প্রেমনগর পর্বঃ২১+২২

0
2771

প্রেমনগর
পর্বঃ২১+২২
লেখাঃনীলাদ্রিকা নীলা
.
রাফিকে তুলির দিকে চেয়ে থাকতে দেখে রৌদ্র কাশি দিয়ে উঠলো। কাশির শব্দ শুনে রাফির হুশ হয়। রাফি কিছু বলতে যাবে তখনই মনিরা বেগম রুমে এসে উপস্থিত হলেন।
মনিরা বেগমঃ একি তোমরা সবাই এখানে এসে ভিড় জমিয়েছো কেন। আমার ছেলেটাকে এখন একটু বিশ্রাম নিতে দাও! যা ধকল গেছে ওর ওপর। ও সুস্থ হলে গল্প করো কেমন! তোমরা বরং এখন নিচে এসো। আমি নাস্তা দিচ্ছি। এসো।
.
মনিরা বেগমের কথা শুনে রাফির মুখে মুক্তোর হাসি ছড়িয়ে পরছে।
রাফি হাসতে হাসতে বলছে, জি আন্টি! ওর এখন প্রচুর বিশ্রাম নেয়া উচিত!
মনিরা বেগমঃ হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো,
মনিরা বেগম তুলির দিকে তাকিয়ে ওকেও উদ্দেশ্য করে বললো, তোমরা দুজনেই বরং এখন নিচে এসে গল্প করো৷ ছেলেটা আমার বিশ্রাম নিক।
.
রাফির কপালে এভাবে সুযোগ চলে আসবে সে কল্পনাও করতে পারেনি। মনিরা বেগম রুম ত্যাগ করার পর তুলিও নিচে চলে গেল। আর রাফি রুম থেকে বের হওয়ার আগে হাসতে হাসতে রৌদ্রের তাকিয়ে এক চোখ টিপ দিলো।
রৌদ্রঃ কি ব্যাপার! তোকে এতো খুশি খুশি লাগছে যে!
রাফি তার ডান হাতটা বুকের পা পাশে ধরে বলে উঠলো, দিল তো পাগল হ্যায়!
বলেই দরজার পর্দা সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। কেন যেন রৌদ্রের কাছে ব্যাপারটা অসহ্য লাগলো।
.
তুলি ড্রইংরুমে না বসে রুমে চলে গেছে। রাফি ড্রইংরুমে বসে উঁকিঝুঁকি মারছিলো। তখনই অহনা সিড়ি বেয়ে নিচে নেমে আসছিলো। রাফিকে উঁকি মারতে দেখেই অহনা নিচে নামতে নামতে বললো, এ্যাই ছেলে তুমি কাকে খুঁজছো! হুম?
অহনার কথায় রাফি কাশি দিয়ে ওঠে। অহনা নিচে নেমে এসেছে৷
রাফিঃ মানে আন্টিকে খুঁজছিলাম!
.
মুখে রাফি এটা বললেও মনে মনে রাফি তুলিকে খুঁজছিলো। তার তো তুলির সাথে গল্প করার কথা ছিলো। কিন্তু তুলি তো এখানে না বসে ভিতরে চলে গেছে।
অহনাঃ এ্যাই ছেলে আবার কি ভাবছো?
রাফিঃ আমি আন্টিকেই খুঁজছিলাম। আমার আবার বাড়ি যেতে হবে তো। তাই ভাবছিলাম আন্টিকে বলেই যাই।
তখনই আফতাব চৌধুরী ড্রইংরুমে চলে এলো৷
আফতাব চৌধুরীঃ যাবে মানে! এখনি কিসের যাওয়া। আমার ছেলের পিছনে তুমিও কম খাটুনি করো নি। তাই আজ আমাদের সবার সাথে রাতের খাবার খেয়ে তবেই যাবে!
রাফিঃ ইয়ে মানে আংকেল!
