ভালোবাসার_রাত Season_2,পর্ব (৫)

0
3918

ভালোবাসার রাত Season_2,পর্ব (৫)
রোকসানা_রাহমান

রাত সন্ধ্যার কোমড়টা পেচিয়ে ধরে নিজের কাছ থেকে সরিয়ে দিলো। উঠে বসে হাপাতে হাপাতে বললো,,

“” এতো রাতে আমার ফোন দিয়ে কি করবি?””
“” আমার একটা কল আসবে।””
“” তোর কল? আমার নাম্বারে? তাও এতো রাতে?? কে করবে?””
“” রিমান!””

রাত আতংকভরা কন্ঠে বললো,,

“” রিমানটা কে?””
“” ঐ যে আজ এক্সাম হলে আমার পাশে যে বসেছিলো সে!””
“” কে বসেছিলো?””
“” রিমান। উফ! কি সুন্দর দেখতে। চুলগুলো কি সুন্দর কুকড়ানো,যেন সাগরের ঢেউ খেলে আছে। তোমার চুলগুলো এমন সরলা কেন??””

রাত আহতকন্ঠে বললো,,

“” তুই আবার ক্রাশ খেয়েছিস?””
“” ধুর! আমি কেন ক্রাশ খেতে যাবো?? যদিও দেখতে অনেক সুন্দর কিন্তু আমি ক্রাশ খাওয়ার আগে সেই তো খেয়ে ফেললো। তাই আমাকে আর কষ্ট করে খেতে হয়নি।””

সন্ধ্যা কথা শেষ করতেই রাতের ফোনটা বেজে উঠেছে। তাতে যেন সন্ধ্যার উত্তেজনা দ্বিগুন বেড়ে গেলো। ফোনটা নিতে গেলেই রাত ছো মেরে ফোনটা নিয়ে নিলো। স্ক্রিনে তাকিয়ে দেখতে পাচ্ছে আননোন নাম্বার।

“” রিমান ফোন করেছে তো। দাও আমি কথা বলবো।””

রাত ফোনটা সইল্যান্ট করে বললো,,

“” না। সায়ন ফোন করেছে।””
“” সত্যি?””
“” আমি তোর সাথে মিথ্যে বলবো?””

সন্ধ্যা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো ঠিক তিনটা বাজে। অনেকটা ভঙ্গুর মন নিয়ে বললো,,

“” কিন্তু ও তো বলেছিলো ঠিক তিনটে বাজে কল দিবে। তাহলে কি আমি নাম্বার ভুল দিয়ে এসেছি?””

রাতের ফোনটা অনর্গল বেজেই যাচ্ছে। নাম্বারটার উপর কঠিন মনোযোগে চেয়ে আছে রাত। যদি সম্ভব হতো সে এতক্ষনে ফোনপথেই রিমানের হাত,পা,গলা,মাথা,নাড়ি-ভুড়ি যা আছে সব কেটে কুটে টুকরো টুকরো করে দিয়ে আসতো। এতো বড় সাহস আমার স্বপ্নবধুর সাথে প্রেম করতে চায়?? তোর স্বপ্নেও বিয়ে হবেনা।

“” ও তোকে বলেছিলো ও তোর উপর ক্রাশ খেয়েছে?””
“” বলার কি আছে? ক্রাশ না খেলে নাম্বার চাইলো কেন?””
“” নাম্বার চাইলেই দিয়ে দিতে হবে?? তুইকি দানবান হয়ে গেছিস যে কেউ কিছু চাইলেই তোকে দিয়ে দিতে হবে?””
“” কিছু কই দিলাম? আমি তো শুধু নাম্বার দিয়েছি।””
“” তাই বলে আমার নাম্বার দিয়ে আসবি? আমার ফোন দিয়ে তুই অন্য ছেলের সাথে প্রেম করবি? তাও আমার সামনে?””
“” তো কি করবো? তোমরা কেউ আমাকে ফোন কিনে দিয়েছো? আমার ফোন থাকলে তো আমার নাম্বারই দিতাম। তুমি জানো ওর সামনে আমার প্রেস্টিজ পান্চার হয়ে গেছে। আমরা দুজনেই এসএসসি দিচ্ছি অথচ ওর ফোন আছে আমার ফোন নাই। কেন নাই?””

