তুমি_আমার?Part_18_and_19

0
2084

তুমি_আমার?Part_18_and_19
#Written_By_Samia_Islam

শান্ত:: আজব এখানে লজ্জার কি আছে, ?তোমার সবকিছু যেমন আমার তেমনি আমার সবকিছুও তোমার তাই না,,,, ?

রিধি:: আল্লাহ প্লিজ উনার মুখে একটু লাগাম দাও,,,

শান্ত:: আমি যাচ্ছি টাওয়াল খুজে বের করো,,,

শান্তু শার্ট খুলে বেডে রেখে দিয়ে ওয়াশ রুমে চলে যায়,, রিধি আর কি করবে টাওয়ালটা নিয়ে দিয়ে আসে,,, কিছুক্ষণ পর শান্ত ফ্রেশ হয়ে বের হয়,,, রিধি ওয়ার ড্রপে শান্তর শার্ট গুলা এক এক করে দেখছিল,,

শান্ত টাওয়াল পড়ে ওয়াশ রুম থেকে বের হলো,,

শান্ত::: ওখানে কি করছো??

রিধি:: এই তো….. আহহহহহহহহহহহহ???( চিৎকার করে)

শান্ত::: কি হয়েছে,,,?

রিধি:: আপনি এই অবস্থায় বের হলেন কেন??? ?

শান্ত::: কেন বের হলাম মানে?

রিধি:: মানে আপনি টাওয়াল পড়ে বের হলেন কেন,,, ? ?

শান্ত::: প্রবলেম কি???

রিধি:: আল্লাহ এখনো লুচুদের মতো দাড়িয়ে আছেন,,,,?

শান্ত রিধির অনেকটা কাছে চলে গেলো,,,

শান্ত::: হাত দিয়ে চোখ ডেকে রাখছো কেন??

রিধি:: আপনি শুধু টাওয়াল পড়ে আছেন?

শান্ত রিধির হাতটা চোখ থেকে সরিয়ে নিলো,,,

শান্ত::: এত লজ্জা কোথা থেকে আসে,,,

রিধি:: ড্রেস পড়ে নিন,,,?

শান্ত রিধির দিকে একপা একপা করে এগিয়ে যেতে লাগল,,,, রিধি একপা একপা করে পিছিয়ে যেতে লাগল,,, রিধি পিছাতে পিছাতে ওয়ারড্রপের সাথে লেগে গেল,,, পিছনে যাওয়ার মতো আর এক ইঞ্চিও জায়গা নেই,,, শান্ত রিধির দুইপাশে দুইহাত রেখে দাড়ালো,,,, রিধি শান্তকে এভাবে দেখে চোখ সরাতে পারছে না,, রিধি শান্তর বুকের লোম গুলার দিকে তাকিয়ে আছে,,, বিন্দু বিন্দু পানি এখনো বুকের মধ্যে আটকে আছে,, রিধির ইচ্ছে করছে একবার শান্তকে ছুঁয়ে দেখতে কিন্তুু শান্ত কি মনে করবে এটা ভেবে অন্য দিকে তাকিয়ে গেল,,,

শান্ত::: কি হলো,,,?

রিধি:: নিরা মনে হয় ডাকছে,,,

শান্ত::: তাই???

রিধি:: হ্যাঁ,,, এখন আমাকে যেতে দিন,,,,

শান্ত::: হুম দিবো,,,তার আগে একটা কাজ করতে হবে,,,,

রিধি:: ক…ক..ক..কি কাজ?? ?

শান্ত হঠাৎ করেই রিধির কাঁধ থেকে ওরনাটা সরিয়ে দিলো,,,,

রিধি:: এ..এ…এটা কি করছেন?? দেখুন আমি এসব?

রিধি কিছু বলার আগে শান্ত রিধির গাঁড়ে একটা ডিপ কিস করে,, রিধি চোখ বন্ধ করো শান্তর স্পর্শ অনূভব করে,,,

শান্ত::: এই যে ম্যাম,,,

রিধি:: ( রিধি চোখ খুলে শান্তর দিকে তাকাল) ??

