তেজস্ক্রিয়_রক্তধ্বনি,পর্ব_৩০

0
1163

তেজস্ক্রিয়_রক্তধ্বনি,পর্ব_৩০
লেখিকা_রিয়া_খান

– মিমি তোমার কি কোনো কাজ আছে এখন?
-কেনো মা তোর কোনো দরকার?
মিশান ইগনোর করে বললো,
-নাহ এমনিই,কিছু না বাদ দাও।
-বল না রে, কথা ঠোঁটের আগায় এনে ঘুরিয়ে নিয়ে যাস কেনো সব সময়?
-ছোটো বেলায় যে তোমার কোলে আমার মাথা রেখে মাথায় তেল দিয়ে দিতে আর বিলি কেটে মাসাজ করে দিতে, আমার মাথা টা খুব হাল্কা লাগতো, মনে হতো আমার মাথায় কোনো দুশ্চিন্তা নেই।

বনিতা বেগম মিশানের দিকে মলিন হেসে জ্বলজ্বল চোখে তাকিয়ে বললো,
– তোর যদি সময় থাকে তাহলে চল এখন। যতো বড় হচ্ছিস মিমির থেকে দূরে সরে যাচ্ছিস, আগের মতো পাশে বসে দুটো কথাও বলিস না। একটা সময় লেখা পড়ার জন্য আমার থেকে দূরে যেতে লাগলি,তারপর চাকরি, আর এখন তোর ছন্নমতির জন্য। হ্যাঁ রে কখনো কি মনে হয় না, মিমির সাথে দুটো গল্প করি বসে? দরকার ছাড়া কোনো কথায় বলিস না, ঠিক মতো খেতেও পারিস না, আগে তোর স্বাস্থ্য কেমন ছিলো আর এখন কেমন হয়েছে দেখ।
মিশান আনমনে ভাব দেখিয়ে বললো,
-জানোই তো মিমি,আমার ভুলো মন।মাথায় কিছু ঠিক করে রাখলেও সেটা মনে থাকে না, ভুলে যাই কয়েক সেকেন্ড পর।
মিশানের কথা শুনে বনিতা বেগমের মন খারাপ হয়ে গেলো। মিশানের মাথাটা নিজের বুকে জড়িয়ে নিলো।
কাজের বুয়াকে ঘর থেকে তেল এনে দিতে বললো, ড্রয়িংরুমে তেল এনে দেয়ার পর মিশান বনিতা বেগমের কোলে শুয়ে পড়লো,বনিতা বেগম মিশানের মাথায় তেল দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো,
-মিমি তোমার মনে আছে এরকম একটা দিনে আমি আর নিশান তোমাদের কাছে আসি।
-থাকবে না কেনো?আমাদের জীবনে দুটো পরীর আগমন হয়েছিলো।তবে আজকের দিনে তো না রে মা।
-আমি তো বলছি না আজকের দিনে, আমার এক্সাক্ট দিনটা মনে নেই মিমি,তবে এই সিজন টা এলে আমার সেই সময়টার কথা খুব মনে পড়ে, মনে পড়ে এই দিনেই আমি পরিবারকে হারিয়ে গেছি।আর তোমাদের পেয়েছি।
-ভাগ্যিস হারিয়ে গিয়েছিলিস,না হলে আমি তোদের পেতাম কি করে বল?
-কিন্তু মিমি, আমার মনে একটা প্রশ্ন জাগে। আমার মা আমাদের নিয়ে কোথায় ছুটছিলো আমি জানি না, কেনো ছুটছিলো তাও জানি না। আমাকে মা যেখানে ঘুম পাড়িয়ে দেয়, সেটা একটা অন্ধকার জায়গা ছিলো, আশে পাশে কোনো গাড়িও ছিলো না, কেমন একটা জায়গা যেনো, তবে আইডিয়া করা যায় ড্রেজার মেশিংয়ের যে মোটা মোটা পাইপ গুলো আছে না, ওগুলোর স্তুপ ছিলো ওখানে।
আমি সেই পাকিস্তান থেকে বাংলাদেশে এলাম কি করে? সব থেকে বড় কথা আমি মামার গাড়িতে কি করে এলাম?
-জানি না রে মা। হয়তো আল্লাহর কোনো কুদরত ছিলো। বিপদে ছিলিস হয়তো, আল্লাহ চায় নি বিপদ তোদের স্পর্শ করুক তাই হয়তো একটা ঘুমে তোর পৃথিবীটা বদলে গেছে।
-হুম সেটাই ধরে নিয়েছি মিমি।