আফতাব চৌধুরী রাফির পিঠে চাপড় দিয়ে বললেন, কোনো মানে টানে নেই! বড্ড ভালো ছেলে বাবা তুমি! তুমিও তো আমার ছেলের মতোই। বাবার কথা ফেলতে নেই৷
রাফিঃ জি আংকেল।
.
মনে মনে রাফি বেশ খুশিই হলো। এই সুযোগে তুলির সাথে হয়তো আবারও দেখা হয়ে যাবে। মনিরা বেগম রৌদ্রের ঘরে কফির মগ হাতে নিয়ে ঢুকতেই খেয়াল করলেন রৌদ্র খুব মনোযোগ দিয়ে উপরে দেয়ালের দিকে তাকিয়ে আছে।
মনিরা বেগমঃ কি বাবা! কি এতো চিন্তা করছিস!
মায়ের কথায় রৌদ্র এদিকে ঘাড় ঘোরালো৷
রৌদ্রঃ কিছুনা মা! রাফি চলে গেছে?
মনিরা বেগমঃ না। রাতের খাবার খেয়ে যাবে।
রৌদ্র মনে মনে ভাবছে, আগে তো বেটা আমার বাড়িতেই আসলেই নানান রকমের তাড়া দেখাতো। এখন হঠাৎ করে সেটা কিভাবে পাল্টে গেল! ওরে তো আমি ভালো করেই চিনি। ঘাবলা তো একটা নিশ্চয়ই আছে! ব্যাটার মতলবটা কি!
.
অহনা তুলির রুমটায় এসে দেখলো তুলি বিছানায় বসে বিছানার চাদরের দিকে তাকিয়ে থেকে কি যেন এক মনে চিন্তা করছে। অহনা যে রুমে এসেছে, সেটা ও বুঝতেই পারেনি৷
অহনাঃ কিরে কি এতো ভাবছিস!
অহনার কথায় তুলি চমকে উঠলো।
তুলিঃ আপা তুই? দুলাভাই কোথায়?
অহনা বিছানায় বসতে বসতে বললো,ওর আর কাজ কি, ডাক্তার সাহেব হাসপাতালে গেছেন রোগী দেখতে। কিন্তু তোর মুখটা এতো শুকনো লাগছে কেন?
তুলিঃ আপা?
অহনাঃকি?
তুলি বিছানা থেকে উঠে দাড়িয়ে একটু সামনে এগিয়ে গেল। অহনাও উঠে তুলির পিছনে পিছনে যেতে যেতে বললো, আরে কি হয়েছে?
তুলি অহনার দিকে মুখ করে ঘুরলো।
তুলিঃ আপা শোন?
অহনাঃ হুম। কি হয়েছে?
তুলিঃ আপা আমার কি জানি হইছে!
অহনাঃ কি হয়েছে?
তুলিঃ আপা! আপা আমি সারাক্ষণ তোর ছোট দেবররে নিয়া ভাবি! বড়ই শরমের কথা! আমি এক সেকেন্ডের লিগা তারে ভুলবার পারিনা। আমার লাইগাই তার এমনডা হইছে! আমার এহন সারাক্ষণ শুধু হের চিন্তা হয়! আমি কি করুম আপা?
অহনাঃ ধুর পাগলী!
তুলিঃ আপা আমি তার চিন্তায় ঘুমাইবার পারিনা। সারাক্ষণ তারে চোক্ষের সামনে দেখবার মন চায়!
অহনা এবার তার দুই ভ্রু নাচিয়ে বললো, প্রেমে ট্রেমে আবার পরিস তো! হুম?
তুলিঃ পিরিত? আমি কিছু জানিনা আপা! আমি তার চিন্তায় খাইবার পারিনা, ঘুমাইবার পারিনা, সব সময় তার সুন্দর মুখডা আমার চোক্ষের সামনে ভাসে!
অহনাঃ হুম বুঝলাম। সিরিয়াস কেস! তোর প্রেম রোগ হয়েছে।
তুলিঃ কি কস আপা! এহন আমার কি হইবো!
