বৃষ্টি মাখা রোদ্দুর?,part:07

0
4557

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:07
Writer:TanjiL Mim
.
.
?
“তানজুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছে রিয়াদ’!!আর তানজুও ঘুমের ঘোরে রিয়াদকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে’!!তানজুর শরীরের তাপে রিয়াদের শরীরও গরম হয়ে আসছে’!!এই মুহূর্তে তানজুর মনে কিছু না চললেও রিয়াদের মনে অনেক কিছু চলছে’!!একরাশ ভালোলাগা সাথে একটুখানি চিহ্নিত মুখ’!!সব মিলিয়েই ড্রাইভ করছে রিয়াদ……..

——“বেশকিছুক্ষন পর…….

“রিয়াদ গাড়ি থামালো তানজুদের বাসার সামনে’!!কোনোকিছু না বলেই রিয়াদ তানজুকে কোলে তুলে নিয়ে চলে যায় উপরে……

||

“রান্না ঘরে কাজ করছিল আম্মু!এমন সময় কলিং বেল বাজতেই দৌড়ে গিয়ে দরজা খোলে আম্মু’!!তানজুকে রিয়াদের কোলে দেখে চিহ্নিত গলায় বলে উঠল সেঃ

———–“কি হয়েছে ওর…..

————“সব বলছি মামুনি আগে ওকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেই……

———–“হুম যা…..

“রিয়াদও আর কথা না বারিয়ে তানজুকে কোলে তুলে নিয়েই চলে যায় উপরে……

“এদিকে তানজুর আম্মুও কোনো কিছু না ভেবে চলে যায় রিয়াদের পিছন পিছন…..

____________________

“মাঝখানে কাটলো ৭ দিন………

“এই সাতদিনে অনেককিছুই পাল্টে গেছে’!!তানজু পুরো সুস্থ হয়ে গেছে!আফরিন আপুরা চলে গেছে দু-দিন হলো’!!সোহান অনেকবার চেষ্টা করেও তেমন কথা বলতে পারে নি তানজুর সাথে’!!তানজুর অসুস্থতার কথা বলে বারবার ওর কাছ থেকে দূরে দূরে রেখেছে রিয়াদ’!!রিয়াদের মটেও পছন্দ হয় না তানজুর আশেপাশে যাক সোহান!শেষমেস কথা না বলেই চলে যায় সোহান…..

||

“সন্ধ্যা_৭ঃ০০টা……….

“সোফার উপর’ বসে টেবিলে পা দিয়ে হাতে পপকন নিয়ে আয়েশ করে টিভি দেখছি আর খাচ্ছি আমি’!!এই মুহূর্তে বাসায় কেউ নেই’!!আম্মু খালামনিদের বাসায় গেছে দুজন একসাথে শপিং করতে যাবে’!!আব্বু আর ভাইয়া দুজনেই কাজে ব্যস্ত’!!একা একা বোরিং লাগছে আমার’!!টিভিতে টম এন্ড জেরি দেখছি আমি……

“এমন সময় কলিং বেল বেজে উঠল’!!আচমকা এমনটা হওয়াতে আমি পুরো কেঁপে উঠলাম’!!হুট করেই মাথায় প্রশ্ন এলো…

———-“এখন কে আসলো আম্মু তো কিছুক্ষণ আগেই গেছে এত তাড়াতাড়ি চলে এলো…..

“আমার ভাবনার মাঝে আবারো কলিং বেল বেজে উঠল’!!একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে পপকন গুলো সোফার উপর’ রেখে উঠে দাঁড়ালাম আমি’!!এদিকে কলিং বেল বাজছে তো বাজছেই মনে হচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে ঢুকে যাবে……

——–“আরে বাবা আমি যাচ্ছি চোখে দেখো না নাকি!ও অবশ্য দেখবে কেমনে আমি তো বাসার ভিতরে….বোকার মতো ভাবনা চিন্তা নিয়ে সামনে এগোচ্ছি আমি…..

||

——–“আরে বাবা আসছি…বলেই দরজা খুলতেই চোখ বড় বড় হয়ে গেল আমার’!!কারন সামনে রিয়াদ ভাইয়া দাঁড়ানো…..

“তার পুরো শরীর বেয়ে ঘাম পরছে’!!গায়ে জড়ানো শার্টটা পুরো ভিজে গেছে’!!চুলগুলো এলোমেলো….

“রিয়াদ ভাইয়া একরাশ ক্লান্ত মাখা মুখ নিয়ে বলে উঠলঃ

———–“আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তাড়াতাড়ি……

“বলেই আমায় পাশ কেটে চলে গেল ভাইয়া’!!আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম…..