শান্ত::: নিজেকে আমার মাঝে বিলিয়ে দিতে রাজী তো??

রিধি:: না,,,

শান্ত::: এখন হয়ত না,,কিন্তুু আর কয়েকটা দিন পর আমার জিনিস আমার করে নিবো,,,?

রিধি:: দেখা যাবো,,,এখন ড্রেস পড়ে আসেন,,,নিরা মনে হয় আমাকে খুজচ্ছে,,,

শান্ত::: নিরা তোমাকে না অন্য কারো বুকে লাড্ডু ফুটাচ্ছে,,,?

রিধি:: মানে??

শান্ত::: এটাও বুঝলে না,,, নাহিদ কিন্তুু এতটা বোকা না,,,?

রিধি:: কি সব বলেন,,,

শান্ত::: জ্বী ম্যাম,,, ওরা তোমার মতো আনরোমান্টিক না,,,,

রিধি:: হুম বুঝেছি,,, এখন সরুন আমি যাব,,

শান্ত রিধিকে মুচকি হেঁসে ছেড়ে দিল,,, রিধি শান্তর রুম থেকে বেরিয়ে নিরার কাছে যেতে লাগল,,,

রিধি রুমে ডুকতে গেলেই দেখতে পায় নিরা আর নাহিদ খুব ক্লোজ ভাবে আছে,,, রিধি চিৎকার করে চোখে হাত দিয়ে দেয়,,,

রিধি:: আমি কিছু দেখিনি,,,?

নিরা নাহিদ দুজনেই একজন আরেকজন থেকে দূরে গিয়ে দাড়ায়,,,, নাহিদ লজ্জায় রুম থেকে বেরিয়ে যায়,,, নিরা মাথানিচু করে বেডে বসে আছে,,, রিধি মুচকি হেঁসে নিরার গা গেঁষে বসল,,,

রিধি:: কি হচ্ছিল এখানে?? ?

নিরা:: ক..ক…ক..কিছু না,,,, ?

রিধি:: কিছু তো হচ্ছিল,,,, ?

নিরা:: রিধি আসলে আ…..

রিধি:: হুম জানু আমি সব জানি,,,

নিরা::??

রিধি:: মন খারাপ করিস না,,, তোর ব্যপারটা আমি দেখবো,,,

নিরা:: মানে??

রিধি:: মানে আবার কি?? আমার দেবরের ব্যপারটা তো আমাকেই দেখতেই হবে,,, ? তা কি হচ্ছিল তা তো বললি না??

নিরা:: ক..ক..কি হবে??

রিধি:: স্যার ঠিকি বলেছে তোরা কিন্তুু অনেক রোমান্টিক,,,,

নিরা:: ভাইয়া বলেছে?? ?

রিধি:: হুম,,,

নিরা:: ভাইয়া কি করে এসব জানে,?

রিধি:: আমিও তো সেটাই ভাবছি,,,, একটা মানুষ সব কিছু দিয়ে কিভাবে এতটা এক্সপার্ট হতে পারে, ,,,,,

নিরা:: আমার ভাই তো তাই,,,,

রিধি:: আমার দেবর ও কম না,, চুপিচুপি কত কিছু করে ফেলছে অথচ আমি কিছুই জানি না,,,,

নিরা:: আল্লাহ তুই এসব কি বলছিস ?

রিধি:: তুই তুই করছিস কেন আমি তোর ভাবি হই,,,

নিরা:: ভাবি,,,?

রিধি:: হ্যাঁ ভাবি হই?

নিরা:: পারব না,,,

রিধি:: দাঁড়া এক্ষুনি আম্মুকে বলতে যাচ্ছি ( শান্তর আম্মু),,,, ????

নিরা:: এই না না,,,

রিধি:: তাহলে বলবি তো??

