#ভালোবাসি তাই
#পর্বঃ৮,৯
#Tanisha Sultana
পর্বঃ৮
আকাশের দিকে তাকিয়ে বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে আবির। চোখের কোনে পানি চিকচিক করছে। তানহা এবাড়িতে থাকলে লাফালাফি করে বাড়ি মাথায় করপ নিতো। তানহা না থাকাতে পরিবেশটা কেমন নিশ্চুপ। আবিরের ভেতরে আগুন জ্বলছে। এ আগুন থেকে কি কখনোই মুক্তি মিলবে না?
এক ঝটকায় কেমন সবটা পাল্টে গেলো। একদিন হয়ত তানহাও আবিরকে ভুল যাবে।
এসব ভেবেই আবিরের ভেতরটা কেঁপে ওঠে। আপনাআপনি হাতটা বুকের পা পাশে চলে যায়। ধপ করে বসে পড়ে। কাল ওবদি যে চোখে হাজারটা স্বপ্ন ছিলো আজ সেখানে শুধুই পানি।
কারো উপস্থিতি টের পেয়ে আবির ভাবে তানহা। খুশি হয়ে পেছনে তাকায়। মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখটা মলিন করে আবার সামনে তাকায়। মায়া আবিরের পাশে ফ্লোরে বসে।
“এখানে কেনো এসেছেন?
কর্কশ গলায় বলে আবির। মায়া উঠে দাঁড়ায়।
” আপনি আমাকে একটু বলুন তো কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? কেনো আমার সাথে এমনটা হলো? আমি আপনার বউ
আবির রাগে গিজগিজ করতে করতে বলে
“অধিকার দেখাতে আসবেন না। আপনি সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করলে আমি বাধ্য হবো এই বাড়ি ছেড়ে চলে যেতে।
মায়া কাঁদতে কাঁদতে চলে যায়। আবির বেলকনির দরজা বন্ধ করে দিয়ে সিগারেট ধরায়।
________
অভি গাড়ি ড্রাইভ করছে আর আরচোখে তানহাকে দেখছে। অদ্ভুত তানহা আজ কোনো কথা বলছে না। মায়ার মুখটা চোখের সামনে ভাসছে। চোখে পানি জামা হচ্ছে। গড়িয়ে পড়ার আগেই আবার মুছে ফেলছে। অভিকে চোখের পানি দেখানো যাবে না। তাহলে অভি তানহাকে হেংলা ভাববে।
” কোনো কান্না কমপিটিশন আছে না কি?
তানহা ধপ করে অভির দিকে তাকায়।
“তুমি কান্না প্যাক্টিজ করছো তাই বললাম কমপিটিশন আছে কি? থাকলে অবশ্য দ্যা গ্রেট লেজ ছাড়া বাঁদর জিতবে এতে কোনো সন্দেহ নেই।
কিছুটা টিটকেরি মেরে বলে অভি।
” অবশ্যই জিতবো?
দ্যা গ্রেট তানহা বলে কথা। বাই দ্যা ওয়ে আমি চুপচাপ আছি আপনি আমাকে খোঁচাচ্ছেন কেনো? আমার ভয়েস না শুনলে ভালো লাগে না বুঝি? নিশ্চয় আমার প্রতি দেওয়ানা হয়ে গেছেন। আমার অবশ্য সমস্যা নেই। সুপার সিঙ্গার বফ হলে আমার ফলোয়ার বাড়বে। তাছাড়াও আমি মেয়ে হিসেবে যেমন তেমন গার্লফ্রেন্ড হিসেবে খুব কেয়ারিং
দাঁত কেলিয়ে বলে তানহা। অভির নিজের ওপর রাগ হচ্ছে। কি দরকার ছিলো বাঁদরের দিকে কলা ছুঁড়ে দেওয়ার?
“আমি একটা স্টুপিট
নিজের কপালে থাপ্পড় দিয়ে বলে অভি। তানহা এক লাফে অভির দিকে অনেকটা এগিয়ে এসে কানের কাছে ফিকফিক করে বলে
” আজকে জানলেন?
অভি তানহার দিকে তাকাতেই তানহা ছিটে বসে পড়ে। আর গান শুরু করে দেয়
“প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই
তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চায়?
