প্রেমনগর পর্বঃ১৩ +১৪

0
2601

প্রেমনগর
পর্বঃ১৩ +১৪
লেখাঃনীলাদ্রিকা নীলা
.
হাসপাতালের বেডে শুয়ে আছে রৌদ্র। রাতে অস্ত্রোপচার হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি। ছুড়িটা পেটের এক সাইডে লেগেছিল। মারাত্মক ভাবেই জখম হয়েছে। ডান হাতের বাহুতেও অনেকখানি ক্ষত বিক্ষত। তাৎক্ষনাত সময়মত হাসপাতালে নিয়ে আসা হয়েছেই বলেই বাঁচানো সম্ভব হয়েছে। প্রচুর রক্ত ক্ষরন হচ্ছিলো। এখনো রক্ত আর সেলাইন দেওয়া চলছে। রৌদ্র জখম হয়ে রাস্তার ওপর পরে যাওয়ার পর মেঘকে ধরতে আসা ওই ওসি সাহেবই সেখান দিয়ে গাড়ি নিয়ে ফিরছিলেন। প্রেমনগর যাওয়ার রাস্তা ভুল করে উনি উল্টো দিকে চলে গিয়েছিলেন। সেখান থেকে আবার পথ হাড়িয়ে কোথায় কোথায় চলে গিয়েছিলেন উনি নিজেও জানেন না। সেখান থেকে ফেরার পথে রেস্তোরাঁর এক পাশে কিছু লোকের জটলা দেখতে পেলেন। একটি অল্পবয়সী মেয়েকে নিয়ে টানাটানি চলছে। রাস্তার ওপর একটি ছেলে পরে আছে। লোক গুলোর হাতে বিভিন্ন ধারালো অস্ত্র। অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে নেমে গুলি চালালেন। তার সাথে থাকা সাব ইন্সপেক্টরসহ দৌড়ে গিয়ে লোকগুলোকে আটক করলেন। রেয়াকত আলীকে দেখে ওসির সন্দেহ হলো। একবার কিছু চোরাই মাল পাচার করার জন্য এটাকে আটক করা হয়েছিল। থানা থেকে আরও পুলিশ এসে সব গুলো কে অস্ত্রসহ ধরে নিয়ে যাওয়া হয়। ওসি সাহেব মেয়েটাকে নিয়েই মারাত্মক ভাবে আহত হওয়া ছেলেটাকে নিয়ে দ্রুত সেখানকার একটা হাসপাতালে ভর্তি করলেন। মেয়েটাকে জবানবন্দির জন্য কিছু জিগাসাবাদ করা হলে মেয়েটা কিছুই বলতে পারেনি। কাঁদতে কাঁদতে সেও এক সময় চেতনা হারায়। তাকেও হাসপাতালের একটা বেডে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। তারপর ভোরের দিকে ওর জ্ঞান ফেরে।
.
রাতেই ওসি সাহেব আহত ছেলেটার বাড়ির লোকজনের খোঁজ করছিলেন। এক পর্যায় ছেলেটির বাড়ির লোকের খোঁজ মিললো। খবর পাওয়া মাত্রই রৌদ্রের বাবা আফতাব চৌধুরী, চাচা আজগর চৌধুরী এবং বড় ভাই আকাশ চৌধুরী সেই হাসপাতালে ছুটে যায়৷ আর সকাল হতে না হতেই রৌদ্রের মা মনিরা বেগম সহ বাড়ির বাকি সদস্যরা হাসপাতালে এসে ভির জমিয়েছে । সবাই অপেক্ষা করছে রৌদ্রের জ্ঞান ফেরার।
.
ছোট ভাইয়ের এই অবস্থার কথা শুনে মেঘও হাসপাতালে চলে আসে। মেঘকে দেখা মাত্রই মনিরা বেগম চেচিয়ে উঠলেন, কোথায়? কোথায় ছিলি এই দুইদিন! একজন মারামারি করে হাসপাতালে পরে আছে আরেকটার দুই দিন থেকে কোনো খোঁজ নেই!! আকাশের বাবা আমি তোমার ছেলেদের নিয়ে আমি আর পারছিনা। আমার মরণ দেও!