নিরা:: হুম বলবো,,

রিধি:: ok??

নিরা:: এখন বল ভাইয়া আসছে??

রিধি:: হুম,,,, রুমেই আছে,,,

নিরা:: তো আজকে কি ওখানেই ট্রেন্সপার হবি??

রিধি:: হুম আমি ওখানে গেলে তুই তো আমার দেবর টাকে পেয়ে যাবি তাই তো ?

নিরা:: আমি এই জন্য বলি নাই,,,

রিধি:: বুঝি বুঝি সব বুঝি,,?

নিরা:: আরে না রিধি,,,?

রিধি:: এই মন খারাপ করিস না আমি ফান করছিলাম,,,

নিরা:: হুম জানি?

রিধি নিরা কথা বলার সময় শান্তর আম্মু এসে ওদের ডিনার করার জন্য ডেকে গেল,,,

সবাই ড্রয়িংরুমে গেল,,, শান্ত রিধির, আর নাহিদ নিরার অপজিটে বসেছে,,, শান্তর আম্মু রিধির পাশে আর শান্তর আব্বু নাহিদের পাশে বসেছে,,, সবাই খাওয়া শুরু করল,,,কিন্তুু রিধি শান্তর জন্য ঠিকভাবে খেতেও পারছে না,,, যেহেতু রিধি শান্তর অপজিটে তাই শান্ত তার পা দিয়ে রিথির পায়ে স্লাইড করছে,,, রিধি বারবার কেঁপে উঠছে,,,

রিধির খাবার গলায় আটকে গেলো,,, নিরা তাড়াতাড়ি করে রিধিকে পানি দিলো,,, রিধি পানি খেয়ে শান্তর দিকে বড়বড় চোখ করে তাকাল,,,,

শান্তর আম্মু::: কি হয়েছে মা,,,?

রিধি:: না আম্মু কিছু না,,,

এরপর রিধি আবার খেতে লাগে কিন্তুু আবারও শান্ত ওর পা দিয়ে রিধির পায়ে স্লাইড করতে থাকে,।।।

রিধি এবার উঠে দাড়াঁল,,,,

নিরা:: কোথায় যাচ্ছিস??

রিধি:: আমার খাওয়া হয়ে গেছে,

শান্তর আম্মু:: সে কি এখনতো শুরুই করলে না,,,

রিধি:: না আম্মু আমি খেয়েছি,,আর এখন পেটে আর একটুও জায়গা নেই,,

রিধি হাত ধুয়ে উঠে চলে আসে,,, শান্ত বুঝতে পেরেছে যে তার জন্য রিধি উঠে চলে গেল,,শান্ত তার প্লেট টা নিয়ে উঠে গেল,,,

শান্ত:: আম্মু আমি আমার রুমে গিয়ে খেয়ে আসছি,,

সবাই বুঝতে পারছে যে রিধি না খাওয়ার কারণে রিধির জন্য নিয়ে যাচ্ছে,,তাই সবাই মুখ লুকিয়ে লুকিয়ে হাসছে,,,

শান্ত তার রুমে গিয়ে খাবার হুলো রেখে আসল,,, তারপর গেস্ট রুম থেকে রিধিকে নিয়ে আসল,,, রিধিকে রুমে এনে দরজা লক করে দেয়,,,

রিধি:: কি হয়েছে এভাবে নিয়ে আসলেন কেন?

শান্ত রিধিকে সোপায় বসিয়ে দিলো তারপর খাবার এনে রিধির পাশে বসল,,,

রিধি:: কিছু বলছেন না কেন??

শান্ত:: হা করো,,,

রিধি:: কেন??

শান্ত:: হা করতে বলছি করবা,,,এত প্রশ্ন করছো কেন?? ?

রিধি:: আজব তো শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছেন কেন???

শান্ত:: করবা না?? ?

রিধি:: আমার তো খিদা নেই,, আপনি খেয়ে নিন,,,

শান্ত:: লাস্ট বার বলছি,,,হা করো,,,?