” ইডিয়েট
বিরবির করে কানে হেডফোন গুঁজে নেয়। তানহা জোরে একটা শ্বাস নিয়ে জানালার বাইরে তাকায়। মনে মনে নিয়ত করে নেয় যতদিন না আবিরকে ভুলতে পারবে ততোদিন মানিকগন্জে পা রাখবে না। এই শহরের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আবিরের স্মৃতি। প্রতিটা নিশ্বাস মনে করিয়ে নেয় আবির আর তানহার নেই। বিদায় ভালোবাসা।
অভি বিরক্তি নিয়ে লাগেজ গোছাচ্ছে। ভেবেছিলো আরও কিছু দিন এখানে থেকে যাবে কিন্তু তানহার জন্য এখনই যেতে হবে। কেনোনা তাহনা সেই কখন কাউকে কিছু না বলে ঢাকা চলে গেছে। সেই থেকে তানহার মা আর অভির মা অভিকে ছিঁড়ে খাচ্ছে।
“তুই কিন্তু তানহাকে তোর কাছেই রাখবি। অভির মা বলে
” আম্মু পাগল তুমি? আমি আমার দুইটা ফ্রেন্ডের সাথে থাকি। সেখানে তানহাকে রাখবো কি করে?
“তাহলে তুই তানহাকে নিয়ে অন্য বাসায় উঠবি।
সোজাসাপ্টা বলে দেয়।
” অবিবাহিত ছেলে মেয়েকে তারওপর প্রাপ্ত বয়স্ক তাদের এক সাথে থাকার জন্য কেউ বাসা ভাড়া দেবে না। বিয়ে ছাড়া
বিরক্তি নিয়ে বলে অভি।
“তাহলে বিয়ে করে নে।
” আম্মু যাবে তুমি এখান থেকে
প্রচন্ড রেগে বলে অভি।
এ কোন ঝামেলা। ওই মেয়ে যেখানে থাকবে সেখান দিয়ে ছোটমোট একটা টনেডো বয়ে যাবে। একেই এখন অভিকে সামলাতে হবে। কপাল
ঢাকা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে তানহা। একহাতে পার্স আরেক হাতে লাগেজ। আশিককে অভি ফোন করে বলেছে তানহার পিছু নিতে। তানহা আশেপাশে ভাড়া নেওয়ার জন্য বাড়ি খুঁজছে।
” তানহা
তানহা আশিককে দেখে খুশি হয়। এই অচেনা শহরে কাউকে তো পেলো চেনা।
“আশিকদা তুমি
” হ্যাঁ আমি ও ওই খানে থাকি।
“আমাকে একটা বাড়ি খুঁজে দাও না
” আমার কাছে একটা বাড়ি আছে যেটা ভাড়া দেওয়ার জন্য পোস্টার ছাপিয়েছে
“কোথায় নিয়ে চলেন
আশিক তানহাকে নিয়ে যায়। বাড়িওয়ালার সাথে আশিক কথা বলে মেনেজ করে নেয়। এক তালা একটা বিল্ডিং। ছোট একটা রুম। একটা খাট খুব ছোট, আর একটা কাঠের আলমারি, রান্না ঘরটা আরও ছোট, একটা ওয়াশরুম। ভালোই পরিষ্কার রুমটা। খাটে একটা তোষক একটা বালিশ আর পাতলা একটা কম্বল৷ তানহা ঘুরে ঘুরে দেখছিলো
” তানহা পছন্দ হয়েছে?
