তুমি_আমার?Part_13

0
1703

তুমি_আমার?Part_13
#Written_By_Samia_Islam

রিধি:: আর কয়েকটা দিন থাকলে কি হতো,,,? ?

নিরা:: কিছুই হতো না,, বাট শান্ত ভাইয়ার আর নাহিদের ছুটি শেষ,,,

রিধি:: ধুররর ভালো লাগেনা,,?

নিরা:: হুম তো এখন কি করবি??

রিধি:: কি আর করবো,,,এখন যাই রাইসা আপুকে আরেকটু তেল দিয়ে আসি,,,?

নিরা:: আবার!!!

রিধি:: হ্যাঁ আবার,,,,

নিরা:: তোর মাথায় কি চলছে আল্লাই জানে,,,

রিধি:: তুই পিচ্চি এখন এসব বুঝবিনা,,,

নিরা:: আর তুই কি,,,?

রিধি:: তোর ভাবি,,,

নিরা:: মানে,,,,??

রিধি:: মানে ঐ আরকি মানে ভাবি মানে তো বোন তাই না,,, আর সেই দিক দিয়ে ধুরর তোকে এসব বুঝানোর সময় নাই টাটা,,,

রিধি এক দৌড়ে চলে গেল,,

নিরা:: আরে শুন,,,

রিধি:: টাইম নাই,,,,

নিরা:: আমি ঠিকি বুঝতে পারছি রিধি তুই ভাইয়ার প্রতি অনেকটা দূর্বল হয়ে গেছিস,,, ভাইয়ার সাথে আর কাউকে সহ্য করতে পারছিস না,,, কিন্তুু এটা তোর আগে বুঝা উচিত ছিল,,,অনেক দেরি করে ফেলেছিস,,,, হয়তো সেদিন ভাইয়া যে কথাগুলো বলেছিলো সেগুলো সত্যি হতে আর বেশি দেরি নেই,,, আমি জানি তুই পুরুপুরি ভাইয়ার উপর দূর্বল হয়ে যাবি,,, কিন্তুু একটাই চিন্তা ভাইয়া কি তোকে আদো মেনে নিবে,,,??? ( মনে মনে)

এইদিকে রিধি নাচতে নাচতে রাইসার রুমে গেল,,,, রাইসার রুমে নক করলে রাইসা দরজা খুলে রিধিকে ভিতরে আসতে বলে,,,

রিধি::: আপু কালকের কথাগুলোর জন্য তুমি কি আমার উপর রাগ করছো,,,??

রাইসা:: না রাগ করবো কেন,,,?

রিধি::: আপু আমি তো এটা শুনলাম যে তোমার আর শান্ত স্যারের নাকি বিয়ে হবে??

রাইসা:: হুম,,,

রিধি::: কিন্তুু স্যার কি রাজি??

রাইসা:: হ্যাঁ শান্ত মতামত নিয়ে ফ্যামেলির সবাই এই ডিসিশন নিয়েছে,,, কিন্তুু তুমি হঠাৎ এসব বলছো কেন??

রিধি::: না মানে স্যার কালকে বলছিলো,,,

রাইসা:: কি বলছিলো??

রিধি::: স্যার বলছিলো যে এসব এক্টিং উনিতো কথা দিয়েছে আমাকে বিয়ে করবে,,, আর সেটাও ১ মাসের মধ্যে,,,

রাইসা:: কি?? ?

রিধি::: হ্যাঁ আপু,,,, কিন্তুু বুঝতে পারছি না,,, স্যার আপনাকে কেন ধোকা দিচ্ছে,,,,

রাইসা:: বিশ্বাস করি না আমি,,,, শান্ত আমার সাথে এমনটা কখনো করবে না,,,

রিধি::: আপনার এই বিশ্বাসের অপব্যবহার করছে,,, আমি জানি আপনি স্যারকে অনেক ভালোবাসেন,,, এসবব কথা আপনাকে বলে কষ্ট দিতে চাইনি,, কিন্তুু কি করবো আমি তো মেয়ে তাই অন্য কোনো মেয়ের জীবন এভাবে নষ্ট হবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো এটা হতে পারেনা,,,