রিধি শান্তর ফেইস দেখে ভয়েই হা করলো,,, শান্ত রিধিকে খাইয়ে দিতে লাগলো তারপর নিজেও খেয়ে নিল,,,

রিধি:: মানুষটা এমন কেন?? কখনো কখনো নিজেকে অনেক ছোট মনে হয়,, মনে হয় উনার মত ছেলের জন্য আমি যোগ্য না,,, ( মনে মনে)

শান্ত:: খাওয়ার সময় কি এত ভাবছো??

রিধি:: ক..কিছুনা,,,

শান্ত:: ভাবাভাবি বাদ দিয়ে চুপচাপ খেতে থাকো,,,,

শান্ত রিধিকে খাইয়ে দিয়ে প্লেট নিয়ে ড্রয়িংরুমে রেখে আসে,,শান্ত রুমে আনা পর্যন্ত রিধিকে যেতে বারণ করছে,,,তাই রিধিও যেভাবে বসে থাকতে বলছে এখনো সেভাবেই বসে আছে,,,

শান্ত খাবার রেখে এসে রুমে আসে,,, তারপর বেডে গিয়ে বসে,,,

শান্ত:: রিধি এখানে আসো,,,

রিধি:: কেন??

শান্ত:: আসতে বলছি আসবা,,?

রিধি:: আসছি তো এত রাগ করার কি আছে,,,?

রিধি মুখ গোমড়া করে শান্তর সামনে এসে দাড়ায়,,,

শান্ত:: এখানে বসো,,

রিধি:: কেন??

শান্ত:: আবার?? ?

রিধি:: ব..ব..ব..বসছি তো,,,?

রিধি বেডে বসতেই শান্ত রিধির কোলে মাথা রেখে শুয়ে যায়,,,

রিধি:: এই এভাবে শুয়ে পড়লেন কেন???

শান্ত:: আমি যেখানে ইচ্ছা সেখানেই শুব তোমার কোনো প্রবলেম?? ?

রিধি:: না না আমার প্রবলেম নাই তাই বলে, ,

শান্ত:: তাই বলে কি??? ?

রিধি:: ক…ক…কিছুনা,,,, একটা কথা বলি??

শান্ত:: উল্টা পাল্টা কথা হলে বলা লাগবে না,,,ভালো কোনো কথা হলে বলো,,

রিধি:: আমাকে পেলে কি আপনি সুখে হবেন,,,,?

শান্ত:: মানে কি? ?

রিধি:: আসলে আমার মনে হয় যে আমি আপনার যোগ্য না,,? আমার মাঝে এমন কিছুই নেই যেটা আপনাকে দিতে পারব,,,

শান্ত:: কথাটা আবার বলতে পারবে,,,?????

রিধি:: আপনি রাগ করুন আর যাই করুন এটাই সত্যি,,,?

শান্তু শুয়া থেকে উঠে বসে যায়,,

শান্ত:: ঘুমাতে যাও,,,?

রিধি:: আপনি আমা………

শান্ত:: যেতে বললাম না,,,?

রিধি:: আরে পুরু কথাটা…….

শান্ত:: ??

রিধি শান্তর ফেইস দেখে ভয়ে রুম থেকে বেরিয়ে গেল,,,

রিধি::: খাট্টাশ পোলা,,, পুরু কথাটা না শুনেই তাড়িয়ে দিল,,,তোর কপালে একটা ডায়নী বউ জুটবে,,,ধুরর কি সব বলছি নিজেকে নিজেই ডায়নি বলছি,, আস্ত একটা বজ্জাতের হাড্ডি এভাবে রাগ করার কি আছে যে আমাকে রুম থেকে বের করে দিলো,,, আমি কি উনার রুমে যেতে কাঁদছিলাম নাকি,,,নিজেই তো টেনেটেনে নিয়ে গেলো,,আবার বকা দিয়ে বেরও করে দিলো,,, এই খচ্চর টার যদি ১০০৯ টা বেবি হতো তখন অনেক ভালো হতো,,সবগুলা বেবি যখন ওয়া ওয়া করে কান্না করতে থাকতো তখন বজ্জাতটা বুঝতো আমার সাথে রাগ করার ফল কি হয়,,,

