বজ্জাত বউ,পর্ব ২৪,২৫

0
940

বজ্জাত বউ,পর্ব ২৪,২৫
লেখিকা বিলকিস
পর্ব ২৪

অথৈ: দেখুন ( বলতে রাস্তায় ওপারে চোখ যেতেই চোখ দুটো বড় বড় হয়ে গেলো) ওটা পঁচা কুমড়ো আঙ্কেল টা না। ওনি তো এদিকে আসছেন। তাহলে কি জেনে গেলো গতো কাল আমি ওনার wife পরিচয় দিয়ে ড্রেসগুলো নিয়েছিলাম। কিন্তু জানবে কি করে। আবার জানতে পারে। যদি ৪০০০০ টাকা ভোরত চাই তখন আমি কি করবে। অথৈ তুই গেছিস। এখন কি করনো কিছু তে ওই পঁচা কুমড়ো আঙ্কেল সামনে যাবো না। আমি এখন পালাবো।
পরশ: তোকে আজ আমি ছাড়বোনা। কাল আমার ৪০০০০ টাকা গিয়েছে আজ সেটা আদায় করে নেবো। ( বলে রাস্তায় পার হতে লাগলো)
অথৈ: অথৈ কাথায় আছে নিজে বাঁচলে বাপের নাম। মামা এই নিন আপনার ২০ টাকা। আরে তাড়াতাড়ি নিন। ( বলে টাকা টা দিলো) দৌড় দিবো। না না আমি এখন দৌড় দেবো না লোকে কি বলবে। দুর আমি তো লোকের কথা পরোয়া করি না বলে জোড়ে জোরে হাটা শুরু করলো।
পরশ: আরে ওই মেয়েটা তো ওতো জোড়ে জোড়ে হাটছে কেনো। ও কি পালানো চেষ্টা করছে। পালিয়ে যাবি কোথায়। আমি তোকে ছাড়বো না।
অথৈ: হে আল্লাহ তুমি আজকে মতো রক্ষা করো পঁচা কুমড়ো আঙ্কেল টার হাত থেকে। ওই আঙ্কেল টা আমার পিছু পিছু আসছে কিনা একবার দেখি ( বলে পেছন ফিরে তাকালো) একি পঁচা কুমড়ো আঙ্কেল টা আমার পিছু পিছু আসছে।
অথৈ: এই মেয়েটা এতো দুতো হাঁটতে পারে। একবার ডাকি অথৈ অথৈ অথৈ দাড়াও বলছি। যদি না দাড়াও তাহলে কিন্তু খুব খারাপ হবে দাড়াও বলছি।
অথৈ: একি ওনি আমার নাম ধরে ডাকছে আবার দাড়াতে বলছে। না না আমি দাড়াবো না। দাড়ালে ও আমাকে গিলে খাবে। অথৈ তুই আরো জোড়ে জোরে হাট।
পরশ: অথৈ আমি জানি তুমি শুনতে পাচ্ছো। দাড়াও বলছি।
অথৈ : না না আমি কিছুতেই দাড়াবো না। এই রে জুতা টা ছিড়ে আর সময় পেলো না। এখন কি করি।
পরশ: এই মেয়ে ডাকলে দাড়াবে না আমাকে ধরতে হবে বলে পরশ আরো জোরে হাটা শুরু করলো
অথৈ: জুতা ছেড়ে যাবো। কিন্তু জুতাটা আমার খুব প্রিয়। জুতা ছেড়ে যাবে বরং জুতা জোড়া হাতে নেই বলে জুতা জোড়া হাতে নিতেই পেছন থেকে পরশ অথৈর এর সামনে এসে দাড়ালো।
পরশ: এই মেয়ে এতো করে ডাকলাম শুনতে পাওনি।
অথৈ: আপনি ডেকেছিলেন আঙ্কেল। আমি শুনতে পাই নি।
পরশ: একদম মিথ্য বলবে না। আমার ডাক তুমি শুনতে পেয়েছো।
অথৈ: পেয়েছি বুঝি আসলে গাড়ি শব্দ ছিলো তো তাই শুনতে পাই নি।
পরশ: টাকা বের করো।
অথৈ: কিসের টাকা
পরশ: কিসের টাকা মানে শপিং মলে টাকা
অথৈ: শপিং মল কোথায়কার শপিং মল।
পরশ: বুঝতে পারছো কোথাকর শপিং মল। এক থাপ্পার দিলে সব মনে পড়ে যাবে।