অহনাঃ কি আর করবি! প্রেমে ডুবে থাক। হাহাহা…
তখনই অহনার ফোনের রিংটন বাজতে শুরু করে। আকাশ ফোন দিয়েছে। অহনা কলটা রিসিভ করে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল।
.
মেঘ নীলাকে বাড়ি পৌঁছে দিতে এসেছে। নীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে মেঘ নীলাকে বলছে, দয়া করে এবার বাড়ির ভিতরে যা! তোর বাবা মা নিশ্চিয়ই অনেক চিন্তা করছে। পরে এসব ব্যপার তো সেই আমার ঘারে এসেই পরে। তোর বাবা তো শুধু আমাকেই সন্দেহ করে!
তখনই উপরে দুতলায় বারান্দা থেকে দাঁড়িয়ে নীলার বাবা রেজা খান জোরে জোরে চেচিয়ে বলে উঠলেন,কে? জামাই বাবা? তা বাবা তুমি বাহিরে দাঁড়িয়ে কেন! ভিতরে এসো! আমার মেয়েকে নিয়ে বাড়ির ভিতরে এসো বাবা!
.
নীলার বাবার কন্ঠস্বর শুনে ভয়ে মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফিসফিস করে নীলার কানে কানে বললো, সেই তো আমায় আবার বিপদে ফেললি! এতোক্ষনে তুই তোর বাড়ির ভিতরে ঢুকে গেলেই পারতিস! ইয়া মাবুদ আজ আমায় রক্ষা করো। আবার না কোন বিপদে আমায় ফেলে!
রেজা খানঃ কি হলো তোমরা এখনো বাহিরে দাঁড়িয়ে কেন।
.
ভয়ে মেঘ ঘামতে ঘামতে নীলাকে নিয়ে নীলাদের বাড়িতে পা দিলো। ভিতরে যাওয়ার পরও রেজা খান মেঘকে জামাই বাবা জামাই বাবা বলেই ডেকে যাচ্ছে। ভয়ে মেঘ আরও ঘামতে শুরু করেছে। আজ নিশ্চিত জামাই আদর করেই এরা ছেড়ে দেবে।
রেজা খান চিল্লিয়ে বললেন,কই গো আমাদের জামাই বাবার খাতির যত্ন আর খাবার দাবাবের ব্যবস্থা করো।
এসব শুনে মেঘের অবস্থা আরও খারাপ হয়ে যায়। নীলা তার রুমে চলে গেছে ফ্রেস হতে।
মেঘঃ এসব আপনি কি বলছেন আংকেল!
রেজা খান এবার চেচিয়ে উঠলেন, আরে, কিসের আংকেল! বাবা বলো বাবা!
.
ভয়ে মেঘ ঢোক গিলতেও পারছে না। গলায় কিছু যেন আটকে পরেছে। আজ নিশ্চিত বড় রকমের কোনো গনধোলাই দেয়ার জন্য উনি এরকম নাটক করে অভিনয় কার্য চালিয়ে যাচ্ছেন। উনাকে আজ পাকা ভিলেন মনে হতে লাগলো।
মেঘঃ পানি! আমি পানি খাব!
রেজা খান মেঘের পিঠে চাপড় দিয়ে মেঘকে শোফার দিকে ঠেলে দিলেন তারপর বললেন, আরে বসো বেটা! আরাম করে বসো!
কই গো, জামাই বাবার জন্য শরবত পাঠিয়ে দেও।
মেঘ ধপ করে শোফায় বসে পরলো। ভয়ে মেঘ প্রচুর ঘামতে শুরু করেছে। রেজা খান মেঘের এমন অবস্থা দেখে বলে উঠলো,বাবা কোনো সমস্যা?