#তুমি_আমার??
#Written_By_Samia_Islam
#Part_19

রিধি শান্তর ফেইস দেখে ভয়ে রুম থেকে বেরিয়ে গেল,,,

রিধি::: খাট্টাশ পোলা,,, পুরু কথাটা না শুনেই তাড়িয়ে দিল,,,তোর কপালে একটা ডায়নী বউ জুটবে,,,ধুরর কি সব বলছি নিজেকে নিজেই ডায়নি বলছি,, আস্ত একটা বজ্জাতের হাড্ডি এভাবে রাগ করার কি আছে যে আমাকে রুম থেকে বের করে দিলো,,, আমি কি উনার রুমে যেতে কাঁদছিলাম নাকি,,,নিজেই তো টেনেটেনে নিয়ে গেলো,,আবার বকা দিয়ে বেরও করে দিলো,,, এই খচ্চর টার যদি ১০০৯ টা বেবি হতো তখন অনেক ভালো হতো,,সবগুলা বেবি যখন ওয়া ওয়া করে কান্না করতে থাকতো তখন বজ্জাতটা বুঝতো আমার সাথে রাগ করার ফল কি হয়,,,

রিধি শান্তর গুষ্টি উদ্ধার করতে নিরার কাছে চলে আসল,,,,,

নিরা:: কাকে এত বকা দিচ্ছিস??

রিধি:: কাকে আবার ঐ বজ্জাত, বান্দর , শকুন, হাতি, কচ্ছপের মতো দেখতে ছেলেটাকে,,,

নিরা:: তা ঐ ছেলেটা কে??

রিধি:: কে আবার,,, ঐ হনুমান টা আরকি,,,

নিরা:: হনুমান আবার কে??

রিধি:: আরে শান্ত স্যার ছাড়া আর কে হবো,,,

নিরা:: রিধি তোর মাঝে মাঝে কি হয় আমি কিছুই বুঝতে পারিনা,,

রিধি:: তুই তো ঐরকমি তাই,,,

নিরা:: আচ্ছা এখন এখানে ঘুমাবি তো??

রিধি:: এখন ঘুমাব না ,,,,,

নিরা:: ঘুমাবি তো কি করবি,,,,?

রিধি:: এই চল না ছাদে যাই,,,, ?

নিরা:: এত রাতে ছাদে কেন??

রিধি:: ঘুমাতে ইচ্ছে করছে না তাই।,,,,,, চলনা চলনা জানু প্লিজ,,,,

নিরা:: এত রাতে যাওয়া ঠিক হবেনা,,,আমরা কাল সকালেই যাবো,,,ok? ?

রিধি:: সকালে না এখন বলছি এখনই যাবো,,,,,,তুই না গেলে আমি একাই যাবো,,,তুই ঘুমা,,,

রিধি রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল,,,নিরাও রিধির পিছন পিছন গেল,, সিঁড়ির কাছাকাছি আসলে নাহিদ ওদের দুজনকে দেখতে পায়,,,

নাহিদ:: নিরা, ভাবি তোমরা কোথায় যাচ্ছো,,,?

রিধি:: ছাদে,,,,আর ভাইয়া এই পেতনীটাকে বলেন আমার সাথে যেনো না আসে,,,

নিরা:: আমি পেতনী?

রিধি কিছু না বলে হনহন করে উপড়ে উঠে গেল,,,নাহিদ নিরার পাশে এসে দাড়াল,,,,,

নাহিদ:: হঠাৎ করে কি হলো?? ভাবি এত রেগে আছে কেন?

