পূর্ণতা_নাকি_শূন্যতা,০৮,০৯

0
295

#পূর্ণতা_নাকি_শূন্যতা,০৮,০৯
#রেজওয়ানা_রমা
#পর্ব_০৮

ধীর পায়ে হাটছি আমরা। মাটির রাস্তা, দুপাশে ঘাস, একটা অন্য রকম পরিবেশ। আমার একটু প্রকৃতর মধ্যে আসতে মন চাইছিলো। আর এসেও গিয়েছি। খুব ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে ভাইয়ার হাত জড়িয়ে ধরে হাটতে। মনে হচ্ছে এভাবেই হেটে যাই। এই পথ যেন শেষ না হয়। কিন্তু আমার মন চাইলেই কি আর পথ বড় হয়ে যাবে। পথ মিলে গেলো একটা খরোস্রোত নদীর তীরে। সামনে নদী দেখে আমি লাফিয়ে বলে উঠলাম,

– ওয়াও আমার খুব ইচ্ছে করছিলো এমন একটা জায়গায় আসতে।
-তাই নাকি
-হুম। জানো তখন গাড়ি আমি কেন চুপ ছিলাম?
– কেন?
– আমি তখন ভাবছিলাম যে এমন একটা পরিবেশ হবে যেখানে একটা নদী থাকবে নদীতে অনেক স্রোত থাকবে, পাখির কিচিরমিচির আওয়াজ থাকবে, থাকবে মৃদু বাতাস, প্রকৃতির খুব কাছে থাকবো। আর সাথে…..
– সাথে কি?
– আর সাথে থাকবে তুমি। শুধু তুমি আর আমি। আর কেউ না
– আচ্ছা?
– হুম। কিন্তু তুমি কি করে বুঝলে এমন জায়গায় আসতে আমার মন চাইছে?
– আমারও ইচ্ছে হলো আমার পাগলিটার সাথে সময় কাটাতে।
– ইয়াহু তোমার সাথে আমার বেশ মিল আছে হিহি

সিদ্ধাত ভাইয়া মুচকি হেসে ঘাসের ওপর বসে পড়ে। আমিও ভাইয়ার পাশে বসে ভাইয়ার কাধা মাথা রেখেছি।আর নদীর স্রোতের দিকে তাকিয়ে আছি। চারিদিকে পাখিদের কিচিরমিচির আওয়াজ। হালকা বাতাস বয়ছে। সিদ্ধাত ভাইয়া এবার আমাকে এক হাত দিয়ে জড়িয়ে নিলেন। আমার এবার আরও ভালো লাগছে সিদ্ধান্ত ভাইয়া আমার আশে পাশে থাকলে আমার খুব খুব ভালো লাগে। আমি চাই এই ভাবেই সিদ্ধাত ভাইয়া আমার কাছাকাছি থাকুক। নীরবতা ভেঙে সিদ্ধাত ভাইয়া বলে,