মেঘের কথা যেন আটকে গেছে। সে শুধু মাথা নাড়িয়ে না বোধহয় উত্তর দিলো। ড্রইংরুমে সত্যি সত্যি শরবতসহ বিভিন্ন রাজকীয় সব খাবার এসে গেলো।
রেজা খানঃ নেও বাবা এবার খাওয়া শুরু করো করো! আমি নীলাকেও ডাকছি। নীলা? মামনি এখানে এসো!
.
ওদিকে ডাইনিং টেবিলে খেতে বসে রাফির চোখ শুধু তুলির দিকেই যাচ্ছিলো। তুলি একটু খেয়েই উঠে যায়। মুখটা ছিলো তার ভীষণ মলিন। সিড়ি বেয়ে উপরে উঠে সোজা রৌদ্রের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। যা হবার হবে এটা ভেবে তুলি সাহস নিয়ে ভিতরে ঢুকে পরলো। ভিতরে ঢুকে দেয়ালের দিকে চোখ যাওয়ার সাথেই লজ্জায় তুলি মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাঁড়ালো৷ রৌদ্র শুয়ে থেকে ওয়াল টিভিতে ভিডিও গান দেখছিলো। সেদিনের মতো শুধু ব্রা পেন্টি পরা মেয়েদের নাচ দেখছিলো সে। রৌদ্র টিভিটা তাড়াতাড়ি অফ করার জন্য রিমোটটা চাল্লাচ্ছে কিন্তু ওটা কোনো কাজ করছেনা। লজ্জায় তুলি রুম থেকে বের হয়ে যেতেই দরজার কাছে এসে রাফির সাথে ঢাক্কা খেল। রাফি তখনই রুমের ভিতরে ঢুকছিলো। সেই সময়ই রৌদ্র টিভিটা অফ করতে সক্ষম হয়।
তুলিঃ আরে ধ্যাত! আপনে খালি আমার লাগে বারি খান ক্যান?
রাফি তার মুখ সামনের দিকে বারিয়ে তুলির মুখের কাছে গিয়ে বললো, কেন ভালোই তো লাগে!
শুয়ে থেকেই রৌদ্র বলে উঠলো, তুই! আর তুমি কেন এসেছিলে তুলি?
তুলিঃ আপনি ঠিকমত রাইতে খাইছেন কিনা হেইডাই জানবার আইছিলাম! আপনে না খাইলে যে আমিও খাইবার পারিনা হেইডা কি আপনে জানেন?
.
তুলির মুখে এই কথা শুনে রাফির মুখ আমাবস্যার অন্ধকারের মতো হয়ে গেলো। রাফির মুখের ভঙ্গি এভাবে বদলে যাওয়াটা রৌদ্রের চোখ এড়ালো না। কেন যেন এতে সে একটু সস্তি পেল আর তুলির দিকে তাকিয়ে মিষ্টি করে বললো,আমি খেয়েছি তুলি! তুমি খাওনি?
তুলি মাথা নিচু করে আছে৷
রৌদ্রঃ কি হলো! তুমি খাওনি?
রাফি তো নিজের চোখে দেখেছে তুলি অল্প একটু খেয়েছে। রাফির মনে এবার ভয় ধরতে লাগলো। রৌদ্রের প্রতি কি তুলির কোনো দুর্বলতা জন্মেছে। না তা হতে দেয়া যায় না। তার আগেই তুলিকে হাত করে নিতে হবে।
.
তখনই রৌদ্র আর রাফির ডিপার্টমেন্টের কয়েকজন সুন্দরী ক্লাসমেটরা হুড়মুড় করে রুমের ভিতরে ঢুকে পরলো। যারা তাদের ক্রাশ বয়ের প্রেমে পরে ডুব সাঁতার কাটছে। ওরা রৌদ্রকে দেখতে এসেছে। কিন্তু এই মুহুর্তে রৌদ্রের মনোযোগ এখন তুলির দিকে। রৌদ্র রাফির গতিবিধি তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করছে৷
রাফিঃ তোরা কিছুক্ষণ গল্প কর! আমি একটু আসছি!
