ভূমধ্যসাগরের তীরে #পর্বঃ২৬ লেখিকা দিশা মনি

0
30

#ভূমধ্যসাগরের তীরে
#পর্বঃ২৬
লেখিকা দিশা মনি

এলিস অবাক হয়ে তাকিয়ে ছিল তার মাথায় বন্দুক তাক করা ব্যক্তিটির দিকে৷ তার মুখ দিয়ে কোন কথা বের হচ্ছিল না। এলিস আজ ভীষণ অবাক হয়ে গেছে। সে কখনো ভাবতেও পারে নি, যেই লোকটাকে সে ভালোবেসেছে সে কিনা এত বড় সন্ত্রাসী বের হবে। এলিস বলে ওঠে,
“এটা সত্যি হতে পারে না।”

ততক্ষণে পুরো চার্চটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে রক্ত এবং নিথর দেহ। এত সবকিছুর পরেও এলিসের পুরো নজর তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে। এলিসের চোখ থেকে টুপটাপ অশ্রু পড়তে লাগল। অন্যদিকে ব্যক্তিটি তখন অনেকটাই স্থির। অন্য একজন মুখোশধারী ব্যক্তি এসে বলল,
“দাঁড়িয়ে আছ কেন? এই মেয়েটাকেও শেষ করে দাও।”

এমন সময় হঠাৎ করে পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠতেই সন্ত্রাসীর দল সচেতন হয়ে যায়। এতক্ষণ ধরে বন্দুকের মুখে থাকা এলিসও সাহস করে বলে ওঠে,
“এটা কি সত্যিই তুমি ইয়াসিন? কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি যেই ইয়াসিনকে চিনেছি, আমি যেই ইয়াসিনকে ভালোবেসেছি সে তো এমন হতে পারে না। তুমি সন্ত্রাসী হতে পারো না..কিছুতেই না।”

ইয়াসিন গম্ভীর স্বরে বলে,
“পুলিশ চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছে৷ এখন এই মেয়েটাকে হোস্টেজ বানিয়েই আমাদের এখান থেকে পালাতে হবে।”

ইয়াসিনের কথা শুনে এলিসের হতবিহ্বল হওয়ার দশা। ইয়াসিনের চোখে সে অদ্ভুত হিংস্রতা লক্ষ্য করছে। এতগুলো নিরপরাধ মানুষকে মে*রে ফেলেও তার চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই! এ কি আদৌ সম্ভব? তার চেনা ইয়াসিন তো এতটা নির্দয় নয়। তাকে এইরূপে কল্পনা করার কথাও তো এলিস স্বপ্নে ভাবেনি। এরইমধ্যে ইয়াসিন এলিসের মাথায় বন্দুক তাক করে নির্দয়ের মতো তাকে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে কিছু পুলিশ তাদের পথ আটকে ধারালে ইয়াসিন কঠোর স্বরে বলে,
“যদি তোমরা আমার সামনে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করো তাহলে এই মেয়েটাকে আমি শেষ করে দেব।”

এলিসকে বাঁচানোর জন্য পুলিশ সদস্যরা আর সামনে আগায় না। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইয়াসিন দ্রুত এলিসকে সাথে নিয়ে পালিয়ে যায়। তার পুরো মুখ ঢাকা ছিল বিধায় তার পরিচয় জানা কারো পক্ষে সম্ভব না। তাছাড়া সে গলার স্বরটাও বদলে অন্য টোনে কথা বলছিল। অথচ এলিস শুধুমাত্র চোখ দেখেই চিনতে পেরেছে তার ভালোবাসার মানুষটিকে। যার নতুন রূপ তাকে পুরো চমকে দিয়েছে।