– ঈশুপাখি
– হুম
– তুই খুশি হয়েছিস?
– ভীষন
– সত্যি?
– হুম। আমি এভাবেই তোমার সাথে যুগ যুগ থাকতে চাই সিদ্ধাত ভাইয়া
– তাই!!
– হুম। তুমি থেকে যেও প্লিজ। মেঘের মতো হয়ো না
– হবো না।
– জানো সিদ্ধাত ভাইয়া তুমি আসার পরে আমি আবারও হাসতে শিখেছি। আমার বাচ্চামি গুলো ফিরে এসেছে। আমি আবার আগের মত হতে পেরেছি।
– হুম
– সিদ্ধাত ভাইয়া
– হুম
– কিছু বলছো না কেন?
– তুই বল আমি শুনছি
– কি বলব?
– যা মনে আসে।
– উম্মম্মম। আচ্ছা চলো আমাদের বিয়ে পরে আমরা কিভাবে থাকবো সেটার প্লান করি
– ওকে ( মুচকি হেসে)
– আচ্ছা তার আগে বলো আমরা বিয়ের পরে কোথায় থাকবো?
– তোকে আমার সাথে নিয়ে যাবো।
– আব্বু আম্মু?
– তোর আম্মু যেমন আম্মুর বিয়ের পর তোর আব্বুর সাথে আছে। তুইও বিয়ের পর তোর বরের সাথে থাকবি
– আম্মু কে ছাড়া তো আমি থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তুমি থাকলেই হবে হিহিহি
– তাই নাকি!!!
– হুম। চলো প্লান করি
– হুম। বল শুনছি
– সকাল ঘুম থেকে উঠে তুমি আমার কপালে একটা হামি দিবা।
– ঠিক আছে দেবো (হেসে)
– তারপর দুজন ফ্রেস হয়ে এক সাথে নাস্তা বানাবো
– ওই সকালে আমার পিটি আছে।
– ওহ তাহলে তুমি আমার সাথে নাস্তা বানাবে না? ঠিক আছে আমি একাই বানাবো। আচ্ছা সিদ্ধাত ভাইয়া তুমি পিটি তে কখন যাও?
– ওই তো সাড়ে পাঁচ টা
-আর আসবা?
– সাড়ে সাত টা
– তাহলে আমি সাড়ে সাত টার আগে নাস্তা রেডি করে রাখবো।
– তাই!!
-হুম। তারপর দুপুরের খাবার একসঙ্গে বানাবো।
– অফিস টা তাহলে তুই করিস

আমি সিদ্ধাত ভাইয়ার কাধ থেকে মাথা তুলে অসহায় দৃষ্টি তে তাকিয়ে আছি সিদ্ধাত ভাইয়ার দিকে। আমার এমন তাকিয়ে থাকা দেখে সিদ্ধাত ভাইয়া বলে,

-ওভাবে তাকিয়ে লাভ নাই
-তুমি সকালের নাস্তাও বানাবে না, আবার দুপুরের রান্নাও করবে না। ( মন খারাপ করে)
– আচ্ছা শুক্র, শনি দুইদিন আমি রান্না করে খাওয়াবো। হ্যাপি?

মহাশয়ের এমন কথায় আমি ফিক করে হেসে দিলাম। অতঃপর আবারও সিদ্ধাত ভাইয়ার কাধে মাথা রেখে বললাম,
– হুম খুব
-পাগলি একটা
– আচ্ছা তার পর শোনো, তুমি আবার যখন অফিসে যাবা তখন আমি তোমার সবকিছু গুছিয়ে দেবো আর যাওয়ার আগে আমাকে অনেকগুলো আদর করে যাবা।
– আদর করাই লাগবে?
-লাগবে না মানে?? আদর না করে খালি ঘরের বাইরে পা রেখো পা কেটে হাতে ধরিয়ে দেবো হুহ
– থ্রেড দিচ্ছিস
– সাবধান করছি
– ওকে তারপর
– তারপর আমি তোমার জন্য রান্না করবো। তুমি আসবা দুপুরে এক সাথে খাবো। তুমি আমাকে খাইয়ে দেবে। দেবে তো?
-হুম দেবো
-তার পর পুরো বিকেল টা আমার
– জ্বী না। বিকেলটা সরকারের। গেম আছে
-?
-জ্বী ম্যাডাম

আমি আবারও ভাইয়ার কাধ থেকে মাথা তুলে নিয়ে আমার কাধের ওপর থেকে ভাইয়ার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম,

– সারাদিন অফিস করবে তাহলে আমার জন্য সময় কই তোমার?
– আছে তো সপ্তাহে দুইদিন
– আমার প্রতিদিন সময় চাই
– রাত ১০ থেকে ভোর ৫ টা পযর্ন্ত সবটা সময় তোর
-ধ্যাত। তখন কি ঘুরতে যাবে? গল্প করবে? সেই তো বিছানায় পড়ে পড়ে ঘুমাবে
-তুই থাকতে বিছানায় ঘুমাবো কেন?