মেয়ে গুলোকে দেখে তুলি রুম থেকে বের হতেই রাফিও তুলির সাথে রুম থেকে বের হয়ে গেল৷ ব্যপারটা রৌদ্রের কাছে ভাল লাগলো না। রৌদ্রের খুব অসহ্য লাগছে। এরা কি বলছে কিছুই রৌদ্রের কানে যাচ্ছে না। এক পর্যয়ে বিরক্ত হয়ে এদের রুম থেকে চলে যেতে বললো। রৌদ্র বালিশের পাশে থাকা ফোনটা হাতে নিয়ে রাফিকে কল করলো,কই তুই?
রাফিঃআমি তুলিকে নিয়ে একটু ছাদে এসেছি! কেন?
এটা শুনে রৌদ্রের মেজাজ আরও খারাপ হয়ে গেল। এবার সে বির বির করে বলতে লাগলো, যা সন্দেহ করেছিলাম তাই, নিশ্চয়ই ব্যাটার তুলির দিকে নজরটা পরেছে!
.
চলবে….

#প্রেমনগর
পর্বঃ২২
লেখাঃনীলাদ্রিকা নীলা
.
তুলি আশেপাশে একবার তাকিয়ে তারপর রাফির দিকে তাকালো।
তুলিঃ আপনি কি আমারে উনার কোনো কথা বলার লাইগাই ছাদে লইয়া আইছেন?
রাফিঃ কার কথা?
তুলিঃ ওই যে উনি, আপনার বন্ধু!
এই কথা শুনে রাফি ছাদের দেয়ালে হাত দিয়ে জোরে একটা বারি দিলো আর মনে মনে কটমট করতে করতে বলছে, আমি কি ওকে ওর কথা বলতে এখানে এসেছি!
তুলিঃ আপনি এমন করতাছেন ক্যান! কি হইছে আপনের?
রাফি রেগে বললো, কি হয়েছে বোঝো না!
তুলিঃ আমি ক্যামনে বুঝবো! আচ্ছা উনার কাছে এতো মাইয়া মানুষ আসে ক্যান!
তুলির কথা শুনে রাফি আরও রেগে গেল, কেন আসে বোঝো না? তার মেয়ে মানুষ পছন্দ!
তুলিঃ তারে কইয়া দিবেন, আমার এগলা ভালা লাগে না। আমি কিন্তু সহ্য করবার পারুম না। যাই।
বলেই তুলি হন হন করে হাটতে হাটতে সিড়ি দিয়ে নেমে চলে গেল। রাগে রাফি দেয়ালে আরেকটা জোরে বারি দিলো।
.
রৌদ্র বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই মনিরা বেগম বলে উঠলেন, একি বাবা তুই উঠছিস কেন! তোর তো এখন ওঠা যাবে না।
রৌদ্র অস্থির হয়ে আছে।
রৌদ্রঃআমি ছাদে যাব!
মনিরা বেগমঃ এই অবস্থায় তুই সিড়ি উঠবি কেন?
রৌদ্রঃআমি যাব!
মনিরা বেগম কড়া গলায় বলেন,এখন কোথাও যাওয়া যাবে না চুপচাপ এখানে শুয়ে থাক।
.
তখনই রুমের ভিতরে তুলি এসে উপস্থিত হয়। তুলিকে দেখার সাথেই রৌদ্র মনিরা বেগমের দিকে তাকিয়ে বললো ,ঠিকাছে মা। আমি এখন ছাদে যাব না। তুমি এখন যাও।
মনিরা বেগমঃ হীরের টুকরো ছেলে আমার!
মনিরা বেগম রুম থেকে চলে যেতেই রৌদ্র রেগে তুলির দিকে তাকিয়ে বললো, রাফির সাথে তোমার এতো কিসের কথা,যে ওর সাথে তোমার ছাদে যেতে হবে?
