প্রাক্তন,৯+১০ পর্ব
Wendrilla Jahan Nira
সমুদ্র বললো
নীরা??
__হুম আছি বলো।
কেমন আছো?
(প্রশ্ন টা শুনে হাসবো না কাদবো না রাগ করবো না খুশি হবো বুঝতে পারছি না)
__হুম আছি।আমি আংকেল আন্টি কে জানিয়ে দেই আপনার জ্ঞান ফিরেছে।
__আচ্ছা।
আংকেল আন্টি কে বললাম সমুদ্রর জ্ঞান ফিরেছে। আন্টি বলল আমরা সকালে আসবো।
সমুদ্রর ক্যবিনে গেলাম দেখি নারস ওর সাথে খাওয়া নিয়ে জোরাজুরি করছে। সে খাবে না কিন্তু তাকে খেতে হবে, না খেলে ওষুধ কি করে খাওবে তাকে।
আমি রুম এ ঢুকতেই বিশাল এক যুদ্ধ দেখছি নারস আর সমুদ্রর। বেশ হাসি ও পাচ্ছে।আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে এই নীরা তুমি হাসছো কেণো?
__এমনি। আপু খাবার টা আমাকে দিন আমি খাইয়ে দিচ্ছি। আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন আমি উনাকে খাওবো।
সে আমাকে দেখিয়ে দিলো নার্স চলে গেছেন।
সে আমার দিকে বাচ্চাদের মর চোখ বড় বড় করে বললো নীরা আমি কিন্তু খাবো না।
__হুম আচ্ছা
আচ্ছা? তুমি আমাকে খাওয়াবে না??
__না খেলে কি জোর করে খাওবো।আমার কি আর আপনার প্রতি জোর আছে??
সেটাই তো নেই তো।সত্যি ই কি নেই?
__না নেই।তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর তাও না।
হুম চাইবে কেনো? আছেই তো তোমার একজন যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায়। যার জন্য শাড়ি পরো।সুন্দর করে সাজো।তোমার মুখে কোনো খাবার লেগে থাকলে সে মুছিয়ে দেয়।যে তোমার হাত ধরতে চায়।যে তোমায় চায়।তাকে তো তুমি চাও। তাই না? বুঝি সব বুঝি।
__বুঝলে তো ভালোই।এবার নিজের ভালো টা বুঝে খেয়ে নিন।ওষুধ খেতে হবে।সব দেখলাম কড়া ডোজ এর ওষুধ। কিছু না খেয়ে খাওয়া যাবে না।
খেতে ইচ্ছে করছে না।
__আমি খাইয়ে দিতে চাইছি তাই খেতে ইচ্ছে করছে না??রাইসা হলে বুঝি খেতেন। ওকে ডাকবো?
(কিচ্ছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে বিছানা থেকে উঠতে লাগলো)
__আরেহ কি করছেন আপনি সুস্থ নন।ব্যথা পাবেন।
আমি পাবো তোমার কি? আর শুনো রাইসার কথা বলবে না। একদম না।
__আপনি ব্যাথা পেলে আমার কি সেটা আপনি ভালো করেই জানেন। জানেন না?
হুম জানি।তবে ভুল জানতাম।
__ তো এখন কে ঠিক জানালো? রাইসা?
বলছি না রাইসার নাম নিবা না(চোখ বড় বড় করে)
__তো রাহার নাম নিবো? সেটা চলবে? আপনার প্রাক্তন। কি আজব ব্যাপার দেখেন আমিও আপনার প্রাক্তন রাহা ও আপনার প্রাক্তন। আর ও কেউ ছিলো বুঝি আমার অজান্তে? তবে কি জানেন রাইসা মেয়ে টা বেশ ভালো।আপনার সাথে মানাবে।সুন্দর লাগবে আপনাদের। কথা বলা শেষ না হতেই সে পিছন থেকে টেনে এ সামনে ঘুড়িয়ে আমার ঠোঁটে তার ঠোট বসিয়ে দিলো।আমাদের ঝড়্গা থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে।কিছু বুঝার আগেই।আমি ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে কে বলবে এই লোক হস্পিটালাইজড? এত শক্তি গায়ে এখনো?
