বউ_যখন_কাজের_মেয়ে . পর্ব-২৪

1
3537

বউ_যখন_কাজের_মেয়ে
.
পর্ব-২৪
লেখক:-মান্না ইসলাম মাহিম
.
.
.
মাহিম:-কেন আপনার শিহাব ভাইয়ের কাছে গেলেই তো আপনার….
.
মাহিম আর কিছু বলার আগেই প্রিয়া রেগে মাহিমের শর্ট এর কলার টেনে ধরে
প্রিয়া:-মাহিম বাবু আপনি যদি আর একটাও বাজে কথা বলেন না।তাহলে আমি কিন্তু একদম খুন করে ফেলবো আপনাকে(কাদার মতো করে মাহিমের শর্ট এর কলার টেনে মাহিমের চোখের দিকে তাকিয়ে)
.
মাহিম:-(প্রিয়ার হাত দুটো সরিয়ে দিয়ে)বলেছি না রাগ দেখাবেন না আমায়।আপনি আপনার পাপ মুছে ফেলতে চাইছেন তাই তো বললাম।
.
প্রিয়া:-…
.
মাহিম:-এছাড়া তো আর কোন উপায় নেই।ভূল যখন করেছেন তখন এবার তাহলে শুধরেনিন।
.
প্রিয়া:-(কিছুক্ষন মাহিমের দিকে চুপ করে তাকিয়ে থাকার পর)মাহিম বাবু আপনি সত্যি একটা নোংরালোক অসভ্য চরিত্রহীন মানুষ একজন(রেগে মাহিমের দিকে তাকিয়ে কাঁদার মতো করেই)
.
এইবলে প্রিয়া রুম থেকে বেড় হয়ে যাচ্ছি এমন সময়
মাহিম:-এই কই যাচ্ছেন ড়াদান(প্রিয়ার হাত ধরে কাছে টেনে নিল)বলুন না কি হয়েছে আপনার(শান্ত ভাবে প্রিয়ার দিকে তাকিয়ে)
.
প্রিয়া:-আপনাকে আসলে আমি আর কি বলল কি বলা উচিৎ।সেটাই খোঁজে পাচ্ছি না।(মাহিমের চোখে দিকে তাকিয়েই)
.
মাহিম:-কিচ্চু বলতে হবে না আপনাকে।আপনি শুধু বলুন কি হয়েছে আপনার কেন এমন করছেন?
.
প্রিয়া:-(ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে)বললাম তো আমার কিছু হয়নি।তার পরেও আপনি কেন এক কথা বার বার জিঙ্গেস করছেন আমাকে(রেগে বিরক্তিকর ভাবে)
.
মাহিম:-
.
প্রিয়া:-আর আমার কিছু হলেও বা আপনার কি?আমি তো আপনার কেউ না(রেগে)
.
মাহিম:-…
.
প্রিয়া:-আর কিছু হলেও কেনই বা বলবো আপনাকে?কে হন আপনি আমার?সামনে তো আপনার বিয়ে।আমার কি হলো না হলো এইসব নিয়ে তো আপনার ভাবার কথা না।(রাগি কন্ঠে মাহিমের দিকে তাকিয়ে)
.
মাহিম কিছু বলছে না প্রিয়ার দিকে তাকিয়ে আছে।
.
প্রিয়া:-দেখুন আমি আপনাদের বাসায় কাজ করে খেতাম আপনাদের বাসার কাজের মেয়ে আমি।আগে কাজ করতাম এখন আমার আপনাদের বাসায় কাজ করতে ভালো লাগেনা তাই চলে এসেছি।সো আপনার আর কোন অধিকার নেই আমার উপর।
.
মাহিম এখনো নিশ্চুপ শুধু প্রিয়ার দিকে তাকিয়ে প্রিয়ার কথা গুলো শুনছে।
.
প্রিয়া:-আমার কি হলো না হলো এইসব জানার কোন অধিকারী আপনার নেই।
আমিও আপনার কেউ না আপনিও আমার কেউ না।আপনি এখানে এসেছেন আমাকে দয়া করতে তো তাহলে শুনুন।আমি চাই না আপনার দয়া।(রাগি কন্ঠে মাহিমের দিকে তাকিয়েই)
.
এইবলে প্রিয়া রুম থেকে বেড় হয়ে যাচ্ছিল এমন সময়
মাহিম:-তাহলে সেই রাতে আমি আপনার কে ছিলাম(প্রিয়ার পিছন থেকে)
.