অথৈ: অথৈ তুই আজ গেছিস ( বিড় বিড় বললো)
পরশ: কি বলছো বিড় বিড় করে। দেখো আমার ত্যাড়া আছে টাকা গুলো তাড়াতাড়ি ভেরত দাও।
অথৈ: আপনার ত্যাড়া তো যান না এখানে সময় নষ্ট করছেন কেনো।
পরশ: টাকা বের করো।( দাঁতে দাঁত রেখে বললো)
অথৈ: দেখুন আঙ্কেল আমার কাছে কোনো টাকা নেই।
পরশ: কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। বের করো টাকা( ধমক সুরে)
অথৈ: বললাম তো আমার কাছে কোনো টাকা নেই ( কাদো কাদো গলায়)
পরশ:কেনো আমার নাম ভাঙ্গী না না স্বামী পরিচয় দিয়ে ড্রেসগুলো নিয়েছো। কেনো ওখানে আমাকে ছাড়া আর কাউকে পেলে না। ( রাগী গলায়)
অথৈ: এই আঙ্কেল তো দেখছি নাছোড় বান্দা( মনে মনে) আপনার লজ্জা করছে না। একটা মেয়ে কে রাস্তায় দাড় করিয়ে টাকা চাইছেন।
পরশ: না একটু লজ্জা করছে না।
অথৈ: এভাবে হবে না অন্য ব্যবস্থা করতে হবে। আশ পাশে মানুষ অনেক আছে। অথৈ তুই কর তোর আসল ড্রামা ( মনে মনে) ও গো আমার স্বামী তুমি কেনো এমন করছো। কি দোষ আমার বলো। তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না স্বামী। (কাঁদো কাঁদো গলায়)
পরশ: এই মেয়ে একদম নাটক করবে না।
আচেনা লোক: কি হয়েছে মা। তুমি এভাবে কাঁদছো কেনো।
অথৈ: দেখুন না চাচা আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাচ্ছে এ্যা এ্যা।
পরশ: কে তোমার স্বামী।(ধমক দিয়ে)
অথৈ:কেনো করছো এমন স্বামী গো। দেখেছেন চাচা আমার স্বামী আমাকে ভুলে গেছে।
আচেনা লোক: কি ভাই আপনি এতো সুন্দর বউ ছেড়ে চলে যাচ্ছেন। আপনারদের মতো লোকদের পুলিশে দেওয়া উচিত।
পরশ: আপনারা ভুল করছেন আমি এই মেয়ে স্বামী না।
অথৈ: কেনো মিথ্য কথা বলছেো স্বামী। তুমি আমাকে মরো বকো তবুই আমাকে ছেড়ে যেও না।এই আকাশ বাতাস রাস্তা স্যাক্ষী আছে তুমি আমার স্বামী।
পরশ: এই মেয়ে ভালো হবে না বলছি।( রাগী গলায়)
অচেনা লোক: এ ভাই ভালো এবার আপনার হবে না। কি ভাবেন নিজেকে ঘরে বউ রেখে অন্য মেয়ে মানুষ কাছে য়াওযা না।
পরশ: মুখ সামলিয়ে কথা বলুন।
অচেনা লোক: কি করবেন আপনি বলে পরশকে ধাক্কা দিলো
অথৈ: এবার সামলাও পাচু। অথৈর পেছনে লাগলে এমনি হয়। এখন আমাকে এখান থেকে ভাগ তে হবে। এই আটো সামনে দিকে চলো বলে আটোতে উঠে পড়লো।
পরশ: দেখুন ওই চরম অভস্য। গতো কাল আমাকে স্বামী পরিচয় দিয়ে ৪০০০০ টাকার শপিং করে নিয়ে গেছে।
অচেনা লোক: আপনার কোনো কথা শুনা যাবে না।
পরশ:অথৈ অথৈ যা চলে গেলো। যাবে বা কোথায়। আমি ঠিক তোমাকে খুজে বের করবো। আর তোকে দেখে নেবো…….

