বৃষ্টি মাখা রোদ্দুর?,part:04

0
5068

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:04
Writer:TanjiL Mim?
.
.
?
“কান ধরে দাঁড়িয়ে আছি আমি!নিজের রুমে নিজের বাড়িতে এমন অপমান মানতেও কান্না পাচ্ছে আমার’!!আর আমায় এইভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখে সামনে বিছানায় আরাম করে বসে আছে রিয়াদ ভাইয়া’!!রাগে,খোপে কান্না পাচ্ছে আমার’!!তারপরও না কিছু করতে পারছি না কিছু বলতে পারছি’!!পাক্কা দেঁড় ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি’!!না ভাইয়া হাত নামাতে বলছে না যেতে বলছে,,হাত পা দুটোও ব্যাথা হয়ে গেছে আমার’!!একটু মিন মিন করে বলে উঠলাম আমিঃ

———–“ভাইয়া অনেকক্ষণ তো হলো এখন যাই….

“রিয়াদ একবার আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠলঃ

————-“কোথায় যাবি তুই…..

————–“ইয়ে মানে ভাইয়া পা তো ব্যাথা করছে এখন যাই……

—————“পা ব্যাথা করছে তা বইয়ের ভিতর মোবাইল রাখার সময় মনে ছিল না…..

————-“সরি বললাম তো ভাইয়া আর জীবনে কোনোদিন এমন করবো না,এইবারের মতো আমায় মাফ করে দেও পিনিজ ভাইয়া…….

—————“কোনো পিনিজে কাজ হবে না……

—————“এইবারের সরি ভাইয়া আর কোনোদিন করবো না পা ব্যাথা করছে খুব পিনিজ থুক্কু প্লিজ ভাইয়া এইবারের মতো সরি সরি……(ইনোসেন্ট ফেস দিয়ে)

“রিয়াদ কিছুক্ষন আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠলঃ

—————-“আচ্ছা ঠিক আছে এইবারের মতো মাফ করলাম পরেবার যদি এমন ভুল হয় তাহলে কিন্তু…….

—————“আর হবে না ভাইয়া…..

“বলেই কান থেকে হাত সরিয়ে বলে উঠলাম আমিঃ

————–“এইবার তাহলে বাহিরে যাই…..

————-“হুম যা……..

“আমায় আর পায় কে, দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম উফ শয়তানডাই কতক্ষণ দাঁড় করিয়ে রাখলো,এমন হাজারো গালি দিতে দিতে চলে আসলাম নিচে……..

||

“এদিকে রিয়াদ তানজু বের হতেই মুচকি হেঁসে বলে উঠলঃ

———-“আসলেই একটা পাগলী মেয়ে,, আমার পাগলীটা…..?

“তবে যাই হোক একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছিস রিয়াদ তুই….

“ভাবলো রিয়াদ……

____________________

“ডাইনিং টেবিলে বসে আছি আমরা সবাই শুধু আব্বু বাদে….

“আমার সোজাসুজি রিয়াদ ভাইয়া তার পাশে দিহান ভাইয়া’!!আর আম্মু আমাদের খাবার বেড়ে দিচ্ছে…..

“আম্মুর হাতের ভুনা খিচুড়ি বরাবরই পছন্দের আমার’!!সবাইকে খাবার বেড়ে দিল আম্মু’!!আর আমরাও খেতে শুরু করলাম…..

“রিয়াদ ভাইয়া খিচুড়ি মুখে দিয়ে বলে উঠলঃ

———-“উমমম…!মামুনি তোমার হাতে যাদু আছে এত মজা হয় কেন??

“হাসলো আম্মু…..

“তারপর আমরাও আর কিছু না বলে খেতে শুরু করলাম’!

||

“রাত_দুটো……

“গভীর ঘুমে মগ্ন তানজু’!!ঘুমে এতটাই মগ্ন সে যে তাকে কেউ গভীরভাবে দেখছে সেটা সে বুঝতেই পারছে না’!!প্রায় রাতের রিয়াদ এসে তানজুকে দেখে কিন্তু তানজু একদিনও বুঝতে পারে না’!!

||

“এদিকে রিয়াদ তানজুর পায়ে তেল দিয়ে মালিস করে দিচ্ছে’!!কারন তখন শাস্তিটা একটু বেশি হয়ে গেছে’!!আর তানজুর পায়ে কতোটুকু ব্যাথা হয়েছে এটা ভেবে রিয়াদ ঘুমাতে না পেরে বেলকনি টপকে চলে আসলো রুমে’!!গভীরভাবে তাকিয়ে আছে রিয়াদ তানজুর মুখের দিকে…..

—-“মায়াবী চোখ “প্রিয়সী” তোমার…..
তোমার চোখের নেশাই যে দিনে দিনে তোমার প্রতি পাগল করে দিচ্ছে আমায়’!!মায়াবী চোখ,গোলাপি ঠোঁট সব কিছুতেই যে আকৃষ্ট আমি “প্রিয়সী”!!খুব বেশি সময় নিবো না “প্রিয়সী” কোনো এক “বৃষ্টি_মাখা_রোদ্দুর”❤️দিনে তোমায় বলে ফেলবো প্রিয়সী……

“তোমায় কতোটা ভালোবাসি আমি!আনমনে কথাগুলো বলে মুচকি হাসলো রিয়াদ’!!

