বৃষ্টি মাখা রোদ্দুর?,part:14

0
4029

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:14
Writer:TanjiL Mim?
.
.
?
“ফাঁকা একটা রুমে হাত মুখ বেঁধে বিছানায় বসিয়ে রেখেছে রিয়াদ ভাইয়া’!!আর ওনার এমন কাজ দেখে হাত পা কাঁপছে আমার’!!ভাইয়া যে এমন কিছু একটা করতে পারে সেটা আমার একদমই কল্পনার বাহিরে ছিল’!!

“কিছুক্ষন আগে……..

“ডিনার সেরে সবাই যে যার মতো চলে যায় তাদের রুমে’!!আমিও চুপচাপ চলে আসতে নিলাম’!!সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে ঢুকতে যাবো এমন সময় পিছন থেকে মুখ চেপে ধরে এই রুমটাতে আনলো কেউ’!!রুমে ঢুকেই আমায় ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে দিল সে’!!পিছন ঘুরে রিয়াদ ভাইয়াকে দেখে রীতিমতো রেগে যাই আমি’!!রেগে গিয়ে বললাম আমিঃ

————“আপনি আমায় এখানে নিয়ে এসেছেন কেন?

————–“তুই আমার সাথে এমন কেন করছিস “তানজু”…..

————–“কি করেছি আমি….

—————-“তুই বুঝতে পারছিস না কি করেছিস…..

“আমার সোজা উওরঃ

—————-“না!

“আমার কথা শুনে ছলছল চোখে তাকালো রিয়াদ ভাইয়া’!!কিন্তু আমি তাকালাম না তার দিকে’!!আমি রেগেমেগে চেঁচিয়ে বললামঃ

—————-“আমায় যেতে দিন……..

————–“আমার তোকে অনেককিছু বলার আছে…..

—————“কিন্তু আমার কিছু শোনার নেই……

“এই বলে যেই না রুম থেকে বের হতে যাবো’!!তখনই রিয়াদ ভাইয়া আমার হাত চেপে ধরে দিল টান’!!আচমকা এমনটা হওয়াতে আমি এসে পরলাম একদম রিয়াদ ভাইয়ার সামনে’!!ভাইয়ার এমন কাজে রেগেমেগে আগুন আমি’!!আমি চেঁচিয়ে বলে উঠলামঃ

—————-“কি হচ্ছে কি এসব,আমায় যেতে দিচ্ছেন না কেন?ছাড়ুন আমায় এই বলে লাফালাফি শুরু করে দিলাম আমি’!!আমার লাফালাফিতে ভাইয়া বিরক্ত হয়ে বলে উঠলঃ

—————-“কেন বুঝতে চাইছিস না,আমি কিছু বলতে চাই তোকে……

—————“আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি চেঁচাবো…….

“এই বলে যেই না চেঁচাতে যাবো আমি’!!সাথে সাথে ভাইয়া আমার মুখ চেপে ধরে বললোঃ

————“বেশি সাহস হয়ে গেছে না তোর,বলেই একটা ওড়না আর রিয়াদের পকেটে থাকা একটা রুমাল বের করে হাত মুখ বেঁধে দিয়ে বিছানায় বসিয়ে দিল আমায় ভাইয়া…..

“তার এমন কাজে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার……

“বর্তমানে……..

||

“কুটকুটে নীরবতায় ভর করেছে রুমটাকে’!!ভাইয়া আমায় এইভাবে বেঁধে রেখে চুপটি করে বসে আছে চেয়ারে’!!এই মুহূর্তে রাগ ছাড়া অন্য কিছু হচ্ছে না আমার’!!কেন এমন করছে ভাইয়া আমারও তো কষ্ট হয় নাকি,,সে যখন অন্য কাউকে নিয়ে ভালো আছে তাহলে আমার সাথে এমন কেন করছে……

“হুট করেই ভাইয়া আমার সামনে এসে বসলো’!!ভাইয়া বসতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম আমি’!!আবারো সেই দিকে এসে বসলো রিয়াদ’!!এবারো আমি অন্যদিকে মুখ করে নিলাম’!!কোনো ভাবেই ভাইয়ার চোখের দিকে তাকাতে চাচ্ছি না আমি….