প্রিয়া মাহিমের কথা শুনে থমকে গেলো।
তারপর পিছন দিকে ঘরে মাহিমের দিকে তাকালো।
.
মাহিম:-যেই রাতে নিজেকে উজার করে দিয়ে ছিলেন আমার কাছে।সেই রাতে আমি আপনার কে ছিলাম।(রেগে প্রিয়ার কাছে আসতে আসতে)
.
প্রিয়া:-(নিশ্চুপ)
.
মাহিম:-কি হলো বলুন কে ছিলাম সেই রাতে আমি আপনার?(প্রিয়ার একদম কাছে এসে)
.
প্রিয়া:-(নিশ্চুপ)
.
মাহিম:-চুপ রইলেন যে? বলছেন কেন?সেই রাতে আমি আপনার কে ছিলাম।বলবেন নাকি ধরে নিব যে আপনি আসলেই একজন চরিত্রহীন মহিলা।
.
প্রিয়া এখনো নিশ্চুপ কিছুই বলছে না।
.
মাহিম:-আপনি শুধু চরিত্রহীন নন আপনি একজন স্বার্থপরও বটে।এতদিন আপনাকে আমাদের বাসায় কাজের ব্যবস্থা করে দিলাম খাওয়ার ব্যবস্থাও করে দিলাম।এমন কি আমার রুমেও আপনাকে থাকতে দিলাম।কিন্তু তার বিনিময় আমি কিছুই পেলাম না।
.
প্রিয়া:-(কিছুক্ষন চুপ করে থাকার পর)কেন তার বিনিময় আমি আপনাকে দিয়েছি তো।একটি রাত।আপনি তো এটাই চাইছিলেন তাই না।(মাহিমের চোখের দিকে তাকিয়ে)
.
মাহিম:-মানে কি বলতে চাইছেন আপনি সেদিন রাতে আপনি আপনার রিন শোধ করেছেন তাই তো
.
প্রিয়া:-ধরে নিন সেটাই(রেগে বিরক্তিকর ভাবে)
.
মাহিম:-তার মানে কি আপনি আপনার রিন এভাবেই শোধ করেন কি তাই তো??
.
প্রিয়া:-আপনার মতো অসভ্য মানুষ এইসব ছাড়া আর কিবা ভাবতে পারে
.
মাহিম:-একটু আগে যেটা বললাম তার উত্ররটা দিন(প্রিয়ার কাছে এসে)
.
প্রিয়া:-হুমম এভাবেই শোধ করি হয়েছে কি করবেন মারবেন আমাকে(রেগে বিরক্তিকর ভাবেই)
.
প্রিয়া কথাটা বল সাথে সাথেই মাহিম রেগে প্রিয়ার একহাত ধরে ঝটকা দিয়ে একদম তার কাছে টেনে নিয়ে হাতটা চেপে ধরে।
মাহিম:-এই আপনার সাহস হলো কি করে আপনি আমার সামনে দাড়িয়ে আপনি আমাকেই এইসব বলতে।(রাগি কন্ঠে প্রিয়ার দিকে তাকিয়ে)
.
প্রিয়া:-মাহিম বাবু হাতটা ছাড়ুন আমার লাগছে(হাতটা ছাড়ানোর চেষ্টা করে)
.
মাহিম:-আমার সামনে দাড়িয়ে আপনার এইসব কথা বলতে একটু ভয় করছে না(রেগে প্রিয়ার হাতটা আরো শক্ত করে চেপে ধরে)
.
প্রিয়া:-না করছে না ছাড়ুন আমাকে(রেগে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে)
.
মাহিম:-….
.
প্রিয়া:-দেখুন আপনার যা যা জানার ছিল তা সবকিছুই আপনার জানা হয়েগেছে।এবার আপনি এক্ষনি এখান থেকে চলে যান বলছি (রাগ দেখিয়ে)
.
মাহিম কিছু বলতে যাবে এমন সময় মাহিমের ফোনটা বেজে উঠলো।মাহিম ফোনটা বেড় করে দেখলো তুন্নি ফোন করেছে।মাহিম একবার প্রিয়ার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো।
.
মাহিম:-হ্যা বল(ফোনে)
.
