বউ_যখন_কাজের_মেয়ে …….New Update……. >পর্ব-৩৫

0
4114

বউ_যখন_কাজের_মেয়ে
…….New Update…….
>পর্ব-৩৫
লিখা-মান্না ইসলাম মাহিম
.
.
মাহিম:-কাল রাগের মাথায় আপনাকে ব্যাথা দিয়ে ফেলেছি,তার জন্য স্যরি!(প্রিয়ার চোখের দিকে তাকিয়ে)
প্রিয়া কিছুক্ষণ চুপ করে মাহিমের দিকে তাকিয়ে চোখে ফেলার পর..
প্রিয়া:-আপনার এই ব্যাথা দাওয়াটা না আমি এখন সহ্য করতে পারি….কিন্তু আপনার এই স্বান্ত্রনা দাওয়াটা সহ্য করতে পারি না(চোখে জল নিয়ে মাহিমের দিকে তাকিয়েই)
মাহিম কিছুক্ষণ চুপ করে প্রিয়ার দিকে থাকারর পর আর একবার প্রিয়ার কেটে যাওয়ার জায়গাটার দিকে তাকালো।তারপর আবার প্রিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো..
মাহিম:-একদিন যখন আমার কাছ থেকে দূরে চলে যাবেন।কোনকিছুই হয়তো মনে থাকবেন না।
কিন্তু এই ব্যাথাটা থেকে যাবে।আপনার মনে পরবে যে “আমার জীবন একজন মানুষ ছিল সে শুধু আমায় ব্যাথা দিয়েছে কষ্ট ছাড়া আর কিছু দেয়নি!
আপনার সুখের জীবনে না হয় এইটুকু ব্যাথা থেকেই গেলো(প্রিয়ার চোখের দিকে তাকিয়ে)
.
প্রিয়া মাহিমের কথা শুনে একদম নিশ্চুপ হয়েগেল।চোখে জল নিয়ে অবাক দৃষ্টিতে মাহিমের দিকে তাকিয়ে রইলো!মাহিম ও কিছু বলছে না চুপ করে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে আছে।দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে একদম নিশ্চুপ হয়ে আছে!
কিছুক্ষন পর মাহিম একটা শাড়ি বেড় করে প্রিয়ার দিকে দিয়ে…
মাহিম:-এটা আপনার জন্য এনেছি..
প্রিয়া কিছু না বলে অবাক দৃষ্টিতে তাকিয়ে শাড়িটা হাতে নিল!
মাহিম:-কালকে সকাল বেলা স্লান করে এই শাড়িটা পড়ে থাকবেন!কালকে আমার কিছু ফ্রেন্ড আপনাকে দেখতে।তারা কালী বিদেশে যাবে। আপনার রাতের রান্না খেতে আসবে(প্রিয়ার দিকে তাকিয়ে)
প্রিয়া”ওহ তার মানে তুমি তোমার প্রয়জনের জন্য আমায় us করবে।!মনে মনে মাহিমের দিকে তাকিয়ে প্রিয়া!প্রিয়াকে চুপ করে তার দিকে তাকিয়ে থাকা দেখে মাহিম বলে উঠলো..
মাহিম:-আপনার পছন্দ হয়েছে কি’না জানিনা।বাট আমার মনে হয় এই শাড়িতে আপনাকে অনেক সুন্দর লাগবে(প্রিয়ার প্রিয়ার দিকে তাকিয়ে)
প্রিয়া কিছু বলছে না চুপ করে মাহিমের দিকে তাকিয়ে আছে!
সকাল বেলা আজকে বাসায় কেউ নেই মাহিম আর প্রিয়া ছাড়া।অর্পা ওর ফ্রেন্ড এর বাসায় এখনো ফিরেনী।
গতকাল রাতে মাহিম এর মা-বাবা মাহিম এর বাবার ফ্রেন্ড এর ছেলের বিয়ে তে গেছেন!
সকাল বেলা মাহিম ঘুম থেকে উঠে দেখলো প্রিয়া নেই!মাহিম মনে মনে”প্রিয়া রুমে নেই।তার মানে ও স্লান করতে গেছে,আমার দেওয়া শাড়িটা ও পরবে!
মাহিম ফ্রেশ হয়ে রুমে প্রিয়ার জন্য ওয়েট করছে।
প্রিয়া কখন রুম আসবে।অনেক্ষন ওয়েট করার পর ও দেখলো প্রিয়া রুমে আসলো না!মাহিম মনে মনে ভাবছে”কি ব্যাপার প্রিয়া এখনো রুমে আসছে না কেন?ও কি তাহলে আমার দেওয়া শাড়িটা পরবে না।ওর গতকাল রাতের কিছুই মনে নেই নাকি?এটা ভাবতেই মাহিম খাটের উপর বসে পরলো।মনে মনে প্রিয়ার একটু রেগে বসে রইলো খাটের উপর!
একটু পরে…
প্রিয়া:-আপনার কপি?