প্রায় ২০ সেকেন্ড পর ছাড়লো কিছু বলতে যাবো সে আবার ১০সেকেন্ড ঠোটে ঠোট রেখে দিলো।
আমি বললাম কে বলবে আপনি আসুস্থ? এত্ত শক্তি তো ww খেলেন না গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেনো.??
__শুনো রাহা আমার প্রক্তন না তার সাথে আমার কোনো সম্পর্ক ছিলো না।আর রাইসা ওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম।বুঝছো? খবরদার!! আর ওদের নাম নিলে খুন করে ফেলবো?
রাহা না হোক আমি তো প্রাক্তন।আর রাইসা আপনাকে ভালোবাসে…
__রাইসা বলেছে তোমার?
নাহ সব কিছু বলতে লাগে?আমি বুঝি।ও আপনাকে ভালোবাসে এটা বুঝতে কষ্ট হয় নি আমার।আর আপনাদের বিয়ে ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।দাওয়াত দিবেন তো আমায়?
__সবই তো বুঝো এইটা বুঝো না ভালোবাসি তোমাকে? কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে? সবি তো বুঝো।ভালোবাসি তোমায়।কিন্তু কেনো নীরা আমাকে কষ্ট দিচ্ছো?(কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে কমল চোখে বললো)
আচ্ছা বাদ দেন চলেন খাওয়া করতে হবে আবার ওষুধ ও খেতে হবে।
সে কিছু বলতে যাবে এমন সময় আংকেল আন্টি ঘরে ঢুকলো। কি এক বাজে অবস্থা সে আমায় জরিয়ে আছে আংকেল আন্টি আমায় ওই অসস্থায় দেখলো
ব্যাপর হারে লজ্জা পাইছি।সেও হা করে তাকিয়ে আছে এই সময় তার বাবা মা কে সে আশা করে নি।
আমি বললাম,
__ছাড়ুন আমায়।
সে আমাকে ছেরে দিলো।
আন্টি আংকেল ও বেশ লজ্জা পেয়েছে।
আমি বললাম আমি ডাক্তার এর সাথে কথা বলে আসছি।বলেই ভো দৌড়।
ডাক্তার আংকেল এর রুম এর সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম “আসবো?”
__হুম আসো।কিছু বলবে?
হ্যা। আসলে সমুদ্র কে কত দিন থাকতে হবে এখানে?
__বেশি দিন না। দেখি কাল ছাড়তে চাইছিলাম।আজ ভালো দেখলেই ছেড়ে দিবো।
অহহ আচ্ছা।তাহলে আসি।
__হুম আসো। এই শুনো?
জ্বি বলেন।
__ভাগ্যো করে একজন ভালোবাসার মানুষ পেয়েছো।
আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম জানি তো কত ভালোবাসে।
আচ্ছা আমি আসছি।
__হুম যাও।
গিয়ে দেখি সমুদ্রর খাওয়া শেষ প্রায়, আন্টি খাইয়ে দিয়েছে।
আন্টি বলল ডাক্তার কি বলল রে
__তোমার ছেলেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে।
অহহ তাইলে তো ভালই।হ্যা রে সমু রাস্তায় হাটলে চোখ কি কপালে রেখে হাটিস? যদি বেশি কিছু হয়ে যেত?
__আমার কি দোষ মা? সব দোষ তোমার ওই ভাড়াটিয়ারর।(সমুদ্র)
_কিহ? কিভাবে?(আন্টি আর আমি একসাথে)
শুনো মা তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার একছিডেন্ট হয়।এইটা তো ওর আগে থেকেই জানা।
আন্টি তো হা হয়ে আছে আমিও কি বলবো বুঝতে পারতেছি না।
আন্টি বলল নীরা কি বলে এসব ওয়?