মিশান চুপ করে গেলো, পুরো বছর পরিবারের কথা মনে না পড়লেও এই সিজনটাতে খুব মনে পড়ে, কারণ এরকম একটা সময়েই ওর জীবনটা আচমকা বদলে গেছে।

একটা ফাইভ স্টার হোটেল থেকে চার মিটার দুরত্বে তীব্র আর আব্দুর রহমান দাঁড়িয়ে আছে।পকেট থেকে মোবাইল বের করে একটা নাম্বারে ডায়াল করলো,
-তুমি কি হোটেলে ঢুকে গেছো?
-হ্যাঁ।
-আইডি কার্ড সেকেন্ড টা ইউজ করো।
-ওকে স্যার।
-ওকে বেস্ট অফ লাক।

কল কেটে দিয়ে পকেটে ভরলো ফোন।
-রহমান।
-জি স্যার।
-তোমার কাজটা কি মনে আছে?
-হ্যাঁ স্যার।
সিরিয়াল মেন্টেন করে শুধু বাটন ক্লিক করবো।
-আরেকবার চেক করো আমার লোকেশন ঠিকমতো দেখা যায় কিনা।
-ওকে স্যার।
আব্দুর রহমান গাড়ির ভেতর ঢুকে গেলো।গাড়ির ভেতর বেশ কিছু ডিভাইস ফিট করা ছিলো, রহমান চেকআপ দিলো , একটা ডিভাইসে তীব্র যেখানে যেখানে যায় তার লোকেশন শো করে আর ওর চারপাশের ব্যাকগ্রাউন্ডের কাঠামো শো করে,তীব্র যেদিকে যেদিকে যাবে রহমান এখান থেকে সেদিকের সিসি ক্যামেরা অফ করে দেবে,শুধু মাত্র একটা ডিভাইস বাটন ক্লিকের মাধ্যমে।

-এক্সকিউজ মি স্যার!
-ইয়েস।হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাডাম?
-আই নিড এ হেল্প স্যার!
-প্লিজ টেল মি ইউর প্রবলেম ম্যাডাম।
-আসলে ম্যানেজার স্যারের সাথে দরকার ছিলো উনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিলো।
-ঠিক আছে,আপনি বসুন।আমি স্যারকে জানাচ্ছি।
-ওকে।
-ম্যাডাম আপনার নামটা?
-অরবিন্দশ্রী
-ওকে ম্যাডাম,কাইন্ডলি বসুন স্যারকে আমি এখনি জানাচ্ছি।
-থ্যাংক ইউ।

স্টাফের সাথে কথা শেষ করে মিশান একটা সোফাতে পায়ের উপর পা তুলে বসলো।
স্টাফ ম্যানেজারকে কল দিয়ে মিশানের ব্যাপারে জানালো, ম্যানেজার সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণের রুমে ছিলো।স্টাফের কাছে শোনার পর ফুটেজে মিশানকে দেখতে পেয়ে ওকে তাঁর কাছে পাঠাতে বললো।একজন স্টাফ এসে মিশানকে ম্যানেজারের কাছে নিয়ে যায়।ম্যানেজারের সামনে মিশান দাঁড়াতেই ম্যানেজার ওর দিকে হা করে তাকিয়ে আছে।
-ছবিতে তুমি যতোটা সুন্দর, বাস্তবে তার থেকে হাজারগুণ বললেও কম হবে! এতোটা নিখুঁত তোমার রূপ!
মিশান লাজুক লাজুক হাসি দিয়ে বললো,
-ইশ!এভাবে বলবেন না আমার লজ্জা লাগে তো!
-লজ্জা পেলে তোমায় আরো সুন্দর লাগে।
-আমি ভেবেছিলাম আপনি হয়তো আমায় চিনবেনই না।
-আমার ধারণা ছিলো তুমি ছবিতে যতোটা সুন্দর বাস্তবে তার থেকে কম হবে, কিন্তু এখানে তো অন্য কিছুই দেখতে পাচ্ছি! সত্যি তোমার রূপের প্রশংসা যতোই করি, কমই হবে।
তুমি দাঁড়িয়ে আছো কেনো? বসো বসো।
-এখানেই বসবো?