রাত বিড়বিড় করে বললো,ফোন নাই তাই তুই নাম্বার বিলিয়ে আসছিস। আর ফোন থাকলে কি করতি?? কারো তো চাওয়া লাগবেনা নিজ থেকে সেধে সেধেই নাম্বার বিলিয়ে আসতি। এই মেয়েটা আমাকে একটা রাতও ঠিকমতো ঘুমোতে দিলোনা। মরন ঘুমটাও কি শান্তিতে ঘুমাতে পারবো??

“” চুপ করে আছো কেন? বলো কেন নাই?? রিমানতো আমার নাম্বারই চেয়েছিলো। আমি বললাম আমার ফোন নাই। সাথে সাথে ওর মুখটা কেমন কালো হয়ে এলো। আর তুমিতো জানো আমার কালো রঙ কত প্রিয়। তাই আব্বুর নাম্বার দিয়ে এসেছি।””

রাত শব্দহীন দাঁতে দাঁত চেপে বললো,,

“” আমি তোর আব্বু?””
“” তুমি আমার আব্বু হতে যাবে কেন?””
“” মাত্রই তো বললি আব্বুর নাম্বার দিয়ে এসেছিস।””
“” ও কালগত ভুল করেছি। আমি দিতে চেয়েছিলাম। কিন্তু আমার তো আব্বুর নাম্বার মুখস্ত নাই। তাই তোমারটা দিয়ে এসেছি।””
“” কেন দিলি? আমাকে জিজ্ঞেস করেছিলি?””
“” আমার সব কিছুতেইতো তোমার নাম্বার দেওয়া। গার্ডিয়ানেও তোমার নাম্বার দেওয়া। তুমি নিজ থেকেই তো দাও। আমাকে তো ঐদিন বলেও দিয়েছিলে,কখনো কোনো প্রয়োজন পড়লে যেন তোমার নাম্বার দিয়ে আসি। আর এখন বলছো জিজ্ঞেস করিনি কেন? তুমি তো দেখছি দুৃুমুখো মানুষ।””

রাগে রাতের বেগতিক অবস্থা। না পারছে নিয়ন্ত্রণে আনতে না পারছে সহ্য করতে আর না পারছে উগলে দিতে। কি করবে? কি বলবে? কি বলা উচিত বা কি করা উচিত কিছু বুঝতে পারছেনা। তবে কষ্ট হচ্ছে। খুব কষ্ট! বুক শুন্য হয়ে যাওয়া ভয়ের কষ্ট। এই কষ্ট সে কিভাবে সামলে উঠবে?

“” রাত ভাইয়া,তোমাকে কেমন জানি দেখাচ্ছে। তুমি রাগ করছো?””

সন্ধ্যার দিকে তাকাতেই সন্ধ্যা আবার বললো,,

“” তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে। কি হয়েছে?””
“” কিছুনা। কাঁচা ঘুম ভেঙে গিয়েছে তো তাই। তুই কি আমার রুম থেকে যাবি?””
“” তুমি সবসময় আমাকে তাড়িয়ে দাও কেন?””

সন্ধ্যার এমন প্রশ্নে রাতের কান্না আসছে। বুক ভেঙে কান্না। বুকটা বুঝি তার দুমড়ে মুচড়ে ছিড়ে কান্না আসতে চাইছে। তবে এই কান্না কি সন্ধ্যা দেখতে পারবে? শুনতে পারবে?? নাকি বুঝতে পারবে?? কিছু পারবেনা। কিচ্ছুটি না। এ কান্না শুধু অন্তরআত্মার জন্য।

রাত নিরাশ কন্ঠে বললো,,

“” তাড়িয়ে দিচ্ছিনা। ঘুম পাচ্ছে ভিষন তাই। রুমের লাইটটা নিভিয়ে দিয়ে যাস!””

রাত সন্ধ্যার কথার উত্তরের অপেক্ষা না করেই শুয়ে পড়েছে। উল্টো দিকে ঘুরে হাতের কনুই দুটো একসাথে করে মুখটা গুজে নিয়েছে। চোখটা বন্ধ করে ভাবছে,,তোকে তাড়ানোর মতো কোনো শক্তিই কি আমার আছেরে স্বপ্নবধু? আমিতো চাই আমার এই রুমটার মধ্যে তোর চলনগতির ঝংকারের শব্দে মুখরিত হোক,তোর শব্দবাক্যে মাতিয়ে উঠুক। তোর নিশ্বাসের শব্দে ভরে উঠুক মাদকতায়। কিন্তু তুই কি চাস? তোর এতো এতো চাওয়ার মধ্যে আমি নেই। অথচ তোর সব চাওয়া আমার মাধ্যমেই তোকে পুরন করতে হয়। কেন এমন হয় স্বপ্নবধু?? তুই কি এভাবেই আমাকে জ্বালিয়ে ছারখার করে দিবি? তুই কি একটুও বুঝিস না আমার ভেতরকার অনুভূতির কথা??

