ব্রেকআপ & ব্রেকআপ,Part : 8

0
872

ব্রেকআপ & ব্রেকআপ,Part : 8
Write : Sabbir Ahmed

-…(আমি আর চোখ খুলে রাখতে পারলাম না বন্ধ করে ফেললাম। চোখ খুলে রাখার শক্তি আমার নেই)
-আহারে আমার বেস্টু (কথাটা বলে উনি আমার নাকে তার নাক ঘষা শুরু করলেন)
-ম ম ম ম্যাম
-উমমমম
-একটু সড়ে দাঁড়ান
-আগে বল পালাবি না
-পালাবো না
-প্রমিস কর
-প্রমিস পালাবো না
-এভাবে হবে না,
-তাহলে??
,,
ইরা তার জামা টা সড়িয়ে বলল নাভি টাচ করে বলতে হবে। উনার নাভি দেখেই আমি চোখ সড়িয়ে ফেলি। অসম্ভব সুন্দর একটা জিনিস দেখলাম। চোখ বার বার সেইদিকে তাকাতে চাইছিলো কোনো রকম অন্যদিকে তাকিয়ে আছি।
-এই এই নে এটা টাচ করে প্রমিস কর(ইরা)
-ছি ম্যাম ঐখানে টাচ করে শুধু শুধু, আমি তো বললাম প্রমিস
-আমি বিশ্বাস করি না
-ম্যাম ওখানে আমি হাত দিতে পারবো না যত যাই বলেন
-কেনো?
-আপনার যে বর হবে সে দিবে
-আচ্ছা তুই আমার হবু বর এখন নে টাচ কর
-ছি ছি ম্যাম কি বলেন
-এক আদেশ এত বার দিতে পারবো না কিন্তু৷ আমি তোরে দিতে বলছি না
-আমার লজ্জা করে
-তোর লজ্জার আমি, রাগাবি না বলে দিলাম
,,
ম্যাম এর মাথা পুরো গেছে মনে হয়, না হলে এসব কথা বলছে তাও আমাকে! উনাকে জিজ্ঞাস করা ছাড়া কোনো উপায় নেই।
-ম্যাম এমন করতেছেন কেনো??(আমি)
-আমার গালে এক থাপ্পড় দিয়ে বলল..
-আমি যেটা বলি সেটা না করে তুই আমাকে উল্টো প্রশ্ন করতেছিস
-তাহলে কি ধরবো??
-তো??
,,
ভাবছি মাইর খাওয়ার থেকে ধরাই ভালো। আর সত্যি কথা বলতে দেখার পর আমি লোভ সামলাতে পারছি না।
আমি উনার নাভির উপর যাস্ট হাতটা রাখলাম। উনি একবার চোখ বন্ধ করে আবার চোখ খুললেন।
-চুপ কেনো???(ইরা ধমক দিয়ে)
-যা যা যাবো না (আমি)
-হুমমম গুড এখন হাত সড়িয়ে নে
-ওহহহ সরি
,,
ম্যাম আমার থেকে দূরে গেলো আমিও বাঁচলাম। উনি আবার বলতে শুরু করলেন।
-বাবাকে চ্যালেঞ্জ করে আসছি তোকেই বিয়ে করবো আমি (ম্যাম)
-ই আল্লাহ না ম্যাম এটা কি করেছেন আপনি!(আমি)
-তুই বুঝবি না। আমি তোকে টাকা দেওয়ার পরেই ঝগড়া টা লাগছে।
-আমাকে নিয়ে পরিবারের সাথে ঝগড়া করতে গেছেন কেনো?
-ওরা আমার চরিত্র নিয়ে কথা উঠাইছে, তারপর আমাকে বলেছে তোর সাথে নাকি আমার প্রেম আছে
-আচ্ছা মাথা ঠান্ডা করেন
-হ্যাঁ তোকে আমাদের বাসায় নিয়ে গেলে আমার মাথা ঠান্ডা হবে
-ই আল্লাহ এবার আমি শেষ। ম্যাম কি বলেন এগুলা আমি কেনো??
-ঝগড়ার সময় বলেছি আমি তোকে ভালবাসি তোকেই বিয়ে করবো আর তুই আমাদের বাসায়ই থাকবে
-মানে আপনি আমার উপরে যাওয়ার টিকিট নিয়ে আসছেন তাই না?
