বৃষ্টি মাখা রোদ্দুর?,part:15

0
3984

বৃষ্টি মাখা রোদ্দুর?,part:15
Writer:TanjiL Mim?
.
.
?
“একটা রাগী লুক নিয়ে সবাই তাকিয়ে আছে দিহান ভাইয়া’ আর তিশার দিকে’!!কারন সবাই জেনে গেছে দিহান আর তিশার কথা’!!অবশ্য জেনে গেছে বললে ভুল হবে রিয়াদ বলে দিয়েছে সবাইকে…..

“কয়েক মুহুর্ত আগে……

“পুকুরপাড়ে দিহান আর তিশা আবারো সবাইকে কবে বলবে এটা নিয়ে ঝগড়া করছিল’!!এমন সময় সেখানে উপস্থিত হয় রিয়াদ’!!তানজুকে রুমে দিয়ে এসে মুখ ধুতে পুকুর পাড়ে এসেছিল সে’!!রোজ রোজ দিহান আর তিশার ঝগড়া দেখে ভালো লাগছিল না রিয়াদের’!!তাই হুট করেই রিয়াদ ওদের সামনে গিয়ে দুজনের হাত ধরে সবার সামনে নিয়ে এসে সব বলে দেয়……

“বর্তমানে……

“একটা টেনশন মার্কা মুখ নিয়ে দাঁড়িয়ে আছি আমি সহ সবাই’!!কয়েক ঘন্টা পরই তিশার আম্মু আর আব্বু মানে মেজো খালামনি আর খালু চলে আসবে…..ওনারা আসে নি আমাদের সাথে খালু একটা কাজ থাকায় থেকে গিয়েছিল আজকেই আসার কথা তাদের’!!কে জানে এসব শুনে ওনাদের রিয়েকশন কেমন হবে…..
আব্বু আম্মুও ঠিক কতোটা রেগে দিহান ভাইয়ার ওপর বুঝতে পারছি না’!!

||

“হর্ঠাৎই একটা খোঁচা মারলো রুহি আমায়…..!!ওর কাজে আমি অবাক হয়ে বললামঃ

————-“এসব কবে থেকে চলছে রে…….

————-“আমি কি জানি……

————–“কি শয়তান মাইয়া দেখছো নি দিহান ভাইয়ার সাথে আর আমরা কিছু বুঝতে পারলাম না…..

————–“হুম সেদিন রাতে আমিও ধরছিলাম……

“আমার কথা শুনে রুহি অবাক হয়ে চেঁচিয়ে বললঃ

————–কি….?

“ওর চেঁচানো শুনে আমি বলে উঠলামঃ

————–“বোইন আস্তে চেঁচাস কেন??

————-“চেঁচাবো না তুই জানতি আর আমায় বললি না……

————–“আরে বলার সুযোগ পেলাম কোথায় আর আমি কিছু বলার আগেই তো রিয়াদ ভাইয়া সব বলে দিল………

—————ওহ….

————–“হু,এখন চুপ থাক! আগে আগে দেখ কি কি হয়….

————-হুম…..

“তারপর আমরা দু’জনই মুখে হাত দিয়ে?চুপ?

_________________

“দুপুর দুটো…….

“গম্ভীর হয়ে সবাই বসে আছে এখনো’!!এদিকে আমার ক্ষুধায় পেটের ভিতর ইদুর দৌড়াচ্ছে’!!এমন একটা মুহূর্ত চলছে না আমি কিছু বলতে পারছি না আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি….

“এমন সময় সদর দরজা দিয়ে ভিতরো ঢুকলো মেজো খালামনি আর খালু মানে তিশার আম্মু আব্বু…..!!শুরুতেই খালামনি ছুটে এসে নানুকে জড়িয়ে ধরল’!!নানুও খুশি হয়ে খালামনিকে জড়িয়ে ধরল’!!সবাইকে এইভাবে গম্ভীর ভাবে বসে থাকে দেখে খালু বলে উঠলঃ

———“কি হলো সবাই এইভাবে একসাথে গম্ভীর হয়ে বসে আছো কেন??কি হয়েছে….

“এমন সময় আদিল ভাইয়া এসে বলে উঠলঃ

————“আব্বু আমি তোমায় সবটা বলছি…..

————-“হুম বলো কি হয়েছে…..

“আদিল ভাইয়া কিছু বলার আগেই আব্বু বলে উঠলঃ

————-“তোমায় কিছু বলতে হবে না আদিল,,যা বলার আমরা বলছি,,তুমি বরং ছোটদের সবাইকে নিয়ে অন্য রুমে চলে যাও….