সন্ধ্যা রাতের মাথার কাছটাতে বসলো। গলার স্বর বেশ দৃঢ় করে বললো,,

“” আমি চলে গেলে যদি রিমান কল দেয়? তখন তো আমাকে পাবেনা। আমি আরেকটু থাকি? আমি থাকলে কি তোমার খুব অসুবিধে হবে?””

রাত ধপ করে উঠে বসলো। এক কঠিন ঝাড়ি দিতে চাইলেও দিতে পারলোনা। সন্ধ্যার অনুরোধীমুখটা দেখেই রাত আবার হতাশ হলো। অন্য একটা ছেলের সাথে প্রেম করার জন্য তুই আমার রুমে অপেক্ষা করবি,এই মাঝরাতে। আমাকে এটাও সহ্য করতে হচ্ছে। এর থেকে ভালো হতো তুই এক গ্লাস বিষ এনে দিয়ে বলতি রাত ভাইয়া,তুমি এই বিষটুকু খেয়ে মরে যাও তো। আমি তোমার মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি তাও হাঁসিমুখে খেয়ে নিতাম।

রাত দীর্ঘশ্বাসটা বুকে আটকে রেখেই সন্ধ্যাকে তাড়া দিয়ে বললো,,

“” অনেক রাত হয়েছে। যা ঘুমুতে যা। কল আসলে আমি তোকে ডেকে দিবো।””

সন্ধ্যার নাছোড়বান্দা দেখার সময়টুকুও নিলোনা। কথার তালে তালে ওকে রুম থেকে বের করে দিয়ে দরজাটা ঠাস করে আটকে নিলো। দরজায় নিজের পিঠটা ঠেকিয়ে বললো,,

“”আমি আর সহ্য করতে পারছিনা। নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিনা রে। তুই আর এক মিনিটও যদি আমার সামনে থাকিস,আমি ভয়ংকর কিছু করে বসতাম। কি করতাম জানিনা,তবে খুব ভয়ংকর কিছু!””

সামনে চোখ পড়তেই বেডটার উপর সাদা আলো জ্বলে উঠেছে। মোবাইলের আলোটাকে রাতের কাছে অগ্নিকুন্ডলি মনে হচ্ছে। দ্রুতগামীতে ফোনটা তুলে নিয়ে সজোরো আছাড় মারলো দেয়ালটাতে। কয়েক টুকরো না হলেও দু/তিনভাগ হয়ে ছড়িয়ে পড়েছে। তাতেও যেন রাতের রাগ কমার নাম গন্ধ নেই। নিজের রাগটাকে হজমে আনতে সেই ছোট্ট টুকরোগুলোকে তুলে নিয়ে আরো কয়েকটুকরোতে ছিন্নভিন্ন করে ফেললো।

~~
গালে কারো ভালোবাসার পরশে ঘুম ভেঙে গিয়েছে তিয়ামতীর। চটপট উঠে বসতেই তিয়ামতীর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে রাত। তিয়ামতীও ছেলের চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বললো,,

“” আমাল ছেলেটাল বুঝি মন খালাপ? অনেক দিনবাদে মামনিল আদল খেতে এসেছে যে।””
“” খুব কষ্ট হচ্ছে গো মামনি। ভালোবাসা এতো কষ্টের কেন? আমি কেন এমন কষ্টের সাগরে ডুবতে গেলাম? দিনে দিনে আমি যে অতলে ডুবে যাচ্ছিস!””

তিয়ামতী ছেলের গালে হাতের ছোয়ায় আগলে নিতেই হাতটা ভিজে উঠেছে। বুকের ভেতরটা ধক করে উঠলো। তাড়াহুড়োয় বললো,,

“” আমাল বাবাটা কি কাঁদছে? কি এমন হলো যে চোখ গলে গিয়েছে? আমাল ছেলে তো এতো নলম মনেল মানুষ নয়।””