__তোমার ছেলের মাথা গেছে।মাথার ডাক্তার দেখাও।
এই আমি পাগল?? তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলেই আমার কিছু একটা খারাপ হয়?(সমুদ্র)
__আজব ওগুলো আগে হইতো।যখন……
যখন কি?
__নাহ কিছু না
না না বলো যখন কি?
__নাহ কিছু না বললাম তো।
যখন আমার সাথে সম্পর্ক এ জরিয়েছিলে তখন তাই না?
__আপনি আগের কথা কেনো উঠাচ্ছেন?
পুরোনো কথা ঘেটে কি লাভ পান আপনি?
আমি তো কখনো লাভ ক্ষতির হিসাব করি নি নীরা
__হুম ভালো
আন্টি কি বলবে কিছুই বুঝতে না পেরে বললো
আমি যাই উনি যে কোথায় গেলো দেখে আসি। তোরা কথা বল।
এইবার সমুদ্র বললো মা তোমার ভাড়াটিয়া কথা বলতে জানে না। জানে শুধু কি ভাবে ঝগড়া করতে হয় আর কি ভাবে আমাকে কষ্ট দিতে হয়।
আন্টি বললো আমি যাই। বলেই চনিলে গেলো।
আমিও ভাবলাম এখানে থাকলেই অহেতুক কথা কাটাকাটি হবে তার চেয়ে বরং আমিও চলে যাই।আমাকে চলে যেতে দেখে সে হাত টা ধরে ফেললো এবং উঠে দাড়ালো আর বললো
কই যাও?
__বাইরে যাবো।
কেনো?
__থেকে কি করবো?
যা করো
__আমি কি করি?.
তুমি জানো
__আমি জানি না
তাই?
__হুম।হাত ছাড়ো।আমি যাবো।
একবার হাত ছেড়ে অনেক ভুল করে ফেলেছি আর করতে চাই না।
__মানে?
থাকা যায় না আমার কাছে?আমার সাথে? আমার হয়ে? থাকা কি একেবারেই যায় না?
__সমুদ্র কেনো এরকম করছো? যেই মায়া থেকে বেরিয়ে এসেছি। সেখানে কেনো আবার টানছো?
পুরোপুরি বেরিয়ে কি সত্যি ই যেতে পেরেছো?
__হুম হয় তো
হয়তো হলে হবে না বলতে হবে যে হ্যা আমি পুরোপুরি বেরিয়ে এসেছি।আর যেতে চাই না।তোমায় আর ভালোবাসি না সমুদ্র আহমেদ। আমি অন্য কাউকে মানে স্পর্শ কে ভালোবাসি।এটা বলতে হবে।
__হাত ছাড়ো।
নাহ ছাড়বো না।
এইটা বলেই কাছে টেনে নিলো আর বললো বলো যে তোমায় আর ভালোবাসি না।
__আমি যাবো আমাকে ছাড়ো।
আগে বলো।
__হ্যা তোমাকে আগের মতই ভালোবাসি কিন্তু তোমাকে পেতে আর চাই না।
কেনো?
__তোমাকে খুব মিস করি। মাঝে মাঝে কান্না ও করি কিন্তু বিশ্বাস করো তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখি নি আমি।আর রাখতেও চাই না।অন্যের সম্পদ আমার বরাবর ই পেতে ইচ্ছে কম। জানোই তো।
মানে? আমি কার সম্পদ?
__রাইসার। বা আর যার ই হয় আমার না। অনেক আগে তুমি হারিয়ে গেছো
আমার কাছে থেকে।
নীরা!!!
__খারাপ লাগছে শুনতে?তাহলে ভাবো আমার কেমন লাগে??
তুমি এত রাইসা রাইসা কেনো করছো?
