তোমায়_আমি_দেখেছিলেম_বলে,পর্ব:১০,১১

0
903

#তোমায়_আমি_দেখেছিলেম_বলে,পর্ব:১০,১১
#লেখা:মৌলী আখন্দ
#পর্ব-১০

লিকুইড নাইট্রোজেনের কোয়ালিটিতে কোনো ফাঁক পায়নি এলিনার টিম। ডিল ফাইনাল হয়েছে।
অবশেষে প্রোডাকশন কস্ট ঠিক রেখেই সময়মতই মার্কেটে আসতে যাচ্ছে তাদের মসলিন। একই সাথে আরিয়ান কেমিক্যালসের সাথে কম খরচে ডিলটা পাইয়ে দেওয়ার জন্য প্রমোশন হয়েছে এলিনার।
এখন থেকে তার পোস্ট সিনিয়র এক্সিকিউটিভ, আলাদা রুম পাবে সে। কয়েকজনের সাথে কিউবিকলে বসতে হবে না।
আজকের রাতটা তাই সেলিব্রেট করছে তারা দুজন। রাতের খাবার বাইরে থেকে কিনে এনেছে আজকে।
স্লিভলেস ব্লাউজের সাথে স্বচ্ছ গা পিচ্ছিল টকটকে এক রঙা আগুন লাল শাড়ি পরেছে এলিনা। আগুনের স্ফুলিঙ্গের মতই দেখতে লাগছে ওকে।
বহুদিন ধরে কোনো স্পেশাল পুরস্কার দেওয়া হয় না রাইয়ানকে। আসলেই একটা বিশেষ রাত উপহার পাওনা হয়েছে ওর।
স্বচ্ছ শাড়ির ফাঁকে উঁকি দিতে থাকা নাভিতে অতল সমুদ্রের আমন্ত্রণ। রাইয়ান ওর দিকে তাকাল চকচকে চোখে।
বহু বহু দিনের অভ্যাসে এই নারীর শরীরের প্রতিটি খাঁজ ভাঁজ তার মুখস্থ। তবুও এখনো নেশা জাগায়, প্রথম দিনের মতই।
অথচ আর কোনো মেয়ের জন্য এরকম অনুভূতি হয় না। হয়ত এটাকেই ভালোবাসা বলে।
পরনের টি শার্ট খুলে ফেলল রাইয়ান। হাসিমুখে ওর দিকে এগিয়ে গেল এলিনা।
এলিনাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল রাইয়ান। অবাক হলো এলিনা। “কী ব্যাপার?’
“কি যে দারুণ জিনিস এনেছি তোমার জন্য সখী, ইউ জাস্ট ক্যান্ট ইমাজিন!”
“কী?”
ওদের ছোট্ট সংসারের জন্য কেনা ছোট্ট লাল টুকটুকে সাড়ে সাত সিএফটির ফ্রিজের ডালা খুলল রাইয়ান। হাসিমুখে বের করে আনল বোতলটা।
“শিভাস রিগ্যাল!”
“ইয়েস! অরিজিনাল! ম্যানেজ করেছি এক জায়গা থেকে। টু মেক দ্যা নাইট স্পেশাল!”
কিন্তু রাইয়ানের প্রত্যাশা অনুযায়ী ওর হাসিটা ছড়িয়ে পড়ল না এলিনার মুখেও। বরং ঠোঁটে লেগে থাকা ওর নিজস্ব হাসিটুকুও ধীরে ধীরে মুছে গেল।
এলিনার মধ্যে কোনো উচ্ছ্বাস না দেখতে পেয়ে রাইয়ান নামিয়ে রাখল বোতলটা। সিরিয়াস গলায় বলল, “কী হয়েছে, এলি? এনিথিং রঙ?”
“আই ক্যান্ট ড্রিংক, রাইয়ান! আমি এখন ড্রিংক করতে পারব না।“
“বাট হোয়াই? কী এমন হয়ে গেল আচমকা?”
“বিকজ…” চোখ নামিয়ে নিল এলিনা। “আয়াম এক্সপেক্টিং!”
“হোয়াট?”
“আমি সাইকেল মিস করেছি পনের দিন হয়ে গেল। স্ট্রিপ টেস্টে পজিটিভ এসেছে।“
“তুমি খুশি হওনি?”
নিজেকে তাড়াতাড়ি সামলে নিল রাইয়ান। “খুশি হব না কেন? নিশ্চয়ই হয়েছি!”
উৎকণ্ঠিত মুখে ওর দিকে এগিয়ে গেল এলিনা। দুই হাতে রাইয়ানের হাত চেপে ধরে বলল, “তাহলে হাসছ না কেন?”
“না মানে, এমন হুট করে খবরটা পেলাম…আমরা আরেকটু গুছিয়ে নিলে ভালো হতো না? আমরা দুজন তো এখনো প্রিপেয়ার্ড না! আম্মু আব্বুকেও এখনো বলা হয়নি যে আমরা বিয়ে করেছি কিংবা একসাথে থাকছি…”
“তোমার আম্মু আব্বুকে তুমি বলবে! আমার অফিসে আমি বলব। অফিসেও তো ট্রিট দিতে হবে!”
এলিনার খুশি দেখে রাইয়ানও হাসল। তবে কেমন যেন প্রাণহীন দেখাল হাসিটা।
তীক্ষ্ণ চোখে রাইয়ানকে লক্ষ্য করতে লাগল এলিনা।

