তুমি_আমার?Part_15

0
1713

তুমি_আমার?Part_15
#Written_By_Samia_Islam

রিধি রিকশা থেকে নেমে ওদের দিকে গেল,,, রিধি শান্ত আর রাইসাকে না দেখার মতো করে ওদের দিকে যেতে লাগলো,,,শান্তর কাছাকাছি যেতেই রিধি ইচ্ছা করেই শান্তর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো,,,

ভেবেছিলো শান্ত হয়তো সিনেমার হিরোদের মতো ধরে বুকে জড়িয়ে নিবে আর রাইসাকে দেখে দেখে জ্বলবে,,, কিন্তুু রিধি যেটা ভাবলো তার উল্টোটাই হলো,,, শান্ত রিধিকে ধরল না,,, রিধি রাস্তার মাঝেই পড়ে গেল,,,

রিধি::: আল্লাহ গো গেল গো,, আমার কুমড়া টা ভেঙ্গেই গেল,,, আল্লাহ এটা কি করলে ?

রাইসা:: সে কি তুমি পড়লে কিভাবে,,,?

রিধি:: আস্ত একটা হনুমানের সাথে ধাক্কা খেলে পড়বো না কি করবো,,,?

শান্ত::Excuse me,,,, হনুমান কে,,,?

রিধি:: আপনি ছাড়া আর কে হবে??? এখন আমাকে কোলে নিয়ে রিকশায় বসিয়ে দেন,,,

শান্ত:: চলো রাইসা,, এসব ন্যাকামি দেখার মতো সময় আমার নেই,,,,

রাইসা আর শান্ত রিধিকে না উঠিয়ে চলে গেলো,,,

রিধি::: চোখের সামনে একটা মানুষ এভাবে পগে যেতে দেখেও সাহায্য করার জন্য এগিয়ে এলো না,,, আল্লাহ এই দুই বান্দরের উপর ঠাডা ফেলাও,,, আমার মতো একটা সহজ সরল নিষ্পাপ মেয়েকে একটু উঠিয়েও দিলো,, অভিশাপ দিলাম তোদের ১০০২ টা বাচ্চা হবে,,, সবগুলো তিনটা পা থাকবে,,, দেখবি বাচ্চার চিন্তায় চিন্তায় তোরা দুজন মরবি,,, তখন আমার কাছে আসবি ক্ষমা চাওয়ার জন্য,,, দেখবি তখন জীবনেও ক্ষমা করমু না,,,

নিরা:: অনেক বকাবকি করেছিস এখন উঠ,,,

রিধি:: কখন বকাবকি করলাম???

নিরা:: এতক্ষণ কি তাহলে মাহফিল করছিস,,,?

রিধি:: বজ্জাত মাইয়া,,, তুই জীবনেও ভালো হইবি না,, কোথাও একটু আমাকে উৎসাহ দিবি তা না উল্টা খোঁচা দিচ্ছিস,,,

নিরা:: বকাবকি করার জন্য কেউ উৎসাহ দেয়??

রিধি:: এটাও জানিস না,,,জানবি কি করে তুই তো একটা রা★★ থাক আর বললাম না,, এবার আমাকে উঠা,,,

নিরা:: বারণ করেছিলাম তোকে এসব উল্টা পাল্টা কিছু করতে যাইতে,,, এখন ক্ষতি কার হলো,,,নিজেই পড়লি তো??

রিধি:: আমি কি জানতাম যে ঐ হনুমানটা আমাকে ধরবে না,,,, সিনেমায় কত সুন্দর হিরোয়িন ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলে হিরো যদি অন্যদেশেও থাকে ঠিক এসে হিরোয়িনকে ধরে নেয়,,,

নিরা:: ঐটা কো সিনেমা,,,আর তুই রিয়েলী এটা করতে গেলি কেন??

রিধি:: আর জীবনেও এরকম করমু না,,,

নিরা:: হ্যাঁ এখন উঠে আয়,,,,

রিধি নিরার হাত ধরে উঠলো,,, তারপর কলেজে গেল,,,

বিকালে নিরা কলেজ থেকে এসে দেখলো নয়ন আর নিপা কোথাও যাচ্ছে,,,

রিধি:: ভাইয়া তোমরা কি কোথাও যাচ্ছো??

