প্রেম_পায়রা ?️?️ ষট্বিংশ_পর্ব ( বোনাস পর্ব)

0
2087

প্রেম_পায়রা ?️?️
ষট্বিংশ_পর্ব ( বোনাস পর্ব)
লেখনীতে: ইনায়াত আহসান ( ছদ্মনাম)

ছায়ামূর্তিটা‌ পেছনে ফিরতেই বিস্মিত হয়ে উঠলো স্নিগ্ধ। মুখ দিয়ে অস্ফুট স্বরে শুধু উচ্চারিত হলো,

– ” অ,অ্‌,অরিন?”

ছায়ামূর্তিটা‌ সামনে এগিয়ে আসলো।
– ” হ্যাঁ মিস্টার আশফিন চৌধুরী স্নিগ্ধ! অরিন, অরিন সারাহ্!”
আশেপাশে ভালোভাবে পরখ করে নিল স্নিগ্ধ। না কোথাও মিশরাতের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে সৌরভ তাকে ফোন করে মিশরাতের‌ কিডন্যাপিং সম্পর্কে কথাগুলো বলল কেন?

– ” কি ব্যাপার কাকে খুঁজছো স্নিগ্ধ? মিশরাতকে?
সো স্যাড! মিশরাত এখানে থাকলে তো তুমি মিশরাতকে খুঁজে পাবে!”
অরিনের কথা শুনে সরু চোখে তাকালো স্নিগ্ধ।
– ” আমাকে এভাবে ধোঁকা দিয়ে এখানে আনার মানে কি মিস অরিন? আর সত্যি করে বলোতো তুমি আমার কাছে চাইছো টা কি!!
একবার শুধু মাত্র তোমার জন্য মিশরাত আমাকে ভুল বুঝেছে? জেনেশুনে এগুলো করার পেছনে তোমার কারণ কি অরিন!!”

বদ্ধ গোডাউন রুমে স্বল্প লালচে আলোর একটা লাইট জ্বলছে। আবছা আলোয় দুজনের চেহারাই স্পষ্ট।
– ” কারণ তো অনেকই আছে, মিস্টার স্নিগ্ধ। কিন্তু ঠিক কোনটা দিয়ে শুরু করবো বুঝে উঠতে পারছি না!
কোনটার জন্য হিসেব নিবো আগে? আমার অস্তিত্বকে মুছে দেয়ার জন্য না আমার আনানকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য!!”

আনানের নাম শুনতেই বুকটা ধক করে উঠল স্নিগ্ধর। অরিনের সাথে আনানের কিসের সম্পর্ক? আর কিসের অস্তিত্ব মুছে দেয়ার কথা বলছে সে?
স্নিগ্ধকে এভাবে ভাবনায় মগ্ন থাকতে দেখে অরিন হেসে উঠলো উচ্চশব্দে। আর সেটা কর্ণপাত হতেই জিজ্ঞাসু দৃষ্টিতে অরিনের দিকে তাকায় স্নিগ্ধ। অরিন এবার হাসি বন্ধ করে দিয়ে খুব গভীর ভাবে স্নিগ্ধর চোখে চোখ রাখল।

– ” কিছু কি দেখতে পাচ্ছো এ দু চোখে স্নিগ্ধ। দু বছর আগে লন্ডনের সেই চেনা পরিচিত রাস্তা, রাস্তায় পড়ে থাকা একটা মেয়ের রক্ত মাখা শরীর? কিছু কি মনে পড়ছে?”

অরিনের কথা শুনে স্নিগ্ধর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে ইতিমধ্যে।
-“এই সব কথা, বৈশিষ্ট্য সব তো একটা মানুষের সাথেই মিলে সেটা তো হলো,, না না এ হতে পারে না!”
মনে মনে বিড়বিড় করে বললো স্নিগ্ধ।
– ” এসব তো শুভ্রতার সাথে ঘটে যাওয়া সব ঘটনা! তুমি কি করে জানলে আর তোমার সাথে শুভ্রতার কানেকশন কি!!”
অরিনের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল স্নিগ্ধ।

