বৃষ্টি মাখা রোদ্দুর?,part:09
Writer:TanjiL Mim?
.
.
?
“বিছানায় বিভোর হয়ে ঘুমিয়ে আছে তানজু’!!আর কালকে রাতে সবার দেওয়া সারপ্রাইজের কথা ভাবছে সে’!!
“কালরাতে……….
“পুরো বাড়ি সাজানো হয়েছে তানজুদের!পুরো বাড়ি বেলুন দিয়ে সাজানো’!!তানজু অবাক হয়ে শুধু তাকিয়ে রইলো সামনে’!!এমন সময় আম্মু,আব্বু,খালামনি, খালু,রিয়াদ ভাইয়া, দিহান ভাইয়া’ সবাই একটা কেক নিয়ে এসে সামনে দাঁড়ালো তানজুর’!!তারপর বলে উঠলঃ
———-“হেপি বার্থডে “তানজু”?
“অবাক চোখে তাকিয়ে রইলো তানজু”!!! তারপর বলে উঠল সেঃ
———–“তোমরা আমার জন্য….,,আমি তো ভাবতেই পারি নি’!!
“তানজুর কথা শুনে দিহান বলে উঠলঃ
———-“এটা তো সারপ্রাইজ বনু….এখন আয় তাড়াতাড়ি কেকটা কাট….
“তানজুও খুশি হয়ে কেক কাটলো’!!তারপর একে একে সবাইকে খাইয়ে দিল তানজু’!!হর্ঠাৎই আম্মু বলে উঠলঃ
———–“যা রিয়াদ কেও খাইয়ে দিয়ে আয়…..
“কোনোকিছু না ভেবেই খুশি হয়ে চলে যায় তানজু রিয়াদের সামনে’!!তারপর রিয়াদের মুখের সামনে এক পিস কেক দিয়ে বলেঃ
———-“থ্যাংকু ভাইয়া…..
“বিনিময়ে রিয়াদ কিছু বললো না’!!তানজুর হাত থেকে কেক নিয়ে খেলো সে’!!তারপর রিয়াদ তানজুকে কেক খাওয়াতে নিল…
“তানজুও খুশি হয়ে হা করল’!কিন্তু রিয়াদ কেক মুখে না দিয়ে গালে লাগিয়ে দিল….
“আচমকা এমনটা হওয়াতে তানজু পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল”!!পরক্ষণেই বুঝতে পেরে হালকা রেগে বলে উঠল সেঃ
———-“এটা কি করলে ভাইয়া…..
“হাসলো রিয়াদ’!এমন সময় পিছন থেকে কেক লাগিয়ে দিল দিহান তানজুর গালে….!!তানজু রেগে বলে উঠলঃ
———-“দাঁড়াও তাহলে আমার গালে কেক লাগানো….
“বলেই মুঠো ভর্তি করে হাতে কেক নিয়ে তানজু লাগাতে লাগলো দিহান আর রিয়াদের গালে’!!তারপর শুরু হলো তিনজনের কেক নিয়ে মারামারি…..
“আর ওদের এমন দৃশ্য দেখে হাসলো আম্মু,আব্বু,খালামনি,আর খালু’!!চারজনই একসাথে বলে উঠলঃ
———-“আসলেই পাগল তিনটে……
“এভাবে কাটলো কিছুক্ষন…….
||
অনেকক্ষণ পর,…….
~ একে একে সবাই তানজুকে গিফট দিতে শুরু করল’!!এমন সময় দিহান বলে উঠল রিয়াদকেঃ
———“তুই দিবি আমার বোনকে…..
“তানজু কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠলঃ
————“আমি এই বলে পকেট থেকে একটা ললিপপ বের করে বললোঃ
———–“এই যে এটা……?
“সবাই রিয়াদের কান্ড দেখে হাসলো……!!তানজুও হাসলো…..
“এভাবেই কাটলো রাত,অনেক মজা আর আড্ডার মাধ্যমে……..
”হর্ঠাৎই ঘুমের ঘোরে ভাইয়াদেওয়া গিফটের প্যাকেটের কথা মনে পরল আমার’!!আর দেওয়ার সময় বলা কথাটা……..
