পরিবর্তন।২য়_পর্ব

0
2780

পরিবর্তন।২য়_পর্ব
#তিতিশ্মা_মুসাররাত_কুহু।

কিছু দূর যেতেই আফিফ আমাকে ডেকে বল্লো,ওই শোন,
~আমার বউ হবার জন্য প্রস্তুতি নিতে থাক।
বাকিটা আমি দেখছি…

আমি কোন কথা না বলে বাসায় চলে এলাম।

ছেলের বাসার লোক জন বিকেলে আমাকে দেখতে আসে।
সবাই দেখে পছন্দ করে।
ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে আমাকে।

ওই বাসার লোকজন আমাদের বাসার লোকজনকে বল্লো,

আপনারা আগামীকাল আমাদের বাড়ীঘর দেখতে আসুন।আর ওখানেই বিয়ের পাকা কথা হবে।
আম্মু আব্বু রাজি হলেন।
আর রাজি হলেন সব আত্মীয় স্বজনও।
এত ভালো ছেলে কেউ হাত ছাড়া করে নাকি।

বিকেলে আমাকে দেখার পর উনারা চলে যান।
আম্মু আব্বু আমাকে জিজ্ঞেসও করেনা আমি রাজি কিনা।
আমিও কিছু বলিনা,কারণ আমার কথায় এখানে কোন কাজ হবেনা আমি তা ভালো করেই জানি।
কারণ এর আগেও এই বাড়ীর মেয়েদের বিয়ে হয়েছে তাদের মতামত ছাড়াই।

রাতে হঠাৎ করে ওই বাসা থেকে ফোন আসে।
~আপনারা কাল আসিয়েন না।
আমাদের অন্য একটা মেয়ে পছন্দ হয়ে গেছে।
আমরা ওই মেয়ের সাথেই আমাদের ছেলের বিয়ে করাবো।
ভালো থাকবেন।

আব্বু ওই বাসার লোকের কাছ থেকে এমন কথা শোনে যেন একটা শক খেলো।
আর চাচ্চু,কাকি আম্মু সবাইকে বল্লো বিয়েটা ক্যান্সেল।তারা অন্য মেয়ে নাকি পছন্দ করে ফেলেছে।
কিন্তু তারা এই অল্প সময়ের মধ্যে মেয়ে পেলো কই আর তাদের মতামত চেঞ্জই বা হলো কি করে।
কোন তো একটা রহস্য আছে এখানে।

~বাদ দাও তো।কত ছেলে আসবে যাবে।(আম্মু)

আমি বিয়ে ভাঙার কথা শুনে খুশিতে আত্মহারা।

পরের দিন স্কুলে যাওয়ার পথে রাস্তায় আফিফ দাঁড়িয়ে।

~কি কেমন দিলাম?
~কি দিলেন?
~বিয়েটাতো আমিই ভেঙেছি।
হা হা হা।
~কি ভাবে?
~ছেলের বাড়ীর লোক যখন যাচ্ছিলো তখন তাদের দাঁড় করিয়ে বলেছি,
মেয়েকে তো এক মাস আগে আমি বের করে নিয়ে গিয়েছিলাম।
তাই মেয়ের বাবা ওকে তাড়াতাড়ি করে এনে বিয়ে দিয়ে দিতে চাইছে।
নইলে কি আর কেউ পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা না দিয়েই বিয়ে দেয়?

এখন আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন।
বিয়ে হয়ে গেলেও মেয়ে আমার কাছে চলে আসবে।
আর আমি তখনও ওকে নিয়ে পালাবো।
কি করবেন আপনারাই এখন ভাবুন।

~এই কথা শুনে তারা যাচাই বাছাই না করেই না করে দিলো?
আর আপনিও কেমন মানুষ?
এত বড় মিথ্যা কথা বললেন আমার নামে।
যান সরুন সামনে থেকে।

~ওরে বাবা যার জন্য করলাম চুরি,সেই বলে চোর।

আমি স্কুলে চলে গেলাম।
বান্ধবীরা সবাই বল্লো আফিফ ভাইয়া তোকে খুব ভালবাসে রে।
আমি ওদের কথায় কোন পাত্তা দিলাম না।

সামনে আমার ফাইনাল এক্সাম।

হঠাৎ একদিন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটা ছেলে আমাকে এসে বলে,