“আব্বুর কথা শুনে রিয়াদ ভাইয়ার আব্বু বললোঃ

————-“ঠিক বলছো!তোমরা সবাই অন্য রুমে যাও আর হা দিহান আর তিশাকেও নিয়ে যাও…..

“বিনিময়ে কেউ আর কিছু বলতে পারলো না’!!একে একে সবাই চলে যেতে লাগলো’!!এদিকে খিদের জ্বালায় আমি শেষ!ধুর ছাই কেন যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম না….

“একরাশ হতাশ নিয়ে চলে আসলাম আমিই উপরে……

__________________________________

||

রুমের মধ্যে পাইচারি করছি আমি’!!এর দুটো কারন এক ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে আর দুই নাম্বার বাহিরে কি হচ্ছে….

“আর বাকি সবাই রিয়াদ ভাইয়া একটু আগে কোনো একটা কারনে রুমে থেকে বেরিয়ে গেছে’!!আর বাকি সবাই বিছানায় বসে আছে যেমন আরু,আদিল,সোহান,দিহান, তিশা, রুহি,সাথে আফরিন আপু আর দুলাভাইও….!!হর্ঠাৎই রুহি বিছানা থেকে উঠে নিচে দাঁড়িয়ে বলে উঠলঃ

————“তিশা দুই আর দিহান ভাইয়া একে অপরকে ভালোবাসিস আর সেটা আমাদের বলিস নি…..

“রুহির কথা শুনে তিশা বলে উঠলঃ

————-“আমার কোনো দোষ নেই ওই দিহান ভাইয়াই বলে ছিল…..

“সাথে সাথে সবাই চোখ বড়??বড় করে তাকালো তিশার দিকে….
সবার এইভাবে তাকিয়ে থাকার কারনটা বুঝতে পেরে তিশা বলে উঠলঃ

————–“আরে ওটা তো আমি মজা করে বলেছিলাম……(হালকা হাসার চেষ্টা)

“এদিকে সবাই তিশার কান্ড দেখে হাসতে হাসতে শেষ’!!এমন সময় দিহান ভাইয়া চেঁচিয়ে বলে উঠলঃ

—————“তোরা তোদের হাসি থামাবি এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি….উফফ…..

“দিহান ভাইয়ার কথা শুনে আদিল ভাইয়া দিহান ভাইয়ার গলা জড়িয়ে ধরে বললোঃ

————-“আমার বোনটার সাথে প্রেম করার আগে মনে ছিল না?

————–???

————-“ওইভাবে দাঁত বের করলে কাজ হবে না……

“এদের কাজেও হাসলো সবাই…..

“এমন সময় রুমে প্রবেশ করল রিয়াদ ভাইয়া’!!রিয়াদ ভাইয়া ঢুকতেই সবাই তার দিকে তাকালো’!!সবাই তাকাতেই রিয়াদ ভাইয়া বলে উঠলঃ

—————“তোদের সবাইকে নিচে ডেকেছে….

“সাথে সাথে দিহান তিশার মুখে ভয়ের ছাপ ভেসে উঠল’!!রিয়াদ ভাইয়া ওদের দিকে তাকিয়ে বলে উঠলঃ

—————“তোদের আগে যেতে বলেছে তুমি গেছো শালা….

“ব্যস হয়ে গেল দিহান ভাইয়ার যতোটুকু সাহস ছিল তাও ফুস হয়ে গেছে….!!দিহান ভাইয়া ঘাবড়ে গিয়ে বললোঃ

—————–“আমি যামু না…..

“দিহান ভাইয়ার কথা শুনে আদিল ভাইয়া দিহানের গলা জড়িয়ে ধরে বললোঃ

—————“তুই যাবি না মানে…..

“বলেই ভাইয়াকে টেনেটুনে রুম থেকে বের করলো আদিল ভাইয়া’!!তারপর একে একে সবাই সবাই রুম থেকে বের হতে নিলো….

“আমিও হেঁটে দরজার পর্যন্ত যেতেই পিছন থেকে আমার হাত ধরল রিয়াদ’!!তার এমন কান্ডে আমি অবাক হয়ে বললামঃ

—————“কি হলো যাবে না…..

————–“না…..

“রিয়াদ ভাইয়ার কথা শুনে হা হয়ে বললাম আমিঃ

————“কেন….

————-“কাজ আছে….