“কিছুক্ষণ পর……..

“রিয়াদ তানজুর গায়ের একটা পাতলা কাঁথা মুড়ি দিয়ে’!!যেই চলে আসতে নিবে সাথে সাথে তানজু ঘুমের ঘোরে রিয়াদের গলা জড়িয়ে ধরে ফেললো’!!

……..

“তানজুর কাজে রিয়াদ প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষনেই আবার নিজেকে সামলে নিয়ে আস্তে তানজুর কানের কাছে মুখ নিয়ে বলে উঠল সেঃ

———–“প্রিয়সী” এতো কাছে নিয়ে আসলে নিজেকে সামলে রাখা যে খুব ভয়ংকর কাজ হয়ে দাঁড়াবে…….

“রিয়াদের কথা শুনে তানজু ঘুমের ঘোরে বলে উঠলঃ

————-“এতো জ্বালাও কেন তুমি আমায়, সারাদিনে হয় না এখন ঘুমের মাঝে স্বপ্নের ঘোরে এসে জ্বালাচ্ছো আমায়’!!….আমি ঘুমাবো আমায় জ্বালিও না আর….তুমি কেন বুঝো না আমিও তোমায় এতটুকু বলে থেমে যায় তানজু’!!

“আর কিছু না বলেই আরো শক্ত করে রিয়াদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পরল তানজু……..

“আর এদিকে রিয়াদ তানজুর বিড়বিড় করা বুঝতে পেরে হাসলো,তবে কিছু বললো না……

“বেশকিছুক্ষন এভাবে থেকে আস্তে আস্তে রিয়াদ তানজুকে ছাড়িয়ে একবার তানজুর মুখের দিকে তাকিয়ে মুচকি হেঁসে বললোঃ

————-“আমি না জ্বালালে কে জ্বালাবে তোমায় “প্রিয়সী”!!

“বলেই আর দু-মিনিট দাঁড়ালো না রিয়াদ,যেভাবে এসেছিলো সেভাবেই চলে গেল……

_________________________________________

____________________

“সূর্যের আলোতে ঘুম ভাঙল আমার’!!বিছানায় উঠে বসলাম আমি’!!হর্ঠাৎই আনমনে হেঁসে উঠলাম আমিঃ

————-“স্বপ্নে এসেও জ্বালাও তুমি ভাইয়া এটা কেমন……
“কবে যে তুমি বুঝবে আমি তোমায় ভালোবাসি’!!তোমার রাগ,তোমার কেয়ার সবকিছুই ভালো লাগে আমার’!!কিন্তু সাহস করে কোনোদিন কি বলা হবে’!!হয়তো হবে হয়তো না’!!তুমি যদি আমায় ভালো না বাসো তখন…..

“এসব ভেবে বিছানা থেকে উঠে বসলাম আমি’!!~ ~ স্বপ্নটা সুন্দর ছিল…..
তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে ছিলাম আমি’!!উফফ যদি এই স্বপ্নটা সত্যি হতো…..
আনমনে হাসলাম আমি’!!সত্যি পাগল হয়ে যাবো আমি…….,

||

“ভার্সিটির করিডোরে দাঁড়িয়ে আছি আমি’!!বাহিরে বৃষ্টি হচ্ছে….!এই অসময়ে বৃষ্টি একদম পছন্দ হচ্ছে না'”!! আজকে ভার্সিটিতে আসাটাই বড় ভুল ছিল’!!একবার শুধু রুহি আর তিশাকে হাতের কাছে পাই দুটোকে ঠাটিয়ে কয়টা দিবো’!!আজকে ভার্সিটি আসবে না আমায় বলবে না,,শয়তান দুইটায় বলে নি….রাগে গা জ্বলে যাচ্ছে আমার’!!তারওপর এই বৃষ্টি এখন আমি বাসায় কেমনে যামু……

“কিছুক্ষণ পর……..

“বৃষ্টির বেগ এখনো কমে নি,,রিয়াদ ভাইয়াও আজকে আসবে না’!!কালকে বলে ছিল আজকে আসতে পারবে না,,দিহান ভাইয়াও আসবে না……ধুর ছাই এখন কি করি…..

“এসব ভেবে বৃষ্টির মাঝ দিয়ে দৌড়ে চলে আসলাম আমি’!!চারপাশ অন্ধকার হয়ে গেছে’!!তার সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে….. প্রচুর বেগে এখন ভয় করছে দ্রুত বেগে দৌড়াতে লাগলাম আমি’!!আশেপাশে তেমন কোনো মানুষজনও নেই না পাচ্ছি রিকশা…..!এদিকে আকাশের অবস্থায়ও ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে……….

“এখন কি করব এসব ভেবে দৌড়াচ্ছি আমি……
ভিজে একাকার হয়ে গেছি আমি…….

“এমন সময় হর্ঠাৎ…

চলবে…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here