নিরা:: আমাকে সহ ছাদে যেতে বলছিলো,,,রাত হয়ে গেছে তাই বারণ করেছিলাম এখন আমার উপরই রেগে আছে,,,

নাহিদ:: ok তুমি এখন ভাবির কাছে যাও,,,আমি ভাইয়াকেও নিয়ে আসছি,,,

নিরা:: আচ্ছা,,,

এরপর নিরা রিধির কাছে ছাদে গেলো আর নাহিদ শান্তকে ডাকতে গেলো,,,রিধি মুখ গোমড়া করে নাক ফুলিয়ে দাড়িয়ে আছে,,

নিরা:: রিধি এই রিধি,,,

রিধি:: একদম আমার সাথে কথা বলবি না,,

নিরা:: sorry,,,,, প্লিজ এরকম করে থাকিস না,,,

রিধি:: তোকে ছাদে কে আসতে বলেছে,,,? তুই যা,,,

নিরা:: রাগ করিস না জানুটা,,,আমি তো তখন মজা করছিলাম,,,, আসলে রাগলে তোর ফেইসটা অনেক সুন্দর লাগে তো তাই একটু রাগাতে চাইছিলাম,,,

রিধি:: একদম পাম দিবি না,,,ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব,,,

নিরা:: তোর যা ইচ্ছা তাই কর,,,কিন্তুু তবুও এরকম গোমড়া মুৃখে থাকিস না,,,

রিধি:: আমি যেভাবেই থাকি তোর কি,,,,

নিরা:: রিধি ?

রিধি:: মিছে মিছে চোখের পানি ফেলে কোনো লাভ নেই,,,,

নিরা:: মিছে না সত্যি সত্যি,,,,?

রিধি:: আচ্ছা একমিনিট দাঁড়া আমি ফোনটা নিয়ে এসে কতগুলা পিক তুলে নি,,

নিরা:: পিক কেন?? ?

রিধি:: বাহহহরে আমার বোনটা এত সুন্দর করে কাঁদছে আমি যদি এটা সবাইকে দেখাতে না পারি তাহলে হয় নাকি,,

নিরা:: মানে?? ?

রিধি:: এফবি তে দিবো,,,

নিরা::? নাউযুবিল্লাহ,,,,

রিধি:: কি হলো কান্না বন্ধ করে দিলি যে,,,

নিরা:: থাক আর লাগবে না,,,,

নাহিদ:: ভাবি আমরাও চলে এসেছি,,,,

নাহিদ আর শান্তও ওদের সামনে আসল,,, নাহিদ রিধির দিকে বড় বড় চোখ করে তাকাল,,, রিধি ভয়ে নিরার পিছনে লুকিয়ে পড়ে,,,

নিরা:: কি হয়েছে লুকাচ্ছিস কেন??

রিধি:: দেখছিস না রাক্ষস টা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে,,,( ফিসফিস করে বলল)

নিরা:: তাই বলে তুই এভাবে আমার পিছনে লুকাবি??

রিধি:: তাহলে কি করতাম?? রাক্ষস টা শার্টের পকেটে লুকাতাম??

শান্ত:: ফিসফিস করে বি বলছো,,,?

রিধি:: ক…ক..ক..কিছুনা তো,,, বলছিলাম আপনি কি ভালো,,, তাই না নিরু??

নিরা:: হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম,,,

নাহিদ:: আচ্ছা ভাইয়া চল না ঝগড়া না করে অন্যকিছু ভাবা যাক,,,

শান্ত:: কি??

রিধি:: চলুন সবাই মিলে লুকোচুরি খেলব,,,?

নিরা:: তুই এখনো পিচ্চিই রয়ে গেলি,,,

শান্ত:: বুদ্ধি তো সব হাটুঁতে তাই,,

রিধি:: ঐ কি বললের আমার বুদ্ধি হাটুঁতে,,?

শান্ত:: মাথায় বুদ্ধি থাকলে লুকোচুরি খেলার কথা বলতে না,,,

রিধি:: ধুরর আর কোনো কথাই বলব না আমি,,?