তুন্নি:-কিরে কোথায় তুই আমি সেই কখন থেকে তোর জন্য অয়েট করে আছি।(ফোনে)
.
মাহিম:-আমি আজকে বাসায় ফিরবো না।তুই খেয়ে সুয়ে পর।
.
তুন্নি:-কেন কোথায় তুই?
.
মাহিম:-আমি একটা কাজে বাহিরে এসেছি।আজকে আর ফিরতে পারবো না।
.
তুন্নি:-কি এমন কাজ যে আজকে বাসায় ফিরবি না(রেগে)
.
মাহিম:-সেটা কাল আমি তোকে বাসায় ফিরে বলবো।বাই এখন রাখছি।
.
এইবলে মাহিম ফোনটা কেটে দিল।তারপর প্রিয়ার দিকে কিছুক্ষন চুপ করে তাকিয়ে থাকান পর।
মাহিম:-কাল ভোর হতেই আমি চলে যাব।(অভিমানী সুরে প্রিয়ার দিকে তাকিয়ে)
.
এইবলে মাহিম বিছার উপর গিয়ে সুয়ে পরলো।
প্রিয়া কিছুক্ষন চুপ করে মাহিমের দিকে তাকিয়ে থাকার পর রুম থেকে বেড় হয়েগেলো।
.
.
“কিছুক্ষন পর”
প্রিয়া রুমে আসলো।
প্রিয়া রুমে আশার পর দরজাটা লাগিয়ে দিল।
তারপর বিছানার কাছে আসলো।এসে দেখলো মাহিম ঘুমিয়ে পরেছে।কিছুক্ষন মাহিমের মুখের দিকে অন্যরকম একটা মায়ার দৃষ্টিতে নিয়ে তাকিয়ে থাকার পর।বিছানার চাদরটা মাহিমের গাঁয়ে উপর টেনে দিল।
তারপর মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পরলো।
.
.
.
“মাঝ রাতে”
কারো ভয়ানক শব্দে প্রিয়ার ঘুম ভাঙ্গে।প্রিয়া বুঝতে পারছে না শব্দটা কোথা থেকে আসছে।প্রিয়ার সুওয়া থেকে উঠে বসে পরলো।শব্দটা বিছানার উপর থেকে আসছে।
প্রিয়া ভয় পেয়ে তারাতারি উঠে লাইট টা অন করলো।তারপর মাহিমের কাছে গেলো।
.
প্রিয়া মাহিমের কাছে আসতেই দেখলো অমন করছে।
.
প্রিয়া কিছুই বুঝতে পারছে না মাহিম এমন করছে কেন?
প্রিয়া মাহিমকে ঘুম থেকে ডাকতে মাহিমের গাঁয়ে হাত দিতেই দেখলো জ্বরে মাহিমের গাঁ পুরে যাচ্ছে।সারা শরিল কাঁপছে মাহিমের।প্রিয়া মাথায় হাত দিয়ে দেখলো মাহিমের মাথা দিয়ে যেন আগুন বেড় হচ্ছে।যত তারাতারি সম্ভব মাথায় পানি দিতে হবে।
মাহিমের হঠাৎ এই অবস্থা দেখে প্রিয়ার কেন জানি চোখ দিয়ে পানি বেড় হয়ে আসলো।
প্রিয়া অনেক্ষন মাহিমকে ডেকে উঠানোর চেষ্টা করলো কিন্তু পারলো না।প্রিয়া কি করবে বুঝতে পারছে না।
তারপর কোন উপায় না পেয়ে প্রিয়া তার মামীকে ডেকে আনলো।
.
প্রিয়ার মামী এসে মাহিমকে দেখে মাহিমের হাতে পায়ে তেঁল মালিশ করতে লাগলো আর প্রিয়াকে বলল মাহিমের মাথায় পানি ঠালতে।
.
.
“কিছুক্ষন পর”
প্রিয়ার মামী দেখলো মাহিমের গাঁয়ের কাঁপুনিটা থেমে গেছে।
আর হাত পা গুলোও প্ররাই ঠান্ডা হয়ে এসেছে।
.
এরপর প্রিয়ার মামী প্রিয়াকে বলল অন্যরুম থেকে কম্বল আনতে।প্রিয়া দৌড়ে গিয়ে অন্যরুম থেকে কম্বল আনার পর।প্রিয়ার মামী ভালো করে মাহিমের গাঁয়ে কম্বলটা দিয়ে দিল।আর প্রিয়াকে বলল মাহিমের কপালে জল পট্টি দিয়ে দিতে।
.