তুলিও চট করে সাথে সাথে উত্তর দেয়,আপনেরও মাইয়া গুলান সাথে এতো কিয়ের কতা!
রৌদ্র চোখ তীক্ষ্ণ করে তুলির দিকে তাকালো।
.
তখনই রুমের ভিতর রাফি ঢুকে পরে। রুমের ভিতর ঢুকেই রাফি কাশি দিয়ে উঠলো। চমকে উঠে তুলি পিছিয়ে যায়। রাফি ভালো করেই জানে এখনকার ঔষধের মলমটা কি। তাই ক্লিকবাজি করতে রাফি ফোন করে ক্লাসের থাকা রৌদ্রের সুন্দরী বান্ধুবিদের এখানে আবারও আসতে বলে দিয়েছে৷ তুলি রুম থেকে চলে গেলো।
রাফি হাসতে হাসতে বলছে, তুলি মেয়েটা খুব ভালো বুঝলি! আমার সাথে অনেক গল্প করলো।
রাফির কথা শুনে রৌদ্রের গা জ্বলে যাচ্ছে।
রৌদ্রঃ হুম। খুব ভালো মেয়ে। সব সময় আমার রুমের সামনে এসে ঘুর ঘুর করে। আর উঁকি দিয়ে আমায় দেখে।
.
শোনার সাথে সাথে রাফির হাসি মুখটা বন্ধ হয়ে যায়। রাফি জোর করে মুখে হাসি আনার বৃথা চেষ্টা করে বললো, তোর ড্যাসিং চেহারা তো তাই দেখে আর কি কিন্তু তোর ওর দিকে নজর দেয়ার কি দরকার বল! সহজ সরল মেয়ে। ওকে ওর মতো থাকতে দে।
রৌদ্রঃ সে ভাবিকে বলেছে, বেচারিটা নাকি আমার প্রেমে পরেছে।
সাথে সাথে রাফি শকড খেল। চমকে উঠে বললো, কি? কি বললি তুই? মানে তুলি এটা বলেছে? তুলি এটা নিজের মুখে বলেছে?
রৌদ্র মাথা নাড়ালো। তারপর বললো, নিজের মুখে বলবে না তো কি অন্যের মুখে বলবে!
.
রাফির গলা শুকিয়ে গেছে আর মুখটা আমাবস্যার অন্ধকারের মতো করে আছে। সেই সময় রৌদ্রের ক্লাসের সুন্দরী মেয়ে গুলো রুমে হুড়মুড় করে ঢুকে পরলো।
রায়িসাঃ ও ডারলিং! তুমি এখন কেমন আছো?
রৌদ্র ওদের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললো, তোমরা!
পৃথাঃ তোমায় দেখতে এলাম জান!
রাফি বললো, তোরা গল্প কর! আমি একটু পানি খেয়ে আসি।
.
বাধ্য হয়ে মেঘ নীলাদের বাসায় ডিনার করলো। নীলার বাবা রেজা খান বললেন, আজ রাতে এখানেই থেকে যাও জামাই বাবা!
মেঘ মনে মনে বলছে, এইবারেই বোধহয় উত্তম মাধ্যম শুরু করে দেবে! কুরবানীর আগে পশুকে ভালো করে খাইয়ে দাইয়ে যেমন করে আদর যত্ন করা হয়। তেমনি আজ বলির পাঠার মতো আমাকেও এরা তাই করবে! মাবুদ রক্ষা করো!
মেঘ একটা ঢোক গিললো আর নীলার দিকে তাকাতেই নীলা তার এক চোখ টিপ দেয়।
মেঘ জোর করে হাসার চেষ্টা করে বললো, ইয়ে মানে না আংকেল!
নীলাঃ না মানে কি হ্যা! কোনো মানে টানে নেই। এখন চল তো ছাদে গিয়ে গল্প করি! চল।
নীলা মেঘের বাহু ধরে মেঘকে টানতে টানতে সিড়ি দিয়ে নিয়ে যাচ্ছে।
.
