দূরত্ব part:10

0
2538

দূরত্ব
part:10
#Writer:Maliha Islam Tafsi (jeba)

প্রীতি রুমে এসে ফ্রেশ হতে যাবে তখন ওর হাত ধরে কেউ টান দিল। প্রীতি তার না দেখেই তার স্পর্শে বুঝে গেল মানুষ টা আর কেউ নয় রোহান ।
প্রীতি চোখ বন্ধ করেই বলল কি হচ্ছে রোহান?
হাত টা ছাড়ো। রোহান আচমকা প্রীতি দেয়ালের সাথে চেপে ধরল। রোহানের প্রতিটা শ্বাস প্রীতির মুখের উপর পড়ছে। রোহান প্রীতির হাত টা চেপে ধরে রাখল। প্রীতির আর বুঝতে বাকি রইল না যে রোহান ড্রিংকস করেছে। আজ রোহান কে খুব বিরক্ত লাগছে প্রীতির কাছে। আজ প্রীতির মন বার বার বলছে অন্য কারো বউ হয়ে অন্য কাউকে ভালোবাসা পাপ আর স্পর্শ তো দূরের কথা। আর ভুলে গেলে চলবে না যে রোহান ঠকিয়েছে সে এখন অন্য কারো স্বামী হতে যাচ্ছে । নিজেকে কঠোর হতে হবে রাহাত কে ঠকাবো না আমি রোহান এর মিথ্যে ভালোবাসার জন্য । কথাগুলো ভাবতেই প্রীতি ধাক্কা দিয়ে রোহান কে সরিয়ে দিল। রোহান নিজেকে সামলাতে না পেরে পরে গেল। প্রীতি কাঁদছে আর বলছে-

আপনার কি লজ্জা নেই রোহান শেখ নিজের ভাবি কে এইভাবে ড্রিংকস করে এসে ছিঃ!!! ভুলে যাবেন না আমি আপনার ভাবি হয়। আর আপনার ভালোবাসার অভিনয়ে এখন আর আমি কাঁদি না। আর যেই মেয়ে টার সাথে আপনার বিয়ে হচ্ছে তাকে অন্তত আমার মতো ঠকাবেন না। বেরিয়ে যান আমার রুম থেকে এখনি বেরিয়ে যান।
(চিৎকার করে বলল প্রীতি)


“রোহান রুমথেকে বেরিয়ে গেল। প্রীতি দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়ল।
একদম কাদবি না প্রীতি। তোকে এই মিথ্যে ভালোবাসার মায়া থেকে বের হতে হবে। তোকে মানতে হবে তুই রাহাত এর বউ। তুই একটা বৈধ সম্পর্কে জরিয়ে আছিস রাহাত স্বামী হিসেবে মানতেই হবে তোর। ভুলে যেতে হবে রোহান শেখ নামে একটা জঘন্য মানুষ তোর জীবনে কখনও ছিল (বিড়বিড় করে কথা গুলো বললপ্রীতি)



রোহান রুমে এসে দরজা লাগিয়ে কাউকে ফোন দিল-
-হ্যালো
-থেংক ইউ নাজিফা ।
-কেন রোহান?
-বিয়ের মিথ্যে অভিনয় করার জন্য ।
-রোহান আজকে কি তুমি প্ল্যান মোতাবেক ঐ কাজটা করেছ?
-হুম,,,মাত্র করে আসলাম।
-রোহান কেন করছো এমন?তুমি জানো প্রীতি তোমাকে কতটা জঘন্য ভাববে আর ঘৃণা করবে এই কাজটার জন্য?
-আমি তো চাই তাই নাজিফা।
-আমার মনে হচ্ছে তোমার সবাই কে সবকিছু বলে দেওয়া উচিত রোহান। আজ প্রীতি কে দেখে বুঝতে পারলাম ও কতটা কষ্ট পেয়েছে আমাকে তোমার পাশে দেখে। প্লিজ ওকে সবাই কে বলে দাও তাহলে প্রীতি হয়তো কষ্ট পাবে কিন্তু তোমাকে এইভাবে ঘৃণা তো করবে না।
-প্রীতি আমাকে যতো ঘৃণা করবে ততোই তাড়াতাড়ি রাহাত ভাই কে নিয়ে সুখে থাকতে পারবে। তুমি শুধু আমার সঙ্গে থাকো প্লিজ।
-আমি তোমার সঙ্গে সবসময়ই থাকবো। তুমি নিজের খেয়াল রেখো।
-ওকে,,,আল্লাহ হাফেজ
-আল্লাহ হাফেজ।




