দুষ্টু বউয়ের ডেভিল বর,part:8,9

0
1204

দুষ্টু বউয়ের ডেভিল বর,part:8,9
writer:Nurzahan akter allo
part:8
❤❤
সাদনান হঠাৎ করে নুরের হাত চেপে ধরে,নুর থমকে দাড়িয়ে পরে,সাদনান একটানে নুরকে ঘুরিয়ে কোলে তুলে নেয়।নুর এটা ভাবতেও পারে নি সাদনান ওকে কোলে তুলে নিবে,নুর সাদনানের গলা জড়িয়ে ধরলো,আর সাদনানের গেস্ট রা সহ আরো কাজিন, ফেন্ডরা সিটি বাজাতে শুরু করলো।নুর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে, মনে হচ্ছে সাদনানকে এখুনি ধবংস করে দিবে।

সাদনান একবার নুরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। সাদনান নুরকে নিয়ে ওদের জন্য যে আলাদা করে যে জায়গায় ব্যবসথা করা হয়েছে এখানেই বসিয়ে দিল।সবাই এসে ওদের দোয়া করছে,কথা বলছে,হাসাহাসি করছে কিন্ত নুর চুপ মেরে গেছে।
সাদনান নুরের পাশে বসে, নুর সাদনানের দিকে একবার তাকায়,সাদনান খেয়াল করে নুরের দুইচোখে পানি ছলছল করছে।নুর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এখুনি কেদে দিবে??।সাদনান নুরের কানের কাছে মুখ নিয়ে বলে,,

সাদনানঃতোমার কি খুব খুদা লাগছে?তোমার জন্য কি খাবার আনবো?

নুরঃ??

সাদনানঃকথা বলছো না কেন?আমাকে বলো কি সমস্যা? আর না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও(দুইহাত দিয়ে নুরের মুখ তুলে)।নুর বলো আমাকে সমস্যা কি হচ্ছে? তোমার কি শরীর খারাপ করছে?আচ্ছা চলে রুমে চলো,,

নুরঃআমি ঠিক আছি??

সাদনানঃএই মেয়ে কি হয়েছে বলবে? নুর তুমি কাঁদছো কেন?আরে ইয়ার বলো না কি হয়েছে?

নুরঃবাপি?????

সাদনানঃহুম বলো কি হয়েছে?

নুরঃআমি বাপিকে ছাড়া কখনো থাকি নি,আর আমি কালকে থেকে বাপিকে দেখি নি।বাপি কি আসবে না,আমি বাপির কাছে যাবো,,???

সাদনানঃআরে বোকা মেয়ে এটা বললেই হয়, তোমার চোখে পানি দেখে, জানো আমার কত টেনশন হচ্ছিল। আচ্ছা একটু বসে থাকো আমি আসছি কেমন।

নুরঃহুমম??

সাদনান গিয়ে দেখে নুরের বাপি সাদনানের বাবার সাথে খুব গল্প করছে।সাদনান নুরের কথা বললো,আর নুরের বাপি সাদনানের কথা শুনে জোর কদমে নুর কাছে আসলো।মেয়ের শশুড়বাড়ি বাড়ি এসে মেয়ে মেয়ে করলে তো হয় না।এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিলো নুরের বাবা।নিজের কলিজার টুকরোকে না দেখলে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়।নুর ওর বাবাকে দেখে ভ্য ভ্য করে কেঁদে দিল।সাদনান দুর থেকে দাড়িয়ে এটা দেখছিলো,কোন জানি নুরের কান্না ওর সহ্য হচ্ছে না।

বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো,সাদনান সহ নুরের গেস্ট রা মিলে হইচই শুরু করলো।সাদনান আর নুরকে পাশাপাশি বসানো হয়েছে,নুর আড়চোখে সাদনানকে দেখছে, আর মনে মনে বলছে,,