নাহিদ:: আচ্ছা ভাইয়া এক কাজ করা যায়,,, তুমি গান গাওয়া শুরু করো,,,ভাবি তো কখনো তোমার গান শুনেনাই,,

নিরা:: ভাইয়া আপনি গান গাইতে পারেন,,,,??

শান্ত:: ঐ একটু আধটু,,,

নাহিদ:: একটুআধটু না,,,গান শুনার পর তুমি ভাইয়ার সব চাইতে বড় ফ্যান হয়ে যাবে,,,

নিরা:: তাহলে তো শুনতেই হবে,,, কি বলিস রিধি???

রিধি:: বলেছিনা আমি কোনো কথা বলব না,,,?

নাহিদ:: ভাবি,,, ভাইয়ার গান শুনলে মন এমনিতেই ভালো হয়ে যাবে,,,?

নিরা:: তাহলে ভাইয়া শুরু করেন,,,

নাহিদ:: এক মিনিট দাঁড়াও ভাইয়া আমি গিটারটা নিয়ে আসি,,,

নাহিদ এক দৌড়ে নিচে চলে গেলো গিটার টা আনতে,,, নাহিদ গিটার নিয়ে এসে শান্তকে দিল,,, তারপর সবাই বৃত্তাকার হয়ে বসল,,, নাহিদের পাশে রিধি এরপর নিরা এরপর শান্ত,,, রিধি ইচ্ছে করেই শান্তর সাথে বসেনি,,,

শান্তু গিটারটা নিয়ে টুং টুং শব্দে সুর উঠাতে লাগল,,,

Teri baarishen bhigaayen mujhe
teri hawayein bhayea mujhe???

paawun tale mere gameene chal padee
aesa to kabhi hua hi nahin???

ae mere dil mubarak ho
yahi to pyar hai ???

ae mere dil mubarak ho
yahi to pyar hai ???

aisha lagtha hai kyun teri aankeni jaise
akomha mere regaye..???

kabhi pahle maine na suni ju
aesi baatein kah gayin

to hi to hai ju har taraf mere
to tujhse parey main jaanu kahan???

mere dil mubarak ho yahi to pyar hai
ae mere dil mubarak ho yahi to pyar hai???

jahan pahle pahal to aa mila thaa
thahra huun wahi main abhi..???

tera dil wo sahar hai jiss sahar se
jaa ke lauta na main kabhi….???

lapata sa mil jaaun ju kahim to…
mujhse bhi mujhe mil de sara…???

ae mere dil mubarak ho..
yahi to pyar hai

ae mere dil mubarak ho..
yahi to pyar hai??????

পুরু গানটা গাওয়ার সময় রিধি অপলক ভাবে শান্তর দিকে তাকিয়ে ছিলো,,কোনো মানুষ এতটা সুন্দর গান গাইতে পারে এটা রিধির জানা ছিলনা,,, শান্ত গিটার একপাশে রেখে রিধির দিকে তাকিয়ে দেখে রিধি ড্যাবড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে,,, নিরাও এটা দেখল,,

নিরা:: এই রিধি,,,, ( হাল্কা ধাক্কা দিয়ে)

রিধি:: ক…ক…কি হয়েছে??

নিরা:: কোথায় হারিয়ে গেছিস??

নাহিদ:: ভাইয়ার গান শুনে সবাই এরকম হয়ে যায়,,,

রিধি:: গান তো নয় যেনো ভাঙ্গা রেকর্ড বাজছে,,, কি পঁচা হয়েছে যা বলার মতো না,,, এরকম গান তো একটা ১ বছরের বাচ্চাও হাইতে পারে,,,( মিথ্যা বলল শান্তকে রাগানোর জন্য)

শান্ত:: ওহহহ সিরিয়াসলি??

