মামাতো_বোন_যখন_বউ part_3

0
3672

মামাতো_বোন_যখন_বউ part_3
#writer_মুজাহিদুল_ইসলাম

#collected
মাহফুজ,হা মনটা তো অনেক ভালোই,আর চেহারাটাও তো মাশাল্লাহ..! একদম মামির মতোই সুন্দরী হইছে?

মামা,তাহলে জারাকে তোর পছন্দ হইছে..?

মাহফুজ,মানে কি বলতে চাইছো তুমি..?

মামা, হা ঠিক এই বলছি,আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি, সেই তোদের ছোট বেলা থেকে,
তুই যদি জারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দিবো,

মাহফুজ,মামার কথা শুনে তো মনে মনে প্রচন্ড খুশি হলাম,কারন ছোট বেলা থেকেই জারাকে আমার ভালো লাগতো,আর এখন তো দেখি মেঘ না চাইতেই জল?
হা মামা আমি জারাকে পছন্দ করি,তবে ও কি আমাকে মেনে নিবে..?

মামা,সেটার দায়িত্ব তোর,তুই জারা কে বোঝাবি?

মামার কথা শুনে তো উড়াধুড়া নাচতে ইচ্ছা করতেছে,না থাক আপনাদের সামনে আর নাচবো না,

খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম,বিছানায় বসে জারার কথা ভাবতে লাগলাম,আহহহ পেতনিটা রাজি থাকলে ওকে নিয়েই সারাজীবন কাটিয়ে দিবো?
কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না,যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে,

ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেলো,তারপর উঠে ফ্রেস হয়ে নিলাম,গোসলের পর পেটে প্রচন্ড ক্ষুদা লাগছে,তাই মামির কাছে গেলাম,

মাহফুজ,মামি আমার ক্ষুদা লাগছে খাবার দাও,

মামি,যা গিয়ে টেবিলে বস আমি আমি খাবার দিচ্ছি,

মাহফুজ,মামা আর জারা কোথায়..?

মামি,তোর মামা অফিসে গেছে আর জারা ওর রুমেই আছে,

যাক ভালোই হইছে,যায় পেতনিটারে একটু জ্বালিয়ে আসি?যেই ভাবা সেই কাজ,রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলায় আছে কিন্তু রুমে কেউ নাই,কোথায় আছে দেখার জন্য রুমে ঢুকে গেলাম,

কিন্তু রুমে ঢুকে দেখি কোথায়ও কেউ নাই,এটা কি হলো..! পেতনিটা আবার গেলো কই,তখনই পানি পরার শব্দ শুনতে পেলাম,তার মানে পেতনিটা হয়তো গোসল করতেছে,

জারার টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পের বই রাখা,আমি গল্পের বই পড়ি না,তাও কৌতুহল বশতো বইটা পরতে লাগলাম,গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো,তাই বাকিটা পরতে শুরু করলাম?

জারা, ওই হারামি তুই এখানে কি করিস..?

মাহফুজ,হঠাৎ জারার কথায় চমকে উঠলাম,কখন যে ও এখানে আসছে বুঝতে পারি নাই,এবার জারার দিকে তাকিয়েই তো পুরো তাসকি খেয়ে গেলাম,জারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে,আর চুল বেয়ে ফোটা ফোটা পানি পরছে,তখন ওকে একটা পরীর মতো লাগছিলো,ওর দিকে এক নাগারে তাকিয়েই আছি,

জারা,ওই ওভাবে কি দেখিস তুই..? জীবনে কোনো মেয়ে দেখিস নাই..?

মাহফুজ,জারার কথায় ধ্যান ভাংলো,না মানে মেয়ে মানুষ তো দেখছি কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম,তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরী নেমে আসছে,

আমার কথাতে মনে হয় জারা লজ্জা পেয়েছে,তাই চোখ নামিয়ে ফেললো,

জারা,হইছে আর পাম দেওয়া লাগবে না,এখন যা এখান থেকে আমি কাপড় চেঞ্জ করবো,

মাহফুজ,আমি থাকলে কি সমস্যা?

জারা, তোকে যেতে বলছি কিন্তু?

মাহফুজ,ওকে যাচ্ছি যাচ্ছি?

তারপর জারার রুম থেকে চলে আসলাম,আমার রুমে চলে গেলাম,বিছানায় বসে ফোন টিপতে লাগলাম,আমার কয়টা ফ্রেন্ড দেখি লাইনে আছে,তখন ওদের সাথে চ্যাট করতে লাগলাম,

একটু পর মামি এসে খাবার জন্য ডেকে গেলো,তারপর আমিও খেতে চলে গেলাম,টেবিলে গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে আসছে,সাথে মামি আর জারা বসে আছে,

তারপর আমিও খেতে বসলাম,আজকের খাবার গুলোও অনেক মজা হইছে,খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম,

তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম,তারপর শরীরটা বিছানায় এলিয়ে দিলাম,কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম না,ঘুম ভালো একেবারে বিকালে,

তারপর উঠে ফ্রেস হয়ে নিলাম,বাইরে গেলাম একটু ঘুরতে,আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে,আমি গিয়ে একটা পার্কে বসলাম,

সামনে দেখি বাদামওয়ালা যাচ্ছে,তাই বাদাম কিনে খেতে লাগলাম,পার্কের পরিবেশটা অলেক ভালো লাগতেছিলো,তাই কখন যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে খেয়াল এই করি নাই,

তারপর পার্কের বাইরে এসে জারার জন্য একটা চকলেট আইসক্রিম নিলাম,কারন চকলেট আইসক্রিম জারা অনেক পছন্দ করে,তারপর একটা রিকসা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম,মনে মনে ভাবলাম যে আজকেই জারাকে বিয়ের কথা বলবো?

