তিথি চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সে ২৫০ ফুট এর পাহাড় থেকে পড়ছে। আসলে পড়ে নাই। ফেলা হয়েছে। আর যে ফেলেছে সে হলো তার সবচেয়ে আপন মানুষ যাকে সবচেয়ে বিশাস করতো। তার ভালোবাসার মানুষ,প্রহর। কেনো করলো এমন। তিথি এখনো আকাশে ভাসছে। আর ১৫০ ফিট এর মতো বাকি আছে এরপর সব শেষ। তিথির মনে হচ্ছে ভালোই হলো।জলদি মৃত্যু টা আসুক প্রাণ টা যাক। সবকিছু সহ্য করতে পারলেও ধোকা সহ্য হয় না?।তাও প্রিয় মানুষটার। আচ্ছা আমি ভাগ্যবতী প্রিয় মানুষের হাতে খুন হচ্ছি। হুমম আসলেই ভাগ্যবতী।তিথি চোখ বন্ধ করে রাখলো। আস্তে আস্তে মাথা ভারি হচ্ছে তিথির চোখ ভারি হচ্ছে। এরপর….।…………..
প্রহর রুমে ঢুকলো।দরজা বন্ধ করে,গাড়ির চাবিটা টেবিলে রেখে জানালার পাশে গিয়ে পর্দা খুললো। জানালা দিয়ে আলো রুমে ঢুকলো। জানালা খুলার পর প্রহর এর চোখ পাহাড়ের দিকে গেলো। কিছুক্ষন আগে এই পাহার থেকে তিথি কে ধাক্কা দিয়েছিল। কিছুক্ষন তাকিয়ে থেকে প্রহর বাথরুম এ গেল। ঝরনা ছেরে দিয়ে দেওয়ালে হাত দিয়ে দারিয়ে রইল এভাবে প্রায় ১ঘন্টার মতো ছিল।এরপর টাওয়েল পেচিয়ে বেরিয়ে আসলো।চুল এ হাত বুলাতে বুলাতে কাকে যেনো ফোন করলো।
প্রহরঃকাজ হয়েছে?
অপরপাশঃ…..………….………….
প্রহরঃওকে।,আমাকে প্রত্যেক মুহুর্তে র আপডেট দিতে থাকবা।
অপরপাশঃ…….
প্রহরঃওকে
ফোন রেখে আবার জানালায় গেলো
একটা গভীর্ নিশাস নিলো। এরপর কি যেনো ভেবে রহস্যময় হাসি দিলো।আবার পাহাড় দেখাই মনোযোগ দিলো।
১দিন পর
তিথি ধীরে ধীরে চোখ খুললো। দেখলো একটি রুমে সে শুয়ে আছে।।মাথাটাও ভারী লাগছে।
আমি কই আসলাম। উফফফ মাথাটা ছিড়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে।
এমন টাইম একজন রুম এ ঢুকলো।
ওহহহ আপনি উঠেছেন তাহলে। এখন কেমন লাগছে?? হাতে থাকা ট্রে টা টেবিলে রেখে।
..জি ভালো। আপনি কে?আর আমি এখানে।আমার হাতে পায়ে এসব কি??
..আমি শুভ। একজন টুরিস্ট । আসলে পাহাড় আমার ভালো লাগে তাই এখানে অনেকবার আসি।আমি চট্টগ্রাম এ থাকি। কাল ও ঘুরতে গেলাম তখন ই কিছু একটা চোখে পড়লো গিয়ে দেখি আপনি।গাছের সাথে আটকে ছিলেন।যার কারনে বেশি ব্যাথা পাননি।
..ওহহহহ
….তারপর আপনাকে আমার কটেজ এ আনলাম আসলে এখানে প্রায় আসি তাই এটা কিনে নিয়েছি।এখানে তেমন ডাক্তার নেই তাই কবিরাজকে ডেকেছি। ওনি আপনাকে এই গাছপালার ঔষধ দিয়েছে। আর আপনার ড্রেস আমি না কবিরাজ এর মহিলা সহকারী চেঞ্জ করিয়েছেন।
এখন বলেন কিভাবে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়েছেন??
….মানে??
……মানে হলো কি এমন হইলো বফ এর সাথে যে আত্মহত্যা করতে যাচ্ছিলেন।।
….আমি আত্মহত্যা করিনি
…..তাহলে???..
….ধোকা হয়েছে
…..মানে???
……..কিছু না।
……ওকে।আচ্ছা আপনি কেথায় থাকেন পৌছে দিবো।
….মৃদু হেসে তিথি বললো।
আমার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ছিলো হারিয়ে গেছে এখন আমি একা।।
….তাহলে??এখন কোথায় যাবেন??
…….
জানিনা
…..কিছু,না মনে করলে আপনি আমার ওখানে থাকতে পারেন। আমাকে ভুল বুঝবেন না।
…আমি কারো দয়া চাই না
…দয়া,না আপনি আমার অফিসে চাকরি করতে পারেন।
….কিছুক্ষন ভেবে ঠিক আছে।
….ওকে আমরা আজই রওনা দিবো।
এই বলে শুভ চলে গেলো।
তিথি একা রুম এ
কিভাবে পারলে প্রহর?? আমি কি করেছিলাম। আমাকে বলতেই পারতে তুমি ইরা কে ভালোবাসো। আমি চলে যেতাম।দুর থেকেই ভালেবাসতাম কিন্তু তুমি
তোমাকে ঘৃণা ও করতে পারবনা। ভালোবাসার পরিমানটা এতো বেশি যে। কেনো এমন হলো????????
তিথি চলে গেলো অতিতে………..?.???
চলবে……..
ভোরের ছোয়া
১ম পর্ব
নিলাঞ্জনা রহমান??
ভালো লাগলে পরের পার্ট দিব। কমেন্ট অবশ্যই করবেন
নিলু
হেপি রিডিং
its yoo yoo nilu baby rocks