বেপরোয়া ভালবাসা
পর্বঃ০২
মনা হোসাইন
-“আমি আর ভাইয়ার স্কুলে পড়ব না কাকীমা। মাত্র কদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করে দাও প্লিজ।
আদির মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা। আদির মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নিবে না। কিন্তু আদিবার ভয় পাওয়ারো যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখা একদমি উচিত হয় না আদির। মিনা বেগম আদিবাকে সান্তনা দিয়ে বললেন তোর চাচা বাসায় আসুক আমি কথা বলব কেমন..?
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর আদিবার মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। আদিবা তার মাকে কিছু না বললেও আদিত্যের বাবা আহমেদ সাহেব ফিরার পর আদিত্যের মা তাকে সব বলল তাতে খুব রেগে গেলেন আহমেদ সাহেব।
এদিকে আদিত্য সেই যে দুপুরে বেরিয়েছিল এখনো ফিরে নি সবাই আদিত্যের ফিরার অপেক্ষা করতে লাগলেন।
সন্ধ্যা পেরিয়েছে বাসার সবাই ড্রয়িং রুমে বসে ছিল
তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকল আদিত্য।আদরকে দেখেই আহমেদ সাহেব এগিয়ে গেলেন,
কোন কিছু না বলে আদরের গালে ঠাস করে থাপ্পর বসিয়ে দিয়ে বললেন,
-“তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার..? সবার আদর পেয়ে সাপের পিছপা দেখেছিস তাই না?
আদি কিছু বলল না মাথা নিচু করে নিল।আদিত্য চোখমুখ অসম্ভব লাল হয়ে আছে। আদিত্য যখন খুব রেগে যায় তার ফর্সা মুখে রাগের লাল আভা ছড়ায়।এটা নতুন কিছু না।
আদিত্য মাথা নিচু রেখেই আদিবার দিকে এগিয়ে আসল। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা।
আদিত্য এগিয়ে গিয়ে আদিবার হাতে কাগজে মোড়ানো প্যাকেটটা দিয়ে বলল,
-“আমি এই ব্যাপারে কিছুই জানতাম না আদিবা। তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যাথা পেয়েছিস। তাই রেগে গিয়েছিলাম
আহমেদ সাহেব আবারো চেঁচিয়ে উঠলেন,
-“ব্যাথা পেলে তোর রাগতে হবে কেন? ও ব্যাথা পাক না পাক তুই ওকে শাস্তি দেয়ার কে..?
-“বাবা আমি….
-“তুই এখনো কথা বলার সাহস পাচ্ছিস কি করে..?
আদিত্য আর তার বাবার অবস্থা দেখে আদিবার মা শাহানা বেগম এগিয়ে আসলেন,
-“ভাইজান বাদ দিন ছোট মানুষ বুঝতে পারে নি।
-“সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি তাই এত সাহস বেড়েছে কিন্তু আজ আমি কোন কথা শুনতে চাই না। আদিত্য এখনী আদিবার কাছে ক্ষমা চা…
আদিত্য চোখ গরম করে আদিবার দিকে তাকাল। ক্ষমা চাওয়ার মত কাজ আদি কখনই করবে না সে ব্যাপারে সবাই নিশ্চিত কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদিত্য বলে উঠল,
-“ক্ষমা করে দে আদিবা আর এমন হবে না…
আদিত্যের মুখে ভুল স্বীকারমূলক উক্তি শোনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করল না আদিবার। সেকি ঠিক শুনেছে..? আদিত্য যত ভুলেই করোক না কেন কখনো তা স্বীকার করে না আজ হটাৎ সব নিয়ম ভেঙে গেল..??
বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল, আহমেদ সাহেব কড়া গলায় বললেন,
-“যাইহোক আদিবা আর তোমার স্কুলে যাচ্ছে না তাই এবার থেকে ওর পিছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কদিন পরেই তোমার মাধ্যমিক পরীক্ষা।
আদর অবাক হয়ে বলল,
-“ও স্কুলে যাবে না মানে??
-“মানে ও এখন থেকে অরিন আর সাদিয়ার স্কুলে যাবে।আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসব।
-“কিন্তু কেন?