নুরঃ আচ্ছা ওকে দেখলে আমার হাটবিট এত ফাস্ট গতিতে চলা শুরু করে কেন?আমি কেন জানি আনইজি ফিল করছি সাদনানের সামনে থাকলে।
আজ এত সাজগোজ করছে কেন ডেভিল টা?ওহ এখানে তো অনেক মেয়ে আছে, তাদের দেখাতে হবে না। আমি কি এমনি তোকে লুচু বলছি??।
তবে আজ একটু বেশি ভাল দেখাচ্ছে এই ডেভিল টাকে,ধুর না তাকাতে চায়লেও চোখ চলে যাচ্ছে। ☺☺

সাদনানঃআমাকে দেখবে ভাল কথা তা এভাবে চোরে মত তাকাচ্ছো কেন?আমাকে বললেই তো হয়,আমি সোজা হয়ে তোমার সামনে বসে থাকতাম।ইসস এভাবে তাকিও না গো, আমার কেমন জানি লজ্জা লাগছে☺☺????

নুরঃ(ইসস কি লজ্জা কি লজ্জা? ডেভিলটা দেখেই নিল।না ওকে বুঝতে দেওয়া যাবে না)
একদম বাজে কথা বলবেন না,যেই না চেহারা আবার তার নাম পেয়ারা। আপনার দিকে তাকাতে বয়েই গেছে আমার,নিজেকে কি ভাবেন রাজকুমার?যেই তো কালুয়া তার আবার ভাব দেখলে শরীর জলে যাই,

সাদনানঃযা বাবা আমি কি করলাম?সত্যি কথা বললে সবার গায়েই ফোসকা পড়ে।নিজে চুরি করে করে তাকাবে আর আমি বললেই দোষ,, ????

নুরঃআপনার সাহস তো কম না,আপনাকে তো আমি দেখে নিবো,আমাকে চোর বলা দাড়ান আপনাকে আমি,,,

সাদনানঃকুল কুল তুমি যা ইচ্ছে করো বাট একটা মনে রেখো তুমি যা দুষ্টুমি করবে, সেই অনুয়ায়ী তোমাকে রোমান্টিক ডোজ দিবো আমি।আর আজ সকালের বাকি থাকা কাজটাও সেরে ফেলবো ???

নুরঃ????? ???
সাদনানঃ???

সবাই মিলে ফটো তোলা শুরু করলো,সাদনান আর নুরের কাপল পিক তুললো অনেক গুলো।সাদনান আর নুর যখন পাশাপাশি দাড়িয়ে পিক তুলছিলো তখন দুজনের শরীরে টাচ লাগে,আর নুর যেন এতে লজ্জায় কুকড়ে যাচ্ছে, তবে সাদনান এটা খেয়াল করে যে নুর খুব আনইজি ফিল করছে।ক্যামেরা ম্যান সাদনানকে নুরের কাধে হাত রাখতে বলে, সাদনান নুরের দিকে তাকায়, সাদনান নুরের কাধে হাত রেখে বুঝতে পারে নুর কাঁপছে,সাদনান নুরের মুখের দিকে তাকিয়ে দেখে নুরের মুখটা লাল হয়ে আছে।সাদনান বুঝে গেছে নুরকে কাবু করার উপায়,কারন নুর কে সোজা করতে হলে নুরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে,সাদনান নুরের আরো কাছে গিয়ে, নুরের শরীর ঘেষে দাড়িয়ে,ফিসফিস করে নুরকে গিয়ে বললো,,,

সাদনানঃতোমাকে কি সুয়েটার বা চাদর এনে দিবো?

নুরঃএত গরমে কেউ সুয়েটার পড়ে,আপনি কি পাগল হয়ে গেলেন নাকি?

সাদনানঃআমি পাগল হয় নি, তোমার ভালো জন্য বলছি,,।আমি তো বুঝতে পারছি তুমি কাপছো,আর এজন্য বললাম আর কি,,??

নুরঃআপনি আসলে খুব অসভ্য একটা লোক,,,???
সাদনানঃযা বাবা আমি কি ভুল বললাম নাকি???

