প্রেম_এসেছিলো_নীরবে (৫)
সাদিয়া_জাহান_উম্মি
রুম অন্ধকার করে ফেইরি লাইট্সগুলো জ্বালিয়ে নিলো প্রাহি।অবশেষে আজ সারাদিন শেষে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটলো।প্রাহি নিজ ঘর থেকে দৌড়ে গেলো হেমন্তের ঘরের দিকে।হেমন্ত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিলো।প্রাহি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে প্রায় একপ্রকার লাফাতে লাফাতে বললো,
-” ধন্যবাদ ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ।”
হেমন্ত হাসলো।পিছনে ফিরে বোনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে,
-” আমার পিচ্চিটার মন খারাপ ছিলো সেটা কি আমি সহ্য করতে পারি?তাই তো তার মুখে এই হাসিটুক দেখার জন্যে ছোট্ট একটা উপহার আনলাম।তাতে যে এই পিচ্চিটা এতো খুশি হবে ভাবতেই পারিনি।”
প্রাহি মুচকি হেসে বলে,
-” তুমি আমার বেস্ট ভাই।”
-” আচ্ছা?”
-” হুম।এখন আমি একটু রুমে যাই হুম।আরেকটু ভালোভাবে ফেইরি লাইট্সগুলো দিয়ে সাজিয়ে নেই।”
হেমন্ত হেসে সম্মত্তি দিলো।প্রাহি আবারও দৌড়ে নিজের রুমে গেলো।বাকি ফেইরি লাইট্সগুলো ভালোভাবে বিছানার চারপাশে লাগিয়ে ক্ষান্ত হলো। প্রাহি পিছনে না ফিরিই হালকা একটু পেছাতে লাগলো।কিন্তু হঠাৎ নিজের পিছনে কারো অস্তিত্ব অনুভব করলো।ভয় পেয়ে পেছনে ফিরতে নিলেই কারো গম্ভীর কন্ঠস্বর,
-” ডোন্ট মুভ!”
এই একটা বাক্যে প্রাহি জমে বরফ হয়ে গেলো।এটা তো অর্থের গলার আওয়াজ।কিন্তু অর্থ ওর রুমে কি করছে?কিন্তু এইবার অর্থ যা করলো এতে যেন প্রাহির নিঃশ্বাস আটকে গেলো।অর্থ প্রাহির পিঠের চুলগুলো হালকা হাতে সরিয়ে দিলো।কিন্তু ওর হাত প্রাহির শরীর স্পর্শ করেনি।তারপর প্রাহির কানের কাছে মুখ এগিয়ে নিলো।এতে অর্থের গরম নিঃশ্বাস প্রাহির কাধে আর কানে এসে বারি খাচ্ছে।এতে প্রাহি সারাশরীর ভূমিকম্পের মতো কেপে উঠলো।অর্থ তার শীতল কন্ঠে বলে,
-” সকালের খাবারের জন্যে এই উইল নট থ্যাংক ইউ।বাট ইট ইজ ফোর ইউ।”
সাথে সাথে অর্থ প্রাহির হাতটা ধরলো।এতে প্রাহির কাপা-কাপি আরেক দফা বেড়ে গেলো।অর্থ প্রাহির হাতে চিকন স্বর্নের একটা ব্রেসলেট পড়িয়ে দিলো।তারপর প্রাহির কানের কাছে মুখ নিয়ে বললো,
-” ব্রিথ!”
আর এক সেকেন্ড দারালো না অর্থ।দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করলো।এইদিকে প্রাহি যে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলো প্রায় তা অর্থ ওকে নিঃশ্বাস না নিতে বললে ও তো নির্ঘাত মারা যেতো।লোকটা আর একটু হলে ওর জান কবজ করে নিয়ে যেতো।প্রাহি কাঁপতে কাঁপতে বিছানায় গিয়ে ধপাস করে সুয়ে পড়লো।কিছুতেই নিজেকে সামলাতে পারছে না প্রাহি।ও তো চাইছিলো অর্থ শুধু তার খাবারের প্রসংশা করুক।কিন্তু সে যে এমন ভয়ানক একটা কাজ করবে জানা ছিলো না প্রাহির।
…..
