প্রজাপতি মন,পর্ব:23 শেষ

0
1770

#প্রজাপতি মন,পর্ব:23 শেষ

♡আরশিয়া জান্নাত

কেমন আছ নিশিথা? কত বছর পর দেখা!

ভালো আছি। তোমার কি খবর?

আমি সবসময়ই ভালো থাকি। তোমার ছেলেটা একদম তোমার মতো দেখতে হয়েছে। নাম কি ওর?

নিশান। ভালোমতো খেয়াল করলে বুঝবা ও আব্বুর মতো হয়েছে।

তুমি আঙ্কেলের মতোই তাই হয়তো।

হতে পারে। হঠাৎ জরুরি তলব দিয়ে দেখা করতে বললে?

দেশে এসেছি বেস্টফ্রেন্ডকে দেখতে চাওয়ার কারণ কি থাকবে? যদিও তুমি আর বেস্টফ্রেন্ড ভাবো না।

এই অভিযোগটা চাইলে আমিও রাখতে পারি!

না পারো না।

কেন?

খুব সিম্পল। যে ছেলেটাকে সবার সামনে অপমান অপদস্থ করেছিলে, ফ্রেন্ড সার্কেলে যার মুখ দেখানোর রাস্তা রাখো নি সে নিশ্চয়ই তোমার সঙ্গে যেচে যোগাযোগ রাখতো না!

আমি তোমাকে মোটেও অপমান করিনি।

হাহা সিরিয়াসলি? তোমার অনেকগুলো ট্যালেন্টের মধ্যে একটা হলো খুব সহজেই নিজেকে জাস্টিফাই করা। নিজের করা শত অন্যায়কে তুমি খুব সহজে যুক্তি দিয়ে ন্যায় প্রমাণ করতে পারো।

তুমি কি এসব বলতে ডেকেছ?

সত্যি হজম করতে কষ্ট হয়?

তুমি কি সত্যব্রত ফেরি করে বেড়াচ্ছ?

তোমার উচিত ছিল আঙ্কেলের পছন্দ করা রিচ ফ্যামিলিতে বিয়ে করা। তাহলে তোমার লাইফটা এমন দোদুল্যমান হতো না। অযথা ভালোবাসার বুলি আওড়ে ইমরানের সঙ্গে না জড়ালেই পারতে। এখন আবার ছাড়াছাড়ির পর্যায়ে গড়াচ্ছ! তোমার বোঝা উচিত তোমার এইসব কর্মকান্ডের জন্য আঙ্কেল আন্টির সমাজে বাস করা মুশকিল হয়ে যাচ্ছে। একবার পালিয়ে গিয়ে যে অসম্মানটা করেছ এখন ডিভোর্স দিয়ে সেইম ঘটনা রিপিট করছো। তুমি জানো এই শহরটা খুব ছোট একটা শহর। এখানে ঘটনা রটতে সময় লাগে না। তার উপর বাচ্চা ফেলে চলে এসেছো! সবাই তোমাকে কি বলে জানো?

আমি কি চেষ্টা কম করেছি ওখানে সার্ভাইব করার? সারাটাদিন সংসারের কাজ শেষে শান্তিমতো খেতে না পারার দুঃখ বোঝো? নিজের জন্য সময় বের করার অভাবে আমার কি হাল হয়েছে দেখেছ?

শুরুতেই বলেছি ভেবেচিন্তে স্টেপ নেওয়ার দরকার ছিল।

আমার জীবনে এই একটা মাত্র ভুল সিদ্ধান্ত ছিল। এখন আমি এটা শোধরাবো। সমাজের তোয়াক্কা না আগে করেছি না এখন করবো। ভালোবাসা ছিল বলে যেমন সমাজের চিন্তা না করে চলে গিয়েছিলাম ভালোবাসা ফুরিয়েছে বলেই ফিরে এসেছি। আমার এই সিদ্ধান্ত নিয়ে বিন্দুমাত্র অনুতাপ নেই। আমি ঐ শ্রেণীর না যে সমাজের কথা ভেবে জাহান্নামে পুড়ে মরবে। ঐ বাড়িটা আমার কাছে জাহান্নামের সামিল।

ইমরানের ভালো জব হলে টাকাপয়সার অভাব ঘুচলেও এই কথা বলতে পারবে?