“খুব
” তোমার জানালা দিয়ে আমার বাসাটা দেখা যাচ্ছে। ওখানেই আমরা থাকি কোনো দরকার হলে ডেকো
“আচ্ছা।
আশিক চলে যায়। তানহা জামাকাপড় আলমারিতে ভরে নেয়। হাড়ি পাতিল সব আছে। তানহার ভাড়া বাড়ির বেপারে কোনো আইডিয়া নেই। তাই বুঝতেই পারলে না কেউ একজন এগুলে সব দিয়েছে। তানহা ভাবে এসব হয়ত সব ভাড়া বাড়িতেই থাকে।
তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে। গোছল সেরে খাওয়ার ব্যবস্থা করবে। ওয়াশরুমে সাওয়ার নেই টিউবওয়েল। সাথে বালতি আর মগ। কল চেপে পানি বের করে গোছল সেরে নেয়। জামাকাপড় ছেড়ে তোয়ালে পড়ে রুমে আসে। ওয়াশরুমে জামাকাপড় চেঞ্জ করার অবস্থা নেই। রুমে এসে দেখে অভি খাটে বসে হা করে তাকিয়ে আছে তানহার দিকে। তানহা চোখ বড়বড় করে ফেলে। অভি তানহার জামাকাপড়ের ওপর বসে আছে।
” আপনি
কিছুটা জোরে বলে তানহা। অভি হা করে তাকিয়ে আছে। কেমন নেশা নেশা লাগছে। তানহার বুক টিপটিপ করছে। ওখান থেকে জামা নেবে কিভাবে ভাবছে। অভি এক পা একপা করে তানহার দিকে এগোচ্ছে।
“কাছে আসবেন না একদম
কাঁপাকাঁপা গলয় বলে তানহা। তানহার কথা অভির কান ওবদি পৌছায় না। অভি তানহার খুব কাছে চলে আসে। তানহার কোমর জড়িয়ে ধরে মুখটা এগিয়ে নেয় তানহা ভয়ে চোখ বন্ধ করে নেয়। অভি এক হাতে তানহার দুই হাত ধরে আছে।
” কেনো কাছে আসবো না
ফিসফিস করে বলে অভি।
চলবে
#ভালোবাসি তাই
#পর্বঃ৯
#Tanisha Sultana
“আমি কিন্তু চিৎকার করবো
ভয় জড়ানো কন্ঠে বলে তানহা। অভি উওরে কিছু বলে না। অভি তানহার মুখের সামনে লেপ্টে থাকা ছোট চুল গুলো স্বযত্নে কানের পিঠে গুঁজে দেয়। মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে তানহার।
” এভাবে কোনো ছেলের সামনে আসতে হয় না
ফিসফিস করে অদ্ভুত কন্ঠে বলে অভি। তানহা চমকে তাকায় অভির দিকে।
“আমি তো আসি নি আপনি এসেছেন
সোজাসাপ্টা উওর দেয় তানহা।
” অভি তানহার ঠোঁট হাত দেয়
“ইসসস কোনো কথা না।
নেশাতুল কন্ঠে বলে অভি।
তানহা চুপ করে যায়।
অভি তানহার তোয়ালেটা আর একটু উপরে টেনে দিয়ে দুরে সরে যায়। মুখ ঘুরিয়ে নেয়। তানহা ফট করে বিছানা থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে চেন্জ করে নেয়। বেরিয়ে এসে অভিকে ইচ্ছে মতো ধোলাই দেবে। কিন্তু অবাক করা বিষয় হলো অভি রুমের কোথাও নেই। তানহা কপালে দুটো ভাজ ফেলে ভাবে কোথায় গেলো করলাটা? জানালার কাছে এসে দেখে অভি সামনের বেলকনিতে (যে রুমের কথা আশিক বলেছিলো ওই রুমের বেলকনিতে) দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর কফি খাচ্ছে। দুই তালার ওপরে। অভিদের বিল্ডিংটা মোট পাঁচ তালা। তানহা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করে। অভি তানহার দিকে তাকাতেই তানহা ঠাস করে জানালা বন্ধ করে রুমে ফেরত আসে।
তানহার রুমের আশেপাশে আরো তিন চারটা রুম আছে। সেখানে তিনটা পরিবার থাকে। রুমের সামনে একটা বড় দড়ি টাঙানো জামাকাপড় মেলে দেওয়ার জন্য। জামাকাপড় মেলে চুলটা মুছে হাড়ি পাতিল মেজে নেয়। খুব নোংরা না আবার খুব পরিষ্কারও না। এবার খাবে কি? বাজার করতে হবে। তারপর রান্না করে খেতে হবে। ওড়নাটা নিয়ে বেড়িয়ে পড়ে বাজারের উদ্দেশ্য। আসার সময় দেখে এসেছিলো সামনে একটা বাজার আছে। সেখানেই যাবে।
বাসা থেকে কয়েক পা এগোনোর পরেই তানহা দেখতে পায় অভি বাইলে হেলান দিয়ে ফোন টিপছে। একদম হিরো হিরো লুক। চোখে সানগ্লাস, পিংক কালার শার্ট তারওপর কালো জ্যাকেট, হাতে ঘড়ি, কালো জিন্স, ক্রিম কালার ফোনের ব্যাক কভার।
“ইহহহহহহহ ভাব দেখে বাঁচি না। এমন একটা হাভ ভাব দেখাচ্ছে মনে হয় কোথাকার কোন রাজপুত্র। আসলে যে একটা হনুমান
মনে মনে বলে তানহা। তারপর ভালো করে মাথায় ঘোমটা টেনে নেয়। যাতে চিনতে না পারে। দেখলেই তো বললে হেই ইডিয়েট কোথায় যাচ্ছো? তোমার মতো ননসেন্স আমি দুটো দেখি নেই। লেজ ছাড়া বাঁদর একটা
” হেই ইডিয়েট কোথায় যাচ্ছো?