চলবে

#তোমায়_আমি_দেখেছিলেম_বলে
।।১১।।
এলিনাকে বিশ্রাম দিতে গিয়ে রাইয়ান এখন বাজারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে স্বেচ্ছায়, এতদিন ওটা এলিনার ডিপার্টমেন্ট ছিল। বাজার করতে গিয়েই আজ দেরি হয়ে গেল তার।
দরজা খুলে ঢুকেই বরফের মত জমে গেল রাইয়ান।
এলিনার পরনে নতুন লটের একটা মসলিন শাড়ি!
বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে ছুটে এসে ওর গা থেকে শাড়িটা টেনে খুলে ফেলার চেষ্টা করতে লাগল রাইয়ান। আর প্রাণপণে চেঁচাতে লাগল, “খোলো এটা! কখন পরেছ? কতক্ষণ আগে!”
হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মত চিৎকার করছিল রাইয়ান। এলিনা শুধু নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে গিয়ে শীতল কণ্ঠে বলল, “কেন? এবোর্শন হয়ে যাবে তাই!”
পাথর হয়ে গেল রাইয়ান। এলিনার চোখে চকচক করছে জলের বিন্দু।
“এলি, প্লিজ, শান্ত হও, আই ক্যান এক্সপ্লেইন!”
“কে তুমি? কেন এসেছ আমার লাইফে!”
“আমি, আমি রাইয়ান!”
“লিকুইড নাইট্রোজেনে কী মিশিয়েছ তুমি? কেন মিশিয়েছ!”
পুরোপুরি ভেঙে পড়ল রাইয়ানের প্রতিরোধ। এলিনা তো সবটাই জেনে গেছে!
“তুমি লিকুইড নাইট্রোজেনে নিহিলিন বিষ মেশাওনি?”
নিহিলিন এক ধরণের উদ্বায়ী টক্সিন (কাল্পনিক), পরনের কাপড়ে যার উপস্থিতি থাকলে মানব ত্বকের সংস্পর্শে আসার পর যেটা ধীরে ধীরে কাপড় থেকে শ্বাসবায়ুর সাথে মিশে শরীরে প্রবেশ করে তীব্র মাথাব্যাথা, অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়া, শরীরের কিছু অংশ সাময়িক কিংবা পাকাপাকিভাবে অবশ হয়ে যাওয়া ছাড়াও অন্তঃসত্ত্বা নারীর জরায়ুর সময়ের আগেই সংকোচন সৃষ্টি করে এবর্শন বা প্রিম্যাচিওর ডেলিভারি করতে পারে এই নিহিলিন।
রাইয়ান দুই হাত তুলে শান্ত করার চেষ্টা করল এলিনাকে। ইশারায় বোঝাতে লাগল কী যেন।
“এলি, এসব কথা পরে হবে! আগে শাড়িটা খোলো প্লিজ!”
“ডোন্ট ওরি। তোমাদের ষড়যন্ত্র সফল হয়নি। তুমি যেদিন আমার ল্যাপটপে পেন ড্রাইভ ঢুকিয়েছ সেদিনই আমার সন্দেহ হয়েছিল। লিকুইড নাইট্রোজেনে নিহিলিন ডিজলভ করার প্ল্যান আমি সবটাই জেনেছি রাইয়ান! তুমি এখন শুধু আমাকে বল তুমি কার জন্য কাজ করছ?”
“তুমি এসব জানলে কীভাবে?”
ধীর পায়ে এগিয়ে এসে রাইয়ানের হাতের ব্রেসলেটে রাখল এলিনা। খুব ধীরে, প্রতিটা শব্দ আলাদা আলাদাভাবে উচ্চারণ করে বলল, “তোমার ব্রেসলেটটা আমি বদলে দিয়েছিলাম, রাইয়ান। এটা তোমার ব্রেসলেটটা নয়। এটা অবিকল একই রকম দেখতে আরেকটা ব্রেসলেট। এটার ভেতর একটা বাগ ঢোকানো ছিল। তোমার সব কথাই আমি শুনতে পাচ্ছিলাম। প্রতিটা স্টেপ আমার জানা ছিল, রাইয়ান। শুধু জানতে পারিনি তুমি কাদের জন্য কাজ করছ। তুমি এই গেমটা আমার সাথে কেন খেললে?“
এলিনার চোখের ওপরে চকচক করছে জলের স্বচ্ছ পর্দা। রাইয়ান মরিয়া হয়ে বলল, “এলি, আর একটা কথাও নয়!”
“কেন এমন করলে আমার সাথে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম! তোমার ব্যাকগ্রাউণ্ড চেক না করে তোমাকে ভালোবেসেই কি আমি ভুল করেছিলাম?”
এলিনার মুখের ওপরে হাত চাপা দিল রাইয়ান। “এলি চলো আমরা আমাদের সেই জায়গাটায় যাই! যাবে? প্লিজ!”
“কেন? আবার কী প্ল্যান করছ তুমি? ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দেবে? মেরে ফেলবে আমাকে?”
রাইয়ান জোরে জোরে বলল, “তোমাকে মেরে ফেললেও নিশ্চয়ই তোমার অফিসের সবাই এসব জানে, তাই না?”
অবাক হলো এলিনা। এসব কাকে শুনিয়ে বলছে রাইয়ান?
চোখের ইশারায় কী যেন বোঝাতে চাইল রাইয়ান। রাইয়ানের চোখে এমনই কাতরতা ছিল যে ওর চোখের দিকে তাকিয়ে কী ভেবে যেন রাজি হয়ে গেল এলিনা।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here