ভালোবাসি_যে_তোকে,পর্ব :১১,১২
লেখিকা মিমি
পর্ব :১১
মেঘ ভাইয়া আমার ঠোট জোরা দখল করে নিলো।কি আজব লোক রে বাবা।যখন সুযোগ পায় তখনি হামলা করে।ভালোবাসে না। আবার আছে আসে লুচু একটা…
প্রায় ২০ মিনিট পরে ছেড়লো….
কি সমস্যা কি তোর ভাইয়া সুযোগ পেলেই হামলা করিস।ভালো যেহেতু বাসেন না।তাহলে কাছে আসেন কোন কারনে(প্রিয়া)
সব সময় না মুখের কথা সত্যি হয় না রে..তাই মুখের কথা সব সময় বিশ্বাস করা ঠিক না।ওকে বায় আমি আর তোর কাছে আসবো না তুই যেহেতু সয্য করতে পারিস না।ভালো থাকিস বায়(মেঘ)
মেঘ ভাইয়া..(প্রিয়া)
দূর চলে গেলো বাট সমস্যা নাই ওনিতো মনে হয় রুমে গেছে। আমি জানি মেঘ ভাইয়া তুমি আমাকে ভালোবাসো।কিন্তু তুমি মুখ ফুটে বলো না।বাট সমস্যা নাই। আমি যে করে হক তোমার মুখ থেকে ভালোবাসি কথা টা বের করবো।ভাইয়ার রুমে চলে গেলাম।আমি রুমের ভিতর ডুকে গিয়ে দেখি ওনি মাথাটা নিচু করে বসে আছে।আমি ওনা পাশে গিয়ে বলতে লাগলাম…
বুক চিন চিন করছে হায়। মন তোমায় কাছে চায়।
হেই বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চায়।(প্রিয়া)
এই তুই এখানে কেনো। আর কি আবল তাবোল বলছিস।(রেগে বলল মেঘ)
আমি ভাইয়ার কথা শুনেও না শুনার ভান করে আবারও বললাম…
কাছে এসেো কাছে এসেো কাছে এসো কাছে এসো না…(প্রিয়া)
ওই তুই কি গানজা খাইছোত নাকি। যে এমন করতেছোত।(মেঘ)
এখনো খাই নাই বাট খাবো মনে হয়(প্রিয়া)
কিহ…(মেঘ)
কি না জি.(প্রিয়া)
তুই পাগল হয়ে গেলি নাকি কি সব বলছিস তুই জানিস(মেঘ)
ওনার একদম কাছে গিয়ে। ওনার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলতে লাগলাম…
হুম পাগল হয়ে গেছি রে…(প্রিয়া)
দেখ ভালো ভালো বলছি। এখান থেকে যা।আমার মাথা খারাপ করবি না।এখান থেকে যা…(মেঘ)
যাচ্ছি যাচ্ছি আপনাকে বলতে হবে না।আবির আমার জন্য অপেক্ষা করছে।(প্রিয়া)
আবির অপেক্ষা করছে মানে..(মেঘ)
মানে হল আমি আর আবির আজকে একটু ঘুরতে যাবো।তাই অপেক্ষা করছে(প্রিয়া)
ওনি আমার দুই বাহু জোরে ধরে বলতে লাগলো..