আফতাব চৌধুরীঃ এসব তুমি কি বলছো, চুপ করো। আহা ছেলেকে তো আগে সুস্থ হতে দাও।
মনিরা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, এই তোমার জন্যই সব হয়েছে। ছেলেদের মাথায় তুলে ফেলেছো। আজ ওর যদি কিছু হয়ে যেত! কি করতাম আমি।
মনিরা বেগম হাউমাউ করে কাঁদতে শুরু করেন।
মেঘঃ মা.. মা চুপ করো..রৌদ্র ঠিক হয়ে যাবে।
আফতাব চৌধুরীঃ আহা এতো কাঁদলে অসুস্থ হয়ে যাবে তো তুমি।
.
ওসি সাহেব এসেছেন। তিনি এদিকে এগিয়ে এসে বলছেন, আপনিই আফতাব চৌধুরী?
আফতাব চৌধুরীঃ জি, হ্যাঁ বলুন।
ওসি সাহেবঃ আপনার ছেলে রৌদ্র চৌধুরী কাল রাতে মারামারি করেছিলো। সময় মতো আমি সেখানে ছিলাম বলেই ওকে বাঁচানো গেছে।
আফতাব চৌধুরীঃ আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই ওসি সাহেব৷
ওসি সাহেব তখনই বললেন, ঘটনাটা কাকতালীয়। আমি যাচ্ছিলাম আপনার বাড়িতেই। আপনার আরেক ছেলে মেঘ চৌধুরীকে ধরে হাজতে ভরতে।
.
এই কথা শোনার সাথে মনিরা বেগম আহাজারি করতে শুরু করলেন,এই দিন দেখার বাকি ছিল আমার! তার আগে আল্লাহ আমাকে তুলে নিলো না কেন! এক ছেলে মারামারি করে রাস্তায় পরে থাকছে আর আরেক ছেলে যাচ্ছে হাজতে। হায় আল্লাহ! আল্লাহ আমাকে তুলে নেও।
আফতাব চৌধুরীঃ আহা তুমি থামো!
মনিরা বেগম অচেতন হয়ে গেলেন। উনাকেও ধরে একটি কেবিনে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া হলো।
.
ওসি সাহেব আফতাব চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, মেঘ চৌধুরীর কেস অবশ্য এখন ডিসমিস। তবে আপনার পুত্রদের একটু সাবধানে রাখবেন। দে আর ভেরি ডেঞ্জারাস! এক জনকে ধরতে এসে দেখি আরেকজন মারামারি করে পরে আছে৷ হাউ ডেঞ্জারাস!
.
তুলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অহনা পেশে থেকে দাঁড়িয়ে চোখ মুছে দিয়ে চুল গুলো নেড়ে দিচ্ছে।
অহনাঃ তুই এতো ভেঙে পরছিস কেন!
তুলি আবারও কাঁদতে কাঁদতে বলছে, আমার লাইগাই তো উনার এমনডা হইলো। আচ্ছা উনারে কি এহন দেখন যাইবো?
অহনাঃ জ্ঞান ফিরলে তোকে যেতে দেবে। এখন শুয়ে থাক।
.
মেঘের ফোন বাজতে থাকে। নীলা ফোন করেছে। কলটা রিসিভ করতেই নীলার ঝাঝালো কন্ঠের আওয়াজ পাওয়া যায়।
নীলাঃ কোথায় তুই?
মেঘঃ আমি একটু ব্যস্ত আছি।
নীলাঃ ব্যস্ত? কোন মাগীর সাথে আছিস বল!
মেঘঃ দেখ তুই আমার সাথে আর কোনো রকম উল্টো পাল্টা কিছু করবি না! ফোন রাখ!
নীলাঃ কি?? কি বললি আমি পাগলামো করি? মাগীদের না দেখলে তো তোর ঘুম হয় না। যা মাগী দেখ।
মেঘঃ জাস্ট শাট আপ নীলা!