__আচ্ছা বাদ দাও।
সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে বললো “নীরা ভালোবাসি। অনেক টা।”
আমি কিছুই বললাম না চুপচাপ আছি।
সে আবার বললো “নীরা ভালোবাসি”।
দরজায় টোকার শব্দ হলো দেখি রাইসা।
রাইসাকে দেখে সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো।
আমি বললাম ছাড়ো রাইসা এসেছে।
__তো?
ছাড়ো ও খারাপ ভাব্বে।
__ভাবুক
রাইসা ভিতরে ঢুকে ভুত দেখার মত আমার আর ওর দিকে তাকিয়ে আছে।আমি যত বলছি ছাড়তে সে আর ও শক্ত করে জরিয়ে নিচ্ছে আমাকে।এইবার শক্তি খাটিতে ওকে ছাড়ালাম আর বললাম “রাইসা আসো”
ভেতরে আসো।
সে এলো কিন্তু বেশ কষ্ট পেয়েছে বুঝা যাচ্ছে।
আমি বললাম তোমারা গল্প করো আমি একটু আসছি।
সে আবার আমার হাত ধরে ফেলেছে।
(চলবে…..)
প্রাক্তন
দশম পর্ব
Wendrilla Jahan Nira
সে এলো কিন্তু বেশ কষ্ট পেয়েছে বুঝা যাচ্ছে।
আমি বললাম তোমারা গল্প করো আমি একটু আসছি।
সে আবার আমার হাত ধরে ফেলেছে।
আমি বললাম আবার কি হলো?
কই যাও?? (সমুদ্র)
__দেখে আসি আংকেল আন্টি কই গেলেন।
যাওয়া লাগবে না সময় হলে তারা চলে আসবে।এক দন্ড বসো তো বাপু।
__বসে কি করবো?তুমি বরং রাইসার সাথে কথা বলো।আমি আসছি।
আচ্ছা যাও তাড়াতাড়ি এসো।
__হুম।এই রাইসা তোমরা গল্প করো আমি আসছি।
বাইরে গিয়ে দেখি আংকেল আন্টি কার সাথে জানি কথা বলছে লোকটার পিছন পাশ দেখতে পাচ্ছি সামন পাশ দেখতে পাচ্ছি না।আমি উল্টো সাইডে। পিছন পাস টা খুব চেনা চেনা লাগছে।সামনে হেটে গিয়ে দেখি লোক টা আর কেউ না স্পর্শ। আমাকে দেখেই বলে উঠলো “আরেহ নীরা যে??”আপনি এখানে কেনো? কার কি হয়েছে?
__সমুদ্রর একছিডেন্ট হয়েছে।তাই এসেছি।
অহহ
__হুম এনারা (আংকেল আন্টিকে দেখিয়ে দিয়ে) সমুদ্রর মা বাবা।
অহহ। এখন কেমন আছেন উনি?
__ভালোই আছে।তো আপনি এখানে যে?
আমার বাবা এখানকার ডাক্তার।ডাঃ সিহাব আহমেদ। সমুদ্র কে বাবাই দেখছে।
__অহহ তাই?
হুম। চলুন একবার সমুদ্র কে দেখে আছি।
__হ্যা অবশ্যই। চলুন।আর আন্টি রাইসা এসেছে।চলো দেখা করে আসবে।
__হুম চল।
চলো।স্পর্শ আপনি ও আসেন।
__হ্যা চলুন।
রাইসা আন্টি কে দেখে উঠলে এলো আন্টির কাছে।আমি আর স্পর্শ এক সাথে রুম এ ঢুকলাম।স্পর্শ কে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে কিন্তু সে বুঝতে দিচ্ছে না। আমি তো ঠিকি বুঝে গেছি।
কেমন আছেন সমুদ্র?(স্পর্শ)
__এইতো ভালো আপনি?
হুম ভালো আছি।আরো উনাকে( আমাকে দেখিয়ে) দেখলাম খারাপ কি যেতে পারি?