নয়ন:: হ্যাঁ,,, তোমাকে তো বলা হয়নি আর ৩ দিন পর শান্তর বিয়ে তাই ভাবলাম একটু শফিং ও করি আর ওদের জন্য গিফ্ট ও নিয়ে আসি,,,,

রিধি:: বিয়ে মানে??

নিপা:: হ্যাঁ রাইসার আব্বু নাকি ২ দিনের জন্য দেশে আসবে তাই এই দুই দিনের মধ্যে সবকিছু শেষ করে আবার চলে যাবে,,,

রিধি:: তোমরা সত্যি বলছো??

নিপা:: হ্যাঁ,,, আচ্ছা তুমিও আমাদের সাথে চলো,,,

রিধি:: না ভাবি,,, আমার মাথাটা ঝিমঝিম করছে,, আমি রেষ্ট নিবো,,

নয়ন:: ok..আমি নিরাকে কাল সকালে আসতে বলেছি,, তুমি নিরা সহ কাল যেও,,,

রিধি:: না ভাইয়া,,, নিরা কে বারণ করে দাও,,আমার এসব ভালো লাগেনা,,,

নিপা:: এটা বললে তো হবে না,, বিয়েতে সবাইকেই যেতে হবে,,,সো তুমি নিরার সাথে শফিং করবে,,,

রিধি মাথানিচু করে রুমে চলে গেল,, রিধি বেডে না বসে ধম করে ফ্লোরেই বসে পড়ে,,,

রিধি:: শান্ত কি সত্যি বিয়ে করে নিবে?? শান্ত পারবে বিয়েটা করতে?? পারবে মনটা কে বুঝাতে,,? কিন্তুু আমার এমন লাগছে কেন? আমার কেন এত কষ্ট হচ্ছে,,, কেন আমি শান্তর কথা এতটা ভাবি,,, ??আমি কি করে শান্তকে অন্যকারো সাথে দেখবো,, আমি হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবো বাট আমার মনটাকে কি করে কন্ট্রোল করবো???? চোখের সামনে আমার জীবনের সবথেকে বড় জিনিসটাই হারিয়ে যাবে এটা কি আমি দেখতে পারবো,,, ? না না এটা হতে পারে না,,, শান্ত আমার ছাড়া আর কারো হতে পারেনা,,আমি শান্তকে কারো হতে দিব না,,, যাই কিছু হতে যাক না কেন,,শান্ত আমারই থাকবে,,, আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না,,,

পরেরদিন,,,,,

রিধি শফিং এ যেতে চাইছিলো না কিন্তুু নিরার জোরাজোরিতে বাধ্য হয়,,, রিধি নিজের জন্য কিছু নিতে চায়নি,, নিরা রিধির মনের অবস্হা বুঝতে পেরেছে তাই নিরা রিধির না বললেও কয়েকটা জামা নিয়ে নেয়,,,

হলুদের দিন,,,

হলুদের দিন সকাল বেলাই সবাই চলে এসেছে,, খুব বড় করে অনুষ্টান করা হচ্ছে,,, বাসার চারপাশে লাল নিল লাইট সেটিং করা হয়েছে,, স্টেইজ টা পুরাই ফুলের বাগান,,, অনেক বড় করে স্টেইজ টা করেছে,,, আর বাসার ভিতরেও বেলুন ভর্তি,,,

রিধি আসতে চাইছিলো না,, কিন্তুু নিপা আর নিরা রিধিকে রেখে আসতে রাজি না,,, রিধি আসার পর থেকেই শান্ত আম্মুর রুমে মুখ গোমড়া করে বসে আছে,,, সবাই কত কি কাজ করছে,, আর ছোটছোট ছেলে মেয়েটা বেলুন দিয়ে খেলছে,,, কিন্তুু রিধির এসবে কিছুই ভালো লাগছে না,,,

রিধি আসার পর থেকে একবারের জন্যও রাইসা কিংবা শান্তর মুখামুখি হয়নি,,, নিরা একটু পরপর দেখে যায় রিধি কি করছে,, কিন্তুু না রিধি সেই এক অবস্থায় মুখ গেমড়া আর চোখে টলমল পানি নিয়ে বসে আছে,,,