ম্যানেজার একটু বিব্রতভাবে বললো,
-আসলে একটু কাজ আছে।যদি কিছু মনে না করো এখানে বসো,কিছুক্ষণের মধ্যেই আমি ফ্রি হয়ে যাবো।
-অনেক ব্যস্ত মনে হয় আজকে?
-হ্যাঁ মানে, আজকে একটা ভি আইপি গেস্ট এসেছে। হোটেলের যে মালিক সে আমাকে কড়া অর্ডার করেছে যেনো কোনো প্রকার অসুবিধায় না পড়তে হয় গেস্টের। আর সিকিউরিটি যেনো অনেক স্ট্রং থাকে।
যদিও গেস্টের জন্য অনেক গার্ড আছে তবুও সতর্কতা অবলম্বনের জন্য আমাকে সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণের রুমে থাকতে হচ্ছে, কোনো প্রকার সমস্যা হলে জবাবদিহি আমাকেই করতে হবে।
-তাহলে তো আমার আজ আসাটা ঠিক হয় নি,অন্যদিন আসতাম।
– না না, তুমি বসো।গেস্ট কিছুক্ষণের মধ্যেই বের হবে, ফিরতে অনেক লেট হবে। ততোক্ষণ আমি ফ্রি। একটু ওয়েট করো। আর তুমি তো বলেছিলে আমাদের রুমটা ফুল দিয়ে সাজাতে।আমি কনফিউজড ছিলাম তুমি আসবে কিনা। আমি এখনি লোক পাঠাচ্ছি,তোমার আমার স্পেশাল মোমেন্টের জন্য স্পেশাল ভাবে সাজানোর জন্য।
-ইশসস্!তাই ?
-হ্যাঁ গো! কখন যে তোমাকে নিয়ে একটু প্রাইভেট টাইম কাটাবো!সে জন্য যেনো আমার অপেক্ষা আর ফুরাবেই না।
-তবে যাই করুন, একটু তাড়াতাড়ি করবেন কেমন?আমার হাজবেন্ড অফিস থেকে ফেরার আগে আমাকে বাসায় ফিরতে হবে।
-হবে হবে,চিন্তা করো না।
সব কিছু সময় মতো হয়ে যাবে। ততোক্ষণ আমরা খোশ গল্প করতে থাকি।

মিশান মিষ্টি হেসে বললো,
-ঠিক আচ্ছে!
উৎফুল্লতার সাথে ম্যানেজার মিশানকে বললো,
-শাড়িতে তোমাকে যা লাগছে না! উফফফ!একটু কোমর বেরিয়ে থাকলে, শরীরের বিভিন্ন অংশ ফুটে ফুটে থাকলে আরো যা লাগতো না!
-আগে বললেই পারতেন।আপনি শুধু বলেছেন, লাল রঙের শাড়ি পড়ে আসতে।একটাবারও তো বলেননি শাড়ি পড়ার পর আমাকে এরকম দেখাতে হবে।
-ঠিক ঠিক আছে, সমস্যা নেই,পরের বার এমন একটা শাড়ি পড়বে, যেনো শাড়ির নিচের ব্লাউজ, তোমার পেট, নাভির সব কিছু স্পষ্ট দেখা যায়।
-শালা মাদারচো*! একটা কিক মারলে তোর ছটফটানি দিয়ে আত্মা বেরিয়ে যাবে, বুইড় ব্যাটা তোর এতো গ্যাড়া!তোকে তো আমার বাটে মারবো!
আর শালা তীব্র তোর হিসেব তো আলাদা ভাবে মেটাবো। কে জানে, এই ব্যাটার সাথে ও কি কি কথা বলেছে। আমাকে শুধু সারমর্মটা বলে পাঠিয়ে দিলো ভেতরে।
হায়রে ফেসবুক! এভাবেই তুই মানুষকে ধোঁকা দেস।