প্রিয়ার কন্ঠ শুনে মাহিম বিরক্তিকর ভাবে প্রিয়ার দিকে তাকাতেই মাহিম চমকে উঠলো।মাহিম বসা থেকে উঠে অবাক দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে রইলো।প্রিয়া স্লান করে*************।।হাতে কপির কাপ নিয়ে দাড়িয়ে আছে প্রিয়া!
অপূর্ব সুন্দর লাগছে ঠিক যেন একটা পরী।***প্রিয়া একদম শান্ত হয়েগেলো।**কেউই কোন কথা বলছে না।দু-জনি একদম নিশ্চুপ হয়ে দুজন দুজনার চোখে দিকে তাকিয়ে আছে।
কিছুক্ষণ পর মাহিম প্রিয়াকে…** ***… করে ধরলো!কিছুক্ষণ পর প্রিয়া *******—-*!বাড়ির কলিংবেল বেজে উঠলো।এরপর মাহিম প্রিয়া রুম থেকে বেড় হয়ে আসলো!
(up..cg)
মাহিম দরজা খুলতেই দেখলো তার ফ্রেন্ডরা সবই এসে গেছে।এরপর সবাইকে প্রিয়ার সাথে পরিচয় করিয়ে দিল তারপর প্রিয়ার হাতের রান্না খেলো।
খাওয়া-দাওয়ার পর সবাই এক সাথে বসে গল্প করছে।প্রিয়া তাদের সাথে গল্প করলো তারা অনেক মজা করে প্রিয়া আর মাহিম কে কিছুই বললো!প্রিয়া সবার সাথে হেসে কথা বললেও ভিতরটা একদম ফেটে যাচ্ছে।শুধু মাহিম এর ফ্রেন্ড এর সামনে মাহিম এর অনেক মিথ্যে কথায় হ্যাঁ বলতে হচ্ছে।তাকে মিথ্যে স্ত্রীর অভিনয় করতে হচ্ছে।যদি সত্যি এমনটা হতো তাহলে হয়তো প্রিয়ার মতো সুখি আর কেউ হতো না!
মাহিম আর মাহিম এর ফ্রেন্ডরা তারা অনেক হাসাহাসি করছে।আর প্রিয়া একদম নিশ্চুপ।
প্রিয়ার মাথা ঘুড়ছে বমিবমি ভাব হচ্ছে।
এইসব কিছুই ভালো লাগছে না বাট বাধ্য হয়ে প্রিয়াকে এইসব-ই করতে হচ্ছে।প্রিয়া নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে অন্যরকম একটা মায়ার দৃষ্টিতে মাহিম এর দিকে তাকিয়ে আছে।
প্রিয়া এমনটা দেখে মাহিম এন এক ফ্রেন্ড বলল”আরে ভাবি কি হলো আপনার?(প্রিয়ার দিকে তাকিয়ে)
প্রিয়া চমকে উঠেনা কিছু না”বলেই প্রিয়া আর বসে থাকতে পারলো না।বেসিনের সামনে গিয়ে হড়হড় করে বমি করতে লাগলো।মাথাটার ভিতরে পছন্ড যন্ত্রণা করতে লাগলো।প্রিয়া বমি করে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার নাক দিয়ে রক্ত পরছে আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পরছে।এরপর মাথা চেপে ধরে বসেই চোখ বন্ধ করে ফেললো!এভাবে কিছুক্ষণ মাথা চেপে ধরে থাকার পর প্রিয়ার মাথার ভিতরে যন্ত্রণা একটু কমলো।এরপর প্রিয়া উঠে ফ্রেশ হয়ে নর্মাল হয়ে মাহিম এর ফ্রেন্ড সবার জন্য কপি বানিয়ে নিয়ে আসলো!কপি খেতে খেতে সবাই মিলে আরো কিছুক্ষণ হাসাহাসি আড্ডা দিয়ে,মাহিম ফ্রেন্ড-রা সবাই চলে গেলো!মাহিম তার ফ্রেন্ডদের এগিয়ে দিতে তার সঙ্গে বাহিরে চলে আসলো।তারপর তাদের বিদায় দিয়ে রুমে এসে দেখলো প্রিয়া একটু রাগি ভাবে খাটের উপর আছে।
মাহিম:-বলছি…
প্রিয়া:-আজকে আমি বলবো আপনি শুনবেন(বসা থেকে উঠে একটু রেগে)
প্রিয়ার কথা শুনে মাহিম অবাক হয়েগেলো আর অবাক দৃষ্টিতে চুপ করে প্রিয়ার দিকে তাকিয়ে থাকার পর…
মাহিম:-ওহ আজকে মনে হচ্ছে বকত্রিতা দিবেন।(মজা করে)
প্রিয়া:-হ্যা তাই!নাহলে আপনাদের মতো মানুষ আমাদের মতো মেয়েরা যে যন্ত্রু জানোয়ার নই।এটা তো ভুলেই যান!(একটু রেগে)
প্রিয়াকে এমন ভাবে কথা বলতে দেখে মাহিম আবার স্বান্ত ভাবে বলতে লাগলো..