সাদনান নুরকে ইজি করার জন্য একটু ফান করলো,ওরা সবাই একসাথে খেতে বসলো।নুরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো, আর সাদনান আর নুর একটু আলাদা জায়গায় বসলো।
সাদনানের মায়ের বুদ্ধিতে এটা করছে, কারন ওদের এখন যত একসাথে থাকতে দেওয়া যাবে তত তারাতারি দুজনদুজনকে বুঝতে পারবে।

সাদনান ওর পায়ের জুতা খুলে আস্তে করে, নুরের পায়ের পাতার উপর পা রাখলো,আর নুর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে আছে।
সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবার গুলো নুরের জন্য পরিবেশন করে, নুরের সামনে দিল।আর নুর এত শক খেয়েছে যে, কথা বলার শক্তি হারিয়ে ফেলছে,সাদনান নুরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে।
নুরের হাত ভর্তি চুড়ি এজন্য নুর খেতে পারছে না,সাদনান নুর সামনাসামনি না বসে নুরের পাশে এসে বসে নুরকে আড়াল করে নুরের মুখের সামনে খাবার তুলে ধরলো।

নুর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়,সাদনান নিচে থেকে নুরের পায়ে খোঁচা দিচ্ছে হা করার জন্য, নুর হা করলো আর সাদনান ওর মুখে খাবার দিল।ক্যামেরাম্যান এই এত ভাল একটা মূহুর্তের সময় টাকে হাত ছাড়া করতে দেয় নি,ওদের এই দারুন কাপলের পিক তুলে নিয়েছে।নুর আজকে ওর বাবা বাসায় যাবে,এজন্য ও খুব খুশি,একদিকে অনুষ্ঠান শেষ করে নুর রা বের হয়ে গেল,ওদের বাসায় যাওয়া জন্য।

নুরের বাবারা ইচ্ছে করে আলাদা গাড়িতে পাঠিয়েছে আর বাকিরা আর তিনটাতে।সাদনান নিজের গাড়িটা নিলো আর ও নিজে ড্রাইভ করা শুরু করলো।সাদনান নুরের বাবাকে মেসেজ করে বলে দিলে, ****ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে *****।নুর গাড়িতে বসলো আজ খুব খুশি ওর মুখে দেখেই বোঝা যাচ্ছে,নুর সাদনানের দিকে একবার তাকিয়ে, জোর গলাতে গান শুরু করলো,,

নুরঃযার বর টা কালা তারই কপাল ভালা গো,,,
ও যার বরটা কালা তারই কপাল ভালা গো,,
রাস্তা ঘাটে চলতে ফিরতে
কারো নজর পড়ে না,,
ট্য্যাটা ট্য ট্যা,,,

সাদনানঃ??? (জোরে গাড়ির ব্রেক করে) what?????

চলবে,,,?

দুষ্টু বউয়ের ডেভিল বর
writer:Nurzahan akter allo
part:9
❤❤

সাদনানঃwhat,,

নুরঃআপনার what এর মায়েরে বাপ,আপনি এত জোরে ব্রেক করলেন কেন?উফ মাথায় ঠুয়া লাগলো তো আমার?।

সাদনানঃঠুয়া আবার কি?আর এসব আজিব কথা তোমার মাথায় আসে কি করে?

(ওই যে লেখিকা সাহায্য করে??)

নুরঃঠুয়া মানে মাথায় হুট করে কিছু সাথে ব্যাথা লাগা,ভদ্র পোলা কিছু বোঝে না??

সাদনানঃতোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না,আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে তাই তো,আর কেউ নজর যাতে না দেয় এজন্য গান টা গাইলে তাই তো?? আগে বলবে না তুমি জেলাস ফিল করছো?

নুরঃএকদম বাজে কথা বলবেন না,আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বয়েই গেছে,,?

সাদনানঃবুঝি বুঝি সবই বুঝি???????

নুরঃআমার মাথা আর আপনার মুন্ডু বুঝেন?