————-“এটা তোর জন্য,এখন দেখার দরকার নেই পরে দেখিস আগে চল”…..
||
_________________________________________
____________________
||
“হুট করেই ঘুম ভাঙল আমার’!!বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম’!!কাল রাতে ভাইয়ার দেওয়া গিফটটা দেখতে তো ভুলে গেছি……!!বিছানা থেকে উঠে সোজা টেবিলের উপর রাখা গিফটের প্যাকেট টা হাতে নিলাম আমি’!!ফুল এক্সাইটেড নিয়ে গিফটের প্যাকেটটা খুললাম আমি’!!প্রথমেই একটা চিরকূট দেখতে পেলাম আমি’!!যার উপরে লেখাঃ
———-“শুধু তোমার জন্য “প্রিয়সী”?
“আনমনেই হাসলাম আমি!!প্যাকেটটা খুলতেই অবাক হলাম আমি’!!কারন প্যাকেটটার ভিতর অসম্ভব সুন্দর দেখতে লাল শাড়ি,,সাথে লাল রঙের কাঁচের চুরি,কাজল,আর লাল রঙের লিপস্টিক ….
“অসম্ভব খুশি হয়েছি আমি’!!ভাইয়ার গিফট দেখে…..!গিফটগুলো বুকে জড়িয়ে নিয়ে বলে উঠলাম আমিঃ
———“অসংখ্য ধন্যবাদ “প্রিয়”?
||
“বিকাল_৫ঃ০০টা……..
“নিজের রুমে দাঁড়িয়ে আছে রিয়াদ’!!কিছু একটা খুঁজছে সে’!!হর্ঠাৎই রিয়াদ চেঁচিয়ে বলে উঠলঃ
————“মা,আমার ব্লাক টিশার্টটা কোথায়??
“রান্নাঘর থেকে রিয়াদের আম্মু বলে উঠলঃ
————-“তোর আলমারিতে আছে খুঁজে দেখ……
“রিয়াদ কিছুক্ষণ দেখি আবার বলে উঠলঃ
————“কোথায় মা পাচ্ছি না তো…..
“একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে রিয়াদের আম্মু বলে উঠলঃ
————-“ভালো মতো খুঁজে দেখ…..
————–“পাচ্ছি না তো…..
“এমন সময় হাতে ব্লাক টিশার্ট রিয়াদের এগিয়ে দিয়ে বলে উঠল কেউ…
———–“এইটা….
“রিয়াদ টিশার্টটার দিকে তাকিয়ে বলে উঠলঃ
————“হুম এটাই তো….
“বলেই পিছন তাকাতেই অবাক রিয়াদ’!!কারন পিছন অন্য কেউ নয় রিয়াদের প্রান প্রিয় প্রিয়সী তানজু’!!পরনে তার রিয়াদের দেওয়া সেই শাড়ি,চুড়ি আর চোখে কাজল চুলগুলো খোঁপা করা,ঠোঁটে লাল লিপস্টিক’!!একদম ঘুমের ঘোরে স্বপ্নে দেখা সেই তানজু’!!!রিয়াদ ভাইয়ার এমন তাকিয়ে থাকা দেখে বলে উঠলাম আমিঃ
————“কি হলো ভাইয়া টিশার্ট টা নেও…..
“তানজুর মুখের আওয়াজ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে এলো’!!তারপর বলে উঠলঃ
————“হু……
“তারপর তানজুর হাত থেকে টিশার্ট টা নিয়ে পড়ে ফেললো রিয়াদ’!!হর্ঠাৎই খুশি মনে বলে উঠলাম আমিঃ
————–“ভাইয়া তোমার দেওয়া উপহারে কেমন লাগছে আমায়……
“তানজুর কথা শুনে রিয়াদ’ তানজুর পা থেকে মাথা পর্যন্ত দেখলো’!!সবই ঠিক আছে কিন্তু কোথাও একটা মিসটেক আছে!আনমনে বলে উঠল রিয়াদ…..
“রিয়াদ ভাইয়ার ভাবনার মাঝে বলে উঠলাম আমিঃ
————–“কি হলো ভাইয়া কথা বলছো না কেন??