রাইসা:: তোমার কথাগুলো পুরুপুরি বিশ্বাস করতে পারলাম না,,,কিন্তুু শান্ত যেমনি হোক ওকে আমি বিয়ে করবো,, আমাকে ধোকা দিবে আর আমিও চুপচাপ বসে থাকবো এমন মেয়ে আমি না,,, শান্ত আমার না হলে ওকে কারো হতে দিবোনা,,

রিধি::: খাট্টাশ মাইয়া তোরে কি বলতে আসলাম আর তুই আমাকে কি শুনাচ্ছস,,,,( মনে মনে)

রাইসা:: আর তোমাকে বলছি শুন,,,,, হয়তো তোমার সাথে শান্তর কোনো রিলেশান ছিলো বা আছে এটা তো আমি পরেই জেনে নিবো,,,বাট এখন এই মুহুর্ত থেকে তুমি শান্তর থেকে দূরে থাকবে,,, আমি শান্তর ভাগ কাউকে দিতে পারবো না,, আমি যেটা চাই সেটাই নিজের করে ছাড়ি,,

রিধি::: আমিও সেইম,,, ok carry on,,,আর আমিও বাকিটা দেখছি,,,

রাইসা:: তার মানে,,,,?

রিধি::: সময় হলে দেখতে পাবেন,,,,

রিধি মনমরা হয়ে সেখান থেকে চলে আসলো,,, রুমে এসে বেডে না বসে ফ্লোরেই বসে যায়,,,

নিরা:: এই রিধি কি হয়েছে তোর?? গিয়েছিস রাইসাকে মিথ্যা বলতে আর এখন তুই মন খারাপ করে বসে আছিস,,,?? রাইসা আপু কি কিছু বলছে,,,,?

রিধি:: সত্যি কি শান্ত আর রাইসার বিয়েটা হবে,,,,????

নিরা:: হ্যাঁ কিন্তুু তুই এসব নিয়ে ভাবছিস কেন????

রিধি:: নিরা,,,আমি শান্ত স্যারের পাশে আর কাউকে সহ্য করতে পারি না কেন,,,?

নিরা:: ভাইয়াকে ভালোবাসিস??

রিধি:: না,,,কিন্তুু আমার এমন মনে হয় কেন,,,?

নিরা:: আচ্ছা এসব চিন্তা বাদ দে,,,

রিধি:: কি বাদ দিবো আমি?? আমি তো ভুলতে চেষ্টা করি কিন্তুু তবুও স্বপ্নের মতো আমার চোখের উপর ভেসে উঠে,,, আমি দূরে থাকতে চেষ্টা করি কিন্তুু পারি না,,,

নিরা:: এটাই ভালোবাসা,,,

রিধি:: নিরা আমি বাসায় যাবো,,,এখানে আমার দম বন্ধ হয়ে আসছে,,?

নিরা:: আমরা তো কাল চলে যাবো,,,

রিধি:: কাল না আজই চল,,,আমার কিছুই ভালো লাগছে না,,,

নিরা:: এমন করিস না,,, একটা দিন কষ্ট করে হলেও থাকতে হবে,,,

রিধি:: ??

নিরা:: তুই এমন কেন?? একটু আগেই হাসতে হাসতে বের হলি আর এখন এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছিস,,,?

রিধি:: আমি এখন কি করবো???

নিরা:: আমি তোকে আগেই বলেছিলাম,,,

রিধি:: হ্যাঁ কিন্তুু তখন এসব কিছু আমার মাথায় আসেনি,,তখন কেন এমনটা করলাম আমি জানিনা,,,,

নিরা:: একটু ধৈর্য্য ধর দেখবি সব ঠিক হয়ে যাবে,,,

রিধি:: হুম ঠিক হবে,,,,সবকিছুই ঠিক হয়ে যাবে,,,কিন্তুু তখন হয়তো আমি থাকবো না,,,

নিরা:: পাগলের মতো কি বলছিস এসব??? এরকম কথা আর কখনো বলবিনা,,,

রিধি:: ?

দরজায় কেউ নক করলে নিরা উঠে দরজা খুলতে যায়,,,

নিরা:: ভাইয়া আপনি,,,?