অবশ্যই পারবো। ওর মা-বোনের আচারণ দেখোনি তুমি। আর ইমরান দেখেও বিশেষ পাত্তা দেয় নি। ওর ধারণা ঘরের বৌ মানেই সংসারের যাবতীয় কাজকর্ম করার মেশিন। শুধু দু একটা উপহার আর মিষ্টি কথা বলেই কেউ নিজের কমতি ঢাকতে পারেনা।

অভাব দেখোনি কখনো! তাই ওখানে এমন লেগেছে। মধ্যবিত্ত পরিবার বলো বা নিম্নবিত্ত প্রতিটি সংসারে ছেলের বৌ একেকটা সংগ্রামী চরিত্র। তাদেরকে সবার মন যুগিয়ে চলতে হয়। ভাগ্যবতী ছাড়া স্বামীর সাপোর্ট কেউ পায় না। তাই তোমার কাছে যেগুলো অস্বাভাবিক অন্যদের কাছে তা খুব সস্তা লজিক।

অন্যদের বোঝাতে যাচ্ছে কে? এই যেমন তুমি নিজেকেই দেখো। তুমি এই ভেবে বসে আছো সম্পা অপর্ণা তোমাকে নিয়ে মজা করেছিল মানে আমি তোমাকে সবার সামনে অপমান করিয়েছি। অথচ সত্যিটা হলো ওরা আগে থেকেই তোমাকে ওসব বলতো তখন তুমি গাঁয়ে মাখোনি। যেই আমাকে মনের কথা বললে এরপর সব তোমার সামনে আরো বেশি স্পষ্ট হলো। আর সবকিছুর পেছনে ধরে নিলে আমিই দায়ী। তুমি আমাকে ভালোবাসতে কিন্তু আমি কখনোই বাসি নি। সত্যি করে বলতে পারবে আমার পক্ষ থেকে তুমি কখনোই কি এমন আচারণ পেয়েছ যাতে মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি? কিংবা আমি তোমাকে ইউজ করছি? তুমি আমার বেস্টফ্রেন্ড ছিলে, আমাদের সম্পর্ক ভালো বন্ধুত্বের গন্ডি পর্যন্তই ছিল। কিন্তু তুমি পরবর্তীতে সবকিছুকে ভালোবাসার জন্য করেছ এই ভাবে উপস্থাপন করেছ।

অপর্ণা বলেছে তুমি আমাকে কুকুর বলেছ? যে লেজ নাড়িয়ে তোমার আগেপিছে ঘুরতে থাকে?

আমি এসব বলতে যাবো কেন? তুমি আমার জন্য নোটস কালেক্ট করতে এমন কোনো সাহায্য নেই যা তুমি আমাকে করোনি। কিন্তু এসবের মানে এই না আমি তোমাকে এভাবে বলবো।

তোমার কথা বিশ্বাস করি কিভাবে নিশিথা? তুমি তো আমাকে ইগ্নোর করা শুরু করেছিলে। চারপাশে একটা প্রাচীর তৈরি করে রেখেছিলে।

অবিশ্বাস করো সমস্যা নেই। কিছু মানুষকে ঘৃণা করতে হলে ভুল বুঝতে হয়। আমি চাইলেই তোমার ভুল ভাঙাতে ওদের সবাইকে হাজির করতে পারি কিন্তু আমি আগ্রহী না।
আর শোনো মিথিলা তোমাকে অনেক ভালোবাসে। শুনেছি ও এখনো তোমার অপেক্ষায় আছে। ওকে বিয়ে করে নিও। সুখী হবা।

তুমি একবিন্দুও বদলাও নি। এখনো সেই আগের তেজ। হাহাহা আমার সুখের চিন্তা করতে হবেনা। আমরা অলরেডি অ্যাঙ্গেজড।

ওহ ওয়াও কংগ্রেটস।

থ্যাঙ্কস। এজ এ ওয়েল উইশার বলবো জীবনটাকে নিয়ে আর খেলো না। গুছিয়ে সংসার করো, বাচ্চাটার কথা মাথায় রাখো। আমি কাল চলে যাচ্ছি। হয়তো আর দেখা হবে না। ভালো থেকো এই কামনা করি।

আমাকে চিনে থাকলে এই প্রত্যাশা রাখবে না। আর হ্যাঁ আমি অবশ্যই ভালো থাকবো। এর জন্য যা যা করার তাই করবো।

কাইয়্যুম মনে মনে বললো, জানি তাই তাই করবা। কিছু মানুষ এই পৃথিবীতে জন্মায় সুখী হতে। ভাগ্যে না থাকলেও জোর করে সুখ আদায় করে নেয়। শুধু ভয় এটাই শেষে না পস্তাতে হয়!