★★
পলরূপী রাফসান ত্রস্ত পায়ে থানায় পায়চারি করছে। তার চোখমুখে উদ্বিগ্নতার ছাপ স্পষ্ট। এরইমধ্যে এলিজা ছুটে আসে রাফসানের কাছে। সে এসেই রাফসানকে বলে,
“আমার বোনটাকে ঐ সন্ত্রাসীরা কোথায় নিয়ে গেল? ওর কোন বড় ক্ষতি হয়ে যাবে না তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে আমার বোনের জন্য। ও অনেক ইনোসেন্ট একটা মেয়ে। না জানি ও এখন কি অবস্থায় আছে কেমন আছে…আমার আজ নিজেকে ভীষণ ব্যর্থ মনে হচ্ছে মিস্টার পল। এত বড় একজন গোয়েন্দা হয়েও আমি কিছু করতে পারছি না।”

“আপনি এভাবে ভেঙে পড়বেন না মিস এলিজা। আপনার বোনের কিছু হবে না। আমরা চেষ্টা করছি তাকে উদ্ধার করার। আপনার বোনকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করবো আমরা।”

এমন সময় মিষ্টিও সেখানে চলে আসে। মিষ্টিকে দেখেই রাফসান বলে,
“তুমি হঠাত এই সময়ে এখানে?”

মিষ্টি বলে,
“আমিও মিস এলিসকে খুঁজতে চাই। ওনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। উনি সত্যিই একজন ভালো মানুষ। তাছাড়া, আমি চাই না আর কোন মানুষ ঐসব সন্ত্রাসীদের শিকার হোক। আজ ঐসব সন্ত্রাসীরা চার্চে হামলা চালিয়ে ১৫ জন নিরপরাধ মানুষকে হত্যা করেছে। মিস এলিসই একমাত্র জীবিত ব্যক্তু এখনো অব্দি। তাকে উদ্ধার করা গেলে হয়তো ঐ সমস্ত সন্ত্রাসী সম্পর্কে আরো অনেক তথ্য জানা যাবে। তাই আমাদের মিস এলিসকে একদম সুস্থ স্বাভাবিক অক্ষত অবস্থায় উদ্ধার করতেই হবে।”

“ঠিক বলেছ তুমি।”

এলিজা কান্নারত স্বরে বলে,
“আমি আর কিছু ভাবতে পারছি না। আমি শুধু আমার বোনকে ফেরত চাই। পাপা কিছু জরুরি কাজে প্যারিসে গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছিল এলিসের খেয়াল রাখতে। এখন যদি ওর কোন ক্ষতি হয়ে যায় তাহলে আমি পাপাকে নিজের মুখ দেখাতে পারব না। প্রয়োজনে আমি নিজের সব শক্তি কাজে লাগাবো, তবুও নিজের বোনকে উদ্ধার করে ছাড়ব।”

★★
এলিস পিটপিট করে চোখ মেলে তাকায়। তাকে একটি বদ্ধ ঘরে বন্দি করে রাখা হয়েছে। চোখ খুলে তাকাতেই সে বুঝতে পারে তাকে ঐসব সন্ত্রাসীরা বন্দি করেছে। তাই তো সে চিৎকার করতে শুরু করে। এলিসের চিৎকার শুনে কিছুক্ষণ পরই একটি ব্যক্তি ছুটে এসে তার মুখ চেপে ধরে। এত অন্ধকারের মাঝেও ব্যক্তিটিকে সে চিনতে পারে। এই স্পর্শ, এই গন্ধটা যে তার বড্ড চেনা। এলিস ক্রন্দনরত স্বরে বলে ওঠে,
“ইয়াসিন..এটা কি সত্যিই তুমি? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না এটা তুমি।”

ইয়াসিন এলিসকে বলে,
“বিশ্বাস করো বা না করো। এটাই আমি। আর এটাই হল বাস্তব।”

“তুমি কেন এত গুলো নিরপরাধ মানুষকে মে*রে ফেললে? ওরা তো তোমার কোন ক্ষতি করে নি। আমি তো এই ইয়াসিনকে চিনতাম না। আমি যেই ইয়াসিনকে চিনতাম সে ছিল ভদ্র, দয়ালু, পরোপকারী….যার স্বভাব, চরিত্র আমাকে তার প্রেমে ফেলতে বাধ্য করেছিল। তাহলে আজ এই কোন ইয়াসিনকে দেখছি আমি?”