~তোমাকে খুব ভালো মেয়ে মনে করতাম।
কখনো দেখিনি কোন ছেলের সাথে ঘুরাঘুরি করতে,আর তুমি কিনা এত খারাপ।
কত কিছু ভেবে রেখেছিলাম আমি তোমাকে নিয়ে।তুমি এস এস সি পাশ করলে আমি তোমার বাসায় প্রস্তাব দিবো।
আর তুমি।ছিঃ ছিঃ ছিঃ

~আরে কি করেছি আমি সেটাতো বলেন।
~আফিফের সাথে তোমার রিলেশন না?ওর সাথে তোমার সব কিছু হয়ে যায়নি অস্বীকার করতে পারো?
~ছিঃ এত বড় কথা আপনি আমাকে বলেন কি করে?আমি আজই আমার আব্বুর কাছে বিচার দিবো।
~ছিঃ তাইনা?চোরের মার বড় গলা।
চুরি করবে আবার বড় বড় কথাও বলবে।

~এই সব জঘন্য কথা আপনাকে কে বলেছে?
~কে আবার বলবে,যার সাথে করেছো সে বলেছে,তোমার আফিফ বলেছে,আফিফ।
~ঠিকাছে তার ব্যবস্থাও আমি করছি।

প্রাইভেট পড়তে গেলাম ঠিকই।কিন্তু মন বসছেনা পড়ায় কিছুতেই।
পরে ফ্রেন্ডদের বললাম,
~জানিস আফিফ নাকি আদিলকে এসব বলেছে।
~এত বাজে কথা আফিফ ভাইয়া বলবে?তুই তাকে জিজ্ঞেস কর আগে।
তারপর নয় আংকেল আন্টিকে জানাস।
এভাবে তোর নামে মিথ্যে কথা বলে বেড়ালেতো তোকে মানুষ খারাপ বলবে।
~তোরাই বল,কেউ তার ভালবাসার মানুষকে নিয়ে এত বাজে কথা বলতে পারে?তাহলে কেমন ভালবাসে সে আমাকে?
এটাকে কি ভালবাসা বলে?

বাসায় ফেরার পথে আফিফের সাথে আমাদের দেখা।

~আফিফ ভাইয়া,আপনি কুহুর নামে আদিল ভাইয়াকে কি বলেছেন?
~যা বলার বলেছি।
~কি বলেছেন শুনি?
~ও কুহুকে ভালবাসে।আর আমি কুহুকে অন্য কারো হতে দেবোনা।
~তাই বলে আপনি আমার নামে এসব জঘন্য কথা বলবেন?
~১০০ বার বলবো হাজার বার বলবো।দরকার হলে এলাকার সবাইর কাছে এসব বলবো।
তারপরও তোকে আমার চাই।
~আপনার এসব কে ভালবাসা বলেনা বুঝলেন?এসব হচ্ছে আপনার নোংরামি।
~আপনি আমাকে ভালবাসেন না।
আমার প্রতি আপনার যেটা আছে সেটা হচ্ছে মোহ।
ভালবাসা না।
আমি আপনাকে ভালবাসি না।
আর কোন দিন বাসবোও না।দয়া করে আপনি আর কোন দিন আমার সামনে আসবেন না।

~তোকে আমি দেখে নিবো।

যা করতে পারেন করেন।

এই বলে আমি বাসায় চলে আসি।
আর কোন কোচিং বা প্রাইভেটে যাইনা।

বাসায় গিয়ে আম্মু আব্বুকে সব খুলে বলি,
আম্মু আব্বু আফিফের বাসার লোকজনকে বিষয় টা জানায়।

এদিকে আমি এক্সাম দিতে থাকি।
আব্বু আমাকে এক্সাম দিতে নিয়ে যায় আবার এক্সাম হলে নিয়ে আসে।

এভাবে আমার তিন টা পরীক্ষা হয়ে যায়।

হঠাৎ একদিন কেয়া (আমার বান্ধবী)
ফোন দিয়ে আমাকে বলে আজ তো আফিফ ভাইয়ার বিয়ে।

~কি বলিস?
~হুম,দেখলাম বাড়ী ঘর সাজানো।বিয়ের গেইট।
পরে একজনকে জিজ্ঞেস করলাম কার বিয়ে,বল্লো আফিফের বিয়ে।
~ভালো হয়েছে আপদ দূর হলো।