কথা টা বলেই সিদ্ধাত ভাইয়া আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ভাইয়ার এমন কান্ডে। আমার তাকিয়ে থাকা দেখে ভাইয়া বলল,

– তুই ই আমার বালিশ, কোল বালিশ, বিছানা সব ই তুই
-?
– এভাবে না তাকিয়ে মাথা টা টিপে দে
– ওই বরের মত হুকুম করবে?
-আবদার করবো। নে দে এবার

ভাইয়া কথায় ভ্রু কুচকে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। আর মাথা টিপছি। উফফ রাক্ষসগিরি শুরু হয়ে গেছে। হটাৎ আবার বলে উঠলাম,

– সিদ্ধাত ভাইয়া
-হুম
– তুমি রাত করে বাসায় আসবে না কিন্তু। আমার ভয় লাগে একা থাকতে
– ঠিক আছে আসবো না
– আর রাতে এক সাথে খাবো। রাতে আমি তোমাকে খাইয়ে দেবো হিহি
– ঠিক আছে ( মুচকি হেসে)
– তার পর আমরা এক সাথে ঘুমাবো
– না
-না মানে?
– এই যে এখন যেভাবে আছি তখন এভাবে ঘুমাবো তোর কোলে।
– না।
-তাহলে?
– কাল যেভাবে ঘুমিয়েছিলাম আমরা ওভাবেই ঘুমাবো ( লাজুক স্বরে)

আমার এ কথায় সিদ্ধাত ভাইয়া লাফিয়ে উঠে বসলো আমার পাশে। অতঃপর আমার কাছে মুখ এনে বলে,

– তোর ভালো লেগেছিলো?

আমার এবার বেশ লজ্জা লাগলো। কিছু বললাম না। মাথা নিচু করে চুপ করে আছি। আমার চুপ থাকা দেখে সিদ্ধাত ভাইয়া আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল,

– বল!

আমি এখনো নিশ্চুপ আছি। সিদ্ধাত ভাইয়ার এতো কাছে নিজেকে পেয়ে কেমন জানি লাগছে। একটু খানি ভয় আর অনেক খানি ভালো লাগা বিরাজ করছে নিজের ভিতর। সিদ্ধাত ভাইয়া এবার আরো কাছে এসে বলল,

– কিছু জিজ্ঞাসা করেছি তো। উত্তর দে
– না আসলে
– কি না আসলে?
– কি-কিছু না

আচমকা সিদ্ধাত ভাইয়া মুখ ডুবিয়ে দেয় আমার গলায়। আমি সাথে সাথে চোখ খিচ ধরে বন্ধ করে নেই। উফফ কেমন জানি এই অনুভূতি টা। সিদ্ধাত ভাইয়ার এমন আচরণ গুলো বড্ড কাছে টানে। সিদ্ধাত ভাইয়ার প্রতিটা স্পর্শ আমার ভালো লাগে। একটু পড়ে সিদ্ধাত ভাইয়া আবেগ জড়ানো কন্ঠে বলে,

– আই লাভ ইউ ঈশা

এই প্রথম সিদ্ধাত ভাইয়া আমাকে প্রপোজ করছে। আমার এতো বেশি ভালো লেগেছে, এতো টাই খুশি আজ কি বলব। যাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তার মুখ থেকে এই তিনটি ওয়ার্ড শোনার মত আনন্দ আর কি হতে পারে। আমার ভাবনার মধ্যেই সিদ্ধাত ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে আবারও বলে,

– চুপ করেই থাকবি?
– কি বলবো ( নিচু স্বরে)
– আমি উত্তর শোনার অপেক্ষা করছি যে
– সময় হোক জানতে পারবে সিদ্ধাত ভাইয়া
– সিদ্ধাত ভাইয়া সিদ্ধাত ভাইয়া করবি না তো। শুধু সিদ্ধত
– এ‍্যাহ
– হুম। আর ভাইয়া বললে খবর আছে
-কি করবে কি করবে? বলো বলো কি করবে
– আমাকে ভাইয়া বলবি তো তোর একটা ভাবি এনে দেবো
-রাক্ষসের বাচ্চা। একটা বউ দিয়ে হয় না? কয় টা লাগে?
– শুধু সিদ্ধাত বললে একটা বউ দিয়েই চলবে আর সিদ্ধাত ভাইয়া বললে কয় টা যে লাগে ঠিক বলতে পারছি না ( মাথা চুলকিয়ে)
– খুন করে ফেলবো তোরে আজকে