শাওয়ারের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে অর্থ।ঝর্নার পানিগুলো তার শরীর বেয়ে বেয়ে পরছে।একটু আগে নিজের করা পাগলামিগুলো ভাবছে সে।এমনটা কিভাবে করলো ও?ও তো এমন ছিলো না।তাহলে কালের থেকে ওর কি হলো।মেয়েটা তো একটু খাবারই রান্না করেছে ওর জন্যে।একটা থ্যাংক্স বললেই তো হতো।বাট এতোকিছু করার কি হলো?কেন সেই ব্রেসলেটটা কিনতে গেলো সে।কেন সকালের অফিসে যাওয়ার আগে প্রাহির মলিন মুখটা দেখে ওর সারাটা দিন বিষাদময় কেটেছে।কেন ওই মেয়েটার মুখে এক চিলতে হাসি ফুটানোর জন্যে ওর জন্যে উপহার কিনে আনলো।জানা নেই কিছু অর্থের।শুধু এটুকু জানে সারাটাদিন পর মেয়েটার হাসি মুখটা দেখে ওর ভীষন ভালো লাগছে, ভীষন।সাওয়ার নেওয়া শেষে অর্থ বেরিয়ে আসলো।নিচ থেকে রায়হানা বেগম ডাকছেন সবাইকে খাবারের জন্যে।অর্থ নিজের পোষাক পড়ে নিচে চলে গেলো ডায়নিং এ।অর্থ গিয়ে নিজের চেয়ার টেনে বসে পড়লো।পুরো টেবিলে চোখ বুলিয়ে দেখলো সবাই এসেছে শুধু প্রাহি বাদে।অর্থের ভ্রু-কুচকে এলো।এই মেয়ে খেতে আসলো না কেন? হেমন্ত হালকা রাগি কন্ঠে হিয়া উদ্দেশ্য করে বললো,
-” ডিনারে সবাই আসেনি কেন হিয়া?”
হিয়া আমতা আমতা করে বললো,
-” ভা..ভাইয়া প্রাহির নাকি খেতে ইচ্ছে করছে না।”
অর্থ রাগি চোখে তাকিয়ে বললো,
-” ওর রুমে যা এন্ড টেল হার দ্যাট এক্ষুনি নিচে নামতে। এতো রঙ ঢঙ এই বাড়িতে চলবে না।”
হিয়াজ সিকদার বললেন,
-” অর্থ এটা কেমন ধরনের কথা?”
অর্থ এক চামচ বিরিয়ানি মুখে দিয়ে বললো,
-” নাথিং বাবা।”
হিয়া ভয়ে ভয়ে প্রাহির রুমের দিকে দৌড় দিলো।গিয়ে দেখলো প্রাহি উপুর হয়ে বালিশে মুখ গুজে সুয়ে আছে।হিয়া জলদি করে ডাকলো,
-” এই প্রাহি, প্রাহি। উঠ জলদি উঠ।”
প্রাহি হিয়ার এমন কন্ঠস্বর শুনে ধরফরিয়ে উঠে বসলো।বললো,
-” কি হয়েছে আপু?তুমি এমন করছো কেন?”
হিয়া হাপাতে হাপাতে বলে,
-” জলদি নিচে চল।যমরাজ ক্ষেপেছে।তুই এখন নিচে না গেলে টর্নেডো আসবে।”
প্রাহি বুজতে না পেরে বললো,
-” মানে কি বলছো আপু তুমি?”