কি কইলি তুই।তোর সাহস কি করে হয়।আবিরের সাথে ঘুরতে যাবি।তোকে অধিকার কে দিছে।খুন করে ফেলমু আবিরের সাথে ঘুরতে গেলে।(মেঘ)
ও তাহলে কথা বলতে পারবো তাই না আবিরের সাথে(প্রিয়া)
না কথাও বলবি না।যা কথা বলবি আমার সাথে কথা বলবি।শুধু আমার সাথে কথা বলবি(মেঘ)
কিন্তু তুমি তো আমার সাথে কথা বলবে না বলে দিয়েছো।তাহলে আমি কি করে কথা বলবো তোমার সাথে(প্রিয়া)
আমি বলেছি বলে কি তুই কথা বলবি না নাকি। (মেঘ)
ছাড়েন আমাকে আমি ব্যাথা পাচ্ছি তো নাকি। (প্রিয়া)
ওনি আমার কথা শুনে ছেড়ে দিলেন।আর আমিও কিছু না বলে চলে আসলাম।কারন ওনার রুমে থাকা মানে নিজের শনি আনা।এক নাম্বারে লুচু কখন আবার কি করে বসে কে যানে।আজ মিরা চলে যাবে শুশুর বাড়ি একটু দেখা করে আসি। তারপর মিরার রুমে চলে গেলাম।
ওই মিরা একা একা রুমে বসে কি করছিস।(প্রিয়া)
ভালো লাগছে নারে তোদের ছেড়ে যেতে।অনেক কষ্ট লাগছেরে..(মিরা)
ও আচ্ছা তাি বুঝি। তাহলে এক কাজ কর বিয়ে করিস না।(প্রিয়া)
কি পাগল হয়ে গেলি নাকি।(মিরা)
পাগল হবো কেনো।তুই বলছিস আমাকের ছাড়া ভালো লাগবে না।তাই বলছি সারা জিবন বিয়ে না করে বসে থাক পেত্নী।(প্রিয়া)
এভাবে অনেক কথা বলে রুমে চলে আসলাম।
||
||
||
শুয়ে আছি চোখ বন্ধ করে।হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে।আমি আস্তে আস্তে চোখ খুলে পাশে তাকিয়ে দেখি মেঘ ভাইয়া আমার পাশে শুয়ে আছে। আর ঠোট কামরিয়ে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে।আমি ওনাকে দেখে এক লাফ দিয়ে ওঠে বসলাম।
এই কি আপনি এখানে। (প্রিয়া)
কেন অনন্য কাউকে আশা করছিলি নাকি।(মেঘ)
বাজে কথা একদম বলবেন না বুঝেছেন।আর আপনি আমার রুমে কি করছেন। তাও আমার পাশে শুয়ে আছেন।(প্রিয়া)
আরে মনে নাই তখন তুই আমার রুমে গিয়ে কি বলে ছিলি।(মেঘ)
কি বলেছিলাম আমি (প্রিয়া)
আরে তুই বলে ছিলি যে..কাছে এসো কাছে এসো কাছে এসো কাছে এসো না..আরেক টা বলেছিলি যে.. বুক চিন চিন করছে হায় মন তোমায় কাছে চায়।তখন তো কাছে আসেসতে পারি নাই তাই এখন কাছে আসলাম। (মেঘ)
মা.মানে..(প্রিয়া)
মানে আবার কি তুই কাছে আসতে বলেছিস তাই কাছে আসছি।(মেঘ)
এই দেখেন একদম আমার কাছে আসবেন না।তখন তো আমি মজা করে গান গাইছি।তাই বলে কাছে আসতে হবে নাকি।আমার রুম থেকে বের হয়ে যান ভালো ভালোই বলছি(প্রিয়া)
তা বললে কি হয় নাকি। আমাকে পাগল করে এখন আপনি আরামে শুয়ে থাকবেন।তা আমি কি করে হতে দিয়।(মেঘ)
এই দেখুন..(প্রিয়া)
হুম কখন থেকে দেখতাছি তো । তবে আরও কিছু দেখালে দেখা আমি দেখার জন্য রেডি আছি.??(মেঘ)
মানে(প্রিয়া)
মানে তুই নিজের দিকে একবার দেখ তাহলে বুঝবি।?(মেঘ)
মেঘ ভাইয়ার কথা নিজের দিকে থাকালাম। আর তাকিয়ে দেখি আমার গায়ে ওরনা নাই।আমার তো খেয়াল নাই যে আমার গায়ে ওরনা নাই।তাড়াতাড়ি ওরনা গায়ে দিয়ে দিলাম। কি লজ্জা কি লজ্জা।ওনার দিকে তাকালাম ওনি আমার দিকে তাকিয়ে ঠোট কামর দিয়ে আসছে।আমি সাথে সাথে মাথা নিচে করে ফেললাম।
কিরে চুপ করে আছিস কেনো কি দেখাবি।তাড়াতাড়ি দেখা??