মায়ের সাথে রাতের বন্ধুত্বপূর্ণ সখ্যতা। ছোটখাটো,খুটিনাটি,নানা লজ্জাজনক ঘটনাও আম্মুর সাথে শেয়ার করা হয়। কিন্তু সন্ধ্যার ব্যাপারে এতোটা খোলাসাভাবে কখনোই কিছু বলা হয়ে উঠেনি। যতই হোক মা তো। একটু লজ্জারপর্দা না থাকলে চলে?? কিন্তু আজ এই লজ্জার পর্দাটাকে সরিয়ে ফেলতে ইচ্ছে করছে। খুব করে মনটা চাইছে একটু মন খুলে কারো সাথে দুটো কথা বলতে। এভাবে চেপে রাখতে রাখতে ভেতরের রাগটাও কেমন খিটখিটে হয়ে যাচ্ছে। যদি সেটা বেড়িয়ে আসে তাও আক্রমন করে বসে সন্ধ্যার উপর? তাহলে ও কি সহ্য করতে পারবে? এতো মিশুকতাটা যদি হারিয়ে যায়??

রাত উঠে বসে তিয়ামতীর কাধে মাথাটা রাখলো। ধীরস্বরে পুরো ঘটনা খুলে বলছে। সবটা শোনার পর তিয়ামতীর না রাগ হলো,না মন খারাপ হলো,না কোনো খারাপ লাগা কাজ করলো,না কোনো কষ্ট হলো। সে দিব্যি অট্টহাসিতে ফেটে পড়েছে। এতে বেশ অভিমানের বিশাল এক ছায়া নিয়ে রাত অভিমানি সুরে বললো,,

“” তুমি তোমার ছেলের কষ্টের কথা শুনে হাঁসছো? বুঝছি তুমিও আর আমাকে ভালোবাসোনা। তোমাকে আর কিছু বলবোইনা!””

রাত অভিমানে পা চালালে তিয়ামতী পেছন থেকে বলে উঠলো,,

“” তুই জানিস,তোকে এখন কতটা বাচ্চা লাগছে?””

তিয়ামতীর প্রশ্নে রাত থমকে গিয়েছে। তবে পিছু না ঘুরেই বললো,,

“” না “”

তিয়ামতী শরীরের কম্বলটা পাশে ফেলে ছেলের কাছে গিয়ে,কান টেনে বললো,,

“””” পাঁচ বছলেল বাচ্চাল থেকেও ছোট। কিন্তু আমাল ছেলেটাল বাহিলটা তো এখন পুর্নযুবকের ছায়া টগবগ কলছে। কিন্তু তবুও কেন আমি তাল মাঝে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি?? আল তুই বা কেন এমন বাচ্চাদেল মতো কলছিস?? এল কালন হলো তোল আল আমাল মধ্যে এক নিলভলশীলতা,ভলসা,অসীম ভালোবাসা লয়েছে। যেগুলো তোল আমাল ভলসাল থেকে তুই একটু একটু কলে গলে তুলেছিস। জীবনের সবচেয়ে নমনীয় মুহুল্তটা হলো ০-৫ বছল। এই বয়সে একটা বাচ্চা সামান্য ছোয়াতেই ভলসাল হাতদুটো চিনে ফেলে। সেজন্যই প্রত্যেকটা বাচ্চা যতই বল হোকনা কেন মা-বাবাল কাছে আসলে সে নিজেল লুপটা ভুলে গিয়ে একটা শিশুতে চলে আসে। ইচ্ছে কলে যে আসে এমনটা নয়,স্বভাবসুলভ এসে যায়। তাহলে সেদিক দিয়ে সন্ধ্যাল আচলনটাকে আমি স্বাভাবিকই মনে কলছি। ওল ১৫ বছল বয়সেল সবটা সময় তোল সাথে কাটিয়েছে আল এখনো কাটাচ্ছে। সেই ছোট্টটি থেকে তুই ওল পথপ্রদর্শক হিসেবে পথ চিনিয়ে দিচ্ছিস। ও কোন পথে পা ফেলবে সেটা তুই দেখিয়ে দিচ্ছিস। আল ও চোখ বন্ধ কলে সেটাই কলে যাচ্ছে। আমাল তো মনে হয় ওল মা এটাও জানেনা সন্ধ্যাল পছন্দেল খাবাল কি,এমন কি ও কোন ক্লাসে পলে সেটাও বলতে হলে কিছুক্ষন ভাববে। তাহলে এবাল তুই বল ওল বাচ্চাসুলভ আচলনে ওল কি কোনো দোষ আছে?””

