প্রেম_নিবেদন Part- 14

0
1976

story- #প্রেম_নিবেদন Part- 14
Writer- #Nur_Nafisa

.
.
নাফিসা- আমি মেয়েটিকে পাশের দোকানের বেঞ্চে বসালাম। ব্যাগে ওয়ানটাইম ছিলো, কাটা জায়গায় লাগিয়ে দিলাম। কাদে না আপু, এই যে দেখো কিছু হয় নি। তোমার নাম কি?
.
বাচ্চাটি- মাইশা।
.
নাফিসা- কত সুন্দর নাম! কোন ক্লাসে পড়ো?
.
মাইশা- ক্লাস 2তে।
.
নাফিসা- তুমিতো বড় হয়ে গেছো। এতো বড় মেয়ে কাদে! সবাইতো পচা বলবে। আর কাদবে না, ঠিক আছে?
.
মাইশা- আচ্ছা। ?
.
নাফিসা- ?তারপর ওর চোখের পানি মুছে দিলাম। এখন স্কুলে যেতে পারবে?
.
মাইশা- হুম পারবো।
.
নাফিসা- (দোকানদারকে) আংকেল, 1টা চিপস দিনতো।
.
দোকানদার- নেও। খুব ভালোইতো বাচ্চা সামলাইতে পারো ?
.
নাফিসা- তাই নাকি!?
.
দোকানদার- হ..?
.
নাফিসা- আমি মাইশাকে চিপস দিয়ে স্কুল পর্যন্ত পৌছে দিয়ে ভার্সিটি চলে আসলাম। গেইটে ঢুকতেই হঠাৎ পিছন থেকে কেউ বললো,
.
– ভালোইতো বাচ্চা সামলাতে পারো!
.
নাফিসা- পিছনে তাকিয়ে দেখি আরাফ! ও এখানে! আর বাচ্চার কথাই কেন বললো! তাহলে কি এতোক্ষণ আমাকে ফলো করছিলো! কিন্তু আমিতো আশেপাশে দেখিনি তাকে!
.
– আপনি!
.
আরাফ- ?হুম চাশমিশ, আমি। কেমন আছো?
.
নাফিসা- আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
.
আরাফ- আমিও আলহামদুলিল্লাহ, তা আজ আবার আমি কেমন আছি তা জিজ্ঞেস করছো! আমার প্রেমে পড়ে যাওনি তো!?
.
নাফিসা- মোটেও না। একজন মুসলমানের দায়িত্ব আশেপাশের সবার ভালো-মন্দ খবর নেয়া, তাই জিজ্ঞেস করলাম।
.
আরাফ- ওহ আচ্ছা। তোমার সাথে আমার কিছু কথা আছে।
.
নাফিসা- আমার ক্লাস আছে এখন।
.
আরাফ- ক্লাস তো এমনিতেই ২৫মি miss করে ফেলেছো। আর বাকি আছে মাত্র ১৫মি।
.
নাফিসা- আমি ঘড়িতে তাকিয়ে দেখি, সত্যিই ?১ম ম্যাথ ক্লাস ছিলো, ওফ!
আচ্ছা বলুন কি বলবেন?
.
আরাফ- পুকুর পাড়ে চলো, সেখানে বসে বলি।কেউ নেই সেখানে।
.
নাফিসা- আজও মারার প্লান আছে নাকি!
.
আরাফ- ? কি বলছো তুমি, আমি ভালোবাসি তোমাকে।
.
নাফিসা- সেখানেই তো ভয়। আচ্ছা চলুন।
.
পুকুর পাড়ে এসে বসলাম,
.
নাফিসা- হুম বলুন।
.
আরাফ- Nafisa, I love you.
.
নাফিসা- এটা আগেও অনেক বার বলেছেন। আমি কাউকে ভালোবাসিও না, আর না কখনো ভালোবাসবো।
.
হঠাৎ আরাফ আমার পায়ের কাছে নিচের সিড়িতে হাটু গেড়ে বসে পড়লো আর আমার হাত ধরে বললো,
.
আরাফ- নাফিসা তুমি আমায় ভালোবাসো আর না-ই বা বাসো, প্লিজ আমাকে তোমায় ভালোবাসতে দাও। শুধু সারাজীবন আমার পাশে থাকো, প্লিজ।
.
নাফিসা- আরে হাত ছাড়ুন, কি করছেন!
.
আরাফ- #প্রেম_নিবেদন করছি।❤️ Will you marry me?
.
নাফিসা- never.
.
আরাফ- প্লিজ নাফিসা, ফিরিয়ে দিও না। তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলবো।
.
নাফিসা- আমি আর কিছু না বলে চলে আসলাম সেখান থেকে।
.
উঠে আসতেই দেখলাম সিড়ির উপরে দিনা দাড়িয়ে আছে।
.
-কিরে তুই কখন এলি?
.
