মামাতো_বোন_যখন_বউ part_4
#writer_মুজাহিদুল_ইসলাম
#collected
কিছুক্ষন পর বাসায় পৌছে গেলাম,তারপর বাসায় চলে গেলাম,দরজার সামনে গিয়ে কলিংবেল বাজালাম,কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিলো,
আমাকে দেখেই তো আম্মু অবাক হয়ে গেলো,
আম্মু,কিরে দুই দিন আগে গেলি আর আজই চলে আসলি..? আসার আগে একবারও জানাতে পারলি না..?
মাহফুজ,হা হঠাৎ করেই চলে আসলাম কারন বিয়ের প্রস্তুতি নিতে হবে না..??
আম্মু,বিয়ের প্রস্তুতি মানে..?
মাহফুজ,আরে আম্মু জারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে,তাইতো চলে আসলাম আজকে,সবকিছুর আয়োজন করতে হবে না..?☺
আম্মু, হুমম তাতো করতেই হবে,আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা?
মাহফুজ,হুমম আজ থেকেই শুরু করে দিবো বলে আমার রুমে চলে আসলাম,তারপর ফ্রেস হয়ে খেয়ে নিলাম,
বিছানায় বসে গেম খেলতে ছিলাম,ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে,তাই শুয়ে পরলাম বিশ্রাম নেওয়ার জন্য,কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারি নি,
দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাংলো,তারপর উঠে গোসলটা সেরে নিলাম,এখন মনের ভিতর ফুরফুরা লাগছে,কিন্তু গোসলের পর তো প্রচন্ড ক্ষুদা লাগছে,তাই খেতে চলে গেলাম,
আম্মু আগে থেকেই টেবিলে খাবার গুলো সাজিয়ে রাখছে,তাই দেরি না করে খেতে বসে গেলাম,তখনই কলিং বেলটা বেজে উঠলো,
আম্মু গিয়ে দরজাটা খুলে দিলো,
দেখি আব্বু অফিস থেকে চলে আসছে,তারপর আব্বুও ফ্রেস হয়ে খেতে আসলো,সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম,
খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম,
আব্বু,কিরে মাহফুজ মামার বাসায় গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছিলি,একটা ফোনও তো করলি না,
মাহফুজ, আসলে আব্বু মামার বাসায় আদর যত্নে কম ছিলো না তো তাই আরকি?
আব্বু,তো কেমন কাটলো মামার বাসায়..?
মাহফুজ,হা আব্বু অনেক ভালো লেগেছে মামার বাসায় থেকে,আর হা একটা কথা বলা হয়নি,জারা তো আমার সাথে বিয়ে করতে রাযি হয়ে গেছে?
আব্বু, সেটা তোর মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে,প্রস্তুতি নিয়ে নে কারন আগামি সপ্তাহে তোদের বিয়ে,
মাহফুজ,হা আব্বু আজ থেকেই শুরু করে দিবো, আমার বিয়ে বলে কথা?
তারপর আব্বু আম্মুর সাথে আরো সময় কথা বলে রুমে চলে আসলাম,বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম,দেখি জারা লাইনে আছে,তাই ওকে মেসেজ দিলাম,
মাহফুজ,কিরে পেতনি কি করিস?
জারা, ওই হারামি একদম খেয়ে ফেলবো যদি আর একবার পেতনি বলিস?
মাহফুজ,পেতনিকে পেতনি ছাড়া কি বলবো?
জারা, হারামজাদা তোকে তো আমি….
মাহফুজ,থাক হইছে হইছে,ভয় লাগতেছে আমার, আর রাগ করিস না,তো কেমন আছিস তুই..?
জারা, হা ভালো আছি তোর কি খবর..?
মাহফুজ, হা আমিও অনেক ভালো আছি,
তারপর জারার সাথে আর কিছুক্ষন কথা বলে ফোন রেখে দিলাম,এভাবেই দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলো,
আমি আবার প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে আড্ডা দেই,না হলে শরীরটা কেমন যেন করে,তাই তাহসিনকে ফোন দিলাম,
মাহফুজ,তাহসিন তুই কইরে..?
