প্রেমনগরে_প্রশান্তির_ভেলা,৩০,৩১

0
1067

#প্রেমনগরে_প্রশান্তির_ভেলা,৩০,৩১
#আফসানা_মিমি
|ত্রিশ তম পর্ব |

প্রেম নীড়ে মানুষজনের হৈ চৈ শোনা যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা প্রেম নীড়ের বাগানে দৌঁড়াচ্ছে, খেলছে। দারোয়ান কুদ্দুস মোল্লার মুখে বিশ্বজয়ী হাসি। আজ প্রেম নীড়ে বিয়ে হবে। হরেক ধরনের মানুষ আসবে। কুদ্দুস মোল্লার পকেট ভরবে।

আকাশ, রাইসার আকদ হবে আজ। আকাশের বিশাল পরিবারের বিশাল জন মানুষ এসেছে প্রেম নীড়ে। কুদ্দুস মোল্লা হাতের কড়ির হিসেব করছে এই বাড়িতে আর কয়টা বিয়ে আসবে এবং কীভাবে পকেট ভরবে। কুদ্দুস মোল্লার গণনার মাঝে সাদা প্রাইভেট কার এসে প্রবেশ করে প্রেম নীড়ের গেইটের অভ্যন্তরে।
সাদা সিল্কশাড়িতে একজন রমণী নেমে আসলেন গাড়ি থেকে। চোখে কালো চশমা, হাতে সাদা পুঁটলি আকৃতির কি যেন। দূর থেকে দেখলে বস্তা মনে হবে কিন্তু কাছে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝা যাবে এটা কোন বস্তা পুঁটলি না বরঞ্চ ছোট হাত ব্যাগ। রমণীর হাঁটা চলার ধরণ দেখে যে কেউ দেখে বলবে, ‘বড়োলোকের বেটি, ভাব ধরে বেশি।’

রমণীটি চোখের চশমা খুলে পুরো বাড়ি নজর ঘুরালেন। এর মধ্যে প্রেম নীড়ের অভ্যন্তর থেকে বেরিয়ে আসে অকাশ। জড়িয়ে ধরে রমণীকে। হাস্যজ্বল মুখে ভেতরে নিয়ে যায় প্রেম নীড়ের।

এবার দেখা যাক প্রেম নীড়ের অভ্যন্তরের পরিস্থিতি,

আয়েশা আজাদের মুখে হাসির রেখা যেন সরছেই না। প্রেম নীড়ে মেহমান দেখে আনন্দিত তিনি। কথা বলছেন সোফায় বসে থাকা আকাশের দাদীর সাথে। আকাশের দাদী ধানমন্ডি থেকে এসেছেন। পোশাকআসাক দেখে মনে হচ্ছে খুব সৌখিন মানুষ। বয়স ষাটের উপর। ভারী মেকাপে বয়সের ছাপ ঢাকা পড়ে গিয়েছে। আজাদ সাহেব হা করে সেই কখন থেকে আকাশের দাদীকে দেখে যাচ্ছেন। কথাবার্তার এক পর্যায়ে আকাশের দাদী বলে উঠেন,

” আমি লিরা শেখ। আধুনিক যুগের মডার্ন দাদী। আকাশের পছন্দ আমাদের পছন্দ। কিন্তু আমার একটা শর্ত আছে। মেয়ে মর্ডান হতে হবে।”

আয়েশা আজাদ হাসছেন। আকাশ আগেই অবগত করেছেন তার দাদীর সম্পর্কে। দাদীর মাথায় সমস্যা আছে। নিজেকে রাণী এলিজাবেথ ভাবেন। শেষ বয়সে সকলকে নাকে দড়ি বেঁধে ঘুরান সবাইকে।
” আপনি যেমনটি চান তেমন মেয়ে’ই আমাদের। তাই তো আপনার নাতি পছন্দ করেছে আমার মেয়েকে।”

আয়েশা আজাদের উওরে লিরা শেখ প্রশান্তির হাসি হাসলেন।
আজাদ সাহেবের মুখ ছোট হয়ে আসলো লিরা শেখের কথা শুনে। চেহারা দেখে মনে হচ্ছিল যুবতী কিন্তু কথা বলার আসল চেহারা সামনে এসেছে। কন্ঠস্বর ভাঙা বুঝা যাচ্ছে আশি বছরের বুড়ি। আয়েশা আজাদ স্বামীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকান। আজাদ সাহেব বুঝতে পারেন স্ত্রীর চাহনি। মুখে মিথ্যা হাসি এনে উঠে চলে যান উপরে ছেলেদের কাছে।
——-

” উফ রুপ এতো সেফটিপিন লাগাচ্ছো কেন? আমি কি তুমি! যে শাড়ি সামলাতে পারি না!”

আয়েশা আজাদ কিছুক্ষণ আগে রাইসাকে শাড়ি পরিয়ে গিয়েছেন। মেয়েটার লাফালাফিতে শাড়ির কুঁচির ভাঁজ আশি ভাগ নষ্ট হয়ে গিয়েছে। তাই রুপ রাইসাকে ধরে দাঁড় করিয়ে সেফটিপিন লাগিয়ে দিচ্ছে। নয়তো দেখা যাবে লোকজনের সামনে মান সম্মান শেষ করে ফেলেছে রুপ।

” তুমি শাড়ি পরলে না যে রুপ! আমি দেখেছি তুমি শাড়ি পরলে ভাইয়া বেহায়ার মতো তাকিয়ে থাকে।”

” ছিহ্ কি নির্লজ্জ রাইসা! আজ থেকে তুমি চোখ বন্ধ করে রাখবে।”
” নাও! আমি চোখ খুললেই দোষ! তোমার সে যে তাকিয়ে থাকে তার বেলায়!”