– ” এখনো চিনতে পারো নি আমায় স্নিগ্ধ?
এই অরিন সারাহ্ ওপ্স সরি শুভ্রতাকে চিনতে পারো নি তুমি?
এই পাঁচ মাস তোমার সাথে ছিলাম আমি। এতোটা কাছাকাছি থেকেও চিনতে পারো নি? সো স্যাড তাইনা! কিন্তু কি আর করার বলো!
আমি আমার খেলাটাই ঠিক এমন ভাবে সাজিয়েছি যে সাপও মরবে লাঠিও ভাঙবে না!
তবে তোমার জন্য অনেক আফসোস হচ্ছে আমার স্নিগ্ধ!!”

শুভ্রতা নামটা শুনতেই স্নিগ্ধর শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। পুরো শরীর টাই ঝাঁকুনি দিয়ে উঠল। এ কি করে সম্ভব!!
– ” শ্‌,শু্,শুভ্রতা!!!
কিন্তু এটা কি করে সম্ভব!! শুভ্রতা তো দ,দু বছর আগে লন্ডনের সেই রাস্তায় রোড এক্সিডেন্টে ম,মারা যায়। তাহলে তুমি কি করে শুভ্রতা হতে পারো? হাউ ইজ ইট পসিবল!!”
কম্পিত কন্ঠে অরিনকে উদ্দেশ্য করে বলে উঠলো স্নিগ্ধ। চোখে মুখে কৌতুহলের বিশাল এক ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।

– ” অরিন ম্যাডামের উদ্দেশ্য তোরে‌ আর স্নিগ্ধরে দুইজনরে আলাদা কইরা দেয়া। আর যতদূর সম্ভব জানি স্নিগ্ধরে মাইরা ফালার প্ল্যান করতেছে ঐ মাইয়া!
এর বেশি আর কিছু জানি না আমি। আমারে এবার ছাইড়া দে! আমি পুলিশের কাছে যাইতে চাই না!!”

শেষের টুকু কানে না পৌঁছালেও প্রথম বাক্যটুকু কানে বাজছে মিশরাতের। স্নিগ্ধকে মেরে ফেলার কথা শুনতেই পুরো শরীর হিম হয়ে গিয়েছে।

– ” এখনো তো পুরোপুরি জিজ্ঞাসাবাদ শেষ হলো না রবিন সাহেব, পালাই পালাই করছেন কেন!
সবে মাত্র তো এটা স্বীকার করেছেন এখন আমাদের অরিনের এড্রেস দিন আর যেসব কথা এখন বলেছেন সেগুলোই কোর্টে গিয়ে রিপিট করতে হবে। আর বাদবাকি শাস্তি টুকু না হয় কোর্টেই ফয়সালা করা হবে।

এবার সোজাসুজি বলুন অরিন কোথায়!!”
ইশরাক এগিয়ে গিয়ে রবিনকে জেরা করা শুরু করে দিল। আর এদিকে মিশরাত ঠায় মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না। মনের মধ্যে হাজারো উদ্ভট চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে তার।

– ” কি বললো এগুলো রবিন? স্নিগ্ধ, স্নিগ্ধ কোথায় আপনি!!
আপনার কিছু হতে পারে না!”
মনে মনে বিড়বিড় করে উঠে মিশরাত।

– ” আমি সত্যিই জানি না অরিন কোথায় আছে! আমারে যাইতে দে!
আমি সবকিছু কবুল করছি তো। আমি পুলিশের কাছে যাবো না!!”

– ” সেটা তো করা যাবে না রবিন সাহেব! আফটার অল এতকিছুর পেছনে আপনি জড়িত ছিলেন। আপনাকে এতো সহজে কি ছাড়া যায় বলুন!!
অরিনের কোনো ঠিকানা না জানলেও তার পার্সোনাল বা কোনো হিডেন নম্বর তো অবশ্যই আপনার জানা যেটা দিয়ে অরিন আর আপনি যোগাযোগ করতেন। সেই নাম্বার দাও! ইমিডিয়েটলি!!
কন্সটেবল আবির, ইনাকে নিয়ে যান! আর নাম্বার টা কালেক্ট করুন ইনার‌ কাছ থেকে।”