__হুম তাও ঠিক।তো এখানে কি মনে করে?
বাবার কাছে এসেছিলাম। দেখা হয়ে গেলো নীরার সাথে।
__বাবা কে?
আপনার ডাক্তার।উনি আমার বাবা।
__অহহ।
হুম তো ভালো থাকেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে জান।আমাকে এখন যেতে হবে একটু কাজ আছে।
__আচ্ছা আপনি ও ভালো থাকবেন।
হুম আসছি
__জ্বী আচ্ছা।
আমি স্পর্শ কে বললাম চলে আপনাকে এগিয়ে দিয়ে আসি।এইটা শুনে সমুদ্র মনে হয় আমাকে কাচাই খেয়ে ফেলবে এমন লুক দিয়েছে। স্পর্শ বলল হুম চলুন।
করিডর এ হাটছি। স্পর্শ বলে উঠলো।
নীরা একটা কথা বললো?
__জ্বী বলুন।
সমুদ্র ই কি আপনার ভালোবাসার মানুষ টা?
__হুম ( কিছুক্ষন নিরব থেকে)
অহহ এখনো ভালোবাসেন?
__হয়তো।
সে ও ভালোবাসে তাই না?
__জানি না।আর জানতে ও চাই না।
বাবা বললো সমুদ্র নাকি আসার পর থেকেই নীরা নীরা করেছে।অজ্ঞান অসস্থাতেও।
__হুম আমিও শুনলাম।
বলতে বলতেই বাইরে চলে এসেছি। সে গাড়ির কাছে গিয়ে বলল “আচ্ছা আসি তাহলে।”
__হুম
নীরা?
__জ্বী বলেন
আমার ভালোবাসা কি অপরিপুর্ন ই থাকবে।
__সব কিছুর পূর্নতা কি পায়?
সে আর কিছু বলল না চলে গেলো।আমিও রুম যাচ্ছিলাম দেখি রাইসা আসছে।
কি রাইসা চলে যাচ্ছো?
__হ্যা। থেকে কি করবো?
মানে? কি করতে চেয়েছিলে?? ( হেসে হেসে বললাম)
__কিছু না (মুখ কালো করে)
বলেই চলে গেলো।খারাপ লেগেছে বোধ হয় ওর আমাকে আর সমুদ্র কে ও ভাবে দেখে।
আন্টির কাছে শুনি সমুদ্র কে নাকি আজ ই ছেড়ে দিবে। ছেড়ে ও দিলো। আমরা বাসায় আসলাম।সে তার রুম এ গিয়ে বসলো। আমি খাবার নিয়ে গেলাম।আন্টি বেশ ক্লান্ত কাল সারা তার চিন্তায় ছিলেন তাই এসেই ঘুমিয়ে পরেছে প্রেসার টাও বেড়েছে।
__তোমার কি দরকার ছিলো স্পর্শ কে আগিয়ে দিতে যাওয়ার?
ছিলো দরকার।
__কি দরকার?
তোমাকে সব বলার লাগবে??
__হুম। বলো??
তুমি রাইসার সাথে কেনো গল্প করছিলা?
__অহ এসেছিলো আমার সাথে দেখা করতে।তার সাথে কথা না বললে এইটা অভদ্রতামী হতো।
একজ্যাক্টলি এটা অভদ্রতামী হতো।আমি না গেলেও ওটা খারাপ দেখাতো তাই গেছিলাম।এটা নিয়ে আমি আর কোনো কথা চাই না।নাও এটা খেয়ে নাও ওষুধ খেতে হবে।