রাইসার মুখে দুষ্টু হাসি। রুপ লজ্জা পাচ্ছে ভীষণ। ইচ্ছে করছে রাইসার মাথায় ডাব ভাঙতে। রুপ চোখ রাঙিয়ে ঘর থেকে বের হয়ে যায়।
দরজার সামনে দাঁড়িয়ে দু’হাত দিয়ে নিজ মুখ ঢেকে রাখে লজ্জায়। এরমধ্যে নাদিফির আগমন ঘটে। রুপের দু হাতে মুখ লুকিয়ে রাখা দেখে ভ্রু কুঁচকায়। গম্ভীর স্বরে বলে,

” কি ব্যাপার! নতুন বঁধূ কাকে দেখে লজ্জা পেলে? আমি তো এখন পর্যন্ত কিছু করিনি।”

নাদিফের আওয়াজ পেয়ে রুপ মুখশ্রী থেকে হাত সরিয়ে নেয়। নাদিফের কাছে এসে বলে,

” আপনি তো কিছু করেননি। আমি তো করতে চেয়েছিলাম, আপনিই তো দেন নি।”

রুপের কথা শুনে নাদিফ খুক খুক কেশে উঠে। এই সুযোগে রুপ পারাপার। নিজের ঘরে চলে যায়।
রুপ চলে যেতেই নাদিফ বিড়বিড় করে বলে,

” তোমার সব চাল-চলন বুঝে ফেলেছি অপরুপ! কিছু সময়ের অপেক্ষা, তোমার নাচ- গান সব উড়ে যাবে।”

রাইসার মাথায় ঘোমটা টেনে নিচে নিয়ে আসা হয়। যথা সময়ে রাইসা আকাশের আকদ সম্পন্ন হয়। পুরোটা সময় লিরা শেখের মুখ চলছিলো কথার জুড়ি। আকাশের মুখে বিজয়ী হাসি। রাইসাকে আকাশ পেয়ে গিয়েছে আর কি প্রয়োজন।

” আমরা আমাদের দুই মেয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে একই দিনে করাতে চাই।”

আকাশের বাবা-মা কেউ বেঁচে নেই। দাদী আছেন উনার অবস্থাও নাজেহাল। আয়েশা আজাদের কথা শুনে আকাশ বলে,

” কোন সমস্যা নেই আন্টি। আপনাদের নির্ধারিত করা দিনেই বিয়ের অনুষ্ঠান হবে।”

” আজ থেকে দশদিন পর বিয়ে।”

সকলে মত দিলো আজাদ সাহেবের কথায়। এদিকে নাদিফ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। নতুন চাকরিতে জয়েন করেছে মাত্র আর আজ’ই ছুটি নিতে হয়েছে বসের থেকে। ব্যাপারটা কেমন না! নাদিফ আরেকটা কারণে খুবই বিরক্ত আর সেটা হলো বড়ো ভাইয়ার একমাত্র বঁধূ। রুপকে উল্টা পাল্টা বুদ্ধি শেখায় যে। রাতে যে ফাহিমা ভাবির সব কারসাজি ছিলো তা নাদিফ কিছু সময় পর বুঝতে পারে।

সকলে কথায় ব্যস্ত। সকলের অগোচরে একপাশে দাঁড়িয়ে থাকা রুপের পাশে এসে দাঁড়ায় নাদিফ। রোপের কানে ফিসফিস করে বলে,

” আজ তোমার খবর আছে অপরুপ! তুমি আমাকে ধোঁকা দিয়েছ, বোকা বানিয়েছ, মিথ্যা কথা বলেছ। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার ওই বুদ্ধি দেওয়া ভাবি সাহেবাও না। তুমি ভাবতেও পারবে না রুপ আমি এখন খি করবো। ফাহিমা ভাবিকে এখন আমি এমন এক জায়গায় পাঠাবো যেখান থেকে সে ফিরে আসতে পারবে না আমার কার্য হাসিল করার আগ পর্যন্ত।”

এদিকে রুপ নাদিফের কথায় আগের মতো ভয় পেয়ে যায়। নাদিফের কথা শুনে করুণ চোখে নাদিফের মুখের দিকে তাকায়। এতেও নাদিফের মন গলে না।

নাদিফ রুপের কাছ থেকে দূরে সরে যায়। সোফায় বসে থাকা আজাদ সাহেবের পাশে গিয়ে বসে। এরপর বাবার কানে ফিসফিস করে কিছু একটা বলে। এসব কিছু লক্ষ্য করছেন আয়েশা আজাদ। বাবা-ছেলের উপর কেমন যেন সন্দেহ জাগছে আয়েশা আজাদের মনে। নিশ্চয়ই বাবা-ছেলে মিলে কোন ফন্দি করছে।

ছেলের কথা শুনে আজাদ সাহেবের মুখ একটুখানি হয়ে যায়। ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে বলে,

” এভাবে আমাকে বাঁশ দিতে তোর মনে একটুও বাঁধে না রে বাপ!”