ইশরাকের কথা মতো পেছনের গাড়ি থেকে আবির বেরিয়ে এসে রবিনকে ধরে ফেলে।

– ” এইটা ঠিক করলি না ফারাহ্‌! আমারে এত বড় ধোঁকা দিয়া পুলিশের কাছে ধরায় দিলি! আমি এর শেষ পর্যন্ত দেইখা ছাড়মু। আমি কইতাছি আমি এর চেয়ে বেশি কিছু জানি না!”
রবিনের কথাকে অগ্রাহ্য করে ইশরাকের ইশারায় আবির রবিনের হাতে হাতকড়া পরিয়ে দিয়ে গাড়িতে নিয়ে বসিয়ে রাখে।
এদিকে ইশরাক পেছনে ফিরতেই মিশরাতকে মূর্তির মত দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে।

– ” মিশরাত, আর ইউ ফাইন?
কি হয়েছে এভাবে স্টোন হয়ে দাঁড়িয়ে আছো কেন? রবিনের কথা ভাবছো? ডোন্ট ওয়ারি, আমি কথা দিচ্ছি আমি স্নিগ্ধর কিছু হতে দিব না!!”

মিশরাতের মাঝে তবুও তেমন কোনো ভাবান্তর ঘটলো না। চোখের কোণে অশ্রু জমে তা চিকচিক করছে।

– ” ইয়েস মিস্টার আশফিন চৌধুরী স্নিগ্ধ! ইউ আর রাইট। আমি অরিন‌ সারাহ্ ওরফে শুভ্রতা!
সেই শুভ্রতা যে কি না শুধু মাত্র তোমার জন্য তার চেহারা, তার অস্তিত্ব, তার ভালোবাসা আনানকে হারিয়েছে। তোমার জন্য সেদিন আনান আমাকে ফিরিয়ে দিয়েছিল!!”

– ” কি হাবিজাবি সব বলছো তুমি!! তুমি শুভ্রতা কি করে হবে ? শুভ্রতা তো ঠিক দু বছর আগে কার এক্সিডেন্ট করেছিল! আর ঐ হসপিটালের ডক্টর তো নিজেই আমাকে বলেছিল যে শুভ্রতা ইজ ডেড!
তাহলে তুমি নিজেকে শুভ্রতা বলে দাবি করছো কি করে!!”
স্নিগ্ধর কথায় অরিন মৃদু হাসলো। তবে সে হাসিতেই হাজারটা রহস্য লুকায়িত।

– ” হ্যাঁ বলেছে, ডক্টর তোমাকে বলেছিল যে শুভ্রতা ইজ ডেড। কিন্তু কি আর করার ডক্টরের কথা ভুল প্রমাণিত করে আমি বেঁচে গেলাম। তবে সেটা পুরোপুরি না! অর্ধেক মৃত হয়ে বেঁচে থাকলাম আট মাস। হসপিটালের সেই বেডে কোমায় কাটাতে হয় আট মাস!!
এই আট মাসের এক একটা মুহূর্ত আমার কাছে বিষের মতো লাগতো। তবে আট মাস পর যখন জ্ঞান ফিরেছিল তখনই আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিলাম।
যখন জানতে পেরেছিলাম এক্সিডেন্টে আমার চেহারার প্রায় ৬৮ ভাগ ড্যামেজ হয়ে গিয়েছে যার ফলস্বরূপ আমার চেহারা, শুভ্রতার চেহারাকে পাল্টে দেয়া হয়েছিল। সেদিন কোমা থেকে আসার পর পরই আমি দৌড়ে গিয়েছিলাম হসপিটাল থেকে আনানের‌ কাছে! কিন্তু সে কি করেছিল জানো!!
সে আমাকে ফিরিয়ে দিয়েছিল‌। আমাদের এতো দিনের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দিয়েছিল শুধু মাত্র তোমার জন্য।”

ক্রুদ্ধ কন্ঠে স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলে উঠলো শুভ্রতা। রাগে ক্ষোভে শরীর রি রি করছে।