দিনা- এসেছি অনেক্ষন আগেই, দূর থেকে দেখে ভাবছি আরাফ ভাইয়া বুঝি আজও তোকে পুকুরে ফেলবে। কিন্তু এখানে এসে তো দেখি #প্রেম_নিবেদন চলছে ?
.
আরাফ- দিনা বুঝাও একটু তোমার ফ্রেন্ডকে ?। তারপর আমি সেখান থেকে চলে এলাম।
.
নাফিসা- ?
.
দিনা- চল পা ভেজাবো ?
.
নাফিসা- ওকে।
.
আমরা দুজন সিড়িতে বসে পুকুরে পা ভেজাচ্ছি।
.
দিনা- নাফিসা, আরাফ ভাইয়া তোকে অনেক ভালোবাসে।
.
নাফিসা- তুই কি এখন তার সাপোর্ট করবি?
.
দিনা- না সাপোর্ট করছি না। আমি শুধু সত্যি টা বললাম। শুধু এইটুকু বলবো, যা বলছে তুই ভেবে দেখতে পারিস।
.
নাফিসা- ফ্রেশ মুডে ভার্সিটি এসেছি, মুড খারাপ করিস না। ?
.
দিনা- আচ্ছা আমি আর কিছু বলছি না। ?
.
নাফিসা- কিছুক্ষণ গল্প করে ২টা ক্লাস করেছি, তারপর বাসায় চলে এসেছি।
.
.
নাফিসা- সন্ধ্যায় পড়তে বসেছি, মা এসে পাশে বসলো।
.
– মা কিছু বলবে?
.
মা- হুম, আরাফের বাবা এসেছিলো আজ। অনেক্ষন তোর বাবাকে বুঝালো।
.
নাফিসা- ? বাবা রাজি হয়ে গেল?
.
মা- ওদের কথা দেয়নি, বলেছে তোর মতামত নিবে। তুই রাজি থাকলে তোর বাবাও রাজি।
.
নাফিসা- মা আমার ধনী ছেলে পছন্দ না। আর তাছাড়া ওরা অনেক ধনী, বলতে পারো কোটিপতি। ধনীরা বেশি অহংকারী হয়। আমার ওই আরাফকে একদম পছন্দ নয়?
.
মা- কেন ছেলে তো দেখতে সুন্দর, আচার-আচরণ ও অনেক ভালো। ফর্সা, লম্বা, শিক্ষিত, তোর সাথে মানাবেও ভালো।
.
নাফিসা- সেটাতো অনেক আগেই বুঝে গেছি তোমার পছন্দ হয়েছে। আমিযে তাকে আগে থেকেই চিনি। মনে আছে তোমার আমি কিছুদিন আগে জরিমানার স্বীকার হয়েছি। সেটাও এই ছেলের কাছেই।?
.
মা- ?তাই নাকি! কই ছেলেকে দেখে তো এমন মনে হলো না। আচ্ছা, তোর বাবাকে বলছি তাদের না করে দিতে।
.
নাফিসা- ? না, বাবাকে বলতে হবে না। তাহলে আমার উপর বাবার বিশ্বাস ভেঙে যাবে, বাবাতো কিছুই জানে না যে আমি কাজ করে জরিমানা পরিশোধ করেছি। আমিই কৌশলে তাদের না করবো।
.
মা- আচ্ছা, তবে এমন কিছু করিস না যাতে তোর বাবার সম্মানহানি হয়।
.
নাফিসা- মা তুমি নিশ্চিত থাকতে পারো ?
.
মা- হুম পড়।
.
.
আরাফ- আব্বুর সাথে ইশার নামাজ পড়ে বাসায় ফিরে সোফায় বসে আছি।
.
আব্বু- আরাফ, আজ নাফিসার বাসায় গেছি।তার বাবার সাথে কথা বলেছি।
.
আরাফ- রাজি হয়নি তো!?
.
আব্বু- রাজি হয়েছে, তবে নাফিসার মতামত জেনে কনফার্ম করবে।
.
আরাফ- ? নাফিসাতো কখনোই হ্যাঁ বলবে না!
.
আব্বু- কেন?
.
আরাফ- আব্বু ওর মতো মেয়ে আমি আর জীবনেও দেখি নি।
.
আব্বু- কেনো? কি হয়েছে? ও তো অনেক ভালো মেয়ে।
.
আরাফ- এটাইতো সমস্যা! তারপর আব্বুকে সব বললাম।
.
আব্বু- ভুল তো করেছিস, এখন ক্ষমা চেয়ে নে।
.
আরাফ- সেটাও বাদ রাখিনি। ক্ষমা করেছে কিন্তু বিয়ে করবে না।?
.
আব্বু- ? আমার দায়িত্ব আমি পালন করেছি, এবার বাকিটা তুই সামলা।আমি এর মাঝে নেই!
.
নিসা- হাহাহা… ?
.
আরাফ- ?
.
চলবে……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here