হিয়া প্রাহির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে,
-” মানে বুজা লাগবে না।তুই এখন নিচে চল।”
হিয়া প্রাহিকে নিয়ে ডায়নিং টেবিলে এসে বসিয়ে দিলো।প্রাহি আড়চোখে অর্থের দিকে তাকিয়ে দেখলো অর্থ তার দিকেই রাগি চোখে তাকিয়ে আছে।প্রাহি ভয় পেয়ে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলো।সবাই এবার খেতে শুরু করলো।প্রাহি কোনরকম খেয়ে আর খেতে পারছে না আর অর্থের ভয়ে উঠতেও পারছে না।প্লেটে খাবার নাড়াচাড়া করছে শুধু।আসলে ওর একদম খিদে নেই।খাবে কিভাবে? সন্ধ্যায় কতোগুলো ফুচকা খেলো হেমন্ত নিয়ে এসেছিলো ওর জন্যে।এইবার কি করবে প্রাহি।অর্থ খাওয়ার মাজে বার বার তাকাচ্ছে প্রাহির দিকে।প্রাহিকে অনেক্ষন যাবত খেতে না দেখে রাগে ফুসছে সে।এইবার না পেরে টেবিলে জোড়ে বারি দিয়ে রাগি কন্ঠে বলে,
-” এই মেয়ে এই,হুয়াট্স ইউর প্রোবলেম?খাচ্ছো না কেন তুমি হ্যা?”
প্রাহি এইবার এমন ভয় পেলো যে সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠলো।কাঁদতে কাঁদতেই বলে,
-” আ..আমি আর খে..খেতে পারছি না।”
অর্থ চিৎকার করে বলে,
-” কেন খাবে না?হ্যা?কি সমস্যা?”
প্রাহি এইবার জোড়েসোড়েই কেঁদে উঠলো।অর্থ ধমকে উঠে,
-” স্টপ ক্রায়িং ইউ স্টুপিট।”
রায়হানা বেগম এইবার চেচিয়ে উঠলেন,
-” কি হচ্ছে কি অর্থ এইভাবে চিৎকার চেচামেচি করে মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন?দেখছিস না খেতে পারছে না।তাহলে এইভাবে ধমকানোর মানে কি হ্যা?”
নুরুল আমিন ও অসন্তুষ্ট নাতির এমন কাজে।তিনি বলেন,
-” দাদু ভাই বাচ্চা মেয়ে ও।এইভাবে ধমকাচ্ছো কেন ওকে?না খেতে পারলে খাবে না।এইভাবে ওকে ভয় দেখাচ্ছো কেন?”
হিয়াজ সিকদার বললো,
-” প্রাহি মা যাও তুমি তোমার রুমে চলে যাও।আর খাওয়া লাগবে না।একটু পর আমি রায়হানা কে দিয়ে তোমার জন্যে দুধ পাঠিয়ে দিবো।সেটা কিন্তু অবশ্যই খাবে।নাহলে তোমার বড়বাবা কিন্তু রাগ করবে।”
প্রাহি বাচ্চাদের মতো দুহাতে চোখের জল মুছে নিয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো।একপলক অর্থের দিকে তাকিয়ে তারপর দৌড়ে চলে গেলো।হিয়া আর হেমন্ত ভয়ে চুপসে আছে অর্থের এমন রাগ দেখে।তাই তারা ভয়ে ভয়ে জলদি জলদি খেতে লাগলো।অর্থ রাগে ফোসফোস করছে।সাহস কতো বড় মেয়েটার সবাই বললো আর ওমনি চলে গেলো।অর্থের কথার কোন দাম নেই।এর শাস্তি পেতে হবে ওকে।অর্থ ওকে খেতে বলেছে ও পুরোটা খাবার খেয়ে তারপর যাবে।কিন্তু মেয়েটা খেলো না।এটুকু পিচ্চি একটা মেয়ে।শরীরে মনে হয় এক কেজি গোস্তও হবে না।এমন চিকন শরীর নিয়ে চলবে কিভাবে ও?অর্থ সবার দিকে রাগি চোখে তাকিয়ে নিজেও খাবার টেবিল হতে হনহন করে নিজের রুমে চলে গেলো।এদিকে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইলো।
#চলবে,,,
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।কেমন হয়েছে জানাবেন।