নীলাঃ তুই থাক তোর মাগী নিয়ে… তোর ওই….
নীলার কথা শেষ হওয়ার আগে রাগে মেঘ কলটা কেটে দিলো।
নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পরে। তারপর রেডি হয়ে বেড়িয়ে পরলো শ্যামপুরের উদ্দেশ্য। ওই ভন্ড কবিরাজের পানি পড়ায় কোনো কাজই হয়নি। আজ ওই কবিরাজকে শায়েস্তা করতেই হবে।
.
রৌদ্র চোখ খুলেই তুলির নামটাই আগে নিলো। চোখ অল্প একটু খুলে চারিদিকে চোখ ঘুরিয়ে সবাইকে দেখে নিয়ে তুলির কথাটাই আগে জিগাসা করলো। আস্তে করে বললো, তুলি কোথায়? ওকে কি ওরা নিয়ে গেছে।
মনিরা বেগমঃ এখন কেমন লাগছে বাবা?
অহনা তুলিকে সামনে নিয়ে আসলো, এই যে তুলি!
রৌদ্র তুলির দিকে তাকায়,তুমি ঠিক আছো তো তুলি?
তুলি সামনের দিকে এগিয়ে গিয়ে রৌদ্রের গায়ে হাত দিতে যাচ্ছিলো, কেমনে ঠিক থাকি কন, আপনের এই অবস্থা!
নার্সঃ আপনারা এখান থেকে যান তো। এখানে এতো জন ভীর করেছেন কেন! যান বাহিরে যান।
.
রাফিও এসেছে রৌদ্রকে দেখতে। কেবিনের বাহিরে বেড়িয়ে তুলিকে দেখে বলছে, তোমার সাথে আবার দেখা হবে জানতাম কিন্তু এতো তাড়াতাড়ি হবে সেটা ভাবিনি। ওরা তোমার কোনো ক্ষতি করে নি তো?
তুলি কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। এদিকে রাফির বুকের ভিতর প্রেমের জোয়ার বয়ে যাচ্ছে। তুলির কথা ভেবে ভেবে তার সারারাত ঘুম হয় নি। বিছানায় শুয়ে শুয়ে এমনকি মাঝে মাঝে বিছানা থেকে উঠে রুমের ভিতরেই হাটাহাটি করে একা একাই তখন তুলির কথা ভেবে হেসে হেসে রাত পার করেছে রাফি। কোনো ভাবেই কাল রাতের ঘটনা ভুলতে পারছেনা রাফি । তবে রৌদ্রের এমন মারাত্মক অবস্থাটা সে একদমই আশা করেনি।
.
বিকালেই নীলা শ্যামপুরে গিয়ে পৌঁছালো। কবিরাজের আস্তানায় ঢোকার আগে আরেকবার মেঘের মাথাটা ঝালিয়ে পরীক্ষা করা দরকার। নীলা আবার মেঘকে ফোন দিলো।
মেঘঃ তোর সমস্যাটা কি?
নীলাঃ আচ্ছা তোর কি আমার জন্য কিচ্ছু ফিল হয় না?
মেঘঃ হ্যাঁ হয়! তোর চিকিৎসা দরকার। তোর মাথার একটু না অনেকখানি সমস্যা আছে। যা মাথার চিকিৎসা করা।
নীলাঃ কি???
মেঘঃ আমাকে আর কল দিবি না।
মেঘ কলটা কেটে দিলো। রাগে নীলা হন হন করে হাটতে হাটতে কবিরাজের আস্তানার ভিতরে ঢুকলো।
.
এদিকে আফতাব চৌধুরী নীলার বাবাকে ফোন করে বসেন,
আফতাব চৌধুরীঃ কোন সাহসে আপনি আমার ছেলের নামে কেস করেছেন!
নীলার বাবাও গলা উঁচু করে বলছে, সেটা আপনি আপনার ছেলেকেই জিগাসা করুন। ছেলেকে তো একটা লম্পট বানিয়েছেন।
এই কথা শুনে আফতাব চৌধুরী আরও ক্ষেপে গেলেন। ফোনেই তাদের দুইজনের কিছুক্ষণ তর্কাতর্কি হলো।
.