বাসায় প্রায় সব গেস্ট চলে এসেছে,,, শান্ত আর রাইসা ছাদে বসে বসে লাইট কিভাবে সেটিং করছে সেটা দেখছে আর মাঝেমাঝে গল্পও করছে,, আর নাহিদ নিরা শিরিন – ফরহাদ এর মতো চোখে চোখে ইশারায় কথা বলছে,, আর নাহিদের দুষ্টুমিতো সাথে আছেই,,, নাহিদ কখনো কখনো হঠাৎ করে এসেই নিরার খোঁপায় ফুল গুজে দেয়, কখনো ফুল এনে নিরার উপর ছুঁড়ে মারে,, কখনো হঠাৎ করে এসেই নিরাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে নিরার গাড়ে কিস করে নিরা রেগে বকাবকি করার আগে নাহিদ এক দৌড়ে পালিয়ে যায়,,,

নাহিদ ছোটছোট ছেলে মেয়েদের দিয়ে নিরার কাছে চিরকুট লিখে পাঠায়,, নিরা চিরকুটটা পড়ে নিজের অজান্তেই হাসতে থাকে,,, সবাই প্রায় সব রকম হাসি আনন্দ দুষ্টামি নিয়ে মেতে উঠেছে,,, কিন্তুু রিধিকে দেখে মনে হচ্ছে সে এক অন্য জগতের প্রাণী না আছে মুখে কোনো হাসি না আছে দুষ্টুমি,,,

সন্ধ্যার পর,,,,,

সবাই সব রকম ভাবে তৈরি হয়ে গিয়েছে,,,, সব ছেলেরা সাদা পান্জাবী আর মেয়েরা হলুদ শাড়ি পড়েছে,,, নিরা শাড়ি পড়ে তৈরী হয়ে গেছে,, কিন্তুু অনেক্ষণ ধরে রিধির পিছনে পড়ে আছে রিধি কিছুতেই শাড়ি পড়ছে না,,, নিপা এসেও রিধিকে পড়ার জন্য বললো,,

কিন্তুু রিধি তো রিধিই একবার যেটা বলে সেটাই,,, নিরাও মুখ গোমড়া করে বসে আছে,, ভেবেছিলো রিধির সাথে মেচিং করে শাড়ি অর্নামেন্স পড়ে অনেক সেল্ফি তুলবে কিন্তুু রিধি শাড়ি তো অনেক দূরের কথা একটু সাজাতেও দিচ্ছে না,,,

নিরা:: রিধি প্লিজ এমন করিস না,,, আচ্ছা শাড়ি পড়তে হবে না,,,একটু সাজগোছ করে নে,,,

রিধি:: কেন?? এমনি কি আমাকে দেখতে খারাপ লাগছে??

নিরা:: আরে এটা কখন বললাম??

রিধি:: শুন নিরা বিয়েটা আমার না যে আমাকে শাড়ি পড়ে সাজতে হবে,,,যাদের বিয়ে তারাতো যা যা করার সব করছে,,,

নিরা:: এমন করে বলছিস কেন?? বিয়েতে কম বেশি সবাই আনন্দ করে,,,,

রিধি:: আমার মনে এত আনন্দ নেই,,, এজন্যই আমি বলেছিলাম বিয়েতে আসবো না কিন্তুু তোরা তো আমাকে শান্তিতে থাকতে দিবি না,,,

নিরা:: আচ্ছা এখন সব বাদ ,,এখন চল স্টেজে যাই,,, অনুষ্টান মনে হয় শুরু হয়েগেছে,,,

রিধি:: আমি যাব না,,তুই যা,,,

নিরা:: যাবি না মনে কি??

রিধি:: যাব না মানে যাবো না,,, দেখ নিরা তোর আর ভাবির কথায় আমি বিয়েতে এসেছি,, কিন্তুু প্লিজ এসব ফুর্তির মাঝে আমাকে নিয়ে টানাটানি করিস না,,, এসব আমার একদম ভালো লাগে না,,,

নিরা:: তুই না গেলে আমিও যাবো না,,,

রিধি:: তুই না গেলে নাহিদ ভাইয়া মন খারাপ করবে,,,তুই যা প্লিজ,,,,,

নিরা:: তুই না গেলে আসিও যাচ্ছি না এটাই আমার লাস্ট কথা,,,

রিধি:: ধুরর কি শুরু করলি তুই,,,সবাই মিলে যুক্তি করে আমার পিছনে পড়ে আছিস কেন,???