আপনি আসলে একটা..(প্রিয়া)
আমাকে থামিয়ে বলল…
আমি জানি আমি অনেক ভালো..(মেঘ)
কইছে আপনি ভালো।আপনি তো একটা লুচু।(প্রিয়া)
ও..তাহলে একটা লুচুগিরি করা যাক?(মেঘ)
কিহ..এই একদম না। আমার কাছে আসলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে…(প্রিয়া)
কেনো বাধা দিচ্ছিস আমিতো লুচু তাই একটু লুচু করে ফেলি..(মেঘ)
চলবে…
#ভালোবাসি_যে_তোকে
#পর্ব :১২
#লেখিকা #মিমি
এই একদম আমার কাছে আসবেন না।(প্রিয়া)
চুপ একদম চুপ। (মেঘ)
ভয়ে চুপ করে রইলাম।আর ওনি আস্তে আস্তে আমা কাছে এসে গালে হাত দিয়ে। কপালে ঠোট ছোঁয়ে দিলেন…
কবে তুই সব কিছু বুঝবি বলতো।দরজাটা বন্ধ না করে রুমে শুয়ে আছিস।তাও আমার ওরনা গায়ে নাই।আমি যুদি তোর রুমে না এসে অনন্য কেউ আসলে কি হতো বল।যুদি আবির রুমে চলে আসতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছিস।তুই এখন আর ছোট নেই।যে রুমের দরজা খুলা রেখে ঘুমাবি।এখন অনেক বড় হয়েছিস।তাই সব সময় দরজা বন্ধ করে রাখবি বুঝেছিন।(মেঘ)
হুম বুঝেছি আর এমন ভূল হবে না কখনো।(প্রিয়া)
সত্যি বলছিস তো(মেঘ)
না মিথ্যা বলছি (প্রিয়া)
আচ্ছা রাগ করিস না। চল তোকে আজকে ঘুরতে নিয়ে যাবো।তাই যা ফ্রেশ হয়ে আয়।(মেঘ)
সত্যি ঘুরতে নিয়ে যাবা(প্রিয়া)
হুম সত্যি।আমারা সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছি।তাড়াতাড়ি চলে আয়।(মেঘ)
সবাই মানে..(প্রিয়া)
আরে সবাই মানে সারা,তোর ফেন্ড মিতু,আমি আর তুই। (মেঘ)
দূর আমি তো ভাবছি মেঘ ভাইয়া আর আমি শুধু ঘুরতে যাবো।কিন্তু এখন দেখে সারা ও মিতুও যাবে।মনে মনে বললাম..
ও তারাও যাবে(প্রিয়া)
তুই কি ভাবছিস তুই আর আমি একা যাবো হ্যা(মেঘ)
আমি কি সেটা বলছি নাকি (প্রিয়া)
না বললে ভালো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় যা(মেঘ)
বলছি কি আমি না গেলে হয় না।(প্রিয়া)
কেনো যাবি না..(মেঘ)
এমনি ভালো লাগছে না তাই..(প্রিয়া)
ভালো না লাগলেও যেতে হবে। তাই কোনো কথা না বলে চলে আয়।(মেঘ)
বললাম না আমি যাবো না। তার পরেও কেন এমন করছেন।(প্রিয়া)
আচ্ছা যা তোকে যেতে হবে না।বায়(মেঘ)
হুম বায়।(প্রিয়া)
তুই কি সত্যি যাবি না.(মেঘ)
হুম যাবো না।(প্রিয়া)
ওকে তাহলে থাক তুই আমি গেলাম(মেঘ)
হুম যান আপনাকে এখানে কেউ থাকতে বলছে নাকি। তাড়াতাড়ি রুম থেকে বের হন।(প্রিয়া)
মেঘ ভাইয়া আর কিছু বলল না।চলে গেলে।আমি চুপচাপ বসে রইলাম।
||
||
||
বেশ কিছু ক্ষন পর মেঘ ভাইয়া চলে গেচে নাকি আছে দেখার জন্য রুম থেকে বের হলাম।কিন্তু ওনাকে বা সারা, মিতু কাউ কে দেখছি নাহ।আম্মুর রুমে গেলাম।
আম্মু কি করো।(প্রিয়া)