মনে মনে কথা গুলো বলতে বলতে মিশান ম্যানেজারের দিকে তাকিয়ে লাজুক হাসি দিলো।
মিশানের এক কানে মিনি ব্লুটুথ ইয়ারফোন লাগানো ছিলো, কানের উপর দিয়ে চুল দিয়ে ঢেকে এমন ভাবে রেখেছে যেনো কেউ দেখতে না পারে।
ওপাশ থেকে মিশানের সমস্ত কথোপকথন শুনতে পাচ্ছে তীব্র। মিশানের এপাশের অবস্থার প্রেক্ষিতেই তীব্র এগুচ্ছে।

মাথায় একটা স্পোর্টস ক্যাপ পড়ে চোখ ঢাকা ঢাকা করে,নাক মুখ মাস্ক পড়ে ঢাকা। পরিচিত লোক ছাড়া তীব্রকে কেউ চিনবে না এখন।আগে থেকে হোটেলের একটা রুম বুক করা ছিলো।ফর্মালিটিস পালন করে ভেতরের দিকে যায়, তীব্রকে রুম দেয়া হয়েছিলো আট নাম্বার ফ্লোরে।

একটা ফেইক আইডি খুলে তীব্র ম্যানেজারের সাথে মেয়ে সেজে প্রেম করেছে, আর আজ মিশানকে পাঠিয়েছে ম্যানেজারের সাথে ডেট করার ছলে যেনো, সিসিটিভি রুমে বসে তীব্রর কাজ শেষ না হওয়া অব্ধি ম্যানেজারের মনোযোগ বিচ্ছিন্ন করে রাখতে।এতে বাইরে থেকে আব্দুর রহমান যে সিসিক্যামেরা অফ করে দেবে সেটা ম্যানেজার খেয়াল করবে না, আর পরে যখন ফুটেজ খুঁজতে যাবে তখন কিছু খুঁজে পাবে না।
কাজ শেষ হলেই সব কিছু প্ল্যান মতো গুটিয়ে যাবে।

ম্যানেজারের সাথে মিশান কথা বলছে এমন সময় একজন স্টাফ এসে কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স ফুড দিয়ে দিয়ে যায়।ম্যানেজার তাকে বলে দেয় কেউ যেনো তাকে বিরক্ত না করে এখন।
ম্যানেজার একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে মিশানের দিকে দেয়, মিশান মিষ্টি হেসে ড্রিঙ্কস্টা নিয়ে চুমুক দেয় ।
– উফফ! তোমার অই নরম ঠোঁটের ছোঁয়ায় এই ঝাঁঝালো ড্রিঙ্কস গুলোও মনে হয় মৃদু হয়ে গেছে, মিষ্টির তীক্ষ্ণতা হয়তো বেড়ে গেছে!
-আপনি চাইলে আমার ঠোঁটে ছোঁয়ানো এই পানি পান করে নিজেকে স্বার্থক করতে পারেন।
-এতো আমার পরম ভাগ্য হবে গো!দাও দাও খেয়ে দেখি এক চুমুক।

মিশান হাতের গ্লাসটা ম্যানেজারের দিকে বাড়িয়ে দিতেই ম্যানেজার লম্বা চুমুক বসায় তাতে,
-যতোক্ষণ মন না ভরে, খেয়ে যান। পুরোটা খেলেও সমস্যা নেই।
-ম্যানেজার মিশানের দিকে তাকিয়ে বোকা হাসি দিয়ে কোল্ড ড্রিঙ্কস চুমুকে চুমুকে পান করে যাচ্ছে। আর একটু একটু করে কেমন যেনো মাতাল মাতাল হয়ে যাচ্ছে।
মিশান ম্যানেজারের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে যাচ্ছে।
ম্যানেজারকে কোল্ড ড্রিঙ্কস দেয়ার আগে মিশান হাল্কা করে ওর হাতের একটা আঙুল ডুবিয়ে দেয়,আঙুলের নখে এলকোহল মিশ্রিত এক ধরনের মেডিসিন লাগানো ছিলো,যেটা সাধারণ কোনো কোল্ড ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খেলে ক্ষণিক সময়ের জন্য মানুষের বুদ্ধিলোপ পায় আর মাতালের মতো বিহেভ চালায়,একটু ঝালটক মিশ্রিত কিছু খেলেই মানুষ স্বাভাবিক হয়ে যায়।