এইবলে প্রিয়ার মামী রুম থেকে বেড় হয়েগেল।
.
এরপর প্রিয়া বসে বসে মাহিমের কপালে জল পট্টি দিয়ে দিচ্ছিল আর চোখের জল মুছছিল।
.
.
.
“সকাল বেলা”
প্রিয়া মাহিমের কপালে জল পট্টি দিতে দিতে যখন যে ঘুমিয়ে পরেছে বুঝতে পারেনি।প্রিয়া চোখতেই দেখলো মাহিম উঠে পরেছে মাহিম ভালো করে দাড়াতে পারছে না।প্রিয়া মাহিমকে দেখে তারাহুরো করে উঠে
প্রিয়া:-আরে আপনি এত সকাল সকাল উঠে পরলেন কেন?(মাহিমের কাছে যেতে যেতে)এরপর(মাহিমের গায়ে হাত দিয়ে)এমা এখনো তো দেখছি জ্বর আছেই আপনার গাঁয়ে।আপনি সুয়ে পরুন।
.
মাহিম:-আপনাকে কিচ্চু করতে হবে না আমার জন্য।আমি চলে যাচ্ছি।
.
এইবলে মাহিম রুম থেকে বেড় হয়ে যাচ্ছিল এমন সময় প্রিয়া মাহিমের সামনে দাড়িয়ে গেলো। মাহিমের দিকে তাকিয়ে দেখলো জ্বরে মাহিমের চোখ গুলো কেমন লাল হয়েগেছে।
প্রিয়া:-যতক্ষণ পর্যন্ত না আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন।ততক্ষণ পর্যন্ত আপনার কোথা যাওয়া হচ্ছে না।(মাহিমের দিকে তাকিয়ে)
.
মাহিম:-কেন কাল রাতে তো থাকতেই দিচ্ছিলেন।চলে যেতে বলে ছিলেন আমাকে(রেগে প্রিয়ার দিকে তাকিয়ে)
.
প্রিয়া:-যখন বলে ছিলাম চলে যেতে তখন যখন জান্নি তখন আপনার যাওয়ার হবে না।আপনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত।(শান্ত ভাবে মাহিমের চোখের দিকে তাকিয়ে)
.
মাহিম:-কাল রাতে যখন আপনি বলেছেন চলে যেতে তখন আমি চলে যাবই।(রাগ দেখিয়ে)
.
প্রিয়া:-আচ্ছা ঠিক আছে আমার ভূল হয়েছে আমি ভূল বলেছি।(কাঁদার মতো করে)
.
মাহিম:-পথ ছাড়ুন বলছি(রেগে)
.
প্রিয়া:-প্লিজ মাহিম বাবু আমার কথাটা শুনুন।
.
মাহিম:-আমি আপনার কোন কথাই শুনতে চাই না।আপনি সড়ুন বলছি(রাগ দেখিয়ে)
.
প্রিয়া:-আপনার গাঁয়ে এখনো অনেক জ্বর।এই অবস্থায় আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন না।আমি বললাম তো আমি ভূল বলেছি ক্ষমা চাইছি তো আপনার কাছে।আপনি প্লিজ এমন করবেন না।(হাত জোর করে কাঁদার মতো করেই)
.
মাহিম:-আমি চাই না আপনার দয়া সড়ুন বলছি।(রাগি চোখে প্রিয়া দিকে তাকিয়ে)
.
এইবলে মাহিম রেগে প্রিয়াকে হালকা ধাক্কা দিতেই প্রিয়া দরজার সাথে ধাক্কা লেগে কপাল কেটে রক্ত বেড় হয়ে আসলো।মাহিমও দেখলো পেলো প্রিয়ার কপাল কেটে রক্ত ঝরছে।
::::next:::::
পর্বটি ছোট্ট করে লেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
চেষ্টা করবো আগামীকাল অনেক বড় করে দেওয়ার।
.
জানি ভালো হয়নি বাট ভালো লাগলে জানাবেন।”ধন্যবাদ”

1 COMMENT

  1. কি ভাই শুধু প্রিয়া র কপাল কাটছে ওদের জর আসছে এই সব দিচ্ছেন একটু ভালো কিছু দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here