বলেই সিদ্ধাত ভাইয়ার ওপর ঝাপিয়ে পড়লাম। সিদ্ধান্ত ভাইয়া আমার হাত থেকে বাচতে গিয়ে শুয়ে পড়লো ঘাসের ওপর আমি তবুও মারছি তো মারছি ই। একটা পর্যায়ে আমিও সিদ্ধাত ভাইয়ার বুকের ওপর উঠে পড়লাম। আর সাথে সাথেই সিদ্ধাত ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি মূহুর্ত্তেই শান্ত হয়ে গেলাম। শান্তির একটা জায়গা এই বুক। ভীষন নিরাপদ লাগে। হয়তো প্রতি টি মেয়েই তার প্রিয়জনের কাছে নিরাপদ মনে করে। সিদ্ধাত ভাইয়ার কাছাকাছি থাকা টা ভীষন প্রিয়। আমার জীবন টা কে সুন্দর আর রঙিন করার জন্য হয়তো সিদ্ধাত ভাইয়া আমার জীবন এসেছে। আমি মৃত্যুর আগ মূহুর্ত পযর্ন্ত সিদ্ধাত ভাইয়ার সাথে থাকতে চাই। এবার আমিও ভাইয়ার বুকে মুখ গুজে নিলাম।

#চলবে_কি?

#পূর্ণতা_নাকি_শূন্যতা
#রেজওয়ানা_রমা
#পর্ব_০৯

বাড়ি ফিরতে রাত হয়ে যায়। দুপুরে লাঞ্চ টা দুজন বাইরেই করেছি। বাড়ি ঢুকতেই বড় মা ভাইয়ার দিকে রাগী চেহারা নিয়ে তাকালেন। সিদ্ধাত ভাইয়া আমাকে রুমে চোখের ইশারায় যেতে বলে।আমি অনিচ্ছা স্বত্ত্বেও রুমে চলে আসি।

বড়মা: কি হচ্ছে এসব?
সিদ্ধাত: দেখতে পাচ্ছো না?
বড়মা: দেখছি বলেই জিজ্ঞাসা করছি। এভাবে ঘুরাঘুরি করতে না করছি আর তুই?
সিদ্ধাত: তোমার বউমা কে নিয়েই তো ঘুরছি। অন্য কাউ কে নিয়ে তো যাচ্ছি না
বড়মা: ও কথা স্বপ্নেও ভেবো না।
সিদ্ধাত : ভাবিও না। ঈশা ছাড়া আমি অসম্ভব। আর হ্যাঁ তুমি এভাবে রাগ করে থেকো না তো। হাসলে তোমায় ভালো লাগে। একটু হাসো। এটা স্বাস্থ্যের পক্ষে ভালো ( গাল টেনে)
বড়মা: জ্ঞান না দিয়ে গিয়ে ফ্রেস হয়ে নে। আমি কফি পাঠাচ্ছি
সিদ্ধান্ত : ওকে সুইটহার্ট

☆☆ আম্মুর রাগ ভাঙিয়ে রুমে চলে এলাম।আজকের দিন টা আমার বেশ ভালোই কেটেছে। বিয়ের দিন যত এগিয়ে আসছে আমার মনের ভিতর কেমন জানি ভয় জন্ম নিচ্ছে। আদৌ পূর্ণতা পাবে তো!ঈশা আমার হবে তো! হতেই হবে। ঈশা শুধু আমার। ঈশা কে আমার চাই তো চাই। যে কোনো মুল্যে, যেকোনো উপায়ে। বিয়ের জন্য সবাই অনেক এক্সাইটেড। ঈশাদের বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে সাজানো হয় নি। লোকে দেখলেই বুঝবে কতটা ধুমধাম করে বিয়ে হচ্ছে। আর হবেই তো বাপের একমাত্র মেয়ে।ঈশা সবার অনেক আদরের। একবারেই বাচ্চাদের মত। ভীষন নরম মনের। একটুও আঘাত সহ্য করতে পারে না। পাগলি একটা। এইসব ই একলা মনে ভাবছি তখনই আমার রুমে প্রবেশ করে সিফাত