ওদের প্ল্যান মতো ম্যানেজারকে কাত করা হয়ে গেছে।
মিশান এবার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে আর তীব্রকে বলে দিচ্ছে কোথায় কে আছে, কোন দিক দিয়ে যাবে।

রিসেন্টলি হোটেলের সেই ভি আইপি গেস্টের রুম থেকে অর্ডার আসে কফি আর স্ন্যাক্স পাঠানোর জন্য।ভি আইপি গেস্ট টা ছিলো সাত নাম্বার ফ্লোরে।
মিশান কনট্রোল রুমে বসে বলে দেয় একজন স্টাফকে, স্টাফ ভি আই পি গেস্টের জন্য খাবার নিয়ে যাওয়ার পথে তীব্র তাকে পেছন থেকে সেন্সলেস করে নিজের রুমে রেখে ড্রেস আপ চেঞ্জ করে স্টাফ সেজে খাবার নিয়ে নিজে যায়।
গেস্টটার রুমের চারপাশে অনেকগুলো গার্ড হাঁটাহাঁটি করছে।

তীব্র তাদের সামনে যেতেই তাঁরা কোনো প্রশ্ন করলো না, হাতে খাবারের ট্রলি দেখে ভেবে নিয়েছে স্টাফ এসেছে খাবার নিয়ে।
তীব্র ভেতরে নক করলো।
ভেতর থেকে উত্তর এলো প্রবেশ করার জন্য। খাবারের ট্রলি নিয়ে ঢুকেই ভেতর থেকে দরজা লক করে দেয়।
লোকটা একটা ইজি চেয়ারে বসে সিগারেট টানছে আর মোবাইল স্ক্রল করছে।
তীব্র পেছন থেকে বললো,
-স্যার আপনার খাবার কি রেখে দেবো নাকি সার্ভ করবো?
লোকটা গম্ভীর স্বরে উত্তর দিলো,
-সার্ভ।
-ওকে স্যার।
খাবার সার্ভ করার টুংটাং আওয়াজ হলো, এরপর একটা কাপ লোকটার দিকে এগিয়ে দিলো, লোকটা কাপ হাতে নিয়ে চুমুক দিতেই মুখের ভেতর থেকে ফিক্কে মারলো।
রেগে গরম মেজাজে বলে উঠলো,
-হোয়াট রাবিশ! এটা কোনো কফি?
তীব্র উত্তর না দিয়ে একদম সামনে দাঁড়িয়ে একটা প্লেট এগিয়ে দিলো,প্লেটে কয়েকটা বুলেট, গান, চাকু।
এগুলো দেখে লোকটা ঘাবড়ে গেলো।
তীব্র মাথা থেকে ক্যাপ খুলে সোজা হয়ে দাঁড়ালো।তীব্রর চেহারা দেখে রীতিমতো ঘাম ছুটে ফেলো এসি রুমে বসেও।
-তু তু তুমি!