“আমার কাজে রিয়াদ হতাশ’!!হুট করেই ভাইয়া আমার সামনে এসে আমার দু-গাল চেপে ধরল’!!ভাইয়ার কাজে অবাক হলাম আমি’!!হর্ঠাৎই ভাইয়া বলে উঠল আমায়ঃ

————-“তুই এমন কেন করছিস আমার সাথে,তোর এই ইগনোর আমি যে আর নিতে পারছি না……

“ভাইয়ার কথা শুনে তার মুখের দিকে চোখ তুলে তাকালাম আমি’!!ভাইয়াকে দেখেই চমকে উঠলাম আমি’!!চোখ মুখ একদম ফ্যাকাসে হয়ে গেছে তার,,চুলগুলো উলোটপালোট করে রেখেছে সে”!! চোখ পুরো লাল হয়ে আছে এ কি অবস্থা তার'”!!! বিষন্ন হলাম আমি’!!আমার ভাবনার মাঝে আবারো বলে উঠল রিয়াদঃ

————–“তুই কেন বুঝতে চাচ্ছিস না আমি যে তোকে….আর কিছু বললো না রিয়াদ….

“এই অর্ধেক কথা একদম পছন্দ হচ্ছে না আমার’!!বললে পুরো টা বলবে তা না অর্ধেক বলে থেমে যায়’!!হুট করেই ভাইয়া মুখ খুলে দিল আমার’!!মুখ খুলতেই জোরে জোরে শ্বাস ফেললাম আমি’!!তারপর বলে উঠলামঃ

————-“কথা বলা হয়ে গেছে তাহলে আমি যাই…..

“আমার কথা শুনে ছলছল চোখে তাকালো রিয়াদ আমার দিকে’!!তার এমন চোখ দেখে চোখ নামিয়ে নিলাম আমি’!!রিয়াদ আবারো আমার দু-গাল চেপে ধরে বললঃ

————“এত অভিমান হয়েছে আমার উপর!

“বিনিময়ে কোনো কথা বললাম না আমি’!!রিয়াদ এইবার সিরিয়াসভাবে বলতে লাগলোঃ

————-“তুই যেটা ভাবছিস সেটা সত্যি নয়!আমি আরুকে ভালোবাসি না…..

“এতক্ষণ পর ভাইয়ার মুখে এমন কথা শুনে অবাক চোখে তাকালাম আমি তার দিকে…..ভাইয়া নীরবে বলে উঠলঃ

————–“সবসময় আমরা চোখে যেটা দেখি সেটা সত্যি হয় না’!!আর তখন আরু জোর করে আমার মুখে খাবার দিয়েছিল আমি বলি নি ওকে…..আমার তো নিজের ওপর রাগ হচ্ছিল তখন ওই কথাগুলো কেন বলেছিলাম তোকে……
আমি বুঝতে পেরেছি কথাগুলো বলা একদম উচিত হয় নি’!!আরুকে আঘাত করে কিছু বলবো না এর মানে এই নয় যে ওর সব আবদার আমি মেনে নিবো’!!তখন তো শুধু তোকে জ্বেলাস ফিল করানোর জন্য বলেছিলাম…..

”রিয়াদ ভাইয়ার কথা শুনে এইবার চোখ ? বড় বড় হয়ে গেল’!!আমায় জ্বেলাস ফিল করানোর জন্য বলেছিল লাইক সিরিয়াসলি…..
অবাক চোখে তাকালাম আমি রিয়াদ ভাইয়ার দিকে’!!আমার তাকানো সে বলে উঠল আবারঃ

———–“সবসময় উল্টো কেন বুঝিস সঠিক টা তো বুঝতে পারিস না……

“এতক্ষণ পর মুখ খুললাম আমি’!!অভিমানী স্বরে বলে উঠলাম আমিঃ

———–“আমি সবসময় উল্টো বুঝি আর তুমি বুঝি বুঝো না…….

“রিয়াদ তানজুর কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলে উঠলঃ

————-“না তুই একা বুঝিস না তো আমিও উল্টো বুঝি……

————-“হুম বুঝো মানে সেদিন তুমি সোহান ভাইয়ার সাথে আমায় দেখে খালি খালি রাগ করলে…….

————“খালি খালি রাগ করছি তুই কেন সোহানের হাত ধরেছিস…..

————-“আরে সোহান ভাইয়া পা পিছলে পুকুরে পড়ে গিয়েছিল’!!তারপর পায়ে ব্যাথা পেয়ে উঠতে পারছিল না তাই তো হাত ধরছিলাম এর বেশি কিছু নয়…….

