আমার বিয়ের আয়োজন সম্পূর্ন শেষ। বাহিরে হৈ চৈ পরেছে। মানে জামাইর বাড়ির লোক এসে পরেছে মূল দরজায়।
আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়েছি মাত্রই আমার উনি মানে যার জন্য পলাতক হলাম তার মেসেজ এলো………
-নিনিতা সরি! তোমাকে বিয়ে করা পসিবল নাহ। বিয়ে করে কি বা পাবো বলো…..তোমাকে দিয়ে কি বা হবে আমার। এর থেকে ভালো তুমি বিয়েটা করেই নাও….. তোমার মতো বোকা মেয়ের সাথে বিয়ে হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে… যে কিনা বয়ফ্রেন্ডের জন্য কিছুই করতে পারে নাহ। অযথা কথা বাড়াচ্ছি বায় ভালো থেকো তোমার মতোই তোমার ঐ হাবলা বরটা কে নিয়ে।
মেসেজটা পরতেই মাথায় ছোট খাটো একটা বাজ পরলো। আমাকে অপমান তো করলোই। সাথে আমার বরকেও।
যার জন্য বাড়ি ছেড়ে বাবা মায়ের সম্মান নষ্টের চিন্তা না করে চলে আসলাম তার এই রুপ।
ছিহ কি করলাম আমি…..মরিচিকার পিছনে ছুটছিলাম আমি।
এই ভুল ক্ষমা করবে তো বাবা-মা।
কোনো কিছু না ভেবেই চললাম বাড়ির পথে। আমার বরকে বোকা বলা। আমি তোকে দেখিয়ে দিবো আমার বর তোর থেকেও সেরা।
চুপি চুপি রুমে ডুকতেই বাবার সামনে পরলাম।
দেখতেই বুঝা যাচ্ছে আমাকে না পেয়ে অনেক ভয় আর চিন্তায় ছিলো। কিছু বলার আগেই বাবাকে সরি বলে জড়িয়ে কান্না করে দিলাম।
-সরি বাবা এমন ভুল আর কোনো দিনও করবো না। ভুল করে ফেলেছি আমি। মাফ করে দাও
– আমি জানতাম রে মা তুই তোর ভুলটা বুঝবি। তাই ঐই ছেলের সাথে তোকে বিয়ে দিতে চাই নি । বরং আমার পছন্দের ছেলেটাই তোর জন্য এনেছিলাম। কিন্তু আমি চাই না এই বিয়েটা আর হোক। আমি আমার বন্ধুর ছেলেকে ঠকাতে চাই নাহ।
-বাবা আমি সরি। তোমার যা মনে হয় করো কিন্তু আমি তার সাথে একবার কথা বলতে চাই।
এর পর বাবা তারে আমার রুমে পাঠালেন।
এই প্রথম আমি আমার হবুকে দেখলাম। দেখতে অনেকটাই কোরিয়ান মুভির হিরোদের মতো। এই রাজপুত্রের সাথে আমার মতো একটা কালি ভুতনির বিয়ে ভাবতেই মাথা ঘুরছে। এর পর তাকে সব বলে দিলাম আগে ও একটু আগে ঘটে যাওয়া সব কিছু ।
অবাক হয়ে পারলাম নাহ! যখন সে আমার একটু কাছে এসে বললো……. আমি প্রেমিক নই যে সব কিছুই পার্ফেক্ট চাইবো। আমি তোমার স্বামী হতে যাচ্ছি যা পার্ফেক্ট নয় তা গড়ে নিতে চেষ্টা করবো।
ইনশাহআল্লাহ ।
অপেক্ষায় আছি বাহিরে একটু জলদি এসো। আর এই মেকাপ ময়দা বাদ দিয়ে শ্যাম রুপটাতে আসো। ঐটাই আমার জন্য যতেষ্ট।☺
তার বলা কথা গুলোতে চোখের পানি গুলো পরতে শুরু করো। কি ভুল করতে গিয়ে ছিলাম। আল্লাহ মাফ করো।??
#চলবে………
প্রবর্তন
01
#মিমুনী