সন্ধ্যার দিকে রৌদ্র যখন চোখ খুলে তাকায়। তখন পাশেই তুলিকে বসে থাকতে দেখলো। সেদিকে ঘাড় ঘুড়িয়ে বললো, তুমি বাড়ি যাও নি!
তুলি মাথা নাড়িয়ে না বোধক উত্তর দেয়। রাফি আবার এসেছে রৌদ্রকে দেখতে। এই ফাঁকে তুলিকেও দেখে নেওয়া যাবে।
রৌদ্রঃ এই মেয়ে চেহারার এই হাল কেন তোমার! খাওয়া দাওয়া করোনি নাকি৷ যাও৷ বাড়ি যাও।
তুলিঃ আপনে আগে সুস্থ হইবেন তারপর আমি যামু৷ আমার লাইগাই তো আপনের এমনডা হইলো।
তুলি কাঁদতে শুরু করে।
নার্স এসে বলতে থাকে,আপনি বাহিরে যান। এখানে সিনক্রিয়েট করবেন না।
রাফি তুলির দিকে তাকিয়ে বললো, এসো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি।
তুলিঃ আমি যামু না। আমি এইহানেই বইসা থাকমু।
রাফিঃ তাহলে আমিও থাকি।
.
তুলি একটু একটু করে রৌদ্রের প্রতি দুর্বল হচ্ছে। এটা ঠিক প্রেম নাকি কৃতজ্ঞতা ঠিক বোঝা যাচ্ছে।
না।
রৌদ্রের ভার্সিটির কিছু মেয়ে বন্ধুরা রৌদ্রকে দেখতে কেবিনের ভিতর ঢুকলো।
নার্সঃ আহা এই যে আপনারা এতোজন এখানে ভির করছেন কেন। উনার সাথে এখন বেশি কথা বলা যাবে না। আপনারা সবাই যান বাহিরে গিয়ে বসুন৷ বের হন।
রাফি শুধু তুলির দিকে তাকিয়ে আছে আর তুলি রৌদ্রের দিকে। রাফির বুকে প্রেমের জোয়ার ভাটা চলছে৷
.
এদিকে সন্ধ্যা নেমে রাত হয়ে গেলেও নীলা এখনো বাড়ি ফিরলো না। ফোনটাও সুইচ অফ। চিন্তায় নীলার বাবা মা পুলিশে খবর দিয়েছে৷ আর সন্দেহ করছে মেঘকে।
মেঘ এইমাত্র বাড়ি ফিরলো। বাইক থেকে নামতেই ফোন বাজতে থাকে। শ্রাবনী ফোন করেছে। বিরক্ত হয়ে মেঘ কলটা রিসিভ করলো৷
মেঘঃ তোমার আর তোর বান্ধুবীর কি আমাকে ফোন দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই?
শ্রাবনীঃ শোনো নীলাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। ও কোথায় তুমি কি কিছু জানো??
মেঘঃ ওয়াট!! খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় না কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছে সেই খবর আমি করে জানবো?
শ্রাবনীঃ আমি মজা করছিনা মেঘ৷ সত্যিই ওকে নিয়ে সবাই চিন্তায় আছে। ও শ্যামপুর যাবার কথা বলছিলো। জানিনা সেখানে গিয়েছে কিনা। জায়গাটা ভালো না। ওই জায়গার খোঁজ আমিই দিয়েছি তাই নীলার বাবা মাকে বলার সাহসও পাচ্ছিনা। ওর কিছু হয়ে গেলে আমাকে আর আস্ত রাখবে না।
মেঘঃ হোয়াট! এসব তুমি এখন বলছো!
.
চলবে…..

#প্রেমনগর
পর্বঃ১৪
লেখাঃনীলাদ্রিকা নীলা
.