__নাহ খাবো না।
তোমার ইচ্ছা রেখে গেলাম খেলে খাও না খেলে নাই।অত্ত জোর করতে পারবো না।
__জোর করতে বলছে কে? আমি? তুমি তো ব্যাস্ত তোমার স্পর্শ কে নিয়ে।আমাকে নিয়ে তো আর থাকবা না।
হুম এই তো ভালো বুঝেছো।
__হুম আমি ভালো ই বুঝি।
তো এবার নিজের ভালো টা বুঝে খেয়ে নাও।ওষুধ আছে কড়া ডোজ এর।
__খাইয়ে দিবে? তাহলে খাবো।
হুম দিচ্ছি। বসো।
__আ আ আ দাও।হা করে আছি।
হাত টা ধুয়ে আসি।
__ওকে
এই নাও হা করো
__নীরা
হুম বলো।
__বিয়ে করবে আমায়?
নাহ
__কেনো?
এমনি।
__এমনি কেনো?
খাওয়ার সময় কথা বলতে নেই।
__আচ্ছা বলবো না।শুধু এই টুকু বলো কেনো বিয়ে করবে না?
না।কারন তোমার আর রাইসার বিয়ে হবে।
__মানে? কে বললো?
আমি জানি।
__তুমি সব জানো?
হ্যা আমি সব জানি।
__যা জানো সব ভুল জানো।আমি রাইসা কে বিয়ে করবো না।
তাই সব ভুল জানি?
__হ্যা সব ভুল জানো।
আচ্ছা। তাইলে তুমি আর রাহা কে ঘুরতে গেছিলে সারা শহর এক রিক্সায় ঘুরেছো দুজনে এইটাও ভুল জানি?
__কে বললো তোমাকে?
তুমি আর রাহা কে সাদিকা আপুর বাসায় গেছিলা এইটাও ভুল জানি? সাদিকা আপুর বাসায় সবাই তোমাকে জিজ্ঞাস করেছিলো কে ও? তুমি বলেছিলে বউ।এইটাও ভুল জানি?
__কে বলেছে তোমাকে এগুলো?
তুমি আর রাহা কে ৬মাস ১৩ দিন সম্পর্ক এ ছিলে এইটাও ভুল জানি। তুমি যে রোজ ওর জন্য কলেজ এর সামনে দাঁড়িয়ে থাকতে।কলেজ ছুটির পর বাইকে রোজ ঘুরতে সেটাও ভুল জানি?
__তোমাকে কে বলেছে এগুলো একটু বলবে প্লিস?
তুমি যে রাহার জন্য কাচের চুড়ি কিনতে সেটাও ভুল জানি? ওকে যে কপালে আপ্পা( চুমু) দিতে এইটাও ভুল জানি?
আচ্ছা তুমি তো বলেছিলে আমার জন্য ছাড়া অন্য কারো জন্যে তুমি চুড়ি কিনবে না।তাহলে?
আচ্ছা আমি আর কি কি ভুল জানি??
__নীরা!!! (চোখ বেয়ে তার নোনা ভালোবাসা না নোনো সত্য গুলো পড়ছে বুঝতে পারছি না)
আচ্ছা আমি কি তোমাকে কখনো জোর করে সম্পর্ক তে রেখেছিলাম? তোমাকে তো অনেক বার বলেছিলাম আমাকে আরর ভালো না লাগলে বলে দাও।
আমি চলে যাবো। তোমার ভালো লাগছিলো না বললে না কেনো সমুদ্র।আমি তো তোমায় জোর করতাম না। সম্পর্কর দোহাই ও দিতাম না।তাহলে কেনো করলে এরকম?
ভালোবাসায় কি কমতি ছিলো কিছু? যদি থাকতো বলতে পারতে।
__নীরা ক্ষমা করো আমায়।আমি বুঝতে পারি নি।আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমাকে সব বলতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস কর বলে উঠার সাহস করতে পারি নি।তোমাকে হারাতে চাই নি। হুম আমি রাহার সাথে ঘুরেছি। কিন্তু বিশ্বাস করো আমি সম্পর্ক তে ছিলাম না।আমি যখন বুঝতে পেরেছিলাম যে ও আমার কাছে আসছে আমি দূরে সরে যাচ্ছিলাম কিন্তু আমি পারছিলাম না।অনেক বার চেষ্টা করেছি তোমাকে বলতে কিন্তু পারি নি।রাহা আমাকে ব্লাকমেইল করছিলো যে ওর সাথে কথা ছেড়ে দিলে ও সুইসাইড করবে।কি করবো বুঝতে পারছিলাম না।রোজ মাথায় টেনশন থাকতো তাই তোমার সাথে রাগারাগি হতো। মূলত রাহা কে আয়ান পছন্দ করতো আমি ওকে সাহায্য করার চেষ্টা করছিলাম কিন্তু উল্টো আমি ই ফেসে গেছি।
তাই? এমন কাজ করো কেনো যেখানে বলার সাহস করে উঠতে পারো না? রাহার সাথে কিছু ছবি আছে তোমার আমার কাছে দেখবে? দারাও দেখাচ্ছি। এই দেখো তুমি ওর কপালে চুমু দিচ্ছো।হাতে চূড়ি পরিয়ে দিচ্ছি।ওমা এখানে তো শাড়ির কুচি ও ঠিক করে দিচ্ছো।