সিফাত: কিরে বউ নিয়ে তো ভালোই ঘুরলি
– আরে ধুর ঘুরতে পারলাম আর কই। ওকে নিয়ে গিয়েছি তো প্রায় বিকেলের দিকে।
– বাট ঘুরেছিস তো
– একটু
– একটু? ওকে ব্রো নো প্রবলেম। আর কিছু দিন পরেই তো নিজের করে পাবা। সারাদিন ঘুরে বেড়িয়ো
– হুরু। কিন্তু ঈশা কে ছাড়া না সত্যি কিছু ভালো লাগে না
– তোরে জিজ্ঞাসা করেছিলাম ঈশার মধ্যে কি পেয়েছিস, ও তো একটা বাচ্চা মেয়ে। দোস্ত এতো বছর পর ঈশা কে নিজেই দেখার পর বুঝলাম তুই কেন এতো পাগল

সিফাতের কথায় মুচকি হেসে দিলাম। আমার হাসি দেখে সিফাত আবারও বলা শুরু করে
,
– সত্যি দোস্ত তোর পছন্দ আছে
– হুম দেখতে হবে তো
– তোর পছন্দের তারিফ না করে পারছি না
– হয়েছে থাম। নজর দিবি না একদম
– মাথা খারাপ নাকি ওর দিকে নজর দিয়ে তোর হাতে খুন হই
– এই তো বুঝেছিস। কিন্তু সিফাত আমার ভয় লাগছে। কেন জানি না মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হবে
– হুরু। কিছুই হবে না। সব ঠিক ঠাক ই চলছে।
– ঠিক থাকলে তো ভালো। কিন্তু ঈশা কে যদি না পাই
– এসব বলছিস কেন
– জানি না। মনের ভিতর কেমন জানি হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে
– চিন্তা করিস না কিচ্ছু হবে না
– তোকে একটা কথা বলা হয় নি
-কি?
– আমরা বিয়ে করে নিয়েছি
-কিহ!
-হুম
-কবে? কখন? আর কেন? তোদের বিয়ে তো সামনেই তাহলে?
-আমার ডাউট হচ্ছিলো মেঘ কে নিয়ে। আর মনের ভিতর সেই অনাকাঙ্ক্ষিত ভয়। তাই বিয়ে করে নিয়েছি
– আমাকে বললি না একটা বার। আর বিয়ে যেহেতু করেই ফেলেছিস তাহলে এখন আর ভয়ের কি আছে। ঈশা তো এখন শুধু তোর।
– হুম। তবুও…
– থাম। এইসব বাদ দে। মাথার ভিতরে খারাপ কিছু আনিস না। আর হ্যাঁ তুই না বলেছিলি বিয়ে টা তোদের বাড়ি থেকে হবে তাহলে আর কবে কি করবি? বেশি তো সময় নেই
– হুম। আম্মু কে বলেছিলাম। আম্মু বলল কাল সকালে চলে যাবো। বাড়ি তে অনেক কাজ। আজকেই যাওয়া হতো কিন্তু বিয়ের শপিং এর চক্করে আর হলো না
– তাহলে কাল আমরা ওবাড়ি যাচ্ছি
– হুম
-ওকে। ওহ ভালো কথা এই মেঘের কাহিনী টা তো বললি না
– বলবো কোনো একদিন
– এখন বল
– আরে
– বল
-পরে বলি
-এখন
– আচ্ছা ঠিক আছে বলছি,