মেঘ বাইক নিয়ে রবিনের বাড়ি চলে গেল। তারপর রবিনকে সাথে নিয়ে শ্রাবনীর কাছে থেকে শ্যামপুরের সেই কবিরাজের ঠিকানা নিয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্য বেড়িয়ে পরলো। বাইকের পিছনে বসে রবিন বলে উঠলো, তুই নীলার জন্য এতো উতলা হচ্ছিস কেন? নীলা তো তোকে সব সময় বিভিন্ন ভাবে অপমান করে৷
মেঘঃ এখন এসব কথা ছাড়। ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে শ্যামপুর গিয়ে খোঁজ করি ও ওখানে আজ গিয়েছিল কিনা।
.
রাত প্রায় সাড়ে এগারোটার দিকে মেঘ রবিনকে নিয়ে শ্যামপুর বাজারে গিয়ে পৌঁছালো। বাজারের দোকানদারদের কাছে শ্যামপুর কবিরাজের ব্যপারে জানতে চাইলে তারা কিছুই বলতে পারলো না।
.
নীলার বাবা আবারও আফতাব চৌধুরীকে ফোন করলেন।
নীলার বাবাঃ আপনার ছেলেকে বলুন ভালোয় ভালোয় আমার মেয়েকে ফেরত দিয়ে দিতে। নইলে আমি ওকে সারাজীবন জেলের ভাত খাওবো বলে দিলাম৷
আফতাব চৌধুরীঃ আপনি আপনার সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছেন। এরপর আমার পুত্রের নামে আর একটাও উল্টো পাল্টা কথা বললে আপনার নামেই আমি কেস করতে বাধ্য হবো।
নীলার বাবা আরও রেগে গেলেন, আমি জানি ওই লম্পট ছেলেই আমার মেয়েকে কোথাও লুকিয়ে রেখেছে। এরপর ওকে সামনে পেলে আমি ছিড়ে ফেলবো।
নীলার মা নীলার চিন্তায় অচেতন হয়ে গেছেন। উনার মাথায় পানি ঢালা হচ্ছে। পুলিশ এখনও পর্যন্ত নীলার কোনো খোঁজ দিতে পারেনি। ভয়ে শ্রাবনীও মুখ খুলছেনা। শ্রাবনী মেঘকে কল করলো।
শ্রাবনীঃ হ্যালো মেঘ, নীলার কি কোনো খবর পেলে?
মেঘঃ না। আমি তো রাস্তাই খুঁজে পাচ্ছিনা। ওই কবিরাজের আস্তানায় যাব কিভাবে। এখানকার লোকেরাও তো কিছু বলছে না।
শ্রাবনীঃ একটু ভালো করে খোঁজ করে দেখো না!
.
তুলি রৌদ্রের কেবিনে রয়েছে। রৌদ্র ঘুমাচ্ছে। ডাক্তার কড়া ঘুমের মেডিসিনের ডোজ দিয়েছে। রাফি আবারও আসলো রৌদ্রকে দেখতে।
তুলি রাফিকে কেবিনের ভিতরে আসতে দেখে আস্তে করে বলে উঠলো, আপনে? এই সময়ে?
রাফি হেসে বললো, এই পথ দিয়েই যাচ্ছিলাম। তাই ভাবলাম আরেকবার দেখে যাই। ও তো ঘুমাচ্ছে।
তুলি মাথা নেড়ে বললো,হ!
রাফি তুলির প্রেমের টানেই বার বার এখানে আসছে। তখনই আফতাব চৌধুরী কেবিনের ভিতরে এসে রাফিকে দেখে বলে উঠলেন, বাবা তুমি?
রাফিঃ না মানে দেখতে আসলাম। এখন অবস্থা কেমন। ভাবলাম দেখে যাই।
.
