খাইছি,,,

নিরা:: ভাবি আপনারা কখন আসছেন ??

রাইসা:: সন্ধ্যার একটু পরে,,, শান্তকেও বললাম চলো রিধিকে দেখে আসি কিন্তুু শান্ততো আসলো না,,

রিধি:: ওই বেটা খাট্টাশ কে তো আমি পরে দেখে নিব,,, তুই যে কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছিস সেটাও কি আমি বুঝিনা,,, ( মনে মনে)

রাইসা:: আচ্ছা তুমি ঠিকমতো মেডিসিন খেও,,, আমি এখন আসছি,,, সারাদিন অনেক ঘুরাঘুরি করলাম এখন একটু রেস্ট নিতে হবে,,,

রিধি:: খাট্টাশ মাইয়া তোরে কি এখানে কেউ থাকতে বলছে,,, তুই রেস্ট নে না হলে সারারাত সমুদ্রে গিয়া বইসা থাক তাতে আমার কি,,,( মনে মনে)

নিরা::ok ভাবি,,,,

রাইসা চলে গেলে রিধি বড়বড় চোখ করে নিরার দিকে তাকিয়ে থাকে,,,,

নিরা::: আমি আবার কি করলাম ???

চলবে,,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here