তীব্র ফরমাল হাসি দিয়ে টি টেবিল টান দিয়ে সেটার উপর বসলো।
-যাক চিনতে পারলে অবশেষে!
একটা টিস্যু পেপার লোকটার দিকে বাড়িয়ে দিয়ে বললো,
-ওটা কফি ছিলো না, একটা জন্তুর গরম করা টগবগে রক্ত।নাও টিস্যু দিয়ে মুখটা মুছে নাও, মুখে রক্ত লেগে আছে, লোকে দেখলে ভাববে তুমি জন্তু খেকো।
কি একটা অবস্থা হয়ে যাবে বলোতো?
-…………
লোকটা তীব্রর দিকে পলকবিহীন তাকিয়েই আছে।
-কি ভাবছো আমি ভূত?
তুমি হয়তো খোঁজখবর নাও নি আমার।ভেবেছো তীব্র মানুষ টা তো দূরে থাক, নামটা স্বর্ণদ্বীপের মাটিতে মিশিয়ে গেছে।
কাম অন! আই এম কাইন্ড অফ ফিনিক্স বার্ড!যার বিনাশ নেই, প্রতিটা মৃত্যুতে যে নতুন করে জন্ম নেয়!
তুমি যেটা করেছিলে দুবছর আগে সেটা ছিলো মৃত্যু নামের মাত্র খেলা। যেখানে তীব্রর বিনাশ হয়েছিলো মিছেমিছি। অভিজিৎ তুমি হয়তো ভুলে যাচ্ছো, যেখানে তোমদের গুটির দান শেষ হয়,সেখান থেকে তীব্র ভাবে গুটি কিভাবে সাজাবে।
জীবন অনেকটা দাবা খেলার মতো, যার ব্রেইন আছে সেই জিতবে, আর যার নেই
(তীব্র বুড়ো আঙুল দেখালো)
সব থেকে বড় কথা এই খেলায় ধনী গরীব, পাওয়ার, প্রোপার্টি কিচ্ছু যায় আসে না। শুধু একটা জিনিস লাগে সেটা খেলার মতো “ব্রেইন “!
সো! খেলা কি শুরু করা যাক তাই নাকি?
-তুমি কিছুতেই তীব্র হতে পারো না, তোমাকে আমি এই আমি নিজের হাতে এই বুকে গুলি করেছি,ঠিক বাঁ পাশটাতে গুলি করেছি।
-সে হিসেব তো আছেই অভিজিৎ। বললাম না তুমি হয়তো আমাকে গণনা থেকে বাদ দিয়ে দিয়েছো, কিন্তু আমি দেই নি। দেখো না এইযে দু বছর পর তুমি বাংলাদেশে এসেছো, নিশ্চয় রাত এগারোটার সময় জাফরের সাথে দেখা করতে যাবে।
দেখো আমার সব নিউজ এসে গেছে এই কানের কাছে ।
এখনো আমি তোমাদের পিছু ছাড়ি নি কেনো জানো?এইযে বুকের মধ্যে যখন ব্যাথা উঠে আমার(বুকের বাঁ পাশে দেখিয়ে) সে দিনগুলোর কথা মনে পড়ে যায়। যতোবার চিনচিন করে ততোবার আমার গায়ের প্রতিটা শিরা উপশিরার রক্ত প্রচণ্ড বেগে ছুটাছুটি করে, আর মস্তিষ্কটা বার বার আমাকে বলে,তীব্র কবে অই পশুদের মারবি!
আমার চোখ আমায় ঘুম দেয় না, এই চোখকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হয়। কতোটা যন্ত্রণা হয় আমি বলে বুঝাতে পারবো না তোমায়,প্রতিটা সেকেন্ডে শুধু অপেক্ষা আর অপেক্ষা কবে আমার বাটের সময় আসবে! আর আজ সেই সুযোগের কিঞ্চিৎ সময় পেয়ে গেলাম।
লোকটা এদিক ওদিক তাকাতাকি করছে, হয়তো বাইরের গার্ডদের জানানোর চেষ্টা করবে।
-এদিকওদিক তাকাতাকি করে লাভ নেই,রুমটা ভেতর থেকে লক করা তুমি আর আমি ছাড়া কেউ খুলতে পারবে না। সাউন্ড বক্সের হাই ভলিউম দিয়ে গান বাজালেও বাইরে থেকে কেউ শুনবে না। আজ এই ঘর থেকে হয়তো তুমি বের হবে নয়তো আমি।

জানোতো তীব্র মানেই তেজস্ক্রিয়, তীব্র মানেই ফিনিক্স বার্ডের বৈশিষ্ট্য!
বিনাশ নেই আমার ততোক্ষণ যতোক্ষণ আমি তোমাদের বিনাশ করতে পারবো।

তীব্র কিটকিটে হাসি হেসেই যাচ্ছে।
আর অভিজিৎ ঘাবড়ে গেছে কি করবে না করবে। ও ভালো করেই জানে তীব্র কতোটা ভয়ানক। অনেক কষ্টে তীব্রকে বিনাশ করায় সফল হয়েও অসফল হয়ে গেলো।

কিন্তু আজ কি করবে!আজ তো এই ঘরে একা, নিজেকে বাঁচানোর জন্য নিজেকেই লড়তে হবে।অপর পাশে তীব্র রিল্যাক্স হয়ে পায়ের উপর পা তুলে অভিজিৎকে বিভ্রান্ত করে তুলছে প্রতি সেকেন্ডে।
চলবে…………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here