আফিফের মা আফিফকে নিয়ে গিয়ে মেয়ে দেখায়।
আর এক মেয়ের বাবা আফিফকে বিদেশ পাঠানোর সমস্ত টাকা,মেয়ের সাথে গহনা,আর বাসায় ফুল ফার্নিচার দিবে বলে, যদি তার মেয়েকে বিয়ে করে।

আফিফের মা আর আফিফ লোভে পড়ে তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করে।আর ওদের বিয়েটা হয়ে যায়।

বিয়ের কিছু দিন পর জানতে পারে,মেয়ে আরেক ছেলের সাথে বেরিয়ে চলে গিয়েছিলো।
ছেলের সাথে থেকেছেও অনেক দিন।
পরে মেয়েকে ধরে এনে আফিফের সাথে বিয়ে দেয়া হয়।

বিষয়টা জেনে ভালোই লাগে আমার।
একদিন আমার নামে ও মিথ্যে বদনাম ছড়িয়েছিলো।
যা আজ ওর নিজের স্ত্রীর দ্বারা সত্যি হয়ে গেলো।
আসলে সময় কাউকে ছাড় দেয়না।
সময় ঠিকই পরিবর্তন হয়,
আর সাথে মানুষের মনও।

এখন নিশ্চিন্ত ভাবে আমি পরীক্ষা দিতে যাই,বান্ধবীদের সাথে।আব্বুকে আর সাথে করে নিয়ে যাওয়া লাগেনা।
আর মাত্র একটা পরীক্ষা বাকি।ওটা হলেই যেন হাফ ছেড়ে বাঁচি।

শেষ পরীক্ষার দিন বান্ধবীদের বয় ফ্রেন্ডরা ওদের সাথে দেখা করতে আসে।
আর ওরা পরীক্ষার পরই যার যার বয়ফ্রেন্ড দের সাথে দেখা করতে বের হয়।
আমার তো আর কেউ নেই,তাই আমি আমার মত ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হই।

আমি যেই স্কুলে পরীক্ষা দিচ্ছি সেই স্কুল আমার বাসা থেকে হেঁটে গেলে ১৫-২০ মিনিটের দূরত্ব।

রাস্তায় একটা খালি রিক্সাও নেই।
পোড়া কপাল আমার।
দুই একজন কে পেলেও,তারা যাবেনা।
না করে দেয়।

তাই হেঁটে হেঁটেই যাবো ভেবে বাসার উদ্দেশ্যে পা বাড়াই।

কিছু দূর যেতেই দেখি সামির ভাইয়া (আমাদের এলাকারই ছেলে)
কুহুউউউউ বলে জোরে জোরে আমাকে ডাকছে।

~কি হয়েছে সামির ভাইয়া?
এভাবে ডাকছো কেন?

সামির ভাইয়া আমার পায়ের সামনে ধুপ করে হাঁটু গেড়ে বসে পড়ে,
আমার ছোট ছোট চোখ দুটো মিনিটের মধ্যেই ইয়া বড় রুপ ধারণ করে।
সবার আগে আমার গল্প পড়তে চাইলে “নীল ক্যাফের ভালোবাসা” পেজে পাবেন।
~আই লাভ ইউ কুহু,এই নে গোলাপ।আর আমার প্রপোজ টা এক্সেপ্ট কর।

~কোথায় তুমি গোলাপ দেখো সামির ভাইয়া?
তোমার হাতের দিকে তাকাও তো।দেখো এটা কি।

সামির ভাইয়া হাতের দিকে তাকাতেই দেখে তার হাতে সুন্দর একটা সিগারেট,
সে গোলাপ টাকে উপড় করে তার পকেটে রেখেছিলো যাতে কেউ না দেখে,আর পকেটে ছিলো তার সিগারেটও।
তাই সে নার্ভাসনেস+বেখেয়ালিপনায় ফুলের বদলে সিগারেট দিয়ে আমাকে প্রপোজ করছে।

আমার মনে হয়না আজ পর্যন্ত এমন সিগারেট প্রপোজ কেউ পেয়েছে।
পেয়েছেন কেউ আপুরা?
বা করেছেন এমন সিগারেট প্রপোজ কাউকে ভাইয়ারা?

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here