ওদের দেরি করে বের হওয়ার জন্য সন্ধ্যা
হয়ে গেছে,সাদনান ড্রাইভ করছে আর নুর সিটের সাথে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে,সাদনান নুরের মুখের দিকে বার বার তাকাচ্ছে কারন আজকে জোসনা রাত, আর বাইরে চাদের আলোটা নুরের মুখে এসে লাগছে,নুরের বাপিদের গাড়িটা চলে গেছে,নুর একদৃষ্টিতে রাতের আকাশ দেখছে।আজ বাইরের পরিবেশ খুব সুন্দর, আকাশে অনেক তারা ঝিকমিক করছে,সাদনানের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারদিকে ঘুরঘুটে অন্ধকার।নুর চারপাশ টা দেখে,সাদনানের দিকে একটু সরে আসলো,এতক্ষণ একদম গাড়ির জানলা ঘেষে বসে ছিল।সাদনান এবার হেসে দিল,,

সাদনানঃ?????
নুরঃ?????
সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েঝে আর নুরের সিট বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনান নুরে খুব কাছে আসে, বাট নুর অন্য কিছু মনে করে।
নুর এজন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনান কে আটকায় ওর কাছে আসার জন্য সাদনান আর কিছু বলে না,গাড়ি থেকে নেমে নুরের পাশের গাড়ি গেট খুলে দেয়।নুর নামতে চায়ছিলো না বাট সাদনান নুরের হাত টেনে বের করে নুরকে নামায়,আর নুর সাদনান কে গালি দিতে থাকে,,,

নুরঃএই অসভ্য ছেলে আপনি এটা কোথায় নিয়ে আসলেন।ওহহ আমাকে আপনি বেচে দিবেন না তো,ওহহ বাপি তোমার মেয়ে কে মনে হয় আর দেখতে পাবে না গো বাপী,এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরে ফেলবে?????

সাদনানঃএই মেয়ে এসব কি বলো এগুলো,,চুপ একদম চুপ,আর একটা কথা বলে সত্যি রাগ কনট্রোল করতে পারবো না তখন দুম করে লিপকিস করে দিবো তখন বুঝবে।

নুরঃ???? আচ্ছা আর কিছু বলছি না,ছি কি বাজে ছেলে,,??

সাদনান নুরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে,নুর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে, নুর ওদিকে দৌড় দিল আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পাড়।সাদনান নুরের পেছনে পেছন গেল,নুর খুশিতে লাফানো শুরু করছে কারন খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ,,,,

সাদনান এসে নুরের পাশে দাড়ালো,আর নুর আবার সাদনানকে বকতে শুরু করলো,সাদনান নুরের মুখে চেপে ধরলো আর কিছু বলার আগেই সাদনান নুরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে,সাদনান একদম নুরের শরীর ঘেষে দাড়িয়ে আছে আর নুরের দুইহাত সাদনান একহাত দিয়ে ধরে আছে,সাদনান নুরের দিকে তাকিয়ে দেখে,চাদের আলোয় নুরকে খুব মোহনীয় লাগছে,আর সাদনানকে নুরের ঠোঁটটা বেশি টানছে সাদনান কিছু না ভেবে নুরের ঠোঁটে ঠোট বসায়??।

নুর সাদনানের হাত থেকে নিজের হাত ছুটানোর জন্য চেষ্টা করছে, কিন্ত সাদনানের সাথে পেরে উঠছে না।সাদনানের কোন ঘোর লেগে গেছে,,, সাদনানের ঠোঁটে নুর কামড়ে ধরে, সাদনান চোখ বন্ধ করে নেয়।এবার সাদনান নুরকে ছেড়ে দেয়,আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে,,,নুর এভাবে যাওয়াতে সাদনানের নিজের মধ্যে খুব গিলটি ফিল করে,,,।সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত, সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যাই।

সাদনানঃ(সরি আসলে আমি এরকমটা করতে চাই নি,আমি নিজেকে কনট্রোল করতে পারি নি,আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও,এজন্য আমি রেগে গেছি।আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করবো না।)