-“আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক।
-“আদিবাও কি তাই চায়?
-“হ্যা চায় তোমার মত ইডিয়েটের আশেপাশে কেইবা থাকতে চাইবে..?
আদিত্য আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল।আদিবাও নিজের ঘরে ফিরল তারপর কাগজের প্যাকেট টা খুলল, কাগজের ভিতরে এক প্যাকেট প্যাড কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরো টা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করল।
-“মানছি আমি ভুল করেছি কিন্তু তুই ও কাজ টা ঠিক করিস নি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যাথা পেয়েছিস? তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যাথা পেলে আমার খারাপ লাগে তাই তোকে আগলে রাখতে চাই এটাই কী আমার দোষ..?
তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ তো নাকি?কোন না কোন দিন এই ব্যাপারটা আমি ঠিকি জানতে পারতাম। হয়ত এখন জানতাম না আজ থেকে দশবছর পর বা তারো পরে হলেও জানতে পারতাম সেটা তোর থেকে নাহোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতই তাই না..? তাহলে এখন বললে কী অসুবিধে ছিল?
যদি আমার খুব ভুল নাহয় তুই খুব ভাল করেই জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র। যার মানে হল তুই সারাজীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয়,লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রী হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না। শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না। আমি চাই না তুই সারাজীবন আমাকে ভয় পা।
আদিবা কাগজ টা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি আদিত্যের সাথে তার বিয়ে দিতে চায় তবুও সে এই বিয়েতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদিত্যের মত রাগী ছেলের সাথে সারাজীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মত থাকতে চায় আদিত্যের অত্যা*চার থেকে মুক্তি পেতে চায়।
যাইহোক ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে আপাতত আদিত্যের কাছে ক্ষমা চাওয়া উচিত কারন তার জন্য আজ আদিত্যকে থাপ্পর খেতে হয়েছে।
আদিবা ভয়ে ভয়ে আদিত্যের ঘরে এগিয়ে গিয়ে বলল,
-“আদি ভাইয়া আসব..?
দাঁতে দাঁত চেপে উত্তর দিল,
-“আয়….
আদিবা এগিয়ে গিয়ে আদিত্যের সামনে দাঁড়াল।আদিত্য মুখ তুলে বলল,
-“শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস…
-“না মানে ভাইয়া আমার জন্য তোমাকে অনেক বেগ পেতে হয় তো তাই ভাবছিলাম…
-“স্কুল বদলাবি ভাল কথা কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো..?
– ” ম ম মানে?
– “আমি কি বুঝাতে চেয়েছি তুই বুঝেছিস আমি জানি।
-“কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধে ভাইয়া?
-“আমার তো কোন অসুবিধে নেই তুই সারাজীবনের জন্য হাঁটাচলার ক্ষমতা হারাবি তাতে আমার অসুবিধে কিসের যা অসুবিধে সেটা তো তোর।
আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকিয়ে কাচুমাচু মুখ করে বল্লাম,
– ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব?
-” কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস।তালবাহানা শুনার মত সময় আমার নেই।
আজকের রাত টা তোর কাছে সময় আছে হয় বাবার সিধান্ত বদলানোর ব্যবস্থা কর অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ…জানিস ত আমার কথার নড়চর হয় না। পা ভাংগব বলেছি মানে ভাংগবই
– ভাইয়া…
-আমার ঘরে কোন মেয়ের এতক্ষন থাকার অনুমতি নেই এখন যা এখান থেকে আমি শাওয়ার নিব।
কিভাবে কি করব বুঝতে পারছি না তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লাম কারন এছাড়া কোন উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আবার আমায় ডাকল।
আমি পিছনে তাকিয়ে সাথে সাথেই আবার চোখ সরিয়ে নিলাম,কারন ভাইয়া শার্টের বোতাম খুলছে।
আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল,
-“বলেছি না লজ্জা বাদ দিতে… আমার সাথে যেকোন ব্যাপারে ফ্রিলি কথা বলবি। যাইহোক,আচ্ছা আদিবা তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি?
প্রশ্নটা শুনেই গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন?