প্রিয়া:-দেখুন আমি কিন্তু আপনাকে Thanks বলতে আসছি।…যে ভাবে আপনি আমার ফ্রেন্ড….
প্রিয়া:-দেখুন আমি আপনার প্রশংসা পাওয়ার জন্য কিছু করিনি।(বিরক্তিকর ভাবে মাহিমের দিকে তাকিয়ে)
মাহিম কিছুই বুঝতে পারছে না পপ্রিয়ার ততার সসাথে এমন ভাবে কথা বলছে কেন?মহিম কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর…..
মাহিম:-আচ্ছা বাদ-দিন।আজকের দিন কি জানেন?(প্রিয়ার দিকে তাকিয়ে)
প্রিয়া:-আমি আপনাদের এত শিক্ষিত না।এইসব দিন-ক্ষণ দেখে আমার কিছু হয় না।
আমি আপনাকে যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন।
মাহিম খেয়াল করলো প্রিয়া ওর সাথে কেমন রাগারাগি ভাবে কথা বলছে।কিছুই বুঝতে পারছে না।এতক্ষন ভালোই ছিল হঠাৎ আবার কি হলো।মাহিম কিছুক্ষণ চুপ করে প্রিয়ার দিকে তাকিয়ে থাকার পর…..
মাহিম:-ওকে বলুন কি বলবেন(শান্ত ভাবে)
প্রিয়া:-আপনি আজকে আপনার ফ্রেন্ড এর সামনে আমাকে এত অপমান কেন করলেন?(মাহিম এর দিকে তাকিয়ে)
মাহিম:-আমি আপনাকে অপমাণ করেছি?(অবাক দৃষ্টিতে তাকিয়ে)
প্রিয়া:-বুঝতে পারছেন না?নাকি জানেনি না যে কোনটা অপমাণ?
মাহিম:-দেখুন আমি যতদূর জানি যে আজকে অন্তত আমি আপনাকে একটাও বাজে কথা বলিনি।আপনাকে অপমাণ করিনি!
প্রিয়া:-আপনি মিথ্যে কথা বলেছেন।আপনি আপনার ফ্রেন্ড এর সামনে হাজারটা মিথ্যে কথা বলেছেন(রাগ দেখিয়ে)
প্রিয়াকে রাগ দেখিয়ে কথা বলাতে মাহিম একটু রেগে প্রিয়ার কাছে এসে বলল..
মাহিম:-এই আপনি নিজেকে কি মনে করেন?এত বড় বড় কথা বলছেন কেন?কে দিয়েছে আপনাকে এত সাহস?(রাগি কন্ঠে)
প্রিয়া কিছুক্ষণ মাহিম এর দিকে তাকিয়ে থাকার পর…
প্রিয়া:-শুনে ছিলাম চোরের মা এর বড় গলা।আজ সেটা আপনাকে দেখে প্রমাণ পেলাম(মাহিম এর কাছ থেকে সরে গিয়ে)
মাহিম:-মানে?
প্রিয়া:-মানে আপনি আমাকে নিয়ে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন আর আমি চুপ করে থাকবো?(মাহিমের দিকে তাকিয়ে)
মাহিম নিশ্চুপ প্রিয়ার দিকে তাকিয়ে কিছু বলছে না!
প্রিয়া:-আপনি আপনাকে নিয়ে যা খুশি তাই করুন। যত খুশি মিথ্যে কথা বলুন।কিন্তু আমাকে নিয়ে মিথ্যে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে?
মাহিম কিছু বলছে না।নিশ্চুপ হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছেই।
প্রিয়া:-আমি কবে যাচ্ছি আপনার সাথে Honeymoon এ?কখন যাচ্ছি(মাহিম এর দিকে তাকিয়েই)
প্রিয়া মাহিমের দিকে তাকিয়েই মাহিমের দিকে চুপ করে তাকিয়ে রইলো।এরপরমাহিম কিছুক্ষণ প্রিয়া দিকে তাকিয়ে থাকার পর…
মাহিম:-শতি লক্ষি।তাও যদি আমার কিছু অজানা থাকতো?
রাগি ভাবে প্রিয়ার দিকে তাকিয়ে বলেই বলেই মাহিম রেগে খাটের উপর বসে পরলো।
প্রিয়া:-কি জানেন আপনি?(রেগে মাহিম এর কাছে এগিয়ে আসতে)
প্রিয়াকে তার কাছে এগি এসতেই মাহিম রেগে বসা থেকে উঠে বলতে লাগলো..
মাহিম:-এই আমি আপনার সাথে ভালো ভাবে কথা বলছি বলে এটা ভাববেন যে আমি আপনার এইসব কিছু সহ্য করবো।(রাগি চোখে প্রিয়ার দিকে তাকিয়ে)
””waiting for next part””

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here