————-“তাহলে সেটা বলার ছিল না…..

“রিয়াদের কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ

————“আমি তোমায় বলি নি…?আর তুমি একটু তেই রেগে যাও অনেক….

————“আচ্ছা যা সরি এইবারের মতো মাফ করে দে আমি কথা দিচ্ছি আর তোর উপর বেশি রেগে যাবো না!আমি একটু অভিমানী স্বরে বলে উঠলামঃ

————“এইভাবে হবে না…..

“রিয়াদ অবাক হয়ে বললোঃ

————“মানে……

————-“কান ধরে বলো……..

————–???

————-“ওইভাবে তাকালে কাজ হবে না আগে সরি বলো……

“রিয়াদ হালকা হেঁসে বলে উঠলঃ

————“ঠিক আছে!

“আমিও অতি-আগ্রহে তাকালাম ভাইয়া দিকে’!!রিয়াদ ভাইয়া তার দু-কানে হাত দিয়ে বললোঃ

————-“সরি…..

“হালকা হাসলাম আমি’!!আমি হাসি দেখে রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

————–“আমি ভুল করেছি সরি বলেছি এখন তোর পালা……

“অবাক হয়ে বললাম আমিঃ

—————“কি…?

—————“আমি সরি বলছি তুই বলবি না, নাকি…..

————–“আচ্ছা যাও আমিও কানে হাত ধরে বলছি…..

”আমার কথা শুনে রিয়াদ ভাইয়া হাসি দিয়ে বললোঃ

————–”না না কানে ধরে বললে চলবে না……

“ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে বলে উঠলাম আমিঃ

—————“মানে…..

—————“মানে হচ্ছে তোকে আমায় জড়িয়ে ধরে বলতে হবে…..

————–“কিককক….?(চেঁচিয়ে)

————–“চেচাচ্ছিস কেন বাড়ির সবাইকে জাগাতে চাস নাকি……

—————“আমি পারুম না…..

————–“তুই সত্যি পারবি না…..

————–“না……

————–“তুই কিন্তু রুমে একা আছিস….

“বলেই সামনে এগোতে লাগলো ভাইয়া…..
রিয়াদের এই ভাবে এগোতে দেখে কাঁপা কাঁপা গলায় বললাম আমিঃ

—————“তো কি হয়েছে……

————–“তো বলছি আমি…..

————-“দেখো ভাইয়া খারাপ হয়ে যাবে কিন্তু…..

————“একটু খারাপ হলে ক্ষতি কি(শয়তানি হাসি দিয়ে)

———–???

“এদিকে আমি খাটের একদম কোনায় লেগে গেছি…..!!হর্ঠাৎই ভাইয়া ঝুঁকে পরলো আমার দিকে’!!সাথে সাথে আমি চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলামঃ

————-“হাত বাঁধা থাকলে জড়িয়ে ধরবো কিভাবে……

“এতক্ষণ পর রিয়াদের মনে পরে গেল সে যে তানজুর হাত বেঁধে দিয়ে ছিল’!!অটোমেটিক আর মুখ থেকে বেরিয়ে আসলোঃ

————–“ওহ…….

“তারপর তাড়াতাড়ি রিয়াদ তানজুর হাত খুলে দিয়ে উঠে দাঁড়ালো’!!তারপর বললোঃ

————“হয়ে গেছে এখন তাড়াতাড়ি যা করতে বলেছিস কর!এই দু-দিন প্রচুর কষ্ট দিয়েছিস তুই’!!তার শাস্তি তোকে পেতে হবে না…..

————“হুহ শুধু তুমি কষ্ট পেয়েছো আমি পাই নি নাকি তার বেলা….

————-“আমি বলেছিলাম নাকি কষ্ট পেতে না বুঝে,,যাক ওসব এখন বাদ দে যেটা বলেছি সেটা আগে কর……

—————”করতেই হবে না করলে চলবে না…..

“ভাইয়ার সোজা উওরঃ

————-“না……

“শুকনো ঢোক গিলে বললাম আমিঃ

————-“ঠিক আছে তুমি তোমার চোখ বন্ধ করো…..

————–“চোখ বন্ধ করা লাগবে কেনো….