বাবার কথা শুনে নাদিফ মাথা দুই দিকে হেলিয়ে না করে। ছেলের জিদের কাছে বাবা পরাজয় বরণ করে। সকলের দিকে তাকিয়ে ফিচেল হেসে ছেলের উদ্দেশ্যে বলে,
” যা অনুমতি দিলাম কিন্তু কথা দে উল্টাপাল্টা কিছু করবি না।’

বাবার অনুমতি পেয়ে নাদির বাবাকে জড়িয়ে ধরে। বাবাকে ধন্যবাদ জানিয়ে নাবিলকে চোখ টিপে দেয়। এরপর সরাসরি চলে যায় রুপের কাছে।

এদিকে রুপ তখন বাবা ছেলের কান্ড দেখে সন্দেহের চোখে তাকায়। নাদিফ কাছে আসতে দেখে একটু পিছিয়ে যায়। নাদিফ রুপের হাত ধরে টেনে সকলের সামনে থেকে বের হয়ে যায়।
নাদিফ চলে যেতেই নাবিলও ফাহিমার হাত ধরে বাহিরে চলে যায়। ফাহিমা তখন চালতার আচার খাচ্ছিল। একহাতে বাঁটি সহ ফাহিমা নাবিলের তালে তাল মিলিয়ে হাঁটা শুরু করে।

” এটা কি হলো! বাহিরে কি ডা’কা’ত পড়েছে! এরা এভাবে চলে গেলো কেন?”

লিরা শেখের কথা শুনে আজাদ সাহেব মুচকি হাসেন। সোফায় গা এলিয়ে দিয়ে বলেন,

“প্রেম নীড়ে বসত করে যে জনেরা,
প্রেমালয়ে মত্ত থাকে সর্বদা।
আপনজনের ভালোবাসায় রাঙাবে তোমার মন,
প্রেম নীড়ে পাবে যে সকল আপনজন।
ছিড়তে পারবে না কোন বন্ধন,
হ্যাঁ!
প্রেম নীড়ে পাবে যে শুধু প্রশান্তির ছায়ার মিলনায়তন।”
———

হালকা বাতাস বইছে চারপাশে। মোটরবাইক চলছে ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাতে। বাইক চালাচ্ছে নাদিফ তাঁর পিছনে বসা নববধূ। নাদিফকে না ধরে নিজের হাত শক্ত করে রেখেছে। ধরছে না নাদিফকে, অভিমান করেছে প্রচুর নাদিফের সাথে। এভাবে সকলের সামনে নিয়ে আসতে লজ্জা পাচ্ছে না এই ছেলেটা। অথচ রুপ ভীষণ লজ্জা পেয়েছে।

” আমাকে শক্ত করে ধরে বসো রুপ! নয়তো পড়ে যাবে। তারপর মানুষ বলবে, ‘হাড়ভাঙ্গা অপরুপা গলায় ঝুলেছে অবুঝ ছেলেটার।’

নাদিফের কথা শুনে রুপ নাদিফকে কয়েকটা চিমটি কাটে। আকস্মিক রুপের নরম হাতের শক্ত চিমটি খেয়ে নাদিফ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ব্যস্ত শহরের রাস্তায় মোটরবাইক কিছুক্ষণ এলোমেলোভাবে চলে। রুপ ঘাবরে যায়। ভীত দৃষ্টিতে তাকায় মোটরবাইকের দর্পণে। নাদিফ হাসছে। মুখশ্রী থেকে মুক্তের দানা যেন ঝড়ছে। রুপ ভাবছে, নাদিফের আজ এতো খুশির কারণ কি! রুপ নয়তো! আজ রুপ বিনা দ্বিধায় নাদিফের পাশে বসে আছে এজন্য হয়তো। নাদিফ পাশে আছে মনে হতেই রুপের মুখেও হাসির রেখা ফুটে উঠে। এখন আর কোন মান অভিমান নেই। মান অভিমানের পাল্লা সরিয়ে রুপ নাদিফের পেটে হাত রেখে জড়িয়ে ধরে। মাথা ঠেকায় নাদিফের পিঠে।

” পৃথিবীর সর্বোচ্চ শান্তি যেন পেয়েছি অপরুপ! এমন একটি দিনের আশায় ছিলাম, যেদিন তুমি ভালোবেসে আমার পাশাপাশি থাকবে। না বলেও বুঝিয়ে দিবে যে কতো ভালোবাসো তুমি আমায়।”

নাদিফের কথায় রুপ মুচকি হাসে। নাদিফকে আরো একটু শক্ত করে আঁকড়ে ধরে বলে,

” যানবাহন চলাচলের সময় কথা বলতে নেই, দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালান অসভ্য ঠোঁট কাঁ’টা বদ লোক।”

গাড়ি থেমেছে শহরের নামকরা রেস্টুরেন্টের সামনে। নাদিফ মোটরবাইক পার্কিংয়ে রেখে রুপের হাত ধরে ভেতরে প্রবেশ করে।

সুন্দর কারুকার্য করা রেস্টুরেন্ট। অর্কিড ফুল দিয়ে সাজানো একপাশে। এখানে মানুষজনেরা ছবি তুলে। একটি দোলনাও রয়েছ। রুপ রেস্টুরেন্টের চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দোলনা দেখে আনমনে সেখানে বসে। পা দিয়ে আস্তে আস্তে দোল খেতে থাকে। রুপের মুখশ্রীতে আনন্দের হাসি। নাদিফ অপলক দৃষ্টিতে রুপের হাসি দেখছে।