– ” লাইক সিরিয়াসলি শুভ্রতা? তুমি আসলেই এসব বলছো?
আমার জন্য তুমি আনানকে হারিয়েছো? আমি যে ঠকেছিলাম? তার কি হবে?
আমি তো তোমাকে ভালোবাসতাম তাই না? অনেকটা পথ পাড়ি দিয়েও মাঝ রাস্তায় তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে! আর তুমি কি না বলছো যা কিছু হয়েছে সব আমার জন্য??”
আহত কন্ঠে প্রত্যুত্তরে বলে উঠলো স্নিগ্ধ।

—————

– ” মিশরাত! অরিনের লোকেশন পাওয়া গিয়েছে। আর ফোনটাও এখনো ওখানে অন করা আছে!”
ইশরাকের কথায় তড়িৎ গতিতে পাশ ফিরে তাকালো মিশরাত‌। শুকনো মুখে হালকা আশার আলো দেখা যাচ্ছে।

– ” সত্যি ইশরাক ভাইয়া? আমি স্নিগ্ধর কাছে যাব। প্লিজ আমাকে স্নিগ্ধর কাছে নিয়ে চলুন।”
অনুনয়ের ভঙ্গিমায় বললো মিশরাত‌।

– ” ডোন্ট ওয়ারি মিশরাত‌। লোকেশন খুব একটা বেশি দূরে না। ধানমন্ডির আশেপাশে একটা এরিয়ায় আছে অরিন। যেতে খুব একটা বেশি সময় লাগবে। তোমরা গাড়িতে বসে পড়ো, আমি আসছি!”

ইশরাকের কথামতো মিশরাত গিয়ে গাড়িতে বসে পড়লো। মনে মনে হাজার দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে।
– ” আই উইশ স্নিগ্ধ, আপনার কিছু হয় নি। আপনি ঠিক আছেন!!
আল্লাহ্ প্লিজ!!
স্নিগ্ধর যাতে কিছু না হয়! প্লিজ সেভ হিম!”
মনে মনে দোয়া দুরূদ পড়তে থাকে মিশরাত‌।

– ” হ্যাঁ তুমি আমাকে ভালোবাসতে! কিন্তু তোমার সাথে রিলেশনে যাওয়ার পর আমি বুঝতে পারি ধীরে ধীরে তোমার প্রতি আমার ফিলিংস গুলো আসলে ভালোবাসা ছিলো না! যেটা ছিল সেটা হলো ভালো লাগা! আর আনান? আনানের প্রতি যে ফিলিংস হচ্ছিল আমার মনে তাতে আমি আনানের প্রতি দুর্বল হয়ে পড়ি। আর সেটা আমি তোমাকে কয়েকবার জানানোর ও চেষ্টা করি! কিন্তু সুযোগ পাইনি।
আর এরই মাঝে তোমার বেস্ট ফ্রেন্ড আনান ও আমাকে তার ফিলিংস এর কথা জানায়। তাই আমি কোনো‌ কিছু না ভেবেই হ্যাঁ বলে দেই।

সেদিন সন্ধ্যায় ও আমি আর আনান একসাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিলাম। সেদিন তুমি ও সেখানে উপস্থিত ছিলে। কিন্তু আমাকে কিছু এক্সপ্লেইন করার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গিয়েছিলে তুমি!!
আর তারপর ই এক নিমিষেই আমার জীবনটাকে লন্ডভন্ড করে দিলে তুমি!!
আর তুমি বলছো তুমি কিছু করোনি ?”

অরিন ক্ষীণ কন্ঠে বলে উঠলো।
– ” হোয়াট দ্যা হেল শুভ্রতা! আর ইউ ম্যাড? কি সব উল্টা পাল্টা বলছো!
আমি তো তোমার মৃত্যুর কথা শুনে ২-৩ মাস পরেই বিডিতে চলে আসি!! আর তুমি বলছো কি না আনান আমার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে? আর ইউ লস্ট ইউর মাইন্ড?”