সময় রাত সাড়ে এগারোটা।
তুলি রৌদ্রের ঘরে যাবার জন্য ড্রইং রুমের কাছে আসতেই শোফায় বাসা রাফিকে দেখতে পেলো।
রাফিও তুলিকে দেখে হাতে থাকা নিউজ পেপারটা নামিয়ে বলে উঠলো,কোথায় যাচ্ছিলে! রৌদ্রের ঘরে বুঝি? গিয়ে লাভ নেই! ও এখন বান্ধুবিদের সাথে বিজি!
রাফির কথা শুনে তুলি আহত হয়ে বললো,কি! হেরা আবার আইছে!
সাথে সাথে তুলি দৌড়ে সিড়ি দিয়ে উঠে রৌদ্রের ঘরের দিকে চলে গেল। দরজা থেকেই উঁকি দিয়ে দেখলো, ভিতরে রৌদ্রের বেডে ওর কাছে দুইজন মেয়ে এবং বাকি তিনজন মেয়ে চেয়ারে বসে আছে।
এই দৃশ্য দেখার সাথে সাথে তুলির মন খারাপ হয়ে গেল। যেন আকাশে মেঘ জমেছে। তুলি সিড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো৷ নিচে আসার সাথেই রাফি খুব উৎসাহ নিয়ে জিগাসা করলো, কি দেখলে!
তুলি আস্তে করে উত্তর দেয়, হ দেখলাম!
রাফি বিজয়ের হাসি হাসতে হাসতে বলছে, বলেছিলাম না, ও এখন সুন্দরী মেয়েদের সাথে ব্যস্ত! ওকে কি আর এখন পাবে তুমি! ওসব ছাড়ো বুঝলে!
তুলির চোখ দুটো পানিতে টলমল করছে।
তুলিঃ হ ঠিকই কইছেন! উনার মতো সুন্দর পোলা সুন্দরী মাইয়ার দিকেই তো তাকাইবো! আমার মতো মাইয়ারে কি আর দেখবো!
.
কাঁদতে কাঁদতে তুলি আবারও তাড়াতাড়ি সিড়ি দিয়ে উঠে অহনার ঘরে চলে গেল।
তুলির চোখে পানি দেখে রাফির সামান্য খারাপ লাগলেও রাফি এটাই চাইছিলো। রৌদ্রের জন্য তুলির দুর্বলতা নষ্ট হয়ে যাক আর সেই মুহুর্তেই রাফি তুলিকে পাকাপাকি ভাবে প্রপোজ করবে।
.
অহনা রুমে বসে আকাশের সাথে ফোনে কথা বলছিলো।
আকাশঃ জান এখন রাখি। আমাকে এখন একবার পেশেন্টদের দেখে আসতে হবে।
অহনা আদুরে গলায় বললো, তুমি আমায় সময়ই দেও না।
আকাশঃজান আজ সারাদিন তোমার সাথেই তো ছিলাম তবুও বলছো আমি তোমায় সময় দেই না!
অহনা আবারও আদুরে গলায় বলছে, হয়েছে থাক। আচ্ছা যাও! লাভ উ!
আকাশঃ লাভ উ টু মাই জান। উম্মাহ!
.
আকাশ ফোন রাখতেই অহনা এদিকে ফিরে তাকাতেই তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখলো।
অহনাঃএকি তুই কাঁদছিস কেন!
তুলি এগিয়ে এসে অহনাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করে দেয়।
অহনাঃ আরে কি হয়েছে বলবি তো!
তুলি কাঁদতে কাঁদতে বলছে, আপা তোর দেবর তো কত গুলান সুন্দরী মাইয়া গো লগে! আমার দিকে কি সে আর তাকাইবো! আপা আমার বুকটা পুইড়া যাইতাছে আপা!
.
চলবে….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here