একটু পর রিকসা বাসার সামনে চলে আসলো,রিকসা থেকে নেমে ভাড়া দিলাম,তারপর বাসায় গিয়ে কলিংবেল দিলাম,জারা এসে দরজা খুলে দিলো,

জারা,কিরে কই গিয়েছিলি..?

মাহফুজ,বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম,তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম,

জারা,ওহহহ

তারপর আমার রুমে চলে গেলাম,রুমে গিয়ে ফ্রেস হয়ে নিলাম,তারপর বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম,

কিছুক্ষন পর মোবাইল রেখে রুম থেকে বের হলাম,দেখি মামা চলে আসছে,তারপর মামার সাথে কথা বলতে লাগলাম,একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেলো,

তারপর সবাই মিলে খাবার খেয়ে নিলাম,সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম,ফেসবুকিং করতেছিলাম রুমে বসে,হঠাৎ মনে পরলো যে জারা কে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম,তাই আর দেরি না করে জারার রুমের দিকে গেলাম,

কিন্তু রুমে কেউ নাই,দরজাও খোলা রাখা,মামির কাছে শুনলাম জারা কই,মামি বললো হয়তো ছাদে গেছে,তাই আমিও ছাদে চলে গেলাম,যাওয়ার সময় জারার আইসক্রিম টা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য,

ছাদে গিয়ে দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাড়িয়ে আছে,তারপর আমিও ওর কাছে গেলাম,আমি যে ওর পিছনে দাড়িয়ে আছি পেতনিটা এখোনো ঠিক পাই নাই?

তারপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম,হঠাৎ করে ধরার কারনে জারা ভয় পেয়ে গেলো,
যখনি চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম,

মাহফুজ,আরে আমি মাহফুজ,এতো ভয় পাওয়ার কি আছে..?

জারা,উমমমম

মাহফুজ,উমমম কি বলতেছো..? ওহহ মনেই তো নাই আমিতো ওর মুখ ধরে রাখছি? তারপর মুখ ছেড়ে দিতেই জোড়ে জোড়ে শ্বাস নিতে লাগলো,

জারা,ওই হারামি এইভাবে কেউ মুখ চেপে ধরে..? আর একটু হলেই তো যেতাম?

মাহফুজ,সরি পেতনি ম্যাডাম,তারপর প্যান্টের পিছন থেকে আইসক্রিম টা বের করে ওকে দিলাম,এই নিন আইটা আপনার জন্য..?

জারা,আইসক্রিম পেয়ে জারা অনেক খুশি হলো,ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য☺

তারপর জারা আইসক্রিম খেতে লাগলো,ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো,তারপর মনে পরলো বিয়ের কথা,হা এখনই সঠিক সময় কথাটা বলার,

মাহফুজ,জারা তুই কি আমাকে বিয়ে করবি..?

আমার কথা শুনে জারা আমার দিকে অবাক হয়ে তাকালো,

জারা,মানে বুঝলাম না,হঠাৎ এই কথা..?

মাহফুজ,মানে শোন জারা,আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রাখছে,গতকাল মামাও আমাকে বললো সেই কথা,আর আমিও তোকে ভালোবাসি,বিয়ে করতে চায়,তুই কি আমাকে ভালোবাসিস..? বিয়ে করবি আমাকে..?

জারা,কিছুক্ষন চুপ করে থেকে কি যেন ভাবলো,তারপর বললো আমিও তোকে ভালোবাসি আর বিয়েও করবো,কিন্তু আমার পড়ালেখা এখোনো শেষ হয়নি,আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে চাচ্ছি,কিন্তু বিয়ে হয়ে গেলে কি স্টাডি করতে পারবো..?

মাহফুজ,তখন আমার মনের ভিতর এতো খুশি লাগতেছিলো, যে ভাষায় প্রকাশ করার মতো নয়,আচ্ছা জারা তোর পড়ালেখা নিয়ে চিন্তা করতে হবে না,দুজন বিয়ের পর দুজন একসাথে স্টাডি করবো বলেই ছাদ থেকে চলে আসলাম,

তারপর সোজা মামা মামির রুমে চলে গেলাম,দেখি দুজন গল্প করতেছে,

মাহফুজ, মামা আসতে পারি..?

মামা,হা চলে আয়,

মাহফুজ,মামা জারা রাজি আছে বিয়ে করতে,

মামা,তাহলে তো খুবই ভালো কথা,আগামি সপ্তাহেই তোদের বিয়ে দিবো,তোর বাবার সাথে আমি কথা বলে নিবো,

মাহফুজ,তাহলে মামা আমি কালই বাসায় চলে যাবো,কারন সবকিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য,আমি এখন রুমে গেলাম বলেই মামার রুম থেকে আমার রুমে চলে আসলাম,

মনের ভিতর অনেক ভালো লাগতেছে,কারন জারা কিছুদিন পর আমার বউ হবে,এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পরলাম,

পরদিন সকালে উঠে ফ্রেস হয়ে নিলাম,তারপর সকালের নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পরলাম,

কিছুক্ষন পর বাসায় পৌছে গেলাম,তারপর বাসায় চলে গেলাম,দরজার সামনে গিয়ে কলিংবেল বাজালাম,কলিং বেল বাজানোর একটু পরেই…….

চলবে……
ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

#part_4
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=691821198334677

#part_2
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=691351005048363

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here