(চলবে)

বজ্জাত বউ
লেখিকা বিলকিস
পর্ব ২৫
পরশ: অথৈ অথৈ যা চলে গেলো। যাবে বা কোথায়। আমি তোকে ঠিক খুজে বের করবো। আর তোকে দেখে নেবো। অসভ্য মেয়ে একটা।আর আজকে অপমানে প্রতিশোধ তোলা রইলো। এদিকে মাজারে যেতে দেরি হয়ে গেলো। এই আটো মাজারে মাজারে যাবে। ( আটো তে বললো)
আটোওয়ালা: ১০০ টাকা লাগবে
পরশ: ঠিক আছে চলো।
অথৈ: যাব বাবা আজকে মতো বেঁচে গেছি
ভাগিস আইডিয়া মাথায় এসেছিলো। তা না হলে ওই পঁচা কুমড়ো আঙ্কেল টা আজ আমার থেকেটাকা নিয়ে সাড়তো। আমার কাছে ৪০০০০ তো দুরে থাক ৪০ টাকার ছিলো না। তবে যখন আমার অনেক টাকা হবে তখন আঙ্কেল টাকে সুদ সহ টাকা ভেরত দেবো। হুহ্
আটোওয়ালা: আফা কোথায় কেউ যাবেন সামনে দিকে না ডান দিকে যাবো।
অথৈ: জাহান্নামে দিকে যান।( রাগী গলায়)
আটোওয়ালা: ওই পথ টা কোখনে নাম শুনিনাই।
অথৈ: আপনি এখানে থামান। আর এই নিন ভাড়া। ( বলে আটো থেকে নেমে পড়লো) আজ আমার ঝলমুড়ি খাওয়া হলো না। সব দোষ ওই পঁচা কুমড়ো আঙ্কেল টা। তোর কখনো ভালো হবে না দেখেনিস।
পরশ: কি ভেবসে নিজেকে মিথ্যা বলে সবসময় পাড় পেয়ে যাবে। এক সময় না এক সময় ওর কাছ থেকে টাকাটা আদায় করে দাড়বো।
আটোওয়ালা: ভাই মাজার এসেগেছি।
পরশ: ও এই নিন আপনার ভাড়া ( আটো থেকে নেমে বললো)
বাবা( মাজারে প্রধান) : পরশ কখন এলে।
পরশ: আসসালামু আলাইকুম বাবা। কেমন আছে।
বাবা: ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রহমতে ভালো আছি। এসে পরশ আমার সাথে এসো।
পরশ: বাবা অনাথ বাচ্চাগুলো কোথায় দেখা যাচ্ছে না।
বাবা : ওরা এদিকে ওদিকে খেলছে। পরশ এরকম লাগছে কেনো। রাগ করেছো কারো উপর।
পরশ: না বাবা সেরকম কিছু না। এই নিন টাকা টা। ( বলে টাকা টা দিলো)
বাবা: মিথ্যা বলতে নেই। আমি তোমার চোখে মুখে দেখতে পারছি।
পরশ: আসলে বাবা
বাবা: ঠিক আছে বলতে না চাইলে বলায় প্রায়েজন নেই। পরশ উপর আল্লাহ যা করে ভালো জন্য করে।
পরশ: ভালো। বাবা তোমার উপর আল্লাহ বলোনা আমার সাথে কেনো এমন করলো। কেনো আমাকে একা করে দিলো।
বাবা: দেখো পরশ পৃথিবী টা চিরস্থায়ী নয়। কেউ আসবে কেউ চলে যাবে এটাই আল্লাহ বিধান। আর উপর আল্লাহ কাউকে একা করে না। তার জন্য কাউকে না কাউকে পঠায়। আর কে বলেছে তুমি একা সে যে আসছে তোমার কাছে তোমার সব দুখঃ কষ্ট ভাগিদার হতে খুব তাড়াতাড়ি আসছে।
পরশ: না বাবা আমি কাউকে চাই না। আমি কাউকে মিষ্টির জায়গায় বসাতে পারবো না। আমি শুধু আমার মিষ্টিকে ভালোবাসি খুব ভালোবাসি( বলতে চোখ দিয়ে পানি ভেসে গেলো) বাবা আমার আফিসে দেরি হয়ে যাচ্ছে আমি আসি। বলে মাজার থেকে বের হয়ে রাস্তায় আসলো।
বাবা : বিধি বিধান খন্ডাবে কে। যে আসার সেতো আসবেই।