-জানি না ব্যাগ পত্র গুছিয়ে নে। আর আমার সাথে চল
-এই মাত্র বললেন যাস্ট না পালালেই হবে এখন আবার বলছেন আপনাদের বাসায় নিয়ে যাবেন!
-দেখে নিলাম তুই আমার উপর কতটা দূর্বল আর কতটা ভালবাসিস
-নাহহ আপনি কি যে বলেন আমি আপনাকে..
-এহহহ সাধু হইছে হইছে অনেক হইছে, ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকিস আবার আমার নাভির দিকে তাকিয়ে ছিলি আমি বুঝি না
,,
উনার যা কথার স্প্রিড আমি পেরেই উঠছিলাম না। এখন উনার বায়না আমাকে তাদের বাসায় নিয়ে যাবে। আর যাই হোক নিজের জান টা অকালে চকে যাক সেটা আমি চাই না। আমি তো যাবো নি সেটাই মনে মনে ঠিক করলাম এখন ম্যাম কে বোঝাতে হবে।
-ম্যাম আমি যাবো না (আমি)
-রুমে ছুড়ি নেই?? (ইরা)
-কি করবেন??
-হাত কাটবো আমার
-এই নাহহহ!!!
-তোর সাথে কথা নেই ব্রেকআপ যাহহ তুই মানা করার কে?? ছুড়ি কই সেটা বল
-না না ম্যাম যাবো আমি
-দ্রুত তোর কাপড় গুছিয়ে ব্যাগে উঠা
-ওকে ওকে উঠাচ্ছি
-না তুই ভাজ করে দে আমি উঠাচ্ছি
,,
আমি কাপড় গুলো ভাজ করে দিচ্ছি আর ভাবছি এই রকম জেদ ধরা ভালবাসার জন্য আমি তার সাথে চলে যাচ্ছি! এটা কি ঠিক হবে? আমি ইরাকে ভয়ে ভয়েই বললাম…
-ম্যাম একটা কথা (আমি)
-বল (ইরা)
-দেখেন এরকরম যেদ ধরা ভালবাসা নিয়ে আপনার সাথে যাচ্ছি, এর কি কোনো গ্যারান্টি আছে? নাকি সময় শেষ হলে যেদ শেষ হলে তাড়িয়ে দিবেন??
,,
ইরা কেমন ঢং করে আমার দিকে তাকালো। মাজায় দুটো হাত রেখে বলল..
-আমাকে কি আগের দিনের গ্রামের মাতব্বর মনে হয়? যে চার পাঁচটা বিয়ে করবো? বিয়ে একটাই
-আর ভালবাসা?
-একটাই
-আপনি কি আমাকে ভালবাসেন?
-না
-তো নিয়ে যাচ্ছেন কেনো?
-একসাথে থাকতে থাকতে ভালবাসা টা হয়ে যাবে
-আচ্ছা চলেন
-দাঁড়া কিছু কথা বলে নেই
-জ্বি বলেন
-আমাদের তে জয়েন্ট ফ্যামিলি, বাসায় প্রায় পঞ্চাশ জন এর বেশি মেম্বার আছে। কেউ যদি বলি তুই কি কাজ করিস কি বলবি তখন?
-এখন তো বেকার। কি আর বলব, বেকার ই বলতে হবে
-না তুই যে পিয়নের চাকরি করিস সেটাই বলবি
-চাকরি টা তো নেই
-আছে
-আপনি বললেই হলো নাকি?? স্যার আমাকে মানা করে দিয়েছে
-কোম্পানির ষাট পার্সেন্ট শেয়ার আমার মালিক তাহলে কে?
-জ্বি আপনি
-হুমম আজ বাসায় আমার সাথে থেকে কাল সকাল থেকে দুজন একসাথে অফিসে যাবো ঠিক আছে?