“হুট করেই ভাইয়া সামনে এগোতে লাগল আমার’!!আচমকা এমনটা হওয়াতে আমি ভয়ে ঘাবড়ে গিয়ে পিছনে এগোতে এগোতে বললামঃ
————–“কি হলো ভাইয়া এইভাবে এগোচ্ছে কেন(কাঁপা কাঁপা গলায়)
“বিনিময়ে রিয়াদ ভাইয়া কোনো উওর দিলো’!!সে তার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে এগোতে লাগল’!!আর আমি ঘাবড়ে গিয়ে পিছনে যেতে লাগলাম..!
“একপর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি’!!ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার’!!আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলামঃ
————–“থাক ভাইয়া!তোমার কিছু বলতে হবে না আমি যাই……
“বলে যেই না আসতে যাবো!সাথে সাথে ভাইয়া আমার হাত চেপে ধরল দেয়ালের সাথে’!!ভাইয়ার এমন কাজে সত্যি শকট আমি’!!ভয়ে গলা শুকিয়ে আসছে আমার’!!ভয় মাখানো মুখ নিয়ে বলে উঠলাম আমিঃ
————–“কি করছো তুমি ভাইয়া…..
“হুট করেই ঝুঁকে পরলো রিয়াদ আমার মুখের সামনে’!!আচমকা এমনটা হওয়াতে আমি ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম’!!
“এদিকে রিয়াদ তানজু ঘাবড়ানো মুখ দেখে মুচকি হাসলো’!!হুট করেই রিয়াদের হাত চলে যায় তানজু গালে……
||
“আচমকা ভাইয়ার হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি’!!
……..
“এদিকে রিয়াদ’ তার হাত তানজুর গালে স্পর্শ করতে করতে গলা পর্যন্ত নামিয়ে নিলো’!!রিয়াদ একবার তানজুর মুখের দিকে তাকিয়ে তার হাত দিয়ে টান মেরে তানজুর চুলের খোঁপা খুলে ফেললো’!!তারপর তানজুর কানের কাছে মুখ এনে বলে উঠল সেঃ
————–“ভয় নেই প্রিয়সী’ আমি কিছুই করবো না,এতো ভয় পেলে চলে নাকি,আর তোমার এই ভয় মাখানো মুখে কতোটা সুন্দর লাগছে জানো কি তুমি..,একদম আমার ঘুমের ঘোরে স্বপ্নে দেখা প্রিয়সী’টাহ্…….
“বলেই তানজু গালে হালকা তার ঠোঁট স্পর্শ করলো রিয়াদ!!তারপর আর দু’মিনিট দাঁড়ালো না রিয়াদ’!!হন হন করে রুম থেকে বেরিয়ে আসলো…যাওয়ার আগে আর একবার তানজুর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো রিয়াদ’!!
||
“ভাইয়ার বলা আর তার কাজে শকট আমি’!!আস্তে আস্তে চোখ খুললাম আমি’!!আনমনেই আমার হাত চলে গেল গালে’!!
———–“এটা কি হলো……
“হুট করেই কথাটা এসে বাজলো মস্তিষ্কের কোনে….!পরক্ষণেই মুচকি হাসলাম আমি………
________________________________________
____________________
“মাঝখানে কাটলো দু’দিন……..
“সেদিনের পর এই দু’দিনে দেখা হয় নি রিয়াদের সাথে তানজুর’!!তবে রিয়াদ রোজ রাতে এসে কয়েক-মুহূর্ত দেখে গেছে তানজুকে’!!যেটা তানজু বুঝতে পারে নি……
||
“বিকাল_৪ঃ০০টা………
“রিয়াদ ভাইয়াদের ছাদের উপর গোল হয়ে বসে আছে তানজু,রুহি,তিশা!!সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে….
“এমন সময় ছাঁদে প্রবেশ করলো দিহান,আদিল আর রিয়াদ……
“তানজু এক পলক রিয়াদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল’!!কেন জানে না সেদিনের পর থেকে রিয়াদের দিকে তাকাতে একটু লজ্জা লাগে তানজুর”…..
!!
————“গরম চা আর বিস্কুট তৈরি, বলেই ছাঁদে প্রবেশ করলো আফরিন আপু,,কালকেই এসেছে সে..
“এসেই সবাই মিলে একসাথে আড্ডা শুরু……..
চলবে….