“দরজা বন্ধ করে চলে গেলাম ফ্রিজের কাছে,, এক বোতল ঠান্ডা পানি বের করে একগ্লাস ঢেলে নিয়ে গেলাম রিয়াদ ভাইয়ার কাছে’!!

“সোফায় এলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে রিয়াদ ভাইয়া’!!হয়তো প্রচন্ড কান্ত সে!পানি হাতে তার কাছে গিয়ে বলে উঠলাম আমিঃ

———-“ভাইয়া পানি…..

“বলতেই চোখ খুলে তাকালো ভাইয়া’!!কোনোকিছু না বলেই হাত থেকে পানি নিয়ে পুরো একশ্বাসে ঢকঢক করে পুরো পানি শেষ করে নিলো সে’!তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলঃ

———–“আম্মু কোথায় রে,,বাসায় ঢুকে দেখি দরজা বন্ধ কোথায় গেছে জানিস কিছু…….

————“ওহ খালামনি আর আম্মু একসাথে শপিং করতে গেছে…….

————-“চাবি দিয়ে গেছে……

————“না তো!তুমি তো এতো তাড়াতাড়ি আসো না তাই হয়তো…….

———–“আজকে খুব ক্লান্ত লাগছিল তাই চলে এসেছি বাসায় ঢুকে দেখি দরজা বন্ধ তাই এখানে এসেছি……..

———-“তুমি বসো আমি খালামনিকে ফোন করে আসতে বলি……

———-“না থাক!আচ্ছা শোন আমার মাথাটা একটু টিপে দে তো প্রচুর ব্যাথা করছে……

“আমিও আর কিছু না বলে সোফার পিছনে দাঁড়িয়ে রিয়াদ ভাইয়ার মাথা টিপতে লাগলাম’!!

||

“চোখ বন্ধ করে আছে রিয়াদ ভাইয়া,,ফ্যানের বাতাসে এখন অনেকটাই ফ্রেশ লাগছে তাকে’!!ভেজা চুলগুলো অল্প অল্প শুকিয়ে গেছে’!!মুখের ক্লান্তির ছাপ অনেকটাই কমে গেছে তার’!!হুট করেই ভাইয়া আমার হাত চেপে ধরল’!!আচমকা এমনটা হওয়া অবাক হলাম আমি’!!ভাইয়া আমার হাত ধরে বললোঃ

———–“আর লাগবে না!আমি দিহানের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি আমার জন্য খাবার বেরে রাখ…..

————“ঠিক আছে ভাইয়া……

“বিনিময়ে ভাইয়া আর কোনো জবাব দিলো না’!!সোফা থেকে উঠে সোজা চলে গেল উপরে…..

__________________

——–“বেশ কিছুক্ষন পর……

“খাবার বেরে টেবিলের সামনে দাঁড়িয়ে ছিলাম আমি’!!এমন সময় সিঁড়ি বেয়ে দিহান ভাইয়ার ট্রাউজার আর একটা white রঙের টিশার্ট পড়ে নিচে নামলো রিয়াদ ভাইয়া….চোখ মুখ একদম ফ্রেশ হয়ে গেছে তার,,শরীরের পুরো ক্লান্ত মাখা মুখ চলে গেছে’!!ভাইয়া চলে আসলো আমার সামনে তারপর বলে উঠলঃ

————“সব বেরে রেখেছিস…….

———–“হুম ভাইয়া বসো আমি তোমায় সব বেরে দিচ্ছি……..

————“শুধু বেরে দিলে হবে না কিন্তু…..

“রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

————“মানে…….

————-“আগে সব প্লেটে সাজা তারপর বলছি……..

“বলেই রিয়াদ ভাইয়া বসে পরলো চেয়ারে’!!আমিও কোনোকিছু না ভেবে খাবার প্লেটে বেরে নিলাম……..

“প্লেট ভাইয়ার সামনে দিতেই ভাইয়া বলে উঠলঃ

———–“হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না তুই খাইয়ে দে……..

“রিয়াদ ভাইয়ার কথা শুনে চোখ বড় বড়? হয়ে গেল আমার’!!আমি অবাক হয়ে বললামঃ

————-“কি??

————-“তুই কি কানা একবার বললে বুঝিস না তোকে খাইয়ে দিতে বলছি…….

————-“সত্যি আমি তোমায় খাইয়ে দিবো……..

————-“হুম দিবি!তাড়াতাড়ি কর আমার খুব খিদে পেয়েছে………

“ভাইয়ার কথা শুনে আনমনেই এক লোকমা খাবার এগিয়ে দিলাম ভাইয়ার মুখের সামনে…..

||

“রিয়াদের প্রচুর খিদে পেয়েছে তাই সেও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করল’!!মনে মনে অসম্ভব খুশি রিয়াদ’!!অনেকদিনের ইচ্ছে ছিল তার আজ পূরণ হয়ে গেছে……..