শান্ত:: রিধি আছে???

নিরা:: হ্যাঁ কিন্তুু,,,

শান্ত:: তোমাকে নাহিদ ডাকছে,,,

নিরা রুম থেকে বেরিয়ে দেখতে গেল নাহিদ কেন ডাকছে,,, নিরা চলে গেলে শান্ত রুমে ডুকে দরজা লক করে দেয়,,, রিধি একবার শান্তর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়,,, শান্ত রিধির কাছে গিয়ে রিধিকে ফ্লোর থেকে টেনে তুলে,,, তারপর রিধিকে কোনো কথা বলতে না দিয়ে খুব জোরে চড় মারে,,,, রিধি এসবের কিছুই বুঝতে পারছে না,,, হঠাৎ শান্ত কেন এমন করলো এটাও বুঝতে পারছে না,,, রিধি ফ্লোরে পড়ে গিয়ে শান্তর দিকে করুন চোখে তাকিয়ে আছে,, রিধির ঠোট কেটে রক্ত পড়ছে,,, শান্ত রিধিকে ফ্লোর থেকে আবার উঠিয়ে দাড় করালো,,,

শান্ত:: খুব সাহস বেড়ে গেছে তোমার??? কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করছো,,, ? শান্তকে এখনো তুমি চিনোনা,, আর কখনো চিনাতেও পারবে না,,,

রিধি::??

শান্ত:: তোমার সাহস কি করে হয় রাইসাকে আবারো নতুন করে গল্প শুনানোর,,, কি সম্পর্ক ছিল তোমার আর আমার মাঝে,,, জাস্ট ৮/১০ দিনের জন্য এমন করছো,, আমিতো এই দিনগুলোকে এক্সিডেন্ট মনে করে ভুলে গিয়েছি,,, কিন্তুু তোমার এতে কি প্রবলেম,,,? আমার আগে তো তোমার ভুলে যাওয়ার কথা কিন্তুু তুমি আবার কি রিপিট করতে চাইছো ??

রিধি::??

শান্ত:: চুপ থাকলে অার আমাকে দেখানোর জন্য দুফোটা চোখের পানি ফেললে সবকিছুর সমাধান হয়ে যাবে না,,,

রিধি::??

শান্ত:: আরে পাগলের তো কিছু বুদ্ধি থাকে কিন্তুু তোমার তো দেখছি সেটাও নেই,,, শুন আমার সম্পর্ক রাইসাকে যাই বলো না কেন আমাদের সম্পর্কে তুমি কখনোই বাধা দিতে পারবো না,,, তোমার সামনে দিয়ে রাইসাকে আমার বউ করে নিবো,,, এডভান্স ইনভাইট করে রাখলাম অবশ্যই আসবে,,,আর আজ থেকে আমার এবং রাইসার কাছ থেকে দূরে থাকবে,,, আমি চাইনা তুমি রাইসার ছায়াটাও দেখো,,, ?

শান্ত:: I hope আমি কি বলতে চাইছি তুমি সবকিছু বুঝতে পারছো,,,,

শান্ত হনহন করে রুম থেকে বেরিয়ে গেল,,, রিধি এখনো সেই এক জায়গায় দাড়িয়ে আছে,,,

শান্ত যাওয়ার পর রিধি বেডে বসে যায়,,,চোখ থেকে অনবরত পানি পড়ছে,,, কিছুক্ষণ পর নিরা রুমে আসলো,,,

নিরা:: শান্ত ভাইয়া কেন যে মিথ্যা বললো কই নাহিদ তো,,,,

নিরা রিধির দিকে তাকিয়ে দেখে রিধির চোখ থেকে পানি পরছে আর ঠোট থেকে টপটপ করে রক্ত পড়ছে,,, নিরা দৌড়ে রিধির দিকে আসে,,,

নিরা:: এই রিধি কি হয়েছে তোর??? রিধি তোর ঠোট কাটলো কি করে,,,?রিধি কি হয়েছে অামাকে বল,,,, ??

রিধি:: No response,,,,,,,,,,,,,

নিরা:: রিধি শান্ত ভাইয়া এমন করছে তাই না,,,? ? এই রিধি চুপ করে আছিস কেন?? বল আমাকে,,,?