আফতাব চৌধুরী রাফির পিঠে চাপড় দিয়ে বললেন, বড্ড ভালো ছেলে বাবা তুমি। আর আমার গুলো দেখো। সব কয়েকটা অবাধ্য। ওদের চিন্তায় চিন্তায় আমার জীবন শেষ! তোমার মতো ছেলের বাবা হওয়া তো ভাগ্যর ব্যপার।
রাফি মুচকি হাসলো।
আফতাব চৌধুরীঃ বুঝলে বাবা বড়ই টেনশনের ভিতরে আছি। এক ছেলে এই অবস্থা আবার আরেক ছেলের ওদিকে কোনো খোঁজ নেই। ওদের মা আবার ওদের চিন্তায় পাশের কেবিনে পরে আছে।
আফতাব চৌধুরী তখনই তুলির দিকে তাকালেন, আরে এই মেয়েটি আবার এখানে কি করছে। রাত হয়েছে। যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো।
রাফি সাথে সাথে চট করে বলে ফেললো, আমি ওকে বাড়িতে দিয়ে আসি!
আফতাব চৌধুরী আবার এদিকে ফিরে রাফির পিঠে চাপড় দিয়ে বললেন, ও হো! যাও বাবা যাও। দিয়ে এসো। খুবই ভদ্র ছেলে তুমি বাবা!
রাফি আবারও মাথা নিচু করে মুচকি হাসি দিলো।
তুলির ইচ্ছা করছিলো ওখানেই থাকতে কিন্তু মুরুব্বী মানুষ বলেছে তাই উনার কথা ফেলে দেওয়া যায় না।
.
রাফি তুলিকে নিয়ে হাসপাতালের বাহিরে বের হয়ে একটা রিকশা নিলো। রাফি রিকশায় উঠে বসে আর তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো, দাঁড়িয়ে আছো কেন উঠে এসো!
তুলি মাথা নিচু করে আছে। রাফি তুলিকে ওঠার জন্য হাত বাড়িয়ে দিলো। তুলি রাফির হাত না ধরেই একাই রিক্সায় উঠে পরলো।
.
আফতাব চৌধুরী বাড়িতে ফোন করে জানতে পারলেন, মেঘ বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারলো না। উনি এবার চিন্তায় পরে গেলেন। নীলা নামের মেয়েটিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় কোনো ভাবে তার ছেলে আবার জড়িত নয় তো। নীলার বাবা মেঘের নামে কেস করেছেন। এদিকে রৌদ্রের এই অবস্থা। টেনশনে উনার পেশার বেড়ে গেল। আর বুকে ব্যথা শুরু হলো। উনি কেবিনের বাহিরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সেখানে পরে গেলেন। পাশেই শাশুড়ি মনিরা বেগমের কেবিন থেকে বের হতেই অহনা শশুড়ের এভাবে পরে যাওয়ার দৃশ্যটি দেখে দৌড়ে এগিয়ে এলো।
অহনাঃ বাবা! বাবা আপনার কি হলো?
আফতাব চৌধুরী অচেতন হয়ে গেছেন। উনাকেও ধরে একটি কেবিনে ভর্তি করা হয়।
.
অহনা হাসপাতালের করিডোরে পায়চারি করছে আর একা একাই বলে যাচ্ছে, কি একটা বাড়িতে আমার বিয়ে হলো, শশুড় শাশুড়ি দেবর বাড়ির সকলেই হাসপাতালে ভর্তি! আর আমার স্বামী! উনি আছেন উনার হাসপাতালে নাইট ডিউটি নিয়ে! কি কপাল আমার! আচ্ছা উনি কোনো রোগীর প্রেমে ট্রেমে পরে যায় নি তো? বাড়ির সকলে হাসপাতালে ভর্তি আর উনার এদিকটা নিয়ে কোনো চিন্তায়ই নেই??
অহনার মাথা গেল আউলা হয়ে। অহনা আর এক সেকেন্ডও দেড়ি না করে আকাশকে কল করলো৷
আকাশঃ হ্যাঁ জান বলো।
অহনাঃ বাবা যে হাসপাতালে ভর্তি হয়েছে সেই খবর কি পেয়েছো??
আকাশঃ কি বলো? কখন কিভাবে হলো?
অহনাঃ এ্যাই সত্যি করে বলো তো তুমি এখন কার সাথে আছো?
আকাশঃ আজকে আমার নাইট ডিউটি পরেছে জান।
অহনাঃ না। নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আছো তুমি। আর তাই বাড়ির কোনো খবরই তুমি রাখছো না। কেন গো আমাকে দিয়ে কি তোমার হচ্ছে না??