-জ্বি ম্যাম ঠিক আছে
,,
জান টা হাতে নিয়ে উনার সাথে রওনা দিলাম। ম্যাম কখন কি করে বোঝা বড় দায়! তার মাথায় যে কি ঘোরে আল্লাহ জানে আর উনিই জানেন। উনার বাসার দিকে যতই অগ্রসর হচ্ছি ততই বুকের ধুঁকপুকুনি টা বাড়ছে।
,,
ম্যামের বাবাকে অফিসে দেখেই যে ভয় পেয়েছি এখন তার সামনে থাকতে হবে! তাও আবার তার মেয়ের হবু জামাই হয়ে! ভাবতেই সারা শরীরের লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছে।
,,
উনার বাসায় পৌঁছে গেলাম। গাড়ি যেখানে পার্ক করলো সেখানেই আরও অনেক গুলো গাড়ি। বাসাটা দেখে মনে হয়না এত লোক এখানে থাকে।
-এই তুই আমার পিছু পিছু থাকবি ওকে?? (ইরা)
-জ্বি ম্যাম ওকে (আমি)
,,
বাসার ভেতরে ঢুকলাম। বসার ঘরে সবাই বসে আছে। কেউ কেউ আড্ডা তে মেতে আছে। আমাদের দেখে সবার কাজ করা বন্ধ হয়ে গেলো। আমি মাথা নিচের দিকে দিয়ে আছি কারও দিকে তাকানোর সাহস নেই।
এই ম্যাম এর জন্য আমি এই পরিস্থিতিতে পড়েছি। আমি ম্যাম এর কথা কেনো শুনতেছি? আমি কি উনাকে মনের অজান্তে ভালবেসে ফেলেছি?? নাহহ ভাবনা ঢুকলে চলবে না এখন এক্টিভ থাকতে হবে। ম্যাম যেটা বলবে সেটাই করতে হবে।
,,
,,
ধীরে ধীরে বাসার সবাই চলে আসলো। উনার বাবা মা তো প্রথম থেকেই এখানে ছিলেন।
-এই যে আমি আমার বরকে এনেছি, আজ থেকে ও এখনেই থাকবে। কেউ যদি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কথা ভাবো তো আমার সম্পত্তি বুঝিয়ে
দিয়ে তারপর বের করে দিয়ো।
-তুই আমার মেয়ে?? (ইরার বাবা)
-দেখো ওর জেদ খুব, তুমি কিছু বলো না ও ঠিক হয়ে যাবে (ইরার মা ইরার বাবাকে সামলাচ্ছে)
-আর এই ছেলে তুই তোর আমি…(আমার দিকে তাকিয়ে কথা বলছে। আমি তো ভয়ে শেষ)
-ইরা মা তুই ওকে নিয়ে উপরে যা (ইরার মা বলল)
,,
ম্যাম আমাকে নিয়ে তার রুমে আসলো। অমায়িক সব সাজগোজ, রুমটা এত সুন্দর যে যেদিকে তাকাচ্ছি অবাক হচ্ছি। আমি তো রুম দেখাতে ব্যস্ত ম্যাম তখন আমাকে বললেন..
-তুই বিছানায় বসে থাক আমি আসছি (ইরা)
-ম্যাম কই যান আপনি?? (আমি)
-নিচে
-আমার ভয় করে কেউ এসে আমাকে মেরে ফেলবে
-আরে পাগলা কে মারবে?
-আপনার ঐ পুলিশ চাচা
-উনি বাসায় নেই , আর আমি নিচে যাবো আর আসবো
-আচ্ছা
,,
ইরা চলে যাওয়ার পর রুমটা ভালো ভাবে দেখছিলাম। দেখতে দেখতে বিছানায় বসে পড়লাম। বিছানা টাও বেশ নরম, বসার সাথে সাথে কেমন যেন একটা নরম তুলতুলে ভাব। হঠাৎ ইরার মা রুমে প্রবেশ করলেন। আমি তাকে দেখে দাঁড়িয়ে গেলাম….
উনি আমার কাছে এসে বললেন…
-বাবা নাম কি তোমার?? (ইরার মা)
-জ্বি শুভ (আমি)
-ওহহ ইরা হয়তো পাগলামি করে এমনটা করেছে। তোমার বাবা মা ফ্যামিলি আছে তারা এসব শুনলে সমস্যা করবে। তুমি বিকেল পর্যন্ত থেকে চলে যেয়ো। একটু পরেই ওর রাগ কমে যাবে।
,,
আমি কিছু বলার আগেই রুমে ঢুকতে ঢুকতে ইরা বলল..
-ওর বাবা মা নেই, বিকেল পর্যন্ত রাখার জন্য উনাকে আমি নিয়ে আসিনি, আর তোমাকে এসব বলতে কে বলেছে?? (ইরা)

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here