নিশিথা থাকুক নিশিথার প্রজাপতি মন নিয়ে। এখানে আর তার কথা হবে না।

পরিশিষ্ট: নিশান এসেই পুরো ঘর খুঁজেও হৃদি কে খুঁজে পেলো না। শেষে বিরক্ত হয়ে খালামণির কাছে গিয়ে বললো, মামণি বোন কোথায় লুকিয়েছে বলো তো? খুঁজেই পাচ্ছি না আমি।

আনহা ব্যস্তভঙ্গিতে বললো, ভালোমতো খুঁজে দেখ না বাবাই আমি এখন খুব ব্যস্ত।

আমিও তো ব্যস্ত একটু পর সবাই চলে আসবে তো। আমি আর প্রথম উইশ করতে পারবো না। তাড়াতাড়ি বলো না কোথায় ও?

মহা ঝামেলা তো। চলেন গিয়ে দেখি কোথায় লুকিয়েছে আপনার বোন।

হৃদি চিলেকোঠার ঘরটাতে লুকিয়ে বসে আছে আর একটু পরপর উঁকি দিয়ে দেখছে নিশান আসে কি না।

আনহা সেটা দেখতে পেয়ে ইশারায় নিশানকে বললো ঐ যে তোমার বোন।

নিশান চুপিচুপি সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলো। হৃদি উঁকি দিতেই খপ করে ধরে বলল, এই তো ধরে ফেলেছি।

হৃদি ফোকলা দাঁতে খিলখিল করে হাসতে লাগলো।

হ্যাপি বার্থডে বোন। এইবারো আমিই প্রথম উইশ করেছি ইয়েএএ।

মা তুমি সবসময় এমন করো। আমি লুকিয়ে ছিলাম ভাইকে দেখিয়ে দিলে। এটা চিটিং।

চিটিং না চিটিং না। আমার বোনকে আমি আগে উইশ করবো এটাই হচ্ছে রুলস। এখানে কেউ সাহায্য করলে চিটিং হবে না।

আনহা বলল,সেটাই তো। দেখি দুজনে গিয়ে নানীর কাছে বসো। আমার,,

হৃদি অনুকরণ করে বলল, আমার অনেক কাজ একটু পরে গেস্ট আসবে। কতদিক সামলাবো আমি বাপু! আমি আর পারিনা!

আনহা চোখ সরু করে বললো, আমাকে ব্যাঙ্গ করা হচ্ছে?

উহু উহু আমিতো তোমার কষ্ট কমাতে লাইনগুলি নিজেই বলে দিলাম। হিহিহি

দাঁড়াও তুমি কষ্ট কমানো হচ্ছে না!

হৃদি দৌড়ে পালালো। আনহা পিছু নিতে গিয়েই হাসিবের সঙ্গে ধাক্কা খেল, ইশ বৌ টা না এতো পাঁজি যখন তখন সুযোগ পেলেই বুকে এসে পড়ে। এতো মানুষ ঘরে লজ্জায় আমি শেষ হয়ে যাই বাপু!

আনহা ক্ষেপে বললো, কি বললা তুমি? আমি সুযোগ পেলেই বুকে গিয়ে পড়ি?

নয়তো কি? এতো জায়গা থাকতে আমার সঙ্গেই কেন ধাক্কা খেলে হু? এখন বলোনা এখানে ম্যাগনেট ফিট করা সব ফেলে এদিকেই আকর্ষণ।

আনহা রাগী লুক নিয়ে বললো, কথার কি ছিরি দেখ। বাপ বেটি একদম এক ধাঁচের। এদের কাজই শুধু আমাকে পিঞ্চ করা।

নো নো এমন না। আমাদের কাজই হচ্ছে তোমার নাক লাল করা। হিহিহিহি

হুহ!

সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here