“ভালো করে দেখে নাও। এটাই আসল আমি। ইয়াসিন আল খলিলির আসল পরিচয় এটাই।”

“না, এটা হতে পারে না। এই সব মিথ্যা৷ আমি নিশ্চয়ই কোন দুঃস্বপ্ন দেখছি তাই না? এটা সত্য হতে পারে না।”

বলেই এলিস ইয়াসিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইয়াসিন ধাক্কা দিয়ে এলিসকে নিজের থেকে দূরে সরিয়ে বলে,
“এসব নাটক বন্ধ করো। এসব নাটক করে তুমি আমায় ভোলাতে পারবে না। তোমাকে এর আগেও আমি বারবার সতর্ক করেছি আমার থেকে দূরে থাকতে কিন্তু তুমি শুনলে না। বারবার আমায় বিরক্ত করে গেছ..তবে এবার আর নয়।”

ইয়াসিনের কথা শুনে এলিস বলে ওঠে,
“তুমি খারাপ হতে পারো না। তুমি যদি খারাপ হতে তাহলে এখন অব্দি তুমি আমায় বাঁচিয়ে রাখতে না। এটাই প্রমাণ করে যে, তোমার মনে অনুভূতি আছে। তুমি খারাপ মানুষ নও। হয়তো কোন কারণে ভুলপথে চলে এসেছ কিন্তু..তুমি আমার সাথে ফিরে চলো। আইনের কাছে আত্মসমর্পণ করে দাও। আমি আমার বাবা আর বোনকে বলে তোমার যথাসম্ভব কম শাস্তির ব্যবস্থা করব। তুমি একদম ঠিক হয়ে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবো তোমার জন্য। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ইয়াসিন। আমি তোমাকে ভালো দেখতে চাই।”

ইয়াসিন এলিসের গলা টিপে ধরে বলে,
“তোকে বললাম না এটাই আমার আসল রূপ। বুঝছিস না কেন?”

“ছাড়াও..আমায়..আমি নিঃশ্বাস..নিতে..পারছি না।”

“তোকে আর নিঃশ্বাস নিতে হবেও না। অনেক জ্বালিয়েছিস আমায় আর নয়।”

বলেই ইয়াসিন একটা ধারালো ছু*রি হাতে নেয়। ইয়াসিনকে এভাবে দেখেও এলিস একটুও ভয় পায় না। কারণ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ইয়াসিন তার কোন ক্ষতি করবে না। কিন্তু এলিসের বিশ্বাসকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিয়ে ইয়াসিন নির্দয়ভাবে এলিসের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এলিস বিস্ফোরিত চোখে তাকায়। ইয়াসিন এতেই ক্ষান্ত হয়না। ছু*রি দিয়ে ২০-২৫ বার আঘাত করে এলিসের শরীরে। এলিসের সুন্দর শরীর পুরো ক্ষত-বিক্ষত হয়ে যায়। শরীর ভেসে যায় লাল রক্তে। এলিসের নিঃশ্বাস ভাড়ী হয়ে আসে। এত কিছুর পরেও এলিস নিজের শেষ শব্দে বলে ওঠে,
“ভালোবাসি..তোমায় ভীষণ ভালোবাসি..ইয়াসিন..

কথাটা বলার পরই মাটিতে লুটিয়ে পড়ে এলিস। অতঃপর ধীরে ধীরে তার চোখে আধার নেমে আসে। এই নির্মম পৃথিবীক বিদায় জানায় সে! যেখানে সত্যিকারের ভালোবাসার কোন মূল্য নেই! এলিস মৃত্যুর আগেও ইয়াসিনের জন্য এতটুকু ঘৃণা প্রকাশ করতে পারে নি। বরং নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ইয়াসিনকে ঠিক সেভাবেই ভালোবেসে গেছে যেমনটা আগে বাসত!

চলবে ইনশাআল্লাহ ✨

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here