রিধি:: হ্যাঁ,,,,

শান্ত:: তাহলে তো তুমিও নিশ্চই পারবে,,, কারণ তুমি তো ১ বছরে বাচ্চা নও,

রিধি:: হ..হ..হ..হ্যাঁ পারবো,,এখানে না পারার কি আছে,,,☹️

শান্ত:: তাহলে এই নাও গিটার শুরু করো,,,

নাহিদ:: ওয়াও ভাবি তুমিও গাইবে,,??

নিরা:: রিধি তোকে তো কখনো গান গাইতে শুনি নাই,,?

রিধি:: আল্লাহ গো আমি তো গিটার কি করে বাজায় এটাও জানিনা গান কি করে গাইবো,,? ধুররর পন্ডিত গীরি করতে গিয়ে এখন নিজেই ফেঁসে গেলাম,,,( মনে মনে)

শান্ত:: কি হলো চুপ করে বসে আছো কেন,,,,

রিধি:: আমার গিটার লাগবে না,,,

শান্ত:: ok তাহলে গিটার ছাড়াই গাও,

রিধি:: বলছি যে অন্য দিন,,,,,

শান্ত:: অন্যদিন কেনো এখনি শুরু করো,,,

রিধি:: আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম,,?,,( মনে মনে)

শান্ত:: কি হলো?? ? সব হাওয়া বেরিয়ে গেল,,,?

রিধি:: এই যে মি. একদম টিটকারি কাটবেন না,,, একমিনিট বসেন আমি পজিশনে বসি,,,

এরপর রিধি চোখ বন্ধ করে নিলো,,, তারপর একটু আস্তে করেই গেয়ে যেতে লাগল,,,

??ভালোবেসে তুমি আমি এসো বাধি ঘর,,,,, ?
??ভালোবেসে তুমি আমি এসো বাধি ঘর,,,,, ?

মরে না ভালোবাসা বেঁচে থাকে বুকেরি ভিতর?
মরে না ভালোবাসা মরেনা ভালোবাসা বেঁচে থাকে বুকেরি ভিতর?

রিধি পুরু গানটা গাইতে পারল না,,, চোখ খুলে সবার রিয়েকশান দেখতে লাগলো,,, সবাই রিধির দিকে পলকহীন ভাবে তাকিয়ে আছে,,, রিধি ভাবল হয়ত গানটা ভালো লাগেনি তাই সবাই এমন ভাবে তাকিয়ে আছে,,, রিধি মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছে,,,

নিরা:: রিধি এটা সত্যি তুই তো,,,,!!!

রিধি:: আমি তো কখনো এসব গান গাইনি তাই হয়ত তেমন ভালো হয়নি,,??

নাহিদ:: কে বলেছে ভালো হয়নি,,, অসম্ভব সুন্দর হয়েছে,,,,, আমিতো বিশ্বাসী করতে পারছি না আমার ভাবির এত্ত এত্ত ভালো গানের গলা আছে,,, ভাবি তুমি কিন্তুু ভাইয়ার থেকে কম না,,, দুজনেই ফিপটি ফিপটি,,,,

নিরা:: হ্যাঁ রিধি,, আমিও বিশ্বাস করতে পারছি না,, ভাইয়া আপনি কিছু বলবেন না,,,

শান্ত:: তোমরাই তো সব বলে দিলে আমি আর কি বলব,, তবে একটা গিফ্ট দিতে পারি ,,,,,, ?

রিধি:::: কি গিফ্ট,,,,??

শান্ত:: সবার সামনে দিবো,,,?

রিধি:: হুম দেন,,?

শান্ত:: পরে কিন্তুু তুমিই লজ্জা পাবে,,,,

নিরা:: তাহলে আমরা যাচ্ছি ভাইয়া,,, আপনাদের ও একটু আলাদা টাইম স্পেন্ড করা দরকার,,,

নাহিদ:: হুম চলো,,,,,

নাহিদ আর নিরা ওখান থেকে চলে গেলো,,,

রিধি:: এখন বলেন কি গিফ্ট,,,,??

চলবে,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here