কিছু নারে মা। তুই কিছু বলবি নাকি।(আম্মু)
ও আচ্ছা।নামে মেঘ ভাইয়া কোথায় আম্মু (প্রিয়া)
কেন তুই জানিস না।সারা, মিতু ও মেঘ ঘুরতে গেছে।(আম্মু)
জানি তার পরেও বলাম আর কি।আচ্ছা বায় এখন আম্মু।(প্রিয়া)
ওকে যা আমি একটু ঘুমাবো(আম্মু)
আর কিছু বললাম না রুম থেকে চলে আসলাম।অনেক কষ্ট লাগছে আজকে।মেঘ ভাইয়া কি করে আমাকে ফেলে ঘুরতে চলে গেলো।আমি না করছি বলে তাই চলে যাবে আমাকে রেখে।ওনি আমাকে একবার ও বুঝলো না।আচ্ছা এটা নয় তো ওনি সারাকে ভালোবাসে। আমার আমার সাথে টাইম পাছ করে।হুম এটাই হতে পারে।ওনি আমাকে সত্যি ভালোবাসলে আমাকে রেখে ঘুরতে যেতো না হলে।এই সব কথা বলতে বলতে রুমে যাচ্ছি।হঠাৎ কেউ আমাকে পিছন থেকে ডাক দিলো। তাই কে ডাক দিয়েছে দেখার জন্য পিছনে তাকালাম। দেখলাম আব্বু…
আব্বু তুমি কি আমাকে ডাক দিয়েছো(প্রিয়া)
হুম মা আমি তোমাকে ডাক দিয়েছি।তোমার সাথে কিছু কথা ছিলো(আব্বু)
আব্বুর কাছে গিয়ে বললাম..
কি কথা (প্রিয়া)
তোমার রুমে চলো তারপর বলছি..(আব্বু)
ওকে চলো(প্রিয়া)
এরপর রুমে চলে আসলাম।খাটে দুই জনে বসে পরলাম তারপর বললাম..
কি বলবা বল আব্বু(প্রিয়া)
হুম বলছি।তোমার তো পড়াশোনা এখনো শেষ হয় নাই তাই না।এই জন্য ভাবছি তুমি তোমার ফুফির সাথে লন্ডন চলে যাও।
কেনো (প্রিয়া)
পড়াশোনা করার জন্য। এখানে থাকলে তোমার পড়া শোনা হবে না।তাই তুমি তোমার ফুফির সাথে লন্ডন গিয়ে পড়াশোনা শেষ করে আসো।(আব্বু)
হঠাৎ কেনো আমাকে পড়াশোনার জন্য পাঠাতে চাইছো।আগে দি আমি যাইতে চাইতাম কিন্তু তুমি দিতে না।কিন্তু এখন কি মনে করে যেতে বলছো আব্বু।(প্রিয়া)
আরে তখন তো বুঝি নাই। এখন বুঝছি এখানে থাকলে তোর পড়াশোনা হবে না রে মা।প্লিজ মা না করিস না।তুই একটু নিজে ভেবে দেখ এখানে তাকলে তোর পড়া শোনা হবে কি না।(আব্বু)
আব্বু তো ঠিক বলছে এখানে থাকলেতো পড়াশোনা হবে না।কারন আমি সারা দিন মেঘ ভাইয়া কে নিয়ে পরে থাকমু।আর ওনি তো আমাকে ভালোবাসে না শুধু শুধু নিজের জিবন টা কে শেষ করে কি লাভ হবে।ওনি তো সারা কে নিয়ে ভালোই আছে।কিন্তু আমি কষ্ট পাচ্ছি।ওনাকে সারার সাথে দেখলেই আমি কষ্ট পাবো।তারছে ওনার থেকে দূরে চলে গেলে ভালো হবে।কারন দূর থেকে তো আর দেখতে পাবো না। ওনি সারার ঘুরেন কি না। আব্বু যেটা বলছে সেটাই করি। এটা আমার জন্য ভালো হবে আর আব্বু তো আমার খারাপ চায় না। আমার ভালোর জন্য বলছে…
কি হলো মা কিছু বলছো না কেনো কি এত ভাবছো(আব্বু)
কই কিছু না তো আব্বু(প্রিয়া)
এখন তুমি কি বলো যাবে কি না।(আব্বু)
ফুফি কি যেতে বলছে(প্রিয়া)
ওমা তোর ফুফি না বললে নি যেতে বলছি তোকে।তোর ফুফি বলছে বলেতো আমি তোকে যেতে বলছি।এখন তুই বল যাবি কি না..(আব্বু)