আকাশঃ এসব তুমি কি বলছো জান!
অহনাঃ বলো আমি কি তোমায় সুখ দিতে পারিনি। বলো কি নেই আমার!
আকাশঃ জান তুমি শান্ত হও। এসব উল্টো পাল্টা কথা কেন বলছো?
অহনা কাঁদতে কাঁদতে চেচাতে থাকে, শান্ত হবো মানে? আমি তোমায় সব দিয়েছি আকাশ!! তবু অন্য মেয়ের মধ্য কি এমন দেখলে যা আমার মধ্য নেই? কেন এমন করলে আকাশ!! কেন!! আমি তো সব ভুলে শুধু তোমায় ভালোবেসেছি আকাশ! কেন করলে! কেন!!
আকাশঃ জান??
ভয়ে আকাশ এখন ঘামতে শুরু করেছে। এই বুঝি অহনার মাথা গেল খারাপ হয়ে। অহনার কথা শিথিল হয়ে আসতে থাকে,কেন করলে আকাশ! কেন!!
আকাশ শুধু অহনার বলা এই কথাটাই বার বার শুনতে পাচ্ছে। তারপর হঠাৎ একটা শব্দের আওয়াজ পাওয়া যায়। ব্যস অহনার আর কোনো কথা এবং সাড়া শব্দ কিছুই শোনা যাচ্ছে না।
আকাশঃ হ্যালো হ্যালো!! অহনা??জান?? কি হলো তোমার?
.
অহনা চিল্লাচিল্লি করতে করতে করিডোরেই মাথা ঘুরে পরে গেছে। দুইজন নার্স এইদিক দিয়েই যাওয়ার সময় অহনাকে পরে থাকতে দেখে ওকে ধরে একটি কেবিনে নিয়ে গিয়ে ভর্তি করালো।
নার্স গুলো একজন আরেকজনকে বলছে,রোগী হইলো একজন আর একজন রোগী দেখতে আইসা পরিবারের বাকি তিনজন হাসপাতালে ভর্তি হইয়া গেল! অনেক অদ্ভুত ঘটনা দেখছি কিন্তু এমন আজব ঘটনা আগে দেখি কখনো দেখি নাই।
.
মনিরা বেগমের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেই উনি শুনতে পেলেন উনার স্বামী এবং ছেলের বউও অহনাও হাসপাতালে ভর্তি হয়েছে। এই খবর শোনার সাথে সাথে উনি টেনশনের চাপ সহ্য করতে না পেরে আবারও জ্ঞান হারালেন৷
.
এদিকে মেঘ আর রবিন শ্যামপুর বাজারের এক বৃদ্ধ দোকানির কাছে কবিরাজের আস্তানার ব্যপারে কিছুটা জানতে পেরে ওই পথেই বাইক নিয়ে এগোতে থাকে। জায়গাটা খুব নির্জন। পিচ ঢালা রাস্তা এবং দুই পাশে ঘন জঙ্গল। নীলার জন্য মেঘের চিন্তা বেড়েই যাচ্ছে। মেয়েটার সত্যি সত্যি কোনো বিপদ হলো না তো?
আর ওদিকে পুলিশ মেঘকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে। ওকে একবার ধরতে পেলেই এবার সোজা রিমান্ডে নেওয়া হবে। কাল নীলা বাবা নীলার কথা শুনে ভুল করেছেন। মেঘকে তখনই ধরে পুলিশে দেওয়া উচিত ছিলো। তাহলে আজকে এই ঘটনা হয়তো ঘটতো না। নীলার নিখোঁজ হওয়ার ব্যপারে উনি পুরোপুরি মেঘকে দোষী কেরছেন।
.