রিধি::No response,,,,,,,,,,,,,

নিরা:: রিধি এই রিধি?,,,

রিধি::No response,,,,,,,,,,,,,

নিরা দৌড়ে টিস্যুর বক্সটা এনে রিধি ঠোট থেকে রক্ত মুছতে গেলে রিধি নিরার হাত ধরে নেয়,,,

রিধি:: লাগবে না,,, আমি ফ্রেশ হতে যাচ্ছি,,,,

রিধি গুটিগুটি পায়ে হেঁটে ওয়াশ রুমে চলে গেলো,,,,

রিধি ওয়াশ রুমে গিয়ে ঝর্না অন করে তার নিচে দাড়ালো,, কাটা জায়গায় পানি পড়ছে অনেক জ্বালা করছে কিন্তুু রিধি চোখ বন্ধ করেই দাড়িয়ে আছে,,, এই মুহুর্তে এই কাটার জায়গা থেকে মনে কষ্ট টাই বেশি লাগছে,,, ফ্রেশ হয়ে এসে রিধি চুপচাপ বেডে শুয়ে থাকে,,, নিরা অনেক কিছু জিঙ্গাস করলো,, কিন্তুু রিধি কিছুই বলেনি,, নিরাও আর না পেরে রুম থেকে বেরিয়ে গেল,,,

বিকালে,,,,

সকালে নিরা রাগ করে বাইরে যেতে লাগলো,,, সিঁড়ির দিয়ে নামতে নাহিদের সাথে দেখা হলো,,, নাহিদও কোথাও যাচ্ছিলো,,, নিরাকে দেখে নিরা সবটা বলায় নিরাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলো,,,নিরা বিকালে রুমে এসে দেখে রিধি বেডে নেই,,, নিরা ভাবলো হয়তো ওয়াশ রুমে কিন্তুু ওয়াশ রুমে গিয়ে দেখে দরজা খোলাই আছে,,, নিরা দৌগে রাইসার রুমে যায়,,, রাইসা বলল যে রিধি সেখানে যায়নি,,, নিরা নাহিদের কাছে গিয়ে বলে নাহিদ তাদের রুমেও রিধিকে পায়নি,,, শান্ত সবকিছু শুনেও একবারের জন্যও এটা বলেনি যে রিধি কোথায় গেছে,,, নিরা আর নাহিদ পুরু হোটেলটা খুজলো কিন্তুু রিধিকে কোথাও পেলো না,, নিরা রিধিকে না পেয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে,,, নাহিদ নিরাকে সান্তনা দিচ্ছে কিন্তুু নিরা কিছুই মানছে নি,,, নিরা জানে রিধির রাগ অনেকটাই বেশি রাগের মাথায় নিজের ক্ষতি করতেও দুইবার ভাববে না,,,

সন্ধ্যায়,,,,,

বিকাল থেকে এখন পর্যন্ত নিরা ও নাহিদ রিধিকে পুরু এরিয়ায় খুজেছে কিন্তুু পেলো না,,, নিরা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলছে,,,, নাহিদ অনেকবার রিধিকে ফোন করার ট্রাই করছে বাট ফোন সুইচ স্টপ,,, এইদিকে নয়ন বারবার নিরাকে ফোন করছে কিন্তুু রিসিভ করে কি বলবে তাই নিরা সাইলেন্ট করে রাখছে,,,

পরের দিন,,,,

বিকালে সবাই চলে যাবে,,, কিন্তুু এখনো রিধিকে খুজে পেলনা,,, শান্তকে দেখে তো মনে হচ্ছে ওর মধ্যে কোনো টেনশন নেই,,, একবার এটাও জিঙ্গাস করেনি রিধিকে পাওয়া গেছে কিনা,,

চলবে,,,,,,,,,

[[[[[আপনারা প্রতিদিন আমার কাছ থেকে পার্ট বড় পাওয়ার আশা করেন,,,কিন্তুু আমি কি আপনাদের থেকে গঠনমূলক কমেন্ট আশা করতে পারিনা ]]]]]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here