————-“ওহ ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই……

————-“তুই ও যাবি না…..

————–“কি….

————–“এক কথা বার বার বলতে ভালো লাগে না আমার’!!

“বলেই ভাইয়া আমায় হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বললোঃ

————–“তুই বস আমি এক্ষুনি আসছি,কোথাও যাবি না তাহলে কিন্তু তোর খবর আছে…..

“বলেই আর দু’মিনিট দাঁড়ালো না ভাইয়া বেরিয়ে গেল রুম থেকে’!!

||

“এদিকে আমি হতাশ হয়ে বসে পরলাম বিছানায়’!!ক্ষিধায় মনে হয় একটু পর মরেই যাবো’!!কোথায় ভাবলাম নিচে গিয়ে সবার কথা শুনে খাবার খাবো…ধুর ভালো লাগে না….

“এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকলো রিয়াদ’!!রিয়াদ ভাইয়ার এমন কান্ড দেখে আমি জাস্ট হা হয়ে গেছি’!!কিছু বলবো তার আগেই ভাইয়া বলে উঠলঃ

———–“সব পড়ে শুনবো আগে খাবারটা খেয়ে নে…..

“আমিও আর না করলাম না’!!খিদের জ্বালায় পুরো মরে যাচ্ছি আমি’!!হাত দিয়ে ধরতে যাবো তার আগেই রিয়াদ বলে উঠলঃ

————“তোকে ধরতে হবে না আমি৷ খাইয়ে দিচ্ছি…..

“আমিও আর না করতে পারলাম না মাথা নাড়িয়ে হা সমর্থন দিলাম….

“তারপর রিয়াদও আর দেরি না করে চটজলদি খাবার খাইয়ে দিতে লাগলো তানজুকে’!!আর তানজুও হাসি খুশি ভাবে খেতে লাগলো……

___________

“ওদিকে দরজার বাহিরে এমন দৃশ্য দেখলো সোহান’!!মনে মনে হয়তো সে বুঝে গেছে এরা একে অপরকে ভালোবাসে…’!!হুট করেই মন খারাপ হয়ে গেল তার’!!তারপর আর কিছু না ভেবেই চলে গেল সে’!!কোনো এক কারনে এদিকে এসেছিল সে’!!তানজু রিয়াদের কাজ দেখে চলে যায় সে……..

“কিছুক্ষন পর…………

———–“আর খেতে পারবো না আমি পেট ভরে গেছে ভাইয়া…..

“কিন্তু আমার কথার দু-আনাও দাম না দিয়ে রিয়াদ বলে উঠলঃ

————-“তোর কোনো কথাই শুনছি না আমি তাড়াতাড়ি খা,,

————–“ভাইয়া আর খাওয়াতে হবে না এখন নিচে যাই খালামনিরা কি বললো শুনতে হবে না……

“এতক্ষণ পর রিয়াদের মনে পরলো’!!নিচে যে কিছু একটা হচ্ছে…..’!!রিয়াদ বলে উঠলঃ

————“জলদি খা দিহানকে আবার মারবে নাকি খালু….

————-“????কি কেন মারবে কেন???
আর আমি খাবোই না চলো তুমি আগে’!!

“বলেই খাবার প্লেটটা টেবিলের উপর রেখে ভাইয়ার হাত ধরে নামলাম আমি’!!

||

“এদিকে রিয়াদ হাসলো তানজুর কান্ডে……

__________________________________________

______________________________

“নিচে নামতেই রুহি দৌড়ে এসে মুখে মিষ্টি ভরে দিয়ে বললোঃ

———-“দোস্ত বিয়া খামু,,বান্ধুপীর বিয়া?

“আমি খুশি হয়ে বললামঃ

———–“দোস্ত কবে…..

“এমন সময় আব্বু বলে উঠলঃ

———–“সবাই হইচই বন্ধ করে…..

“সাথে সাথে সবাই চুপ…….

“সবাই চুপ থাকতেই আব্বু বলে উঠলঃ

———–“যেহেতু দিহান তিশা একে অপরকে ভালোবাসে আর আমাদেরও আপওি নেই তিশাকে বউ করে ঘরে আনার’!!

“আব্বুর কথার মাঝখানেই মেজো খালু খুশি হয়ে বলে উঠলঃ

————-“আর আমাদেরও আপওি নেই দিহানকে আমার মেয়ের জামাই বানাতে….

