তুমি_আমার?Part_21
#Written_By_Samia_Islam
নয়ন:: আমি জানি নিপা তুমি আসার থেকেও বেশি কষ্ট পাচ্ছো,,, কারণ তুমিতো ওর ভাবি না ওর মা ছিলে,,
নিপা:: মেয়েদেরকে এরকম হাজারো জিনিস ত্যাগ করতে হয়,,, দেখবেন রিধি আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবে,,,,
নয়ন:: আমিও সেটাই দোয়া করি ,,,,,
নিপা:: হুম এখন চলেন,,,
নয়ন:: তুমি যাও আমি আর একটু এখানে থাকি,,,,
নিপা কি আর বলবে,,,নিপাও বুঝতে পেরেছে যে এই সময়ে নয়নকে একটু একা থাকতে দেওয়া উচিত নিজেকে একটু হাল্কা করে নিক,,
এদিকে রিধি সারা রাস্তা যেতে যেতে কেঁদেছে,,, ভাইয়ের সেই ছোট থেকে আদর ভালবাসার কথা মনে করে,,, কখনো মনেই হয়নি নিপা তার ভাবি,,, মায়ের অভাব টা নিপাই পূরণ করেছে,,,
শান্ত রিধিকে কি বলে শান্তনা দিবে বুঝতে পারছিলনা কারণ শান্তও এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটা ভাবে নি,,, সকালেই শান্ত জানতে পারে,,,কিন্তুু তখন বারণ করার মতো কোনো সিচুয়েশন ছিলনা,,,,,
বাসায়,,,,
রিধিকে শান্তর আম্মু উনার রুমে নিয়ে গেল,,, তারপর রিধিকে অনেক কিছু বুঝালেন নিজেকে শক্ত করে নিতে বললেন,,,
রাতে ডিনার করার পর রিধিকে শান্তর রুমে নিয়ে যাওয়া হল,,, রুমটা তেমন বেশি সাজানো হয়নি,,,তবে যেটুকু সাজিয়েছে এটাতেই অনেক বেশি সুন্দর লাগছে,,,
রিধি আগেও রুমটা দেখেছে কিন্তুু আগের দেখা আর এখন দেখার মধ্যে অনেক ডিপারেন্স,,,, হঠাৎ করে দরজা খুলার আওয়াজ পেয়ে রিধি ভাবল শান্ত এসেছে,,রিধি ঘোমটা দিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে নাহিদ এসেছে,,,,
নাহিদ:: ভাবি কেমন লাগছে এখানে,,,,?
রিধি:: ভালো,,,
নাহিদ:: আসলে হুটহাট করে সব হয়ে গেলো তাই রুমটাও সাজাতে সময় পেলাম না,,,
রিধি:: এখন যেই অবস্থায় আছে এটাও অনেক সুন্দর,,,,,
নাহিদ:: ভাবি চিন্তা করো না,,,,যেদিন আমাকে চাচ্চু ডাক শুনাবে ঐ দিন অনেক বড় সারপ্রাইজ দিবো ,,,,,,
রিধি:: ( রিধি লজ্জায় লাল হয়ে গেলো,,,?)
নাহিদ:: ভাবি এখন আসি,,, তোমাদের ফাস্ট নাইটে টাইম লস্ট করা ঠিক হবেনা,,,,?
