প্রেম_নিবেদন Part – 12

0
2091

story- প্রেম_নিবেদন Part – 12
Writer- #Nur_Nafisa

.
.
আরাফ- তারপর আমিও বেরিয়ে এলাম। এতক্ষণে নাফিসা দিনার কাছে চলে গেছে। আমি ওদিকে শিহাবের কাছে গেলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ বলছে,
.
– হিমেল নাফিসাকে আমার ভিষণ পছন্দ হয়েছে। ভাবিকে বলে দেখ না, আমার সাথে রিলেশন করিয়ে দেয় কিনা!
.
আরাফ- আমি পিছনে তাকিয়ে দেখি দিনার হাসব্যান্ড আর ওই ছেলেটা। মেজাজ তো আমার চরম খারাপ হয়ে গেছে ?
.
.
হিমেল- রিলেশন করানোর কি দরকার! তোর মাকে বলে নাফিসার বাসায় বিয়ের প্রস্তাব পাঠা তা হলেই তো হয়!
.
আরাফ- এবার আমার মনে ভয় কাজ করছে। ?
শিহাব রেগে এগিয়ে যাচ্ছে ছেলেকে মারার জন্য। আমি বাধা দিলাম।
.
শিহাব- বাধা দিচ্ছিস কেন? ভাবিকে নিয়ে কি বলছে তুই শুনছিস না! ?
.
আরাফ- বাদ দে, ও কি জানে আমি নাফিসাকে পছন্দ করি!
.
শিহাব- তাহলে এখন কি করবি? যদি বিয়ের প্রস্তাব পাঠায়, আর ওরা রাজি হয়ে যায়!
.
আরাফ- কিছু ভালো লাগছে না। বাসায় চলে যাবো। কিন্তু নাফিসাকে এখানে রেখে কিভাবে!
.
শিহাব- তাহলে এখানেই থাক। বলা যায় না, ওই ছেলে যদি আবার কিছু করে বসে!
.
আরাফ- হুম, আরও ২ঘন্টার মতো এখানে থাকলাম। তারপর দেখলাম দিনা বিদায় নিয়ে চলে যাচ্ছে।
.
রোহান – নাফিসা তুমি একা যাবে কিভাবে? চলো আমি এগিয়ে দিয়ে আসি।
.
নাফিসা- ধন্যবাদ, আমি সবসময় একাই যাই, এটা আমার কাছে নতুন কিছু না। আল্লাহ হাফেজ।
.
আরাফ- আমি মনে মনে অনেক খুশি হলাম।?
.
নাফিসা- রিকশার জন্য দাড়িয়ে আছি, ১টা রিকশাও নেই। আজ প্রোগ্রাম থাকায় মানুষ বেশি, রিকশা পাওয়া মুশকিল। ওফ!
.
আরাফ- আমি কিছুটা সামনে হেটে ১টা রিকশা নিয়ে এলাম। তারপর আমি রিকশা থেকে নেমে,
নাফিসা, এটায় উঠে যাও।
.
নাফিসা- ? প্রয়োজন নেই। আপনিই যান।
.
আরাফ- হুম আমি জানি, আমিই তোমার জান ☺️
.
নাফিসা- আমি জান বলিনি, আপনাকে এখান থেকে যেতে বলেছি ?
.
আরাফ- ওই একই কথা, এবার উঠো।
.
নাফিসা- বলেছি না, যাবো না।?
.
আরাফ- ওফ! জেদ করো না তো! তোমার চেয়ে আমার জেদ বেশি। এখন চুপচাপ উঠে পড়ো, এখানে রিকশা পাবে না। আর ভয় নেই, আমি তোমার সাথে যাচ্ছি না৷ তুমি একাই যাবে।
.
নাফিসা- তারপর আমি উঠে পড়লাম। রিকশা অনেকটা সামনে এগিয়ে এলো, আমি পিছনে তাকিয়ে দেখি আরাফ হেটে আসছে।
.
– মামা, রিকশা একটু থামান তো।
.
আরাফ- রিকশা আর নেই, তাই হাটছিলাম। হটাৎ দেখলাম নাফিসার রিকশা থামানো! তারপর দ্রুত পায়ে সেখানে গেলাম।
.
– কি ব্যাপার? মামা রিকশা থামালেন কেন? কোনো সমস্যা?
.
নাফিসা- আমিই বলেছি থামাতে।
.
আরাফ- কেন?
.
নাফিসা- আপনি হেটে যাচ্ছেন কেন? ওইযে পিছনে আপনার বন্ধু বাইক নিয়ে আসছে, তার সাথে গেলেই পারেন।এটা বলার জন্যই।
.
আরাফ- ওহ, আচ্ছা। আমিতো ভাবলাম!
.
নাফিসা- মামা চলেন এবার।
.
(আসলে, আরাফকে সাথে নেয়ার জন্যই রিকশা থামিয়েছি। হঠাৎ রিকশার ছোট আয়নায় দেখলাম পিছনে শিহাব বাইক নিয়ে আসছে, তাই আমি হাফ ছেড়ে বাচলাম। কারণ ওর সাথে যাওয়া আমার কেমন জানি লাগছিলো)
.
আরাফ- শিহাব…
.
শিহাব – কিরে তুই না রিকশা নিলি!
.
আরাফ- নাফিসার জন্য।
.
শিহাব – ? তোকে সাথে নেয় নি! বাইকে ওঠে পড়, নামিয়ে দিয়ে আসি।
.
আরাফ- হুম।
.
আরাফ- বাসায় এসে পড়লাম। কিন্তু ১টা ভয় কিছুতেই কাটছে না! ? নাফিসাকে কি আমি হারিয়ে ফেলবো! ওর যদি অন্য কারো সাথে বিয়ে হয়ে যায়!
.