– ” আমি ঠিকই বলছি! তোমাদের বন্ধুত্বের কারণে আনান ফিরিয়ে দিয়েছিল আমাকে!
আমার ভালোবাসাকে!!
আর ঠিক সেদিন থেকেই আমি ঠিক করেছিলাম আমি প্রতিশোধ নিবো। আমি আবারও ফিরে আসবো তোমার জীবনে। তবে সেটা শুভ্রতা হয়ে না! অরিন হয়ে। আর দেখো আমি সেটাই করেছি। অরিন হয়ে তোমার লাইফে এন্ট্রি করেছি। মিশরাত আর তোমাকে আলাদা করে দিয়েছি! এখানে মিশরাতের কোনো ভুলই ছিল না। মিশরাত তো শুধু আমার খেলার একটা গুটি ছিল!!
আর মিশরাতকে ইউজ করেই আজকে তোমাকে এখানে আনা হয়েছে মিস্টার স্নিগ্ধ। আর সেই কাজে আমার সহযোগী কে ছিল জানো?
তোমারই হিডেন এসিস্ট্যান্ট সৌরভ!!”

অরিনের বলা কথায় একের পর এক দফা অবাক হচ্ছে স্নিগ্ধ। এই কথাটাও তার ব্যতিক্রম নয়।

– ” সৌরভ?”
– ” ইয়েস সৌরভ! ইউ নো এখনকার দুনিয়ায় অলমোস্ট সবকিছু টাকার উপরেই চলে। এটাও আলাদা কোনো বিষয় নয়।
যাক গে সে সব কথা। এখন সময় এসেছে সবকিছুর প্রতিশোধ নেয়ার। আর আমার প্রতিশোধ আমি তোমার মৃত্যু দিয়েই পূর্ণ করবো স্নিগ্ধ। আফসোস তোমার এই মৃত্যুর সময় তুমি তোমার প্রিয়জনকে এক নজর দেখতেও পারবে না।”

বলেই একমুহূর্ত দেরি করে পেছন একটা গান বের করে স্নিগ্ধর দিকে তাক করলো অরিন।

স্নিগ্ধ ও হালকা ঘাবড়ে যায়। অরিন মুচকি হেসে গানের ট্রিগারে যেই চাপ দিবে তখনি পেছন থেকে কেউ সজোরে স্নিগ্ধ বলে চিল্লিয়ে উঠে‌।

– ” স্,স্ন, স্নিগ্ধ!!!!!”
মিশরাতের গলার আওয়াজ পেয়ে পেছনে ফিরে তাকালো স্নিগ্ধ। মিশরাত হন্তদন্ত হয়ে ছুটে ভেতরে প্রবেশ করে গোডাউনের। পেছন পেছন ইশরাক আর ইরফান ও প্রবেশ করে ভিতরে।
মিশরাত সহ বাকি দুজনকে একসাথে দেখতে পেয়ে চমকে উঠে শুভ্রতা।

– ” তোমরা এখানে!!!”
অরিনের হাতে গান দেখে আঁতকে উঠে মিশরাত। গলা শুকিয়ে এসেছে তার।

– ” কি মনে করেছিলেন অরিন ম্যাডাম? আপনি চুপি চুপি স্নিগ্ধ আর মিশরাতকে আলাদা করে দিয়ে স্নিগ্ধকে মারার প্ল্যান করবেন অথচ আমরা কিছুই করতে পারবোনা? পুলিশকে কি গাধা মনে করেন?”
ইশরাক সোজাসাপ্টা গলায় বলে উঠলো।

– ” হাউ ডেয়ার ইউ? তোমাদের কে বলেছে আমার কথা!!
হু দ্যা হেল!”