প্রীতি ফ্রেশ হয়ে নিজের লম্বা চুল গুলো ছেড়ে দিল। পুরো পিঠে ছড়িয়ে রইল চুল গুলো। বারান্দায় গিয়ে দাঁড়াল।ইশশ,,,,গরম কফি খেতে ইচ্ছে করছে এখন নিচে গিয়ে বানিয়ে নিয়ে আসি বলে পিছনে ফিরে দেখল রাহাত হাতে দুই কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে।
-আপনি???
-কেন ভয়ে পেয়ে গেলে?
-না।।।
প্রীতির দিকে এক কাপ কফি এগিয়ে দিল রাহাত আর প্রীতি নিয়ে নিল।
-আচ্ছা আপনি কিভাবে জানলেন আমার কফি খেতে ইচ্ছে করছিল?
রাহাত প্রীতির পাশে এসে দোলনায় বসল।
-আমি যখন বারান্দায় দাঁড়িয়ে থাকি তখন আমারও কফি খেতে ইচ্ছে করে খুব। একবার রুমে এসে দেখলাম তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো তাই নিচে গিয়ে কফি বানিয়ে আনলাম আমার মনে হলো তোমার ও হয়তো কফি খেতে ইচ্ছে করছে।
-সত্যি কফি খেতে খুব ইচ্ছে করছিল।ওমমমমম,,,আপনি তো খুব ভালো কফি বানান। অসাধারণ! !!
-থেংক ইউ ।
-এখন থেকে প্রতিদিন আমাকে কফি বানিয়ে খাওয়াবেন।
-জ্বী না,,,
-কেনো?
-একদিন আমি বানিয়ে খাওয়াবো আর একদিন তুমি ।
-ওকে ডান। বাট আমি আপনার মতো এতো ভালো কফি বানাতে পারি না।
-তা তো খেলেই বুঝবো।
-হুম,,,,

এইভাবে কথা বলতে বলতে হঠাৎ রাহাত খেয়াল করল প্রীতি কোনো কথা বলছে না। রাহাত তাকিয়ে দেখল প্রীতি রাহাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে।

এতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো আমার বউ টা। সারাদিনের ক্লান্তি তে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আচ্ছা বউ এতো মায়াবী কেনো তুমি? দিন দিন পাগল করে দিচ্ছ আমাকে? ইশশ,,,তুমি কবে আমাকে ভালোবেসে বলবা তোমাকে বুকে নিতে?জানো বউ খুব ইচ্ছে করে তোমাকে বুকের মধ্যে খুব শক্ত করে জরিয়ে ধরে রাখতে।

(মনে মনে কথাগুলো বলে মুচকি হেসে প্রীতি কে কোলে তুলে নিল রাহাত। বিছানায় এনে শুয়ে দিল প্রীতি । তারপর কাঁথা জরিয়ে দিল প্রীতির গায়ে। রাহাত নিজেও শুয়ে পড়ল সোফায় গিয়ে )




সকালে সূর্যের আলো এসে প্রীতির মুখে পড়ল। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করল প্রীতি।
-আমি তো দোলনায় ছিলাম বিছানায় কিভাবে আসলাম।
-কোলে করে
রাহাত এর কথায় অবাক হয়ে প্রীতি তাকিয়ে রইল।
-কি হলো?এইভাবে তাকিয়ে আছো কেন বউ
-কোলে করে মানে?
-রাহাত আয়নার সামনে নিজের চুল ঠিক করতে করতে বলছে কোলে করে মানে আমি তোমাকে কোলে করে এনে শুয়ে দিয়েছি। তুমি রাতে দোলনায় আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছিলা। বুঝেছো বউ?
-হুম,,আসলে আমার কখন চোখ লেগে গেছে বুঝতে পারি নি আপনার কষ্ট করে আমাকে কোলে করে এনে শুয়ে দিতে হলো।

রাহাত মুচকি হেসে প্রীতির একদমকাছে এসে বলল-সারাজীবন কোলে নিতে রাজি আছি বুঝেছো বউ?
-হু,,,
-হু,,কি?
-কিছু না। আচ্ছা আপনি কথায় কথায় বউ বলেন কেনো?