নিরা:: যাবি কি না বল,,,

রিধি:: আমাকে একটু একা থাকতে দে না প্লিজ,,, আমার সত্যি ভালো লাগছে না,,,

নিরা:: তোকে এভাবে একা রেখে আমি ওখানে সবার সাথে আনন্দ করবো এটা তুই ভাবলি কি করে,,, আমি জানি কেন তোর ভালো লাগছে না,,, তুই ভাইয়াকে রাইসা আপুর সাথে দেখতে পারবি না তাই যেতে চাইছিস না,,, কিন্তুু এমন একটা সিচুয়েশন এর জন্য তো তুই দায়ী,,, ভাইয়া তো সত্যি তোকে ভালোবাসত,, কিন্তুু তুই তো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছিস,,,,, তুই যদি ভাইয়ার জায়গায় থাকতি তাহলে কি করতি বল??

রিধি:: জানি না আমি,,,??

নিরা:: রিধি এখনো সময় আছে,,, তুই চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে,,,,

রিধি:: কি করে?? ?

নিরা:: তুই ভাইয়াকে বুঝিয়ে বল,,,

রিধি:: আমি কোন মুখে উনার সামনে দাঁড়াবো ?

নিরা:: যেই মুখ নিয়ে উনাকে ফিরিয়ে দিয়েছিলি,,,

রিধি:: ??

নিরা:: এখন চল প্লিজ,,, দেখবি আল্লাহ চান তো সব ঠিক হবে,,

নিরা রিধিকে তার সাথে স্টেইজ এ নিয়ে গেল,,,

ছোটছোট ছেলে মেয়েরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে,,, সবাই কত খুশিতে আছে,,, নাহিদ কে সাদা পান্জাবীতে দারুন লাগছে,,, নাহিদ নিরাকে দেখে মুচকি হেসে নিরার কাছে আসে,,,

নাহিদ:: এত লেইট হলো কেন?? কখন থেকে অপেক্ষা করছি,,,,

নিরা ইশারায় রিধিকে দেখিয়ে দিলো,,, নাহিদ রিধির দিকে তাকিয়ে দেখে রিধি শাড়ি পড়েনি,,,

নাহিদ:: আপু তুমি শাড়ি পড়লা না কেন???

রিধি:: আসলে ভাইয়া শাড়ি পড়লে আনইজি লাগে তাই,,,

নাহিদ:: তাই বলে আজও পড়বে না,,,এটা কিন্তুু ঠিক না ভাবি,,,

নিরা নাহিদ রিধি স্টেইজ এর দিকে গেল,,, রিধি নিরা নাহিদ প্রথম সারিতেই বসেছে,,, রিধি শান্তকে দেখে চোখ ফিরাতে পারছে না,, সাদা পান্জাবী তে শান্তকে এত সুন্দর লাগছে যে এটা বলে শেষ করা যাবে না,,, রাইসা আর শান্তকে পাশাপাশি বসানো হয়েছে,,, সবাই একএক করে ওদের দুজনকেই একসাথে হলুদ লাগিয়ে দিচ্ছে,,,

রিধি এসব দেখে একদম সহ্য করতে পারছে না,, শান্ত রিধিকে দেখিয়ে রাইসার মুখে কেক লাগিয়ে দিলো,,, রাইসাও হেসে শান্তর পুরু হাতে মুখে কেক লাগিয়ে দেয়,,, রিধি নিচের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চোখের পানি আটকানোর চেষ্টা করছে,,,

কিন্তুু তবুও পারছে না,,, চোখের পানিগুলো বড্ড বেসামাল,,, রিধি বারবার চোখ মুছে হাসার চেষ্টা করছে কিন্তুু পারছে না,,,

চলবে,,,,,,,,,,

(((((সময়ের জন্য ঠিকভাবে গুছিয়ে লিখতে পারি নি,,,ভুল হলে নিজেরাই শুধরে নিবেন,,,,))))))

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here