_________________________________________

____________________

“রাত_১১ঃ০০টা………

“বিছানায় বসে আছে রিয়াদ’!!অদ্ভুত এক ভালো লাগছে তার’!!মনটা তার আজ ভিষণ ভালো’!!হাতে গিটারে টুংটাং শব্দ ভেসে আসছে’!!আনমনেই বাজাচ্ছে রিয়াদ’!!তানজুর ফেসটা বার বার ভেসে আসছে তার সামনে……আনমনে হাসলো রিয়াদ’!!তারপর বলে উঠলঃ

———-“আমি সত্যি পাগল হয়ে যাবো “প্রিয়সী”!!

||

“হর্ঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে’!!হয়তো বৃষ্টি হবে তুমুল বেগে’!!রিয়াদ বিছানা থেকে উঠে চলে গেল বেলকনির দিকে…..

“আকাশ পুরো কালো হয়ে গেছে’!!চারপাশে বাতাস বইছে খুব…..!!চোখ বন্ধ করে রিয়াদ জড়ো হাওয়ার বাতাসকে অনুভব করছে’!!তার সাথে তানজুর ফেসটাকেও কল্পনা করছে সে’!!

“বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল’!!তুমুল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল’!!রিয়াদ আনমনেই তার ঠোঁট নাড়ালো……..

_____________________

“এদিকে……..

————“তানজু তাড়াতাড়ি বেলকনি থেকে সব জামাকাপড়গুলো নিয়ে আয় না হলে সব ভিজে যাবে’!!এক প্রকার চেঁচিয়ে কথাটা বলে উঠল তানজুর আম্মু’!!তার তানজু কানে হেডফোন দিয়ে বিছানায় শুয়ে শুয়ে গান শুনছে,,বাহিরে যে কিছু হচ্ছে তা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না…….

||

“আচমকা শীত করতে শুধু করল আমার’!!বেলকনি থেকে ঠান্ডা বাতাস বয়ে এসে পরলো গায়ে’!!এমন সময় ক্যারেন্ট ও চলে গেল’!!একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে কান থেকে হেডফোন খুলে ফেললাম আমি’!!তারপর যা শুনলাম তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না’!!আমার আম্মাজান চেঁচিয়ে চলেছে…

“লাফ মেরে বিছানা থেকে উঠে দৌড়ে বেলকনিতে চলে গেলাম আমি’!!জামাকাপড় অর্ধেক ভিজে গেছে…..

———-“এই রে খাইছে আম্মাজান একবার দেখলে আজকে তুই শেষ তাইলে…….

“একপ্রকার ঘাবড়ে গিয়ে চটজলদি জামাকাপড় টেনেটুনে নিয়ে আসলাম রুমে…..!!এমন সময় রুমে আসলো আম্মাজান’!!রুমে ঢুকেই বলে উঠল সেঃ

————“কি রে জামাকাপড় ভিজে যাওয়ার আগে এনেছিস তো…….

———–“হুম আম্মু একদম শুকনো…..

————“ভালো করেছিস……!অন্ধকারে রুমে থেকে কি করবি নিচে আয়……

————“যাও তুমি আমি আসছি……(দাঁত কেলিয়ে হাসার চেষ্টা)

“আম্মুও আর কিছু না বলে চলে গেল…..

“আম্মু যেতেই একটা নিশ্বাস ফেললাম আমি'”! তারপর একটার উপর আরেকটা জামাকাপড় রেখে দিলাম’!!হর্ঠাৎই আনমনে চলে গেলাম বেলকনিতে বাহিরে বৃষ্টি হচ্ছে খুব…….

………..

“অটোমেটিক হাত চলে গেল বাহিরে!বৃষ্টির ফোঁটা এসে পরছে হাতে’!!আনমনে বলে উঠলাম আমিঃ

———–“ওহ মেঘ ওহ মেঘ রে তুই যা না উড়ে আমার বন্ধু থাকে যে শহরে……

———–“ওহ মেঘ ওহ মেঘ রে তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে……
||

_____________________________________

_______________________

||

“আর এদিকে রিয়াদ…….

“Mujhko BarSaat Bana Looo……

“Ak lambi raat Bana Looo…..

“Apna jasbat Bana loo jaha…..

“Mujko alfas Bana loo, dil ki abaj Bana loo, gaharasa raj bana loo jahaa….

_____”Nesha huu main bahakna doo,mara katil muja jina ka hak to doo……

“Mujhko BarSaat Bana Looo……

“Ak lambi raat Bana Looo…..

“Apna jasbat bana loo jaha…..

“বেলকনির রেলিং ধরে বৃষ্টিতে ভিজে গানটা গাইছে রিয়াদ……

চলবে………..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here