সময় এখন সন্ধ্যা সাতটা। রুপ অস্থির নয়নে নাদিফকে খুঁজে চলছে। নাদিফ এক ঘন্টা হয়েছে লাপাত্তা। রুপকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে কোথায় যেন চলে গিয়েছে। রুপ ভয় পাচ্ছে। নিজের জন্য না নাদিফের জন্য। কোন ক্ষতি হয় নি তো! রেস্টুরেন্টের জানালার পাশে দাঁড়িয়ে আছে রুপ। চেষ্টা করছে নাদিফকে খোঁজার। কিন্তু রুপের অধৈর্য আঁখি জোড়া ব্যর্থ। নাদিফের কোন চিন্হ নেই।
কিছুক্ষণ পর পায়ের কাছ থেকে জামায় টান লাগায় নিচে ফিরে তাকায় রুপ। ছোট একজন বাচ্চা দাঁড়িয়ে রুপের জামা টানছে। মেয়েটা শ্যামাবতী ডাগর চোখের চাহনি দেখে যে কেউ আদর করতে চাইবে। রুপ আশেপাশে ভালোকরে দৃষ্টিপাত করে নিলো। বাচ্চার খোঁজ কেউ করছে কি না! কাউকে দেখতে না পেয়ে রুপ বাচ্চাকে কোলে নিয়ে টেবিলের উপর বসালো এবং নিজে চেয়ার টেনে বসলো। এরপর বাচ্চাটাকে প্রশ্ন করল,

” কি নাম তোমার?”

” আমার নাম সেথু। তার নাম তো অপরুফ, থাই না!”

রুপ বুঝতে পারে মেয়েটা ‘ত’ কে ‘থ’ উচ্চারণ করে। মেয়েটার নাম সেতু। রুপ মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,

” হ্যাঁ, তুমি কীভাবে জানলে? তোমার আম্মু, আব্বু আসে নি?”

” আমাকে নিচে নামাও। থোমাকে আম্মুর কাছে নিয়ে যাবো।”

রুপ তাই করলো। মিষ্টি সেতুকে পেয়ে নাদিফের কথা যেন ভুলে গেলো। সেতুকে নামিয়ে দিতেই সেতু রুপের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাচ্ছে। এক তলা উপরে উঠতেই রুপের চোখ ছানাবড়া। নাদিফ পাঞ্জাবী পরিহিত। রুপের সাথে আসার সময়ের কাপড় গায়ে নেই। রুপের গায়ে আগে থেকেই সুতি শাড়ি পরিধান করে ছিলো। জলপাই রঙের শাড়ির সাথে মিলিয়ে নাদিফও একই রঙের পাঞ্জাবী পরেছে। নাদিফ রুপের কাছে এসে গোলাপের তোড়া এগিয়ে দিয়ে বলে,

” একরাশ গোলাপের শুভেচ্ছা অপরুপ! অভিনন্দন অপরুপ নতুন জীবনের জন্য। ধন্যবাদ আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য, ভালোবেসে আগলে রাখার জন্য।”

রুপ অবাকের চূড়ান্ত পর্যায়ে। রেস্টুরেন্টের উপরের পাশটা ভি আই পি দের জন্য। পুরোটা সাজিয়েছে নাদিফ। রুপ গোলাপের তোড়া হাতে নেয়। মুখে মিষ্টি হাসির রেখা টেনে প্রত্যুওরে বলে,

” আপনার ভালোবাসা প্রকাশে আমি আপ্লুত। ভাষায় প্রকাশ করতে পারছি না আমি জীবনে কি পেয়েছি। শুধু এতটুকুই বলবো, সারাজীবন পাশে আছি।”

উপস্থিত সকলের করতালির আওয়াজ শোনা যায় রুপের কথা শেষ হতে। অনেকেই অভিনন্দন জানাচ্ছে রুপ নাদিফকে। রুপ সকলের সামনে নাদিফকে জড়িয়ে ধরে। মুখ লুকায় নাদিফের বক্ষঃস্থলে।

” চলে এসেছি বাপজান!”

আজাদ সাহেবের কথা কর্ণধারে পৌঁছাতেই রুপ ছিটকে সরে যায় নাদিফের বক্ষঃস্থল থেকে। নাদিফও কম চমকায় নি বাবার কথা শুনে। পিছনে তাকিয়ে দেখে প্রেম নীড়ের সকলে এসেছে। মুখে আনন্দের হাসি।

” ছোট ভাইয়া, একা একা প্রেম করতে চাও! দরজা জানালা দেখে শুনে নাও! কখন না যেন কে চলে আসে! কাবাব মে হাড্ডি হতে অপেক্ষায় থাকে।”

ফাহিমা ছিলো সবার পিছনে। রুপ নাদিফকে একসাথে দেখে আনন্দিত হয়ে বলে উঠে। আজাদ সাহেব কাশতে শুরু করলেন প্রতিবারের মতো। আয়েশা আজাদ স্বামীর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন আর করুণ চোখে বড়ো ছেলের দিকে তাকিয়ে আছেন যেন বলছেন,

” বাপ! তোর বউয়ের এমন সময়’ই কি বো’মা ফাটাতে হবে?”
নাবিল মায়ের চোখের ভাষা বুঝতে পেরে সরি বলে। ফাহিমার গালে আস্তে করে চুমু এঁকে দেয় যেন এই শকে চুপ থাকে। বেচারি ফাহিমা এবার দ্বিগুন স্বরে চিৎকার করে উঠলো। সকলের সামনে স্বামীর সম্মান আকাশে তুলে,

” এটা কোন সময় হলো আদর করার! সবাই কি ভাববে?”