রিধি:: না ভাইয়া ঠিক আছে,,,,
নাহিদ:: আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি,,,, তুমি তো একা একা বোরিং ফিল করছো,,,,
নাহিদ চলে গেলে রিধি বেলকনিতে আসে,,,বেলকনিতে থাকা চেয়ার টায় বসে বাইরের দিকে তাকিয়ে আছে,,, রাতে তো তেমন কিছু দেখা যায়না, তবুও চাঁদের আলোয় যতটুকু দেখা যায়,,,,
রিধি আনমনে নানারকম ভাবনা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও জানেনা,,,
সকালে সূর্যের আলো চোখে পড়তেই রিধির ঘুম ভেঙ্গে গেল,,,,,রিধি চোখ খুলে তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে,,,কিন্তুু রিধি এখনও বেলকনিতে রাতে যে অবস্থায় বসে ছিল তেমনি এখনও আছে,,,
রিধির খুব খারাপ লাগল এটা ভেবে যে শান্ত একবারও তাকে ডাকল না,,, রিধি উঠতে যাবে তখনই দেখতে পায় ওর গায়ে চাদর জড়ানো,, রিধি বুঝতে পেরেছে যে এটা শান্তই দিয়েছে,,,
রিধি বেলকনি থেকে রুমে এলো,,কিন্তুু কোথাও শান্তকে দেখতে পেলনা,,, আর রুমে বেডে কাল রাতে অনেক ফুল ছিলো কিন্তুু এখন তো রুমটা একদম গুছানোই আছে,, রিধি ভাবল হয়ত শান্ত নিচে গেছে,,,তাই রিধিও ফ্রেশ হয়ে নিচে গেল,,,
রিধি নিচে নামতেই দেখে নাহিদ ড্রয়িংরুমে শান্তর আব্বু সাথে বসে আছে আর শান্তর আম্মু কিচেনে,,, রিধি কে দেখতে পেয়ে শান্তর আব্বু রিধিকে তার কাছে ডাকলেন,,,
রিধি গিয়ে শান্তর আব্বুকে সালাম করল,, শান্তর আব্বু রিধিকে তার পাশে বসতে বলল,,, রিধিও বাধ্য মেয়ের মতো বসল,,,
শান্তর আব্বু:: রাতে কোনো অসুবিধা হয়নি তো??
রিধি:: না আব্বু,,,
শান্তর আব্বু:: আচ্ছা বউ মা তোমার যখন যা কিছু লাগবে আমাকে বলবে,,,
রিধি:: জ্বী আব্বু,,,
শান্তর আব্বু:: নতুন পরিবেশ তোমার এখানে থাকতে হয়ত খারাপ লাগবে, কিন্তুু দেখবে মা একদিন সব ঠিক হয়ে যাবে,,,
রিধি:: আপনারা শুধু দোয়া করবেন,,,
শান্তর আব্বু:: আমাদের দোয়া সবসময় তোমার সাথে আছে,,,
রিধি:: ছোট বেলা থেকে তো আব্বু – আম্মুর আদর, স্নেহ, ভালোবাসা, বকা কোনোটাই পায়নি,,, তাই কোনটা ভালো কোনটা খারাপ কিছুই জানিনা,,আমি যদি কোনো ভুল করি আপনারাই আমাকে বকা দিবেন, ভুলটা দেখিয়ে দিবেন,,,
শান্তর আব্বু:: আজকের পর থেকে আমরাই তোমার আব্বু- আম্মু,,,তাই কখনো এটা বলবে না যে তোমার আব্বু আম্মু নাই,,,,
রিধি:: হুম,,,,
শান্তর আব্বু:: আর শুন এই বাড়ি এই সংসার সবই এখন তোমার,,, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি সাজাবে,,,
রিধি:: জ্বী আব্বু,,,,,,
এভাবে কিছুক্ষণ কথা বলার পর শান্তর আব্বুর ফোন বেজে উঠলে উনি রুমে চলে যায়,, রিধি ড্রয়িংরুমে বসে এদিক ওদিক তাকাচ্ছে,,,,
নাহিদ:: ভাবি কাউকে খুজছ??
রিধি:: হ্যাঁ মানে ন….না,,,,,
নাহিদ:: মিথ্যা বলবা না,, আমি জানি তুমি ভাইয়াকেই খুজছ,,,
রিধি:: না মানে কাল থেকেই তো দেখলাম না,,,কোথাও গেছে??
নাহিদ:: কাল থেকে দেখনি মানে?? রাতে ছিলনা,,,,
রিধি:: না,,,
নাহিদ:: কি বলো আমিতো পাঠালাম,,,,
রিধি:: হয়ত আমি ঘুমিয়ে গেছি তাই উনিও আর জাগিয়ে দেননি,,,, সকালে কোথায় গেছে??
নাহিদ:: ভাইয়াতো সকাল সকাল পুলিশ স্টেশন এ চলে গেছে,,,
রিধি:: ওহ,,,প্রতিদিন কি এরকম সকাল সকাল চলে যায়,,,,,?