-বউ কে তো বউ ই বলবো। এখন নিচে আসো রেডি হয়ে তাড়াতাড়ি নাহলে তো আমার শশুড় বাড়ি যেতে দেরি হবে?

-প্রীতি এক লাফে উঠে রাহাত এর কাছে এসে বলল -শশুড় বাড়ি মানে আমাদের বাড়ি যাচ্ছি?
-হুম,,,



প্রীতি খুশিতে রাহাত কে জরিয়ে ধরল। রাহাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল বাড়ি যাওয়ার কথা শুনে এতো খুশি যে আমাকে কাছেই যেতে দেই না এখন জরিয়ে ধরেছে??(মনে মনে বলল রাহাত)
:
:
প্রীতি হঠাৎ খেয়াল করল সে রাহাত কে জরিয়ে ধরে আছে।তাড়াতাড়ি করে রাহাত কে ছেড়ে দিয়ে সে লজ্জায় ওয়াশরুমে ডুকে পড়ল।
রাহাত ওইখানে দাঁড়িয়ে হাসতে লাগল তারপর ওয়াশরুমের দরজা নককরে বলল-

শাড়ি কি আমি পড়িয়ে দিব নাকি রিহা কে পাঠাবো?
-রিহা কে পাঠিয়ে দিয়েন ।

:
:
রিহাতে এসে প্রীতি কে খুব সুন্দর করে একটা গোলাপি শাড়ি পড়িয়ে দিল।
-ভাবী?
-বলো?
-ভাইয়া কে বলেছো?
-সরি গো,,,কালকে একদমখেয়াল ছিল না আজকে বলবো।
-ভাবী পিয়াশ চাচ্ছে এক সপ্তাহের মধ্যে বিয়ে যেন হয়। কারণ আর দুই সপ্তাহ পর ও চলে যাবে।
-ঠিক আছে আমি বলবো তোমার ভাইয়াকে । তুমি একদম চিন্তা করো না।

রিহা প্রীতি কে জরিয়ে ধরল।
-তুমি খুব ভালো ভাবী।
-আমার চেয়ে ও খুব ভালো তুমি ননদীনী ।

এখন চলো নিচে সবাই অপেক্ষা করছে।
ওকে চলো।


“নাস্তার টেবিলে সবাই আছে রোহান বাদে। রাহাত তার মাকে বলল-
-রোহান কোথায়?
-এখনও ঘুমায় ।
-কেনো ওর কি শরীর খারাপ মা?
আমার শরীর একদম ভালো আছে চেয়ারে বসতে বসতে বলল রোহান।
সবাই নাস্তা শেষে যার যার রুমে চলে গেলো। প্রীতি রুমে এসে বসতে না বসতেই রাহাত আসল।

-চলো আমরা শপিং করতে যাবো।
-আমরা তো বাসায় যাবো এখন।
-বাসায় কি খালি হাতে যাবো নাকি?
-তাহলে কিভাবে যাবেন?
-আমার বউ টা এখনও সত্যিই একটা পুচকি । সবার জন্য গিফট কিনবো। এখন চলো আমার সাথে।
-আমি পুচকি????
-না বউ। তুমি যদি এখন রাগ করো তাহলে কিন্তু দেরি হয়ে যাবে যেতে।
-ওকে চলুন।

রাহাত আর প্রীতি মিলে প্রীতির পরিবারের সবার পছনদমতো গিফট কিনলো তারপর বাসায় এসে প্রীতি আর রাহাত রেডিহয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রীতির বাসায় যাওয়ার জন্য ।


চলবে,,,,,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here