নাবিলের মাথায় হাত। ফাহিমাকে টেনে নিচে নিয়ে আসে সেখান থেকে। ফাহিমার কাহিনী দেখে সকলে হেসে উঠে। উপস্থিত আছে এখানে নাদিফের বন্ধু, রেস্টুরেন্টের কিছু দম্পতি যারা এখানে এসেছিলেন। সেতু তাদের মধ্যে এক দম্পতির বাচ্চা।

রুপ বাবা-মায়ের ন্যায় শ্বশুর শাশুড়িকে পেয়ে অনেক খুশি হয়। নাদিফ মাথা চুলকে যাচ্ছে এভাবে যে বাবার সামনে ধরা পড়বে এজন্যে।

” তোমরা এখানে?”

ছেলের কথায় আজাদ সাহেব ভাব নিয়ে বলে,

” ছেলে যেখানে, বাবা সেখানে! সে কি জানা নেই! তোমার পিছু পিছু চলে আসলাম। এখানে না আসলে তো ছেলের মতিগতি কিছুই দেখতাম না। ছেলে যে আমার মতো হয়ে গিয়েছে বুঝতেই পারতাম না।”

বাবার কথা শুনে নাদিফ হেসে বাবাকে জড়িয়ে ধরে। আয়েশা আজাদের বাবা ছেলের অসীম ভালোবাসা দেখে চোখে পানি এসে যায়। মুখে হাসির রেখা এনে বিড়বিড় করে বলে,

” আল্লাহর নিকট হাজারো শুকরিয়া। এভাবেই যেন আমার পরিবার সমসময় হাসি খুশি থাকে।”

———-

সময় এখন রাত বারোটা। অনেকদিন পর পরিবারের সাথে বাহিরে সময় কাঁটিয়েছে নাদিফ। নাদিফ বর্তমানে অবস্থান করছে প্রেম নীড়ে চিলেকোঠার ঘরে। অপেক্ষা করছে রুপের। বাহির থেকে আসার পর রুপ ঘরে প্রবেশ করার আগে নাদিফ খুব শক্ত করে বলে দেয় যেন এক ঘন্টা পর ছাদে চলে আসে। নাদিফ রুপের জন্য অপেক্ষা করবে। রুপও মাথা নাড়িয়ে সায় জানায়। ফ্রেস হয়ে নাদিফ চলে আসে ছাদে।

কিছু সময় অতিবাহিত হয়। রুপ আসে সময় নিয়ে। নাদিফ তখন চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে ছিলো। রুপ নিশ্চুপ পায়ে নাদিফের পাশে এসে দাঁড়ায়। আস্তে করে নাদিফের মাথার কেশব টেনে দেয়।

” মাথাটা অনেক যন্ত্রণা করছিল অপরুপ! শান্তি পাচ্ছি এখন, ইচ্ছে করছে ঘুমিয়ে যাই তোমার নরম হাতের স্পর্শ পেয়ে।”

রুপ ভেবেছিলো নাদিফ ভয় পাবে। ভাববে অন্য কেউ এসেছে বুঝি। উল্টা পাল্টা কয়েকটা বকুনও দিবে। কিন্তু তা হলো না। নাদিফ বুঝে গেলো রুপের হাতের স্পর্শ। রুপ মুচকি হেসে আরো ভালোভাবে কেশব টেনে দেয়।

” আপনি বুঝলেন কীভাবে আমি এসেছি!”
” বুঝে গিয়েছি।”

নাদিফের কন্ঠস্বর গম্ভীর। রুপ ভ্রু যুগল কুঁচকে নেয়। নাদিফের মাথা থেকে হাত সরিয়ে সম্মুখে এসে দাঁড়ায়। প্রশ্ন করে,

” কি হয়েছে আপনার? মাথা কি অনেক ব্যাথা করছে?”

রুপের কথা শেষ হতে না দিয়েই নাদিফ নিজের হাত বক্ষঃস্থলের বাম পাশে হাত রেখে বলে,

” এখানে ব্যথা করছে অপরুপ! তোমার কাছে কি কোন ঔষুধী আছে অপরুপ, ব্যথা সারানোর?”

” এখানে ব্যথা করছে মানে! অনেক ব্যথা করছে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? নিচে চলুন বাবাকে ডাকি, না না এত রাতে বাবাকে ডাকা যাবে না। ভাইয়াকে ডাকবো।”

রুপ চলে যেতে নিলেই নাদিফ রুপের হাত টেনে ধরে। হ্যাঁচকা টেনে রুপকে নিজের কোলে এনে বসায়। ললাটের উপর এসে থাকা অবাধ্য কেশবগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলে,

” এখানে ব্যথা কেন হচ্ছে বুঝনা তুমি! ঠিক আছে তোমার বুঝতে হবে না। তুমি চলে যাও, গতকাল যেভাবে মিথ্যা বলে চলে গিয়েছিলে ঠিক সেভাবে। তোমার তো আবার আমার কাছে আসতে ইচ্ছে করে না।”

রুপ নাদিফের কথা শুনে বুঝতে পারে যে,স্বামী অভিমান করেছে। কিন্তু রুপ কীভাবে অভিমান ভাঙ্গাবে? গভীরভাবে চিন্তা করছে রুপ। অবশেষে রুপ লম্বা নিঃশ্বাস ত্যাগ করে এগিয়ে যায় নাদিফের কাছে। নাদিফ খুব গভীরভাবে রুপের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। রুপের এগিয়ে আসা দেখে নাদিফ ভ্রু কুঁচকায়। কিন্তু পরমুহুর্তে মুখে হাসি ফুটে ওঠে। কেননা রুপ নাদিফের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়েছে। যেন নাদিফের রাখ ভেঙে যায়। হলোও তাই! নাদিফের রাগ শেষ। রুপকে জড়িয়ে ধরে বলে,

“এটা কি করলে অপরুপ! আমি তো এবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবো! তোমার আজ রক্ষে নেই পাখি!”