অভির এরকম ডাকে তানহা দাঁত কেলিয়ে দাঁড়িয়ে যায়।
“এক্সকিউজ ভাইয়া
এখানকার বাজারটা কোন দিকে একটু বলে দেবেন? আসলে আমি না এই শহরে নতুন। আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে তাই জানতে চাইলাম আর কি?
অভি ফোনটা পকেটে রেখে সানগ্লাস খুলে কপালে দুটো ভাজ ফেলে বলে
” সিরিয়াসলি তুমি চেনো না আমাকে?
“আপনি কোনো সুপারস্টার, সুপারম্যান, ভিলেন, টিকটকার, মূখ্য মন্ত্রী, এমপি, না কি এর থেকেও বিশেষ কিছু? আসলে আমি এনাদের চিনি কিন্তু আপনাকে তো কখনো দেখি নি। নিশ্চয় নতুন নতুন টিকটক করছে? কোনো ব্যাপার না আপনার টিকটক আইডির নাম বলেন আমি খুঁজে বের করে চিনে নেবো।
” জাস্ট সাট আপ
দুই কানে হাত দিয়ে জোরে চিৎকার করে বলে অভি।
“একি ধমক দেন কেন?
ইনোসেন্ট ফেস করে বলে তানহা। অভি দাঁতে দাঁত চেপে বলে
” কম কথা বলতে পারো না? সারাক্ষণ বক বক করতেই থাকো
“এমা আপনি জানলেন কি করে আমি বেশি কথা বলি? আপনি আমাকে ফলো করেন? কে আপনি? আমাকে ফলো কেনো করেন? নিশ্চয় আমার ওপর ক্রাশ খেয়েছেন? ভালো লেগে গেছে আমাকে? এঝন নিশ্চয় প্রপোজ করবেন? আমার আবার প্রপোজ পেতে বেশ লাগে
খুশিতে লাফিয়ে উঠে বলে তানহা। অভি প্রচন্ড রেগে তানহাকে বাইকের সাথে চেপে ধরে। তানহা একটা ঢোক গিলে।
” আর একটা কথা বললে আমি যে কি করবো
“তা আপনি নিজেই জানেন না রাইট
হেসে বলে তানহা।
” জাস্ট ইম্পসিবল
বলেই অভি ছেড়ে দেয়। তানহা বুকে থু থু নিয়ে এক দৌড় মারে।
“এই মেয়েটা জীবনে মানুষ হবে না। যার কপালে এ আছে তার জীবনটা শেষ।
একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে অভি।
তানহা পাঁচ কেজি চাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ, বড় এক প্যাকেট নুডলস, পাঁচটা ডিম, মরিচ আর সব মশলা কিনে একটা রিকশা ভাড়া করে বাড়িতে আসে। ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে। পুরো পাঁচশো টাকার বাজার করেছে। রিকসা ওয়ালার সাহায্যে সব কিছু রুমে আনে। একশ টাকা ভাড়া নেয়। দরজাটা বন্ধ করে জোরে শ্বাস নেয় তানহা। এবার রান্না করতে হবে। এক প্যাকেট নুডলস বানিয়েছি খাটে বসে আরাশসে খাচ্ছে তানহা। অভি বেলকনিতে দাঁড়িয়ে তানহাকে দেখছে। খাওয়া শেষ হতে না হতেই ফোন বেজে ওঠে তানহার। নাম্বার চেক না করেই ফোন রিসিভ করে মুখ ভর্তি নুডলস নিয়েই হ্যালো বলে।
ওপারে মানুষটা তানহার ভয়েস শুনে খুশি হয়।
” হেলো কে বলছেন?