সেদিনের পর মানে ১১ বছর পর যখন ঈশার দেখা পেয়েছিলাম তখন আমার মত খুশি কেউ ছিল না। আমার সব কিছুতেই ঈশা ছিলো। কিন্তু ঈশার মনে আমি ছিলান না। ছিল মেঘ। সেদিন আমার গাড়িতে ঈশার ধাক্কা লেগেছিলো কারন ও তখনও মেঘের চিন্তায় বেখেয়ালে হাটছিলো। যে সময় টা ঈশার সাথে আবারও দেখা হয় তখন ওর মেঘের সাথে ঝামেলা চলছিলো। আর ও ডিপ্রেশনে ভুগছিলো। আংকেল আন্টি খুব দুশ্চিন্তায় ছিলেন ওকে নিয়ে। মেঘ কে আংকেল আন্টির কখনই পছন্দ ছিলো না। উনারা সব সময় ঈশা কে বোঝাতেন কিন্তু ঈশা জেদি। আর ওর জেদের কাছে আংকেল আন্টি নিরব থাকতে বাধ্য হয়। এইভাবেই চলছিলো ঈশা আর মেঘের স্টোরি টা। কিন্তু মেঘ ঈশা কে ধোকা দেয়। ঈশা তখন ভেঙে পড়ে। ভীষন ভাবে। এমন কি ও সুইসাইড করার চেষ্টাও করে। ঈশার অবস্থা দিন কে দিন খারাপ হচ্ছিলো।আর সেই সময় টাই আমার সাথে ঈশার আবারও দেখা হয়। আমার সুপ্ত ভালোবাসা আবারও জেগে উঠে। ঈশার সাথে কথা বলার চেষ্টা করতাম কিন্তু ও কারো সাথে কথা বলতো না। সবাই কে ইগনোর করতো। আমাকেও। আর আমি ওর এই অবহেলা সহ্য করতে পারছিলাম না। ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম যার জন্য এতো কিছু সে অন্য কারো জন্য নিজেকে শেষ করছে। এটা আমার জন্য মেনে নেওয়া সহজ ছিলো না। ইনফ্যাক্ট এটা কখনও কারো জন্য সহজ হবেও না। ঈশা ঠিক মত খাওয়া দাওয়া করতো না। কারো সাথে মিশতো না। এমন কি ওর বেস্টফ্রেন্ডের সাথেও না। ঈশা কে এভাবে আমি মেনে নিতে পারছিলাম ন। ঈশা অসুস্থ হয়ে পড়ছিলো। ঈশার এমন অবস্থা দেখে আংকেল আন্টি ওকে বিয়ে দেওয়া সিদ্ধাত নেয়। এতে ও আরও বেশি ডিপ্রেশনে পড়ে। ঈশা যতটা না ডিপ্রেশড তার চেয়ে কয়েক হাজারগুন বেশি ডিপ্রেশনে আমি পড়ি। তখন আব্বু আবারও আমাদের বিয়ের প্রপোজাল দেয়। আংকেল রাজিও হয়ে যায়।

– কিন্তু ঈশা? ঈশা রাজি হয়েছিলো?
– না ঈশা রাজি হয় নি।
– পরে রাজি হলো কিভাবে?
– তার পর,
ঈশা আমাদের বিয়ের খবর শুনে রাগে জেদে ওর রুমের সব জিনিস ভাঙতে শুরু করে। চিল্লাচিল্লি করে বিয়ে করবে না। সবাই ওকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না। তারপর কিছুটা সময় নেয় ও। এই সময় এ ঈশা কেমন যেন ম্যাচুউড হয়ে গিয়েছিলো। খুব কম কথা বলতো। হ্যাঁ তে হ্যাঁ , না তে না মিলিয়ে কথা বলতো। নিজের কোনো মতামত প্রকাশ করতো না। একা থাকতো। আগের তুলনায় একটু ভালো ছিলো। খাওয়া দাওয়া ঠিক মত করতো। ক্লাস করতো। একটা ডিসিপ্লিনের মধ্যে চলতো। তারপর ও একদিন বলে যে ও বিয়ের আগে আমার সাথে একবার কথা বলতে চায়। আমি সেদিন অনেক বেশি খুশি হয়েছিলাম। ঈশা আমার সাথে কথা বলবে। খুব এক্সাইটেড ছিলা আবার মনের ভিতর একটা ভয় ছিল। ঈশা বিয়ে ভাঙতে বলবে না তো। একটু খানি ভয় আর অনেক টা আশা নিয়ে দেখা করে ছিলাম।