নাহিদ:: না,,, আজ হঠাৎ করে কি হল জানিনা,,,
রিধি:: ওহহহ,,,আচ্ছা ভাইয়া আমি আম্মু কি করছে দেখে আসি,,,
নাহিদ:: হ্যাঁ যাও ভাবি,,, কিন্তুু একটা কথা ছিল,,,
রিধি:: জ্বী বলেন,,,
নাহিদ:: তোমাদের মধ্যে কি কিছু হয়েছে?? মানে কোনো ঝগড়া?
রিধি:: না না,,,এমনি,,
নাহিদ:: ওহহ তাহলে তো ঠিক আছে,,,
রিধি:: হ্যাঁ,,,,
রিধি কিচেনে গিয়ে শান্তর আম্মুকে রান্নার বাজে হেল্প করে,,, শান্তর আম্মু অনেক বারণ করেছে কিন্তুু রিধি তো কিছুই শুনবে না,,,
একটু পর শান্তর আব্বু এসে জানায় দুপুরে নয়ন, নিপা আসবে তাই ফোন করছে,,, রিধি তো খুশিতে আত্মহারা,,, তারপর সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নেয়,,, রিধি চুপিচুপি নাহিদকে বলে যাতে নিরাকেও আসতে বলে,,,
দুপুরে,,,,,
রিধি ফ্রেশ হয়ে একটা জামা পড়ে নেয়,,, শাড়িতো রিধি পড়তে পারেনা তাই কি আর করবে,,, আর রিধির খুব ভালো লাগছে যে এই বাসার সবাই রিধিকে অনেক সাপোর্ট করছে রিধি যেটা খুশি সেটাই করতে পারছে,,, বিয়ের পর নতুন বউকে শাশুড়িরা শাড়ি পড়তেই বলে কিন্তুু শান্তর আম্মু পুরাই আলাদা,,,
শান্তর আম্মু নিজেই রিধির জন্য অনেক আগে থেকেই রিধির জন্য অনেকগুলা জামা বানিয়ে রেখেছে,,, সকালে সেগুলো রিধিকে দিলে রিধি খুশিতে শান্তর আম্মুকে জড়িয়ে ধরে,,, আর শান্তর আম্মুও রিধির মাথায় হাত বুলিয়ে দেয়,,,
রিধি জামা পড়ে ড্রয়িংরুমে এসে বসে রইল কখন তার ভাইয়া ভাবি আসবে,,, কলিংবেল এর আওয়াজ শুনে রিধি বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল,,, রিধি দরজা খুলে নয়ন কে দেখে নয়নের গলা জড়িয়ে ধরে কান্না শুরু করল,,,এই কান্নাটা দুঃখের নয় সুখের,,,
নয়ন রিধির মুখটা দুহাতে ধরে রিধির কপালে অনেকগুলা চুমু দিল,, এরপর রিধি নিপাকেও জড়িয়ে ধরল,, নিপা রিধির চোখের পানি মুছে দিল,,, নিরা নিপার পাশে এসে দাড়াল,,, ভাবল হয়তো নিরাকেও রিধি জড়িয়ে ধরবে,,, রিধির নিরার সামনে গিয়ে ভেংচি কেটে নয়ন আর নিপাকে টেনে ভিতরে নিয়ে আসল,,,তারপর নিরার মুখের উপর দরজা লাগিয়ে দিল,,
নিরা:: এই,,,,
নয়ন:: আরে নিরা তো বাইরে,,
রিধি:: তোমরা এখানে এসে বসো নিরার ব্যপারটা আমি দেখছি,,,
এরপর নিরা নাহিদের রুমে গিয়ে নাহিদকে বলল,,,দরজার বাইরে একটা মেয়ে নাহিদকে ডাকছে,,,নাহিদ তো ভয়ে শেষ ভাবল কে না কে এসেছে,, নাহিদ দোয়া দরুদ পড়তে পড়তে বুকে ফুঁ দিয়ে দরজা খুলে দেখে নিরা গোমড়া মুখ করে দাড়িয়ে আছে,,, নাহিদ যেনো হাপ ছেড়ে বাঁচল,,,
নিহাদ:: তুমি??? আমি তো ভাবছিলাম অন্য কোনো মেয়ে,,
নিরা রেগে নাহিদের শার্টের কলার ধরে বাইরে নিয়ে আসল,,,
নিরা:: অন্য মেয়ে মানে?? অন্য কোন মেয়ে অাসার কথা ছিল?? ?