দশদিন পর……

চলবে…….!

#প্রেমনগরে_প্রশান্তির_ভেলা
#আফসানা_মিমি
|একত্রিশ তম পর্ব |

“হলুদ বাঁটো, মেন্দি বাঁটো, বাঁটো ফুলের মৌ,
বিয়ার সাজে সাজবে কন্যা নরম নরম ব’রে

সুরমা-কাজল পরাও কন্নার ডাগর নয়নে,
আলতা বিছপ রাঙা দুটি, রাঙা চরণে
ভরা কলস ছলাৎ ছলাৎ ডাঙা এ নিতল।”

নব্বই দশক বা হাজার দশক যেই সময় হোক না কেন বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানে হলুদের গান না চালালে যেন অনুষ্ঠানের মজা হয় না। আমাদের দেশের গ্রামাঞ্চলে পূর্বে প্রতিটা বিয়ে বাড়ির হলুদের অনুষ্ঠানে এই গান বাজানো হতো।
প্রেম নীড়ে আজ বাজছে উক্ত গানটা। গানের তালে তালে ছোট-বড়ো সকলেই নেচে যাচ্ছে। দেখে মনে হচ্ছে না এটা শহুরের হলুদের অনুষ্ঠান। মনে হচ্ছে গ্রামের কোন হলুদের অনুষ্ঠান করা হচ্ছে।

প্রেম নীড়ের বাগানের একপাশে গ্রাম্যভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন সময় মধ্যাহ্নের শুরু। বর কনেকে আলাদা আলাদা হলুদ মাখানো হবে। যেহেতু বর কনে এক বাড়িতে, তাই প্রথমে বরকে তারপর কনেকে।

গ্রাম্যভাবে সাজিয়েছে আসলামপুরের মানুষজন অর্থাৎ আদুভাই ও তাঁর স্ত্রী শেফালী বেগম। মায়ার পরিবারজনেরাও এসেছেন বিয়েতে। মায়ার বাবা হামিদ বেজায় খুশি সাথে মায়ার মা মিতালিও। তাঁর কারণও অবশ্য আছে। মায়ার জন্য বড়োলোক পাত্র পেয়েছে মিতালি। নাদিফের বিয়ের পর পর’ ই মায়ার বিয়ে হবে। মিতালি নাদিফকে দেখিয়ে দিবে যে তার মেয়েরও বড়োলোকের বাড়িতে বিয়ে হচ্ছে।

সবুজ ঘাসের উপর শুধুমাত্র পাটি বিছিয়ে রেখেছে। মাথার উপর ত্রিপল দিয়ে বাঁধায় করা হয়েছে রোদ, বৃষ্টির ভয়ে। সাদা পাঞ্জাবী পরিহিত নাদিফ এসে দাঁড়িয়েছে সকলের মাঝে। আশেপাশে নজর ঘুরিয়ে খোঁজে চলছে অপরুপকে। পরিচির মুখশ্রীতকে দেখতে না পেয়ে হতাশ হয় নাদিফ। বিড়বিড় করে বলে,
” সামনে আসলে কি হয়! আমি কি খেয়ে ফেলবো নাকি তাকে, আজব!”

নাদিফ এর সবকিছু অবলোকন করছিল ফাহিমা। ফাহিমা গর্ভবতী বলে এখানে আসা মানা করেছে। চেয়ারে বসিয়ে রাখা হয়েছে ফাহিমাকে। মুরুব্বিদের কথা, এই অবস্থায় হলুদ মেহেদী গায়ে লাগানো যাবে না তাহলে নাকি বাচ্চার ক্ষতি হবে। অবশ্য সকলেই জানে এগুলো কুসংস্কার কিন্তু বড়দের কথা মেনে নিয়েছে ফাহিমা। কাছে আসছে না সে। ফাহিমা সকলের সামনে নাদিফের চালচলন দেখে চিৎকার করে বলে উঠে,

” ছোট ভাইয়া তুমি যাকে খুঁজে চলছো, সে এখানে নেই। সে এখন ব্যস্ত সাজগোজ করতে। তোমাকে হলুদ মাখা মাখা শেষ হলে তাকে এখানে আনা হবে। তখন না হয় দেখে নিও!”

ফাহিমার কথা শেষ হতেই সকলে হেসে ওঠে। মায়ার মা মিতালি বেগম নাদিফের উদ্দেশ্যে বলে উঠে,

” কি ব্যাপার ছোট মিয়া! সহ্য হচ্ছে না? এইতো আর কিছু সময়। তারপর তো দেখতেই পাবে। এবার এসে দাঁড়াও তো দেখি! আমি তোমার আব্বা আমাকে ডেকে নিয়ে আসছি। তারাই তো তোমাকে প্রথম হলুদ ছুঁয়ে দিবে।”

মিতালি বেগমের কথা শেষ হতে না হতেই নাদিফ মাথা চুলকে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকে চুপচাপ।

আয়েশা আজাদ এবং আজাদ সাহেব নিচে চলে আসেন। নিজের ছেলেকে সবার আগে এসে উপস্থিত হতে দেখে দুজনেই চোখ বড়ো করে ফেলেন। এই প্রথম ছোট ছেলেকে কোন কাজে সবার আগে পেলেন অবশ্য পাবেনই বা না কেন! পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে যে!