রাতে,,, আব্বু, আম্মু, নিসা ও আমি একসাথে খেতে বসেছি।
.
আরাফ- আব্বু ১টা কথা ছিলো।
.
আব্বু – হুম বলো।
.
আরাফ- আব্বু, আমি বিয়ে করবো।
.
আব্বু সাথে সাথে বিষম খেল! নিসা দ্রুত পানি এগিয়ে দিলো।
.
নিসা- ভাইয়া, খেতে বসে কেউ এমন মজা করে!!?
.
আব্বু- আরাফ, তুই তো মজা করে আমার দম আটকে ফেলছিলি! ?
.
আরাফ- আব্বু মজা করছি না, সত্যি বলছি?
.
আব্বু-? মেহেরিমা, তোমার ছেলে কি বলে! গত কয়েকদিন ধরে অনেক পরিবর্তন দেখছি আরাফের!
.
আম্মু- যা শুনছো তাই বলছে। এতোদিন আমার পিছু লেগেছে, এখন তোমার পিছু ?
.
আব্বু- হাহাহা, তা মেয়েটি কে?
.
নিসা- আম্মুকে যে রক্ত দিয়েছে সে ?
.
আব্বু – তাই নাকি! ? খুব ভালো একটা মেয়ে। তাহলে আর দেড়ি কি! তুই আর তোর আম্মু যা বিয়ের প্রস্তাব নিয়ে ?
.
আরাফ- ওয়াও আব্বু! you r great ?
.
আম্মু- বয়েই গেছে আমার ?। তোমার ছেলে ওই মেয়ের যোগ্য না।
.
আরাফ- ? আম্মু আমি কি আগের চেয়ে অনেকটা change হইনি! প্লিজ আম্মু!
.
আম্মু- তাদের বাসায় যাওয়ার পর যদি জিজ্ঞেস করে ছেলে কি করে! তখন আমি কি বলবো!? কোনো অপ্রতিষ্ঠিত ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে ওরা!?
.
আরাফ- ? আব্বু আমি তোমার অফিস জয়েন করবো। তাও আম্মু প্লিজ তুমি রাজি হয়ে যাও। আম্মু দেড়ি করলে আমি নাফিসাকে হারিয়ে ফেলবো ??
.
আব্বু- আরে আরে! আরাফ তুই কান্না করছিস কেন! চুপ থাক, তোর আম্মু যাবে। দরকার পড়লে আমিও যাবো।
.
আরাফ- সত্যি!
.
আব্বু- হুম কালই যাবে তোর আম্মু। এবার খাবার শেষ কর। ?
.
আরাফ- হুম ?
.
খাবার শেষ করে রুমে এসে পড়লাম।
-ইয়েস!!! নাফিসা অবশেষে তুমি আমার ?
.
নিসা- (দৌড়ে এসে) ইয়াহু! ভাইয়া, তুমি বিয়ে করবা আমার তো বিশ্বাসই হচ্ছে না, I’m so exited! বাসায় নতুন ভাবি আসবে! ?
.
আরাফ- নিসাকে জোরে ১টা চিমটি দিলাম।
.
নিসা- আউচ!☹️ এভাবে কেউ চিমটি কাটে!
.
আরাফ- এবার বিশ্বাস হয়েছে? ?
.
নিসা- ? বিয়েটা কর আগে, প্রতিশোধ নিবো।
.
আরাফ- হাহাহা, দেখা যাবে ?
.
.
চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here