—————-“তুমি চোখ না বন্ধ করলে আমিও তোমায় জড়িয়ে ধরবো না….

“হালকা হাসলো রিয়াদ তারপর বলে উঠলো সেঃ

————-“আচ্ছা ঠিক আছে…..

“বলেই রিয়াদ তার চোখ বন্ধ করে নিল….
তারপর তানজুও কিছুক্ষন রিয়াদের মুখের দিকে তাকিয়ে হালকা হেঁসে শক্ত করে জড়িয়ে ধরলো রিয়াদকে’!!তারপর রিয়াদের কানে কাছে মুখ নিয়ে বলে উঠলো সেঃ

————-সরি “প্রিয়”…….

“তানজু জড়িয়ে ধরাতে রিয়াদও খুশি হয়ে তানজুকে জড়িয়ে ধরে চোখ খুলে বলে উঠলঃ

————“প্লিজ কখনো ভুল বুঝে দূরো সরে যেয়ো না তাহলে আমি সত্যি সত্যি মরে যাবো’!!এই দু-দিন আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল’!!হয়তো আর কয়েকদিন হলে আমি সত্যি মরে যেতাম’!!তাই প্লিজ আর কোনোদিন এভাবে ইগনোর করো না আমায় “প্রিয়সী”……..

“বলেই দু-চোখ আবারো বন্ধ করে নিয়ে তানজুকে খুব শক্ত করে জড়িয়ে ধরল সে’!!আর অন্যদিকে তানজু সেও রিয়াদের কথাগুলো চুপটি করে শুনলো আর মনে মনে ভাবলোঃ

————–“আর কখনো না বুঝে ভুল বুঝবে না রিয়াদকে…….

“এই ভেবে সেও খুব শক্ত করে জড়িয়ে ধরলো রিয়াদকে’!!এই মুহূর্তে দু’জনেই খুব খুশি তাদের মান-অভিমানের পর্ব শেষে……

||

________________________

“ওদিকে দরজার বাহিরে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল আরু’!!অনেক আগে থেকেই এখানে এসেছে সে’!!আর এতক্ষণ দাঁড়িয়ে রিয়াদ তানজু বলা সব কথাই শুনেছে সে’!!তার খুব কষ্ট হচ্ছে এখন চোখ বেয়ে পরছে পানি’!!কারন সে তো সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে রিয়াদকে’!!কোনোদিন সাহস করে বলতে পারে নি’!!আজ যা বুঝলো রিয়াদ কোনো কালেও তাকে ভালোবাসবে না’!!কারন সে তো তানজুকে চায়……এসব ভেবে চোখ বেয়ে পানি পরতে লাগলো আরুর’!!তারপর চটজলদি সেখান থেকে চলে যায় আরু…..সঙ্গে আর সহ্য করতে পারছে না এসব……

||

“আরু দৌড়ে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলো’!!বিছানার চাঁদর টেনে টুনে ওলোট পালোট করে ফেলেছে সে’!!চোখ বেয়ে পরছে পানি’!!ছোটবেলা থেকেই তার কষ্ট হয় খুব তার বাবা মার জন্য আর তখনই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রিয়াদ আর তানজু এসেছিল’!!তখন থেকেই রিয়াদকে ভালো লাগতে শুরু করেছিল আরুর’!!আর ভালো লাগাই কখন যে ভালোবাসায় রূপ নিলো তা সে বুঝতেই পারে নি…..

“এভাবেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পরল আরু………

__________________________________________

______________________________

“সূর্যের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙলো আমার’!!সকাল সকাল বাহিরে চেচাঁমেচি শুনে অবাক হলাম আমি’!!চটজলদি বিছানা ছেড়ে উঠে বসলাম আমি’!!তারপর তাড়াতাড়ি মাথায় ওড়না মুড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি’!!সিঁড়ি বেয়ে নিচে নামতেই অবাক আমি’!!কারন খালামনি আর আম্মু দুজনেই চেঁচামেচি করছে’!!আমি অবাক হয়ে নিচে নামলাম’!!সবাই আছে এখানে….,

“দিহান ভাইয়া’ আর তিশা দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে’!!আর তাদের পাশে আদিল ভাইয়া আর রুহি,,আম্মু আর খালামনির মাঝখানে বসে আছে রিয়াদ ভাইয়া’!!কিছু একটা বোঝাচ্ছে সে……

চলবে……..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here