পরশ: কেনো চলে গেলে মিষ্টি। তোমার পরশ যে তোমাকে ছাড়া খুব একা। ( বলে চোখে পানি মুচলো) এই আটো শহরে যাবে।
আটোওয়ালা: জি ভাই ওঠেন।
পরশ: একটু দুতো যাবে বলে আটোতে ওঠে বসলো।
অথৈ: দুর কিছু ভালো লাগছে না। বরং বাড়ি চলে যাই। এই আটো বাদিকে মোড়ে পর যাবে
আটোওয়ালা: ওঠেন
অথৈ: চলো বলে আটোতে ওঠে বসলো। ১৫ মিনিট পর। আটো আটো এখানে থামান। এই নিন ভাড়া। ( আটো থেকে নেমে) আম্মু নিঘাত বকাদেবে আমাকে। দিলে দেবো বকা তো রোজ খাই। আমি কি করবো রাস্তায় ওই পঁচা কুমড়ো আঙ্কেল আর বাড়িতে আম্মু অশয্য। বলে বাড়ির কলিং বেল বাজালো।
আবির: আপি কোথায় ছিলি তুই।( দরজায় খুলে বললো)
অথৈ: তুই দেখছিস আম্মু মতো প্রশ্ন করছিস।
আবির: করবো তো করন আমি তোর ভাই।
অথৈ: ওরে আমার ভাই এলেন রে। আম্মু কোথায় রে।
আরির: আম্মু বাড়ি নেই।শপিং মলে কেনাকাটা করতে গিয়েছে
অথৈ: শপিং মলে গিয়েছে অথচ আমাকে বললো না। কেনো গিয়েছে রে ভাই
আবির: ওতো জানি না তবে কালকে কারা যেনো আমাদের বাড়িতে আসছে।
অথৈ: কারা আসছে। আসলে বা আমার কি। বল্টু চল আমার রুমে যাই বলে বল্টুকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। ও অনেক ক্লান্ত আমি এখন একটু ঘুমাই বলে বিছানাতে শুয়ে পড়লো।
পরশ: আসলাম সাহেব আমার রুমে আসুন। ( আফিসে ঢুকতে ঢুকতে বললো)
আসলাম সাহেব: জি স্যার।
পরশ: আসলাম সাহেব ওরা এসেছে আর মিটিং এর ব্যবস্থায় করুন আজকে ডিলটা পেতেই হবে।
আসলাম সাহেব: জি স্যার ওনারা এসেছেন। আর মিটিং এর ৫ মিনিট বাকি আছে।
পরশ: ঠিক আছে চলুন আগে মিটিং কমপ্লিট করে বলে মিনিং জন্য পরশ চলে গেলো।
আসলাম সাহেব: স্যার অনেক দিন পর একটা বড় ডিল পাওয়া গেলো।
পরশ: হ্যা।
আসলাম সাহেব: স্যার এবার বাড়ি ফিরা যাক।
পরশ: চলুন বলে আফিস থেকে বাড়ি চলে আসলো।
সনধ্যায়
অথৈ: আব্বু আবির বললো কাল করা যেনো বাড়িতে আসবে। কারা আসবে
আম্মু: তোমার জানার দরকার নেই।
অথৈ: কেনো জানার দরকার নেই।
আম্মু: বেশি কথা না বলে নিজের ঘরে যাও।
অথৈ: যাচ্ছি বলে নিজের রুমে চলে গেলো।
দিশা: ভাইয়া আসবো ( পরশের রুমে সামনে দাড়িয়ে বললো)
পরশ: হ্যা আয়। কিছু বলবি
দিশা: না মানে আম্মু
পরশ: যা বলায় তারাতারি বল আমার কাজ আছে।
দিশা: না আসলে আমি আর আম্মু
পরশ: কি আসলে জলদি বল ( রাগী গলায়)
দিশা: ভাইয়া আমি আর আম্মু কালকে তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছে ( চোখ বন্ধ করে একধমে বললো) কি ব্যাপার ভাইয়া কেনো রিয়ার্ট করছে না কেনো তারমানে ভাইয়া কি রাজি। ভাইয়া ( চোখ খুলে) ভাইয়া ভাইয়া……..

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here