__কে দিয়েছে ছবি গুলো তোমাকে?
শুনো তাহলে আয়ান এর সাথে বাজি ধরেছিলাম যে রাহাকে শাড়ি পরিয়ে ওর সামনে আনবো। তখন ওর কুচি নষ্ট হয়ে যাচ্ছিলো বার বার। ও বলছিলো যে একটু ঠিক করে দিবেন? তাই দিয়েছিলাম। আর আমি ওকে চুড়ী পড়াচ্ছিলাম না ওর হাত কেটে গেছিলো ওটা দেখছিলাম।একদিন সবাই ট্রুথ এন্ড ডেয়ার গেম খেলছিলাম ও আমাকে ডেয়ার দিয়েছিলো যে ওকে চুমু দিতে হবে।তাই কপালে দিয়েছিলাম।সেদিন ই বুঝতে পারি ও আমার প্রতি দূরবল হয়ে যাচ্ছে। তাই সরে আসতে চাইছিলাম কিন্তু অনেক সময় লেগেছে। সরে এসে দেখি আমি তোমাকে হারিয়ে ফেলেছি।
অহহ তাই? আর কত মিথ্যা বলবা? ভালো লাগছে গো। একটা কাজ করো তুমি বরং এটা দিয়ে একটা নাটক বানিয়ে ফেলো। অনেক হিট হবে। বলেই রুম থেকে বেরিয়ে আসছিলাম দেখি রাইসার বাবা এসেছেন আমাকে দেখে মুখ টা কালো করে ফেললো। তাও তাকে সালাম দিলাম। সে বললো সমুদ্র কে ডেকে দাও।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সমুদ্রর রুম এ ঢুকলাম দেখি সে কাঁদছে। কেমন জানি একটা খারাপ লাগা কাজ করা শুরু করেছে।আমাকে চলে যেতে হবে।এই মায়ার আর পড়া যাবে না।আমি ক্রমশ মায়ায় ঢুকে যাচ্ছি।
নিজেকে শক্ত করে বললাম।
তোমাকে রাইসার বাবা ডাকছে।
__যাবো না বলে দাও( মাথা নিচু করে)
সে দেখা করতে এসেছে, না গেলে বিষয় টা ভালো দেখায় না।
__(সে তাকিয়ে থেকে চোখ মুছলো)
আমি চলে আসলাম আমার পিছু পিছু ই সে এসো।
হেই স্ট্রিং ম্যান কেমন আছো?(রাইসার বাবা)
__জ্বী আছি আর কি। আপনি?
ভালো আছি আমি।শুনো তোমার মা আর আমার ওয়াইফ বন্ধবী হয় জানো তো না?
__জ্বী হ্যা জানি।
শুনো তোমার মা আমার মেয়ে মানে রাইসা কে বেশ পছন্দ করছে। তোমাকে ও আমার বেশ পছন্দ হয়েছে।যদি রাজি থাকো তোমাকে চার হাত এক করতে চাই।
সে আমার দিকে তাকিয়ে আছে।আমি স্তব্ধ বাকরুদ্ধ। কেমন জানি লাগছে।বুঝতে পারছি না। কিন্তু কেনো লাগছে আমি তো এটাই চাইতাম তাহলে?…
(চলবে…..)