“আমি
ভাঙা গলায় বলে আবির। তানহা থমকে যায়। নিশ্বাস ভারি হয়ে আসে।
” ফোনটা কেটো না প্লিজ। একটু কথা বলতে চায় তোমার সাথে। কতোদিন কথা বলি না। প্লিজ তানহা
অনুরোধের সুরে বলে আবির। তানহা ফোন কাটতো গিয়েও কাটে না। নুডলসের বাটিটা নামিয়ে বলে
“কি বলবে বলো?
” তানহা আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? রিলেশনশিপের মানেই তো শুধু বিয়ে না। তোমার সাথে কথা বললে আমার দম বন্ধ হয়ে আসে। এতোদিনের অভ্যাস তো বদলাতে একটু সময় লাগবে
তানহা উওরে কিছু বলে না। মন দিয়ে আবিরের কথা শুনছে। এই মানুষটার প্রতি তানহা ভীষণ ভাবে আসক্ত।
“তানহা জানো আমি সিগারেট খায়। কাল ডিংক ও করেছি। আজ ইন্টারভিউ ছিলো সেখানেও যায় নি। আমি আর স্বপ্ন দেখতে পারি না। হাসতে পারি না। রুম থেকে বেরোতে পারি না৷ কারো সাথে কথা বলতে পারি না। আমি তো এমন ছিলাম না বলো
” আবির পরিস্থিতি সবটা পাল্টে দিয়েছে। এটা আমাদের মানতে হবে। থেমে থেমে বলে তানহা। গলা ধরে আসছে। প্রিয় মানুষের কষ্ট কেউ সয্য করতে পারে না।
“আমি কি আর
আর কিছু বলার আগেই আবিরের ফোনটা মায়া নিয়ে যায়।
” তুমি কেনো আমার স্বামীর পিছু ছাড়ছো না। বিয়ে হয়ে গেছে আমাদের। কেনো পড়ে আছো? আমাদের সুখে থাকতে দেবে না তুমি?
মায়া রাগে ফুসতে ফুসতে এক নাগারে কথা গুলো বলে। মায়ার কথা শুনে টপটপ করে তানহার চোখ দিয়ে পানি পড়ে।
আবির মায়ার থেকে ফোনটা নিয়ে ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে মায়াকে। ছিটকে ফ্লোরে পড়ে যায় মায়া।
তানহা এখনো ফোনটা কানে ধরে আছে।
“তোর সাহস হয় কি করে আমার তানহাকে এসব বলার? নেক্সট টাইম আমার সামনে আসবি না। আউট
চেচিয়ে বলে আবির। মায়া ফ্লোরে বসে কাঁদছে। আবির মায়ার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়।
তানহা ফোন থেকে সিম খুলে ফেলে। চিৎকার করে কাঁদে। দম বন্ধ হয়ে আসছে কান্নার জন্য।
অভি তানহার রুমের এক্সর্টা চাবি দিয়ে রুমে ঢুকে। তানহাকে কাঁদতে দেখেই এসেছে। তানহার পাশে বসে। তানহা কারো উপস্থিতি টের পেয়ে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। অভির বুকের ভেতর ধক করে ওঠে। একহাত তানহার পিঠে আর আরেক হাত মাথায় রাখে। কাঁদতে কাঁদতে অভির শার্ট ভিজিয়ে ফেলে। অভি চোখ বন্ধ করে তানহার নিশ্বাস শুনছে। বুকের মধ্যে আলাদা শান্তি অনুভব করছে।
পাক্কা আধঘন্টা কান্না করার পর তানহা বুঝতে পারে কাউকে জড়িয়ে ধরেছে। সরে আসতে নিলে অভি শক্ত করে ধরে
” নরাচরা না করে মুহুর্তটাকে অনুভব করো।
শিতল কন্ঠে বলে অভি। তানহা নাক টেনে চোখ বন্ধ করে। অভির বুকের ধুববুকানি শুনতে থাকে।
চলবে