– পরে দেখা করে ঈশা কি বলল?
– বলছি ই তো। কথার মাঝখানে কথা বলিস কেন? (ধমক দিয়ে)
– ওহ সরি সরি। আর বলবো না।
– তার পর
আমি ঈশা কে নিতে এবাড়ি তে এসেছিলাম। সেদিন দেখেছিলাম ঈশাকে পরিপাটি হয়ে বের হতে। ও সেদিন লাল চুড়িদার পরেছিলো। একদম পরীর মত লাগছিলো ওকে। আমি কিছু সময় এর জন্য থমকে গিয়েছিলাম ওকে দেখে। একটা মেয়ে এতো সুন্দর হয় কি করে। ছোট থেকেই সেই একই ভাবে সৌন্দর্য বেড়েই চলছে ওর। চুল গুলো কিভাবে পেচিয়ে বাধা ছিলো। এই ভাবে চুল বাধা কে কি যেন বলে আমি সঠিক জানি না। তবে বেনী নয়। ওর এই গেটআপে একদম অন্য রকম লাগছিলো। ও সিড়ি দিয়ে নামছিলো তখন আমি নিচে দাঁড়িয়ে ওকে দেখছিলাম মুগ্ধ চোখে। যেন আমি কোনো পরী দেখছি। ওই কয়েক দিনের মধ্যে আমি ওকে এতো পরিপাটি হয়ে বের হতে দেখি নি। স্বাভাবিকের তুলনায় সেদিন সেজেছিলো। সাজ বলতে চুল বেধেছিলো, চোখে কাজল ছিল। ঠোঁটে ছিল হালকা লিপস্টিক। এটুকুতেই অসম্ভব সুন্দর লাগছিলো। ও কে নিয়ে বেরিয়ে পড়লাম। ড্রাইভ করছিলাম আর বার বার আড় চোখে ওকে দেখছিলাম। কেউ কোনো কথা বলছিলাম না। আসলে আমি কিভাবে কথা শুরু করবো বুঝতে পারছিলাম না। হঠাৎই ঈশা তখন বলে উঠে,

– অনেক দূরে নিয়ে চলো সিদ্ধাত ভাইয়া। এই শহর থেকে অনেক দূরে। প্রকৃতিক কোনো একটা পরিবেশে নিয়ে চলো

আমি ঈশার কথায় শুধু মাথা নাড়িয়ে উত্তর দেই। কি বলবো বুঝতে পারছিলাম না।

– ওয়েট ওয়েট। ঈশা তখন তোকে ভাইয়া ডাকলো?
– হুম। ছোট থেকেই সিদ্ধাত ভাইয়া বলেই ডাকে। আর সেদিন এর আগেও যত বার কথা হয়েছে ততবার ভাইয়া ই ডেকেছে
-?
– হাসবি না ( রেগে)
– লাইক সিরিয়ারি? ভাইয়া? আর এখনো এই ভাইয়া ই চলছে
– এটা আমার কপাল।
– আচ্ছা তারপর বল
– তারপর,

এর মধ্যেই ডিনারের জন্য ডাকতে আসে লামু। পরের ঘটনা তখন আর বলা হয়ে উঠে না। বিধায় আমি সিফাত কে বললাম,
– আচ্ছা বাকি টা পরে বলি। চল ডিনার করে নেই
– হুম চল

ডিনার করে আমি নিজের রুমে এসেছি। ঈশাও রুমে চলে গিয়েছে। ভাবছি আজকেও ঈশার কাছে যাবো। কিন্তু এই সিফাত টা তো এক্ষুনি এসে বাকি টা শুনতে চাইবে। উফফ কিভাবে বাচবো সিফাতের হাত থেকে। আল্লাহ বুদ্ধি দাও। এর মধ্যেই সিফাতের আগমন,