– ” সে যেই বলুক না কেন! এখন হাতের ঐ পিস্তল টা বুদ্ধিমানের মতো নিচে ফেলে দিন! নাহলে কিন্তু পরিস্থিতি হিতের বিপরীতে চলে যেতে পারে।”

– ” আমাকে কি বোকা মনে হয়? আমি এত কিছু করেছি শুধুমাত্র আজকের দিনটার জন্য। আর আমাকে পিস্তল ফেলে দিতে বলছো!!
উহু!! আজকে তো আমি শুট করবোই। আর তাতে কেউ বাধা দিলে সেও মরবে। এন্ড ডোন্ট ডেয়ার!!”
একনাগাড়ে বলে কোনো সুযোগ না দিয়ে ট্রিগারে আঙুল চালিয়ে দেয় শুভ্রতা। এদিকে মিশরাত সেটা খেয়াল করতেই আতকে উঠে ।স্নিগ্ধের অনেকটা পাশে থাকায় কোনোকিছু না ভেবে স্নিগ্ধকে ধাক্কা দেয়।
পুরো পরিবেশ একটা গুলির আওয়াজে থমথমে হয়ে গিয়েছে। হঠাৎ করে ধাক্কা সামলাতে না পারায় স্নিগ্ধ গিয়ে পাশের কার্টুনের সাথে ধাক্কা খায়। পাশ ফিরে তাকাতেই ভয়ে কলিজার পানি শুকিয়ে এসেছে তার। পুরো শরীর হিম হয়ে আসছে। নড়াচড়ার বোধশক্তি টুকুও তার মাঝে নেই।
মিশরাতের চোখ বেয়ে অশ্রু টপটপ করে গাল বেয়ে নামছে। ব্যাথায় চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে সে। পেটের দিকটায় গুলি ছেদ করে ঢুকে গিয়েছে। যার ফলস্বরূপ পরিহিত সাদা জামাটা লালচে বর্ণ ধারণ করেছে। এদিকে শুভ্রতাও বেশ থতমত খেয়ে যায়। কিন্তু পরক্ষণেই আবারো গান তাক করতেই পাশ থেকে ইশরাক এসে শুভ্রতার হাত গান নিয়ে সজোরে একটা থাপ্পর বসিয়ে দেয় গালে।
– ” কন্সটেবল, এরেস্ট হার!!”

– ” না এ হতে পারে না!! আমার প্রতিশোধ আমি অপূর্ণ রাখতে পারি না। আমাকে ছেড়ে দাও!!”

শুভ্রতার কথায় ভ্রূক্ষেপ না করে ইরফান আর স্নিগ্ধ দৌড়ে মিশরাতের দিকে এগিয়ে যায়। ততক্ষণে মিশরাতের নিস্তেজ শরীর মেঝেতে এলিয়ে পড়েছে।
– ” মিশরাত, এই মিশরাত! চোখ খুলো‌। কিছু হবে না! কেন? কেন আমার জায়গায় এসে কেন দাঁড়ালে তুমি!!”

– ” বোন প্লিজ ওঠ! দেখ এমন পাগলামি করিস না! প্লিজ চোখ দুটো বন্ধ করিস না!”

ইরফান আর স্নিগ্ধ পাগলের মত প্রলাপ বকে চলেছে আর মিশরাত স্নিগ্ধর কোলে মাথা রেখে চুপটি করে সবটা শুনছে। মুখের মধ্যে স্মিত হাসি লেগেই আছে।

– ” ভাগ্য আমাদের এমন কেন স্নিগ্ধ?
আজ যখন সবটা ঠিক হয়ে যাওয়ার কথা তখনি আমার হাতে সময় নেই!
আমার কথাটাই বোধহয় সেদিন কবুল হয়ে গিয়েছিল।
সবটা ঠিক হবে! ভুল বোঝাবুঝি দূর হবে! কিন্তু সেদিন আর চাইলেও তোমার কাছে আমার ফেরা হবে না।
দেখো ঠিক সেটাই হচ্ছে।
মৃত্যু তোমার আর আমার মাঝখানে প্রাচীর গড়ে দিয়েছে। যেটা আর চাইলেও কোনোদিন ভাঙা সম্ভব না। এটাই আমাদের দুজনকে দূরে ঠেলে দিচ্ছে!
আমি চাইনি এমনটা হোক। এত কাছাকাছি এসেও আবার দূরে চলে যেতে হবে!
ভা,ভালো, ভালোবাসি স্নিগ্ধ!”

খুব কষ্ট করে বলে উঠলো মিশরাত‌। গলা ধরে আসছে বারবার। আর মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাস টাও তার সঙ্গ ত্যাগ করে দিবে!!………….

চলবে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here