“তারপর দুজন একসাথে বলে উঠলঃ

————-“তাই আমরা ঠিক করেছি আগামী এক মাসের মধ্যে আমরা এদের বিয়ে দিবো……

“সাথে সাথে সবাই খুশি হয়ে গেল’!!তিশা তো দৌড়ে ওখান থেকে চলে গেল’!!আমরাও খুশি’!!উফ বিয়া খামু….

“তারপর আরো কিছুক্ষন বক বক করে সবাই চলে গেল রুমে ফ্রেশ হতে…..!আমি রিয়াদ ভাইয়ার দিকে একটু রাগী লুক নিয়ে বললামঃ

———–“তুমি আমায় মিথ্যে কেন বললে…

“হাসলো রিয়াদ তারপর বলে উঠলঃ

———–“একটু মজা করলাম…..

“রিয়াদের কথা শুনে হাসলাম আমিও…….

||

এদিকে রুহি খুশি হয়ে সবার মুখে মুখে মিষ্টি ভরে দিচ্ছে’!!নানু,নানা, সাথে আরু সহ বাকি সবাইকে,,হুট করেই দৌড়ে গিয়ে আদিল ভাইয়ার মুখে মিষ্টি ভরে দিলো সে….

!!.

“এদিকে আদিল আচমকা এমনটা হওয়াতে পুরো ভ্যাবাচেকা খেয়ে গেল’!!খুব একটা মিষ্টি পছন্দ করে না সে’!!আদিল রেগে গিয়ে কিছু বলতে যাবে তার আগেই রুহি ঘাবড়ে যাওয়া ফেস নিয়ে বলে উঠলঃ

———-“সরি সরি ভাইয়া আমি বুঝতে পারি নি আপনি ছিলেন….,,আমি সত্যি খুব দুঃখিত,,বেশি লাফালাফি করতে গিয়ে ভুল হয়ে গেছে….

“আদিল রুহির ঘাবড়ানো মুখ দেখে মনে মনে হাসলো কিন্তু বাহিরের তা প্রকাশ করলো না’!!গম্ভীর আওয়াজে বলে উঠলঃ

———-“এইবারের মতো মাফ করলাম পরেরবার কিন্তু করবো না……..

“আদিলের কথা শুনে রুহি মাথা নিচু করে বলে উঠলঃ

————“ঠিক আছে ভাইয়া…..

———–“হুম ঠিক আছে যাও……

“রুহিও আর কিছু বললো না’!!চুপচাপ সরে আসলো সে….

“হাসলো আদিল………..

______________________________

“রাত_৮ঃ০০টা…….

“ক্যারেন্ট নেই জ্বালানো মোমবাতির আলোতে আলোকিত হয়ে আছে একটি রুম’!!গ্রামের বাড়িতে এই ঘন ঘন ক্যারেন্ট যাওয়া একদম পছন্দ নয় আমার’!!তারপরও কি করার ক্যারেন্ড তো আর আমার মন হতো থাকবে না’!!তবে ক্যারেন্ট না থাকলেও এই মুহুর্তে পরিবেশটা খুব সুন্দর……

“সবাই মিলে আড্ডা দিচ্ছি খুব’!!আমাদের আড্ডার মূল কারন হলো দিহান ভাইয়ার বিয়ে…..
সবাই মজা নিচ্ছে দিহান আর তিশার সাথে’!!বেশি মজা নিচ্ছে আদিল ভাইয়া দিহান ভাইয়ার সাথে…..

“এমন সময় আফরিন আপু হাতে আলুর চপের প্লেট নিয়ে ঢুকলো রুমে’!!ব্যস সবাই মিলে ঝাপিয়ে পরলো আফরিন আপুর সামনে…..শেষে গিয়ে বাচলো একটা আর সেটার অর্ধেক করে খেলো আফরিন আপু আর দুলাভাই…..

“আজকে সবাই খুশি শুধু আরু আর সোহান বাদে……

||

“বেশকিছুক্ষন পর……

“হুট করেই ক্যারেন্ট চলে আসলো’!!সাথে সাথে পুরো রুম আলোকিত হয়ে গেল’!!তারপর আমি আর রিয়াদ একসাথে মোমবাতি নিভিয়ে দিলাম’!!আনমনে হাসলাম দু-জনেই!!

“হর্ঠাৎই দুলাভাই বলে উঠলঃ

————-“কালকে তাহলে পুরো গ্রাম ঘুরে দেখতে যাওয়া হবে পাক্কা তো গাইস……

“সবাই চেঁচিয়ে বলে উঠলঃ

————-“হু পাক্কা দুলাভাই….

চলবে……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here