সিফাত: চলে এসেছি বন্ধু।
– উদ্ধার করেছো
– ওই এমনে বলিস কেন
– না কিছু না
– আচ্ছা তার পর কি হলো বল।
-তোর খাওয়া ঠিক মতো হয়েছে?
– হ্যাঁ হবে না কেন
– না মানে এতো এক্সাইটেড।
– বন্ধুর লাভ স্টোরি শোনার মজা আছে। তোর গল্পের শুরু থেকে তো শুনতে পারি নাই
– শুনব কেমনে? পালিয়ে গেলে
– আরে পালাবো ক্যান। ডাক্তারি প্রোফেশন টাই এমন
– হয়েছে থাম অজুহাত দিস না আর
-আচ্ছা বল এবার তার পর কি হলো?
– তারপর,
অনেক টা পথ পাড়ি দিয়ে অর্থদের গ্রামে যাই। অর্থের সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম। আর ও আমার কথা মত সব ব্যবস্থা করে রেখেছিলো। গাড়ি থেকে নামার পর ঈশা চারিদিকে দেখছিলো। আমি বুঝতে পারছিলাম ওর এখানে ভালো লাগছে। আমি ওকে অবজার্ভ করছিলাম। ওর মুখে হাসি ফুটেছিলো। ওই ওর হাসি দেখে আমার যে কতটা ভালো লেগেছিলো বলতে পারবো না। এর পর ঈশা আমাকে মেঘের কথা শেয়ার করে।

– আরে মেঘের কি কথা বলেছিলো? আমি তো সেটাই জানতে চাইছি
– তুই আবার কথার মাঝখানে কথা বললি?
– সরি সরি সরি। মেঘের কথা টা বল
– তার পর,

ঈশা মেঘের কাছে প্রতারণার স্বীকার হয়। ঈশা খুব নরম সুরে সেদিন বলেছিলো,
– আজকে আমি তোমাকে কিছু কথা বলতে চাই সিদ্ধাত ভাইয়া
– হুম বল
– তুমি তো জানো তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে আব্বু আম্মু
– হুম
– তুমিও নিশ্চয় রাজি। আমিও রাজি সিদ্ধান্ত ভাইয়া। কিন্তু বিয়ের আগে আমার কিছু সময় চাই। আমি মেঘ কে ভুলতে চাই
– ঠিক আছে। কত টা সময় চাই তোর?
– যত দিন না মেঘ কে ভুলতে পারি তত দিন আমরা বিয়ে করবো না
– ওকে। তুই যা বলবি তাই হবে
– জানো সিদ্ধাত ভাইয়া মেঘ আমাকে খুব বাজে ভাবে ঠকিয়েছে। নাটক করেছে আমার সাথে। খেলেছে আমার ইমোশন নিয়ে। আমি ওকে খুব বিশ্বাস করতাম কিন্তু ও আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আমি মেঘ কে খুব ভালোবাসি সিদ্ধাত ভাইয়া। মেঘ কে ছাড়া আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে। আমি কি করে তোমাকে বিয়ে করবো বলো। আমাকে একটু সময় দাও।

ঈশা কান্নাভেজা কন্ঠে কথা গুলো বলেছিলো। ঈশার কথায় আমার পৃথিবী অন্ধকার হয়ে এসেছিলো। বার বার কানের মধ্যে বাজছিলো ‘ আমি মেঘ কে খুব ভালোবাসি সিদ্ধাত ভাইয়া’। এই কথা টা যেন আমার হজম হচ্ছিলো না। আমি ওকে ভালোবেসে এই পযর্ন্ত এলাম। ওকে পাওয়ার আশায় ওর কাছ থেকে দূরে থাকলাম আর ও কিনা অন্য কাউ কে ভালোবাসে। কিভাবে মেনে নেবো এটা আমি? মেঘ কে ছাড়া ওর নিশ্বাস বন্ধ হয়ে আসে। আর ওকে ছাড়া যে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে। মুহুর্তের মধ্যেই রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেই…………..
.
.
#চলবে_কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here