একপাশে আজাদ সাহেব তো অন্য পাশে আয়েশা আজাদ। দুজন’ই ছেলেকে হলুদ ছুঁয়ে দিলেন। তারপর এলো সবার পালা। নাবিলসহ একে একে সকলে হলুদ ছুয়ে দিল নাদিফকে। আশেপাশে রঙের খেলা শুরু হয়ে গেলো যে যেমন পারছে তেমন হলুদ রং দিয়ে খেলে যাচ্ছে।

” রাইসা, নিচে কি হচ্ছে?”

প্রেম নীড় ভবনের জানালা থেকে উঁকি মেরে বাহিরের আনন্দ দেখছিল রাইসা। রূপের কথা শুনে রাইসা দাঁত কেলিয়ে বলে,

” তোমার দোলার হলুদ ছোয়া সেটা হচ্ছে গো রুপ! সেটাই দেখছি।”

রাইসার কথায় রুপ বিরক্তি প্রকাশ করে। রাইসার কাছে এসে মাথায় গাট্টা মেরে বলে,

” দোলা আবার কেমন ডাক। তুমি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছ কেন রাইসা! আগে তো এভাবে উল্টা পাল্টা কথা বলতে না! এসব কে শেখায় তোমাকে?”

” আমার সোয়ামি গো সোয়ামি। বুজলে রুপ! কথায় আছে না! ‘সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ’ আমিতো অসৎ এর পাল্লায় পড়েছি। সে আমাকে এসব মিষ্টি, দুষ্টু তিতা কথা শেখায়।”

রুপের মাথায় হাত রাইসার কথা শুনে। রুপ ভাবছে, এই মেয়েটা এত পরিমাণে দুষ্টু হয়েছে তা বলার বাহিরে।
রুপ রাইসার খুনসুটির মাঝে তাদের ঘরের দরজা করাঘাত করে কেউ। রাইসা জানালা দিয়ে বাহিরের আনন্দ দেখছে। রুপ বুঝতে পারে রাইসা এখন দরজা খুলবে না, মরে গেলেও না। অগত্যা রূপ গিয়ে দরজা খুলে দেয়।

দরজা খুলতেই রুপের চোখ বড়ো হয়ে যায়। রুপের চোখের সামনে যে দাঁড়িয়ে আছে হলদে মাখা নাদিফ। নাদিফের মুখে দুষ্টুমির হাসির রেখা। রুপ কিছুক্ষন তাকিয়ে রইল নাদিফের দিকে। নাদিফ কি করতে চাইছে বুঝতে চেষ্টা করলো কতক্ষণ। পরিশেষে যখন বুঝতে পারলো নাদিফের মতিগতি, ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে।
নাদিফ এসেছে রুপকে সর্বপ্রথম হলুদে রাঙিয়ে দিতে। অবশ্যই এত কষ্ট করতে হয়নি। নিচে সকলে মজা করছে, আনন্দে আছে। এই ফাঁকে নাদিফ চলে এসেছে রুপের কাছে। রুপের দুই গালে আলতো করে হলুদ মেখে কপালে গাঢ় করে চুমু এঁকে চলে যায় নাদিফ। রুপ নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। নাদিফের কার্যকলাপ সব মাথার উপর দিয়ে গিয়েছে।

কিছুক্ষণ পর আয়েশা বেগম ঘরে আসেন দুই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। রুপের এই অবস্থা দেখে আয়েশা বেগমের মাথায় হাত। আয়েশা বেগমের আর বুঝতে দেরী হলো না যে এই কাণ্ড কে করেছে।

” ওই বাঁদর ছেলেকে তুমি নিষেধ করতে পারলে না! তোমার গালে যে এভাবে মেহেদী লাগিয়েছে। আগামীকাল মেকআপ করতে হবেনা! মেকআপ কি বসবে মুখে? আমি তো নিয়ত করে এসেছিলাম তোমাকে একদম আঁচলের নিচে লুকিয়ে রাখবো। কাউকে হলুদ লাগাতে দেব না। এখন দেখছি আগে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে। যাও মুখ মুছে আসো নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আর রাইসা কি করছে এখানে দাঁড়িয়ে? তোমার বর তো এখানে আসবে না, তাহলে উঁকি দিয়ে কাকে দেখছো?”

“তোমার স্বামীকে দেখছি গো! তোমার স্বামীকে কি সুন্দর দেখাচ্ছে না ভাবছি বাঁদরটাকে বাদ দিয়ে তোমার স্বামীর গলায় ঝুলবো।”

রাইসার দুষ্টুমি মার্কা কথা শুনে আয়েশা আজাদ রেগে যান। রাইসার কাছে এসে কান মলে দেন, এরপর শক্ত কন্ঠস্বরে বলেন,

” তোর বাবা লাগে পাজি মেয়ে! বাবাকে এসব বলতে হয়? যা পাজি মেয়ে নিচে আয়!”

“আহা মা জননী রাগ করো না, আমি তো দুষ্টুমি করছি।”

রুপ, রাইসাকে একসাথে নিচে নিয়ে আসা হয়। দুজন’ই কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। কাঁচা ফুলের গহনা সাথে পরেছে। নাদিফের দেয়া হলুদের থেকে রুপকে লাগানো হয় আর এদিকে আকাশের বাসা থেকে নিয়ে আসা হলুদ লাগানো হয় রাইসাকে।

আনন্দ হাসি তামাশা মাঝে হলুদের অনুষ্ঠানে পর্ব শেষ হয়। প্রেম নীড় যেন আজ খুশির আমেজ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রেম নীড় যেন আজ পরিপূর্ণ। অপেক্ষা করছে নতুন ভোরের।

