মা

0
1111

মা
আবুল_বাশার_পিয়াস

আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটার নাম হলো মা। মা নিজ হাতে সংসার সাজায় তারপর দিন শেষে সেই সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায়।

এক মা তার ছেলের কাছে গিয়ে বললো,
-“বাবা, তোর ফোনটা একটু দিবি? তোর খালার সাথে ২মিনিট কথা বলতাম। অনেকদিন কথা হয় না”
ছেলে তখন বিরক্ত হয়ে বললো,
-“আমার ফোনে টাকা নেই।”
মা চলে গেলো। কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিসড কল আসলো। ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করলো আর ২ঘন্টা কথা বলার পর ফোন রাখলো।

মেয়ের কাছে গিয়ে মা বললো,
-“মা, তোর ফোনটা একটু দিবি? ২মিনিট তোর খালার সাথে কথা বলতাম।”
-মেয়ে বললো,
–“ফোনে এখন কাজ করছি। ফোন দিতে পারবো না ।”

মা চলে গেলো আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো…

পরেরদিন ছেলে যখন ভার্সিটি যাবে তখন মায়ের হাতে একগাদা কাপড় দিয়ে বললো,
–মা একটু ধুয়ে দিও তো।

মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াসরুমের দিকে যাবে তখন মেয়ে ডেকে বললো,
– “মা, আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে। তুমি পোলাও, গরুর গোশত, মাছ ভাজি, ডিম ভুনা আর ডাল রান্না করো তো ”
মা ছেলের কাপড় ধুয়ে দিলো। মেয়ে যা যা বলেছিলো সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার….

রাতে মা অনেক আশা নিয়ে সন্তাদের পাশে বসে ছিলো গল্প করার জন্য কিন্তু সন্তানরা তখন ৬ইঞ্চি ডিসপ্লের যাদুর বাক্স নিয়ে ব্যস্ত ছিলো। দীর্ঘশ্বাস ফেলে মা তখন চলে যায়। এই দীর্ঘশ্বাসে কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়ে ছিলো সেটা সন্তানটা বুঝতেই পারে না…

মা’দের সহ্য করার ক্ষমতা প্রচুর হয়। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটি বারান্দায় সিগারেট খাচ্ছিলো। মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বললো,
-“বাবা তুই সিগারেট খাচ্ছিস কেন?”
-ছেলে রেগে গিয়ে বললো,
–“আমার ইচ্ছা আমি সিগারেট খাচ্ছি তাতে তোমার কি? আমি এখন ছোট না যে তোমার কাছে কৈফিয়ত দিতে হবে”

ছেলের এমন খারাপ ব্যবহারটা মা নিরবে সহ্য করে চুপচাপ চলে গেলো…

রেজাল্ট খারাপ হয়েছে দেখে না খেয়ে মেয়ে যখন শুয়ে রইলো তখন মা গিয়ে বললো,
– “মা, কিছু খেয়ে ঘুমা”
মেয়ে রেগে বললো,
-“আমার গলা দিয়ে ভাত নামবে না। রেজাল্ট খারাপ হলে কতটা কষ্ট লাগে সেটা তুমি বুঝবে না। তুমি তো মুর্খ মহিলা। পড়াশোনাই করো নি”
মা মেয়ের এই কথাগুলো চুপচাপ সহ্য করে চলে গেলো…

বুকের ব্যথাটা বাড়ার কারণে মা একদিন ছেলেকে ডেকে বললো,
-“বাবা, বুকের ব্যথাটা আজকাল খুব বেড়েছে। আমায় একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি?”
– ছেলে বললো,
— “আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি। এখন তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না”

ছেলে চলে গেলে মেয়েকে ডেকে বললো,
“তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি?”
মেয়ে বললো,
-“আমি বান্ধবীর গায়ে হলুদে যাবো। এখন তোমায় নিয়ে কোথাও যেতে পারবো না”

একদিন মা মারা যায়। ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে মাকে এতোদিন কতই না কষ্ট দেয়েছি। ছেলেটা এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না। দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না, “বাবা, তোর ফোনটা একটু দিবি দুই মিনিট কথা বলতাম?”

মেয়েটা এখন নিজেও মা হয়েছে। মা হবার পর বুঝতে পেরেছে, মা’রা সংসারে কতটা অবহেলিত হয়। এখন সে রাতের পর রাত না খেয়েও ঘুমালে কেউ এসে বলে না, “মা রাতে খেয়ে ঘুমা”

উপরের ঘটনাগুলো প্রতিটা সংসারেই ঘটে। সন্তানরা নিদিষ্ট একটা বয়সের পর মাকে আর সময় দেয় না। যার যার কাজে ব্যস্ত হয়ে যায়। কারো মা চিরকাল বেঁচে থাকে না। তাই পরে আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝে হলেও মাকে সময় দাও। কারণ যার মা নেই সেই বুঝে মা কি ছিলো…

(সমাপ্ত)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here