-‘ভাইয়া আমি নালিশ করি নি…
-” নালিশ করেছিস কি করিস নি সেটা তোর কাছেই রাখ একটা কথা কান খুলে শোনে নে আজকের জন্য ছেড়ে দিয়েছি কিন্তু যদি স্কুলের ব্যাপার টা ফয়সালা করতে না পারিস ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিব বুঝেছিস?
ভাইয়ার কথার উত্তর দিতে পারলাম না চুপচাপ বেরিয়ে আসলাম। সকালেই চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবেন যা করার আজকেই করতে হবে কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
অনেক ভেবে সিধান্ত নিলাম কাকীমনিকে বলব তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম কারন ভাইয়া কাকিমনির ঘরে।
বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপড় পা তুলে গেম খেলেছে সে। কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে। ভাইয়া যতই ভুল করোক না কেন সে এই বাসায় সবার নয়নের মনি তাই কাকিমা প্রথমে থাপ্পর দিলেও এখন হয়ত ছেলের রাগ ভাংগাচ্ছেন আমি রুমে ঢুকব নাকি ঢুকব না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা
বলে উঠলেন,
-“আরে আদিবা বাইরে কেন ভিতরে আয়।
কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে একনজর আমাকে দেখে নিয়ে আবার খেলায় মনযোগ দিল। কাকিমা ভাইয়ার মাথার নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন,
-হাতে কি চা নাকি?কে করেছে?
কাকিমার প্রশ্নের জবাবে বললাম
– আমি করেছিলাম কাকিমা…
কাকিমনি অবাক হলেন,
– তুই করেছিস? কিন্তু কেন?
আমি উত্তর দেয়ার আগেই আদিত্য উত্তর দিল,
-খেয়ে দেয়ে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে পতুল খেলে,শাড়ি পরে, চা করে…
আহ আদি তুই আবার ওর পিছনে লাগছিস? এত কিছুর পরেও তোর শিক্ষা হয় না..?চা করেছে খারাপ কিছু তো করেনি তাই না?
-“সেটাই, ও যাই করে সব ভালই করে…
আদিবা আজ থেকে আমার রাতের দুধ টা তুই করে দিস তো।
আমি মাথা নাড়লাম সাথে সাথেই কাকিমা বলে উঠল
-“ও দিবে কেন ও কি এসব পারে নাকি?
-“চা করতে পারে দুধ পারবে না…??
-“কাকিমা আমি পারব। আমি করে দিব ভাইয়া।
ভাইয়া মুখ বাঁকিয়ে তাছিল্যের হাসি দিয়ে খেলায় মন দিল।আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বল্লাম
-“কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম।
-“হ্যা বল কি বলবি…
-“আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই।স্কুল বদলানোর দরকার নেই।
-“কী? কিন্তু কেন একটু আগেই তো বলছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস।
– না মানে…
কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বলল,
-বাবু নিজের ঘরে যা তো আমি আদিবার সাথে
একটু কথা বলব।
অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজার টা কথা শুনাতো রাগারাগি করত কিন্তু আজ কোন জবাব দিল না।ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন,
-“আদিত্য তোকে নিষেধ করেছে তাইনা..? কিন্তু
এই ভুলটা করিস না আদিবা, তোর চাচা যখন স্কুল বদলাতে বলছেন সুযোগ টা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যা*চার থেকে মুক্তি পাবি।
সেটা আমার চেয়ে ভাল আর কে জানে? কিন্তু স্কুল বদলালে ভাইয়া আমাকে আরও বেশি শাস্তি দিবে সেটা আমি কি করে বলব? যার নুন খাই তারেই ছেলের দুর্নাম করব কিভাবে?( মনে মনে)
মিনা বেগমের কথায় আদিবা নীরব গলায় জবাব দিল,
-“এখন থেকে আমি নাহয় একা একা স্কুলে যাব। ভাইয়ার সাথে যাব না। ওর সাথে বেশি কথাও বলব না তাহলে হবে না?