মনে করো না উপরের কথা গুলো এখন তোমাকে আমি বলবো,,,,নো ডিযার তোমাকে তো রোমান্টিক ডোজ দেওয়া কেবল শুরু করলাম,ঢেলে দেওয়ার দিন শেষ,ডোজ দেওয়ার বাংলাদেশ ???।তোমাকে আমি সুন্দর একটা মূহুর্ত উপহার দিতে চেয়েছিলাম বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না।(রেগে রেগে কথা গুলো বললো)

নুরঃআপনি যে অসভ্য একটা লোক, আপনি সেটা নিজে থেকেই প্রমান করলেন।আপনি আগেই বলতেন আমার শরীর ভালবাসেন,তাহলেই তো আমি আপনাকে সপে দিতাম।প্রথম রাতেই আপনি আপনার জানোয়ারের রুপ ধারন করতেন,কেন ভদ্র সেজে আছেন।নিজের ভদ্র রুপ ছেড়ে এখন জানোয়ারের রুপ বের হয়ে গেলো তো,?????,।(চিৎকার করে)

সাদনান নুরকে ঠাস করে চড় মেরে দেই,কারন সাদনান নুরের এসব কথা শুনে আরো রেগে যাই।

সাদনানঃচুপ একদম চুপ,আর একটা কথা বললে এখানেই মেরে পুতে দিবো,তুমিই প্রথম মেয়ে যে আমাকে এত কথা শুনাও, তোমার জায়গায় অন্য কেউ থাকলে,তাকে কি করতাম নিজেও জানি না।
আমি তোমাকে ভালবাসি নুর, আর এজন্য তোমার এত কথা শুনি চেপে যাই, বাট আজ এখন থেকে ডেবিল রুপ দেখবে তুমি,আর আমি জানোয়ার না,তুমি আমার বিয়ে কথা বউ,বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি,,,।আমি জানোয়ার নাআআআআআআ ??,(চিৎকার করে)

সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়,আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে,নুর সাদনানের হাতের মার খেয়ে চুপ করে বসে আছে,আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নুরের দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে,,

সাদনানঃআর একবার যদি কান্না সাউন্ড আমার কানে আসে,তোমাকে কি করবো তুমি কল্পনাও করবো না??,ফাজিল মেয়ে সব সময় আমাকে রাগিয়ে না দিলে হয় না,

নুর???? আমার ভয় লাগছে, আপনি আস্তে ড্রাইভ করেন।

সাদনানঃতুমি কান্না থামাবে নাকি আরেক গালে দিতে হবে কোনটা,শুনতে পেলে নাকি আবার বলতে হবে!!!!!

নুরঃ শু শু শুনতে পেয়ে,,ছি??

সাদনানঃহুমম মনে থাকে যেন,(নুরের দিকে রাগী চোখে তাকিয়ে????)

ওরা ওদের বাসায় পৌঁছে গেল,সাদনান নুরকে এড়িয়ে যাচ্ছে ,নুর ওর বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ওর রুমে চলে গেছে,আর সাদনান একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে।
সাদনান আজ নুরের কথাতে খুব কষ্ট পেয়েছে,এক জায়গায় গাড়ি থামিয়েছে আর নিচে নেমে একটা গাছের পাশে দাড়িয়ে, নিজের হাতটা গাছের সাথে আঘাত করেই যাচ্ছে,সাদনানের হাত থেকে রক্ত ঝরছে,,বাট সাদনান থামছে না।
কারন আজ নুরকে এই হাত দিয়ে মেরেছে,,হাতের পাওয়া আঘাতের থেকে মনে পাওয়া আঘাত টা বেশি মনে হচ্ছে কারন নুর ওকে ওর শরীর পাওয়া কথা বলছে,সাদনানকে জানোয়ারের সাথে তুলনা করছে,,,এটা সাদনান মানতে পারছে না।

চলবে,,??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here