ফুফি যেহেতু বলছে তাহলে আমার আর কোনো সমস্যা নাই আব্বু আমি যাবো।(প্রিয়া)
ওকে মা।তুমি তোমার জামা কাপর গুছিয়ে রাখো(আব্বু)
গুছিয়ে নিবো মানে। ফুফি কবে যাবে আব্বু(প্রিয়া)
এই তো আজকে রাতে(আব্বু)
কি এত তাড়াতাড়িকেনো আব্বু(প্রিয়া)
কারন তোমার ফুফি আজকে চলে যাবে তাই। (আব্বু)
ও আচ্ছা(প্রিয়া)
ওকে তুমি জামা কাপর গুছাও।আমি এখন আসি ওকে(আব্বু)
ওকে কিন্তু আব্বু বাসার সবাই কি জানে আমি আজকে রাতে লন্ডনচলে যাবো(প্রিয়া)
হুম সবাই জানে (আব্বু)
বাড়ির সবাই মানে ছোট বড় সবাই জানে(প্রিয়া)
হুম সবাই এখন আসি(আব্বু)
হুম।(প্রিয়া)
তার মানে মেঘ ভাইয়াও জানে। আর ওনি একবারও আমার কাছে এসে বললো না যে প্রিয়া তোর আব্বু লন্ডন যেতে বললে তুই যাবি না।আর ওনি সেটা না করে ঘুরতে চলে গেলো।তার মানে ওনি চায় আমি ওনার থেকে দূরে চলে যাই।আমি দূরে চলে গেলে ওনি খুশি। এসব ভাবছি হঠাৎমনে হলো মেঘ ভাইয়া চলে আসছে। তাই তাড়াতাড়ি রুম থেকে বের হই ওনাকে শেষ দেখার জন্য।রুম থেকে বের হয়ে দেখি ওনি সারার হাত ধরে হেসে হেসে কথা বলে সিরি দিয়ে ওপরে আসছে।আমি এই সব দেখে তাড়াতাড়ি রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে ওয়াশ রুমের চলে গেলাম। ট্যাপ ছেড়ে দিয়ে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুঁজে কাঁদছি। খুব কষ্ট হচ্ছে। মেঘ ভাইয়া আমার সাথে কেন এমন করছে ? আমি কি ক্ষতি করেছি তার? আমি তার কাছে কি এমন চেয়েছিলাম। শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম।আমি চলে যাবো শুনেও একটু ও আমার কাছে আসলো না।বরং সারার হাত ধরে হাসতে হাসতে বাসায় আসলো।
||
||
||
প্রায় ২ ঘণ্টার পর ওয়াশ রুমে থেকে বের হলাম।এসে জামা কাপর গুছাতে লাগলাম এখন সন্ধা হয়ে গেছে। আর বেশি সময় নাই। রাত ১০ টায় বাসা থেকে বের হবে বলছে ফুফি।যখন আমি ওয়াশ রুম থেকে বের হয়েছি তখন ফুফি এসে বলল।তাই তাড়াতাড়ি গুচ্ছি।ভালো লাগছে না।তারপরেও গুছাতে হচ্ছে।
||
||
||
..রাত ১০টা..
আমি আর ফুফি খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে দিলাম। কিন্তু এক জনের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারলাম না।সে হলো মেঘ ভাইয়া। আসার সময় অনেক ইচ্ছা ছিলো একবার দেখা করার কিন্তু ওনি অফিস থেকে এখনো আসে নাই।তাই আর দেরি না গাড়িতে কারে বসে পরলাম আমি আর ফুফি।আমি আর ফুফি বসতে গাড়ি ডাইভার গাড়ি ছেড়ে দেন। গাড়ি যখন গেটের বাইরে চলে আসে তখন মেঘ ভাইয়ার গাড়ি আসে। আমি মেঘ ভাইয়াকে দেখার জন্য গাড়ির আয়না দিয়ে তাড়াতাড়ি তাকালাম কিন্তু কোনো লাভ হলো না…..
চলবে….