অহনার চিন্তায় অস্থির হয়ে আকাশ গাড়ি নিয়ে দ্রুত এই হাসপাতালে ছুটে এলো। অহনা কেবিনের ভিতরে পাগলামো শুরু করেছে। একা একাই চিল্লাচ্ছে আর জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। ডাক্তার এসে অহনাকে দেখে গেলো। উনি নার্সকে যাওয়ার আগে বলে গেলেন, অহনাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতে। নার্স ইঞ্জেকশন আনতে কেবিনের বাহিরে চলে গেল। তখনই আকাশ অহনার কেবিন খুঁজে পেয়ে ভিতরে ঢুকে পরে। অহনা বেডে বসে আছে। আকাশ সেদিকে ছুটে যায়। ছুটে গিয়ে অহনার হাত ধরে বলছে, জান? জান তোমার কি হয়েছে! তুমি ঠিক আছো?
আকাশকে খুব অস্থির দেখাচ্ছে। অহনা এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে।
হঠাৎ করেই অহনা আকাশেকে জড়িয়ে ধরলো। তারপর আকাশের ঠোঁটে চুমু দিয়ে কাঁদতে কাঁদতে বললো, তুমি! তুমি কার প্রেমে….
অহনার কথা শেষ হওয়ার আগেই আকাশ সাথে সাথে উত্তর দিলো, আমি তো শুধু তোমার প্রেমেই পরে আছি!
অহনার মাথা এলোমেলো হয়েছিলো৷ এই কথা শুনে আহনা একটু শান্ত হলো। অহনা আবারও আকাশের ঠোঁটে চুমু দেয়। আকাশ অস্থির হয়ে আছে। অহনার চুমু দেওয়াতে আকাশ আরও পাগল হয়ে গেলো। আকাশ এগিয়ে এসে অহনাকে আরও ভালো ভাবে জড়িয়ে ধরে৷ দুইজনই দুইজনের প্রেমে পাগল হয়ে গেছে। আকাশ অহনাকে জড়িয়ে ধরে গাড় ভাবে লিপ কিস করতে শুরু করে। অহনাও আকাশের শার্ট শক্ত করে আকারে ধরে আছে।
.
রিকশায় রাফির সাথে তুলির বার বার গা ঘসা লাগছিলো। তুলি রাফির থেকে সরে সরে বসছে। একবার জ্যামে পরে ঝাকুনিতে তুলি রিকশা থেকে পরে যেতেই রাফির তুলি বাহু ধরে তুলিকে পরে যাওয়া থেকে আটকালো। রাফির মনে তুলির জন্য প্রেমের ঢেউ বয়ে যাচ্ছে। আর তুলির মনে রয়েছে রৌদ্রের জন্য চিন্তা। হঠাৎ করে সে বলে উঠলো,আমি বাড়ি যামু না! আমারে হাসপাতাল লইয়া চলেন।
রাফি অবাক হয়ে বললো, কেন? এখনি তো ওখান থেকে আসলে। এখন আবার ওখানে যাবে কেন?
তুলিঃ আমি উনারে ফালাইয়া বাড়ি গিয়া কি করমু? আমি শান্তি পামু না! উনি কষ্ট পাইতাছে।আমার লাইগাই তো এমডা হইছে। এহন উনারে চোক্ষের দেখোনো আমার শান্তি। আমারে হাসপাতাল লইয়া চলেন।
.
নার্স অহনার জন্য ঘুমের ইঞ্জেকশন নিয়ে কেবিনের দরজার কাছে এসে দাড়াতেই খেয়াল করলো কেবিনের ভিতরের লাইট অফ করা,একি এখানে আবার লাইটটা কে অফ করলো?
কেবিনের ভিতরে উকি দিতেই নার্স দেখতে পেল ভিতরে অন্ধকার আর বাহির থেকে জানালা দিয়ে যে টুকু হালকা আলো আসছিলো সেটুকু আলোয় বোঝা যাচ্ছিলো রুমের ভিতর দুইজন একে অপরের সাথে আলিঙ্গনে রয়েছে আর চুমাচুমি করছে এবং তারা কাপড় খুলতেও শুরু করেছে। এটা দেখার সাথেই নার্স জিব্বাহতে কামড় দিয়ে চোখ বন্ধ করে দিল এক দৌড়।
.
চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here