রাত চুপ করে আম্মুর কথা শ্রবণ করে যাচ্ছে। তিয়ামতী গলাটা ভিজিয়ে গম্ভীর সুরে বললো,,

“” তবে এল পেছনে আলেকটা কালনও আছে। তুই ওকে যেভাবে আগলে লাখছিস সেটা বেশি হয়ে যাচ্ছে। ওকে বল হওয়াল জন্য তুই কোনো স্পেস দিয়েছিস কি? কিছু শিখতে হলে,বুঝতে হলে সামাজিক সখ্যতাল প্লয়োজন। সেটা কি ও পেয়েছে?? আমি যতটুকু জানি ওল তো কোনো ফ্লেন্ডও নাই। কেন নেই সেটা তুই ভালো জানিস। কিন্তু এতোটা বন্দী কলাটা কি ঠিক হচ্ছে?? পাখি তো চাইবেই একটু খোলা আকাশে উলতে,এখন আকাশে উলতে পালবেনা দেখেতো ব্লিষ্টিল পানি আকলে ধলবেই। সন্ধ্যাও তেমনি,ও হুটহাট চোখে যা দেখছে সেটাল মধ্যে আনন্দ খুজে পাচ্ছে,সেটা আকলে ধলতে চাইছে। এখন সেটা ভালো কি মন্দ সেটা জানতে হলে ওল সেলকম পলিবেশেল প্লয়োজন। যেটা তুই ওকে দিচ্ছিসনা। লাত বাবা,আগলে লাখা ভালো,তবে বন্দী কলে নয়,আপোসে যতটুকু লাখা যায় ততটুকুই!””

~~

পরীক্ষা শেষে সন্ধ্যা এখন পর্যন্ত একটা কথাও বলেনি। কেন বলেনি সেটা রাত ঠিক বুঝতে পারছে তাই সে ও চাইছেনা কিছু জিজ্ঞেস করতে। কিন্তু বেশ কিছু সময় নিরবতা কাটিয়ে সন্ধ্যা মন খারাপ করে বলল,,

“” রাত ভাইয়া,রিমানটা খুব পচা। কাল তো আমাকে কল দিলোইনা। আর আজ আমার সাথে বসলোও না। সেই সবার শেষে গিয়ে বসেছে। আমার সাথে একটা কথা পর্যন্ত বললোনা। ওটার ফোন ভেঙে গুড়ো গুড়ো হয়ে যাক। যেন আর কোনো মেয়ের নাম্বারে কল দিতে না পারে। মুখের কথা ফুরিয়ে যাক,যাতে আর কারো সাথে কথা বলতে না পারে।””

সন্ধ্যার কথায় রাত মুচকি হেঁসে উঠে। স্টিয়ারিংটা চেপে ধরে মোড় গুড়িয়ে নিলো বাসার উদ্দেশ্যে।

~~

নিজের থার্ড ইয়ারের শেষ পরীক্ষাটা দিয়ে বাসায় ফিরছে রাত। চোখে,মুখে ক্লান্তিছাপ,প্রচন্ড ক্ষুধাও লেগেছে বাহিরের খাবার খুব একটা পছন্দ নয়। তাই বাড়িতে খাবে বলেই খুব তাড়াহুড়োতে বাসায় পৌছুলো। দরজায় পা ফেলতেই চোখ ছানাবড়। ডাইনিং টেবিল পুরো খালি।মেঝেতে চারপাশে ভাত,বিভিন্ন তরকারী,প্লেট,গ্লাস,চামচ সহ নানান জিনিস ছিটিয়ে আছে। কাচের জিনিসগুলো ভেঙে গুড়ো গুড়ো। চেয়ারগুলোও একেকটা একেক জায়গায় পড়ে আছে।

রিমা রাতকে উদ্দেশ্য করে মেঘের গর্জনে গর্জে উঠে বললো,,

“” আদরে আদরে বাদর বানিয়েছে। এ বাড়িতে আমি থেকে কি করবো? এ বাড়ির একটা মানুষও কি আমার কথা শোনে? নিজের পেটের মেয়েটা ও শুনেনা। এই হাত গুটিয়ে বসলাম আমি। আজ থেকে এ পরিবার থেকে আমার ছুটি।””

রাত চোখের ইশারায় মাকে জিজ্ঞেস করছে কি হয়েছে? তিয়ামতী কিছুটা এগিয়ে এসে নিচু স্বরে বললো,,

“” সন্ধ্যা ক্ষেপেছে। কিছুক্ষণ আগে ঘুর্ণিঝড়ের মতো সব গুড়িয়ে দিয়ে নিজের রুমে ঢুকে বসে আছে। ভেতর থেকে আটকানো। এতো করে ডাকলাম খুললোইনা মেয়েটা!””

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here