নাহিদ:: কেউ না প্রমিজ,,,,
নিরা:: কেউ না তাইনা?? তাহলে অন্য মেয়েকে খুজছিলে কেন??
নাহিদ:: অন্য মেয়েকে কেন খুজতে যাবো,,, আমি তো তোমাকে খুজতেই এলাম,,,,
নিরা:: মিথ্যা বলবে না একদম,,,
নাহিদ:: আমাকে বিশ্বাস করো না??
নিরা:: না করিনা,,,?
নাহিদ:: সত্যি!!!!
নিরা:: হ্যাঁ সত্যি সত্যি,,
নাহিদ:: বুঝতে পেরেছি খুব রেগে আছো,,, আচ্ছা এখন বল তুমি বাইরে দাড়িয়ে আছো কেন??
নিরা:: রিধি তো ভেংচি কেটে আমাকে বাইরে রেখে দরজা লক করে দিল,,,,,
নাহিদ:: ভাইয়ার রাগটা তোমার উপর দিয়ে দেখাচ্ছে,,,
নিরা:: ভাইয়ার উপর রাগ করছে কেন??
নাহিদ:: পরে তোমাকে সব বলব,,,আর এমনিতেও তোমাকে কিছু বলার আছে,,,
নিরা:: কি??
নাহিদ:: আহহহ পরে বলব বললাম তো,,,এখন ভিতরে চলো,,,, না হলে সবাই উল্টা পাল্টা ভাবতে শুরু করবে,,,
নিরা:: হুম চলো,,,
নাহিদ নিরা একসাথে ভিতরে যায়,,,তারপর রিধি সবাইকে নাস্তা দেয়,,, নয়ন খুব খুশি যে তার বোন এই ফ্যামেলিতে অনেক সুখেই আছে,,, রিধি নয়নের কাঁধে মাথা রেখে বসে আছে,,,
সন্ধ্যায়,,,,,,
রিধি নয়ন, নিপা, নিরা কাউকে যেতে দেয়নি,,, সন্ধ্যায় সবাই মিলে ড্রয়িংরুমে গল্প করছিল,,,শান্ত বাসায় ডুকে সবাইকে দেখে অভাক হয়,, তবুও সেরকম কোনো রিয়েক্ট করে না,, নিপা আর নয়নের সাথে হাসিমুখে কথা বলে তারপর রুমে চলে যায়,,
একবার রিধির দিকেও তাকায় না,,, নিপা রিধিকে বলল রুমে যেতে,,, রিধিও শান্তর পিছন পিছন রুমে যায়,,, রিধি রুমে গিয়ে দেখে শান্ত শার্টের বোতাম খুলছে,,, রিধি শান্তর সামনে গিয়ে দাড়ায়,,, শান্তর হাত সরিয়ে রিধি বোতাম গুলো খুলতে লাগে,, শান্ত অন্য দিকে তাকিয়ে আছে,,,
তারপর শান্ত শার্ট টা বেডে রেখে ওয়াশ রুমে চলে গেল,,,রিধির সাথে কোনো কথা বলল না,,রিধি চুপচাপ বেডে বসে আছে,,, কিছুক্ষণ পর শান্ত ওয়াশ রুম থেকে হয়ে রুম থেকে বেরুতে লাগলে রিধি শান্ত সামনে গিয়ে দাড়ায়,,,
দরজা বন্ধ করে দিয়ে শান্তর কাছে আসে,,,,, শান্ত দিকে তাকাতেই রিধির চোখ পানি টলমল করছে,,,শান্ত দেখেও না দেখার মত করে অন্য দিকে তাকিয়ে আছে,,
রিধি:: আমাকে এবয়েড করছেন কেন?? ?
শান্ত:: No response……
রিধি:: কিছু বলছেন না কেন??? কি করেছি আমি?? কাল থেকেই আমার সাথে এমন করছেন কেন?? কোনো ভুল করলে আমাকে শাস্তি দিন,,তবুও প্লিজ এভাবে চুপ করে থাকবেন না,, ????
শান্ত:: No response……
রিধি:: এখনো চুপ করে আছেন,,,? কিছু তো বলেন,,,???
শান্ত::No response……
শান্তর নিরবতা রিধির বুকে তীরের মতো আঘাত করছে,,, রিধি কাঁদতে কাঁদতে শান্তর সামনে ফ্লোরেই বসে যায়,,,
চলবে,,,,,