-তুই বুঝতে পারছিস না আদিবা, আদর তোকে অনেক জ্বালাবে
-তবুও আমি স্কুল বদলাতে চাই না।
-তাহলে আমি আর কি বলব দেখ ভেবে দেখ আমি তোর চাচাকে বলে দেখি।
-ঠিক আছে বলে বেরিয়ে এলাম।
রাত ১০ টা সবাই টেবিলে খেতে বসেছি কিন্তু আদর নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন,
-“আদি এখনো রাগ করে আছে..?
চাচা, ভাইয়ার জন্য চিন্তা করছেন বুঝেই কাকিমা বললেন,
-“আরে নাহ রাগ করে থাকবে কেন একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল। তাই না আদিবা..??
আমি অগত্যা হ্যাসূচক মাথা নাড়লাম বড়চাচা আবার প্রশ্ন করলেন,
-“তাহলে খেতে আসল না কেন?
-“হয়ত পড়াশোনা করছে।আদিবা যা তো মা ভাইয়াকে ডেকে নিয়ে আয়।
কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুচিন্তা বাড়াতে চাই না তাই উঠে ভাইয়ার রুমে গেলাম।
ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার আমি বড়াবড়ই ভয় পাই তাই ভয়ে ভয়ে বললাম ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছো…??
মৃদুগলায় জবাব দিল,
-“আমাকে এত জ্বালাস কেন আদিবা?
ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষনে মনে পড়ল নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে তাই বললাম,
-“ভাইয়া খেতে চলো…
-“খাব না।
-“সবাই অপেক্ষা করছে।
-“বল্লাম তো আমার ক্ষিধে নেই।
-“চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন।
তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না।
-“ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তুলার পরেও আমি হ্যাংলার মত খেতে বসে যাব?
-“ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালবাসেন তুমি কি সেটা জানো না?
-“ওরা আমায় নয় তোকে ভালবাসে…যাইহোক এখন তুই এখান থেকে যা।
-“নিচে গিয়ে কী জবাব দিব?
-“যা যা আমি বল্লাম তাই বলবি…
-“চাচা অনেক কষ্ট পাবেন…
-“তুই কী যাবি নাকি আমাকে উঠতে হবে…
আর কথা বাড়ালাম না চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে তাহলে বড় চাচাও কষ্ট পাবেন। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম।
আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞাসা করলেন,
-“আদি আসল না…??রাগ করে আছে তাই না? আমি আমার ছেলেকে চিনি না..?
তাড়াতাড়ি বললাম,
-“না চাচা, ভাইয়া রাগ করে নি ও ঘুমিয়ে পড়েছে।
-” না খেয়ে ঘুমিয়ে গিয়েছে…??
-“চিন্তা করো না চাচা তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ের ঘরে খাবার দিয়ে আসব। তখন ডেকে খেতে বলব।
আমার কথা শুনে কাকিমা হেসে বললেন,
-“সেই ভাল, আয় আগে তুই খেয়ে নে। খাওয়া শেষ করে আদি খাবার দিয়ে আসবি কেমন?
আমি হ্যা সূঁচক মাথা নাড়ালাম।খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল,
-আদিবা খাবার টা একটু দিয়ে আয় কেমন।তোর সাথে আমিও যেতাম কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা তুই তো সিরিয়াল দেখিস না আর আদিকে তো চিনিস ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে।
বলেই কাকিমা টিভির রুমে চলে গেলেন। সেখানে আপু সাদিয়া সবাই আছে। সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে বড় চাচা ডায়বেটিস এর রোগী তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন।
এটাই এ বাড়ির নিয়ম রাতের খাবারের পর বাড়ি একেবারে সুনশান-নিস্তব্ধ হয়ে যায়।
আমি খাবার টা নিয়ে ভাইয়ার ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লিখা আছে? ভাইয়া যে রেগে আছে খাবার তো খাবেই না উল্টে আমাকে হয়ত মারবে।
যাইহোক ভয়ে ভয়ে ঘরে গেলাম ভাইয়া চোখ বন্ধ করে শুয়ে আছে আমি খাবার টা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম।
-ভাইয়া শুনছো…?? খাবার নিয়ে এসেছি উঠো প্লিজ
।
।
।
চলবে..!!!