সময় এখন সায়াহ্নের শেষ সময়। সোফার ঘরে মানুষজনে পূর্ণ। সকালে গল্পগুজবে মগ্ন। রাতের খাবারের আয়োজন করা হচ্ছে বাহিরে। সোফার ঘরের এক পাশে বসিয়ে রেখে মেহেদি দেয়া হচ্ছে রুপ রাইসাকে। নাদিফ সেই কখন থেকে অপেক্ষা করছে রুপের সাথে কথা বলার জন্য কিন্তু এত মানুষের ভীড়ে রুপকে পাওয়া মুশকিল। এজন্য নাদিফ খুবই হতাশ। করুণ চোখে তাকিয়ে আছে বাবার দিকে যেন বাবা কোন ব্যবস্থা করে দেয়। আজাদ সাহেব ছেলের চোখের ভাষা বুঝতে পেরে বুকে হাত গুঁজে অপর পাশে ফিরে তাকিয়ে রইলেন। আজাদ সাহেব আর ছেলের পাল্লায় পরতে চান না। কেননা তার ছেলে যে কেমন কাজ করবৈ তা জানা আছে। নাদিফ মুখে বিরক্তি ভাব ফুটে ওঠে আলগোছে চলে আসে তখনই সামনে পড়ে মায়া। সেদিন আসলামপুরে প্রথম দেখার মতোই শাড়ি পরেছে। মায়ার মুখে হাসি। নদিফের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে,

” আমাকে তো সেদিন তুমি পছন্দ করো নি। দেখো এখন আমি তোমার চেয়েও ভালো ঘরের বউ হয়ে যাবো। তোমাকে দেখিয়ে দিবো যে আমিও কম সুন্দরী না তোমার বউয়ের থেকে। আজ দেখোতো আমাকে বেশি সুন্দর দেখাচ্ছে না তোমার বউকে? অবশ্যই আমাকে আমি জানি।”

নাদিফ মায়ার বাচ্চামো কথা শুনে মুচকি হাসে। মায়ার মাথায় হাত রেখে বলে,

” তোকে আমি কিন্তু আমার ছোট বোন বলেই মানি। তোকে আজ খুব মিষ্টি দেখাচ্ছে। একদম আমার ছোট বোনের মত। আমার ছোট বোনকে যেমন মিষ্টি দেখাচ্ছে! অপরদিকে আমার বউকে তেমন অপরুপ দেখাচ্ছে। রুপের কাছে আমার ছোট, বড় বোনেরা কিছুই না। তোর বিয়েতে অবশ্যই আমি উপস্থিত থাকবো। ছোট বোনের জামাইয়ের সাথে দুষ্টুমি করতে হবে না!”

নাদিফ দাঁড়ালো না। এগিয়ে গেলো নিজের ঘরে। এখন একটু বিশ্রাম নিতে হবে। কিছুক্ষণ পর তো আসল কাজে নামতে হবে।

রজনীর মধ্যাংশ সময়। রুপ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। উদ্দেশ্য নিজ ঘরে একটু সময় ঘুমিয়ে নিবে। বিয়ে বাড়িতে যে যেখানে পেরেছে সেখানেই ঘুমিয়ে পরেছে। নিজের ঘরে প্রবেশ করতেই রুপের চোখ ছানাবড়া। এক বিন্দু পরিমাণ জায়গা নেই পা ফেলানোর। রুপের শ্বশুর শাশুড়ির নাকি কোন আত্মীয় নেই। তাহলে এতো মানুষ আসলো কোথায় থেকে কে জানে!

রুপ আর ঘরে প্রবেশ করলো না। দরজা চাপিয়ে বাহিরে চলে আসলো। সব ঘর আটকে রাখা। রুপ কোথায় যাবে বুঝতে পারছে না। এদিকে রাইসা যে কোথায় তাও জানা নেই রুপের। এক সাড়ির ঘরগুলো পেরিয়ে ছোট্ট বারান্দা পড়ে। সেখানেই রুপ গিয়ে দাঁড়ায়। চাঁদের আলো পড়ছে বারান্দায়। রুপের এই মুহূর্তে ছাদে যেতে ইচ্ছে করছে কিন্তু একা যাওয়া সম্ভব না। আর হলুদ গায়ে ছাদে যাওয়া ও ঠিক হবে না।

” অবশেষে তোমায় পেলাম অপরুপ!”

নাদিফের কথায় রুপ কেঁপে উঠে। আজকাল রুপের বর রুপকে বড্ড জ্বালাতন করে। রুপের কাছাকাছি থাকতে চায় সদা। কিন্তু রুপ এক প্রকার পালিয়ে বেড়ায় নাদিফের কাছ থেকে। আজ কি করবে রুপ তা ভাবছে।”
” ঘুমান নি?”

” আসছে না তোমাকে ছাড়া।”

” আমি কি করলাম।”

” এই যে এভাবে মাঝরাতে দাঁড়িয়ে আছো। মায়া হচ্ছে তো! তোমার পা ব্যথা করছে না? চলো আমার রুমে, ঘুমাবে।”

নাদিফের মুখের দুষ্টু কথায় রুপ নাদিফের পেটে খোঁচা দিলো। মুখে রাগান্বিত ভাব এনে বলে,

” ভালো হয়ে যান, বদ লোক!”

” আমি তো সবসময়েই ভালো, তোমার জন্যইতো খারাপ হয়ে যাই।”

রুপ হাসে নাদিফের কথায়। চাদের আলোতে এভাবে সারারাত গল্প করে পাড় করে দেয় রুপ,নাদিফ।
আগামীকাল যে বিশেষ দিন রুপ, নাদিফের জন্য।

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here