তাহসিন,এইতো আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসে আছি,
মাহফুজ,আচ্ছা থাক আমি আসতেছি,
তারপর বাসা থেকে বের হয়ে ওদের কাছে চলে গেলাম,আড্ডায় গিয়ে দেখি তাহসিন,রাজ,তুহিন আরো অনেকগুলা হারামি বসে আছে,
তারপর ওদের কাছে গিয়ে বসলাম,
রাজ,এইযে আসছে আমাদের বস,এবার সবাই তাজে উইস করো?
মাহফুজ,যাক আমারে সবাই বস মানে এইটায় অনেক,আর কিছুর দরকার নাই?
রাজ,তো দোস্ত কি খবর তোর,ওই যে মামার বাসায় গেলি তারপর আর খোজ নিলি না,
মাহফুজ,তোদের জন্য গুড নিউজ আছে,আগামি সপ্তাহে আমার বিয়ে,মামার মেয়ের সাথে,তোরা সবাই থাকবি কিন্তু,
তাহসিন,ওরে শালা আগে বলবি তো যে ভাবি আইতাছে..!
মাহফুজ,ওই জন্যই তো এখানে আসা,তোরা কিন্তু অবশ্যই আসবি,
সবাই,সেটা আর বলতে..??
মাহফুজ,আচ্ছা তোরা থাক, আমার এখন বাসায় যেতে হবে,কারন বিয়ের কার্ডের অর্ডার দিতে হবে বলে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম,
বাসায় এসে কলিংবেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিলো,তারপর নিজের রুমে চলে গেলাম,রুমে গিয়ে ফ্রেস হয়ে নিলাম,তারপর বিছানায় বসে কলেজের পড়াগুলো দেখতে লাগলাম,পড়া শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম,
পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে নিলাম,তারপর কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পরলাম,কলেজ মাঠে তাহসিনরা বসে আছে তাই আমিও গিয়ে ওদের সাথে বসলাম,আড্ডা দিয়ে সবাই ক্লাসে চলে গেলাম,
তারপর দুইটা ক্লাস করে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম,
মাহফুজ,স্যার আসতে পারি..?
প্রিন্সিপাল,হা মাহফুজ যে..! ভিতরে এসো,
মাহফুজ,স্যার আমার দুই সপ্তাহের ছুটি লাগবে,কারন আগামি সপ্তাহে আমার বিয়ে?
প্রিন্সিপাল,কংগ্রাচুলেশন..! দোয়া করি তোমরা সুখে থাকো,আচ্ছা ছুটি দিয়ে দিলাম,
মাহফুজ,ধন্যবাদ স্যার,আপনি কিন্তু অবশ্যই আপনার পরিবার নিয়ে আমার বিয়েতে আসবেন?
প্রিন্সিপাল,হা ঠিক আছে আসবো,
তারপর স্যারের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম,বাসায় এসে খেয়ে নিলাম,তারপর রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু রেষ্ট নিলাম,কারন বিকালে বিয়ের কার্ডের অর্ডার দিয়ে আসতে হবে,সাথে আরো অনেক কাজ আছে,
বিকাল বেলায় উঠে ফ্রেস হয়ে নিচে গেলাম,তারপর আব্বু থেকে টাকা নিয়ে তাহসিনকে ফোন দিলাম,
মাহফুজ,তাহসিন তুই কোথায় আছিস..?
তাহসিন,বাসায় আছি এখন,কোনো দরকার..?
মাহফুজ,বাসা থেকে বের হয়ে মেইন রোডে এসে দাড়া,মার্কেটে যেতে হবে,
তাহসিন,ওকে
তারপর বাসা থেকে বের হয়ে একটা রিকসা নিলাম,তারপর মেইন রোড থেকে তাহসিনকে রিকসায় উঠিয়ে নিলাম,এখন কার্ড ছাপানোর দোকানে যাওয়ার পালা,রিকসাকে বললাম মামা নিউ মার্কেট চলেন,
রিকসা,আচ্ছা ঠিক আছে,
কিছুক্ষন পর আমরা নিউ মার্কেট এসে পৌছালাম,রিকসা থেকে নেমে ভাড়া দিলাম,তারপর কার্ড ছাপানোর দোকানে গেলাম,
দোকানে গিয়ে ২ হাজার কার্ডের অর্ডার দিয়ে আসলাম সব আমার পছন্দের ডিজাইনে,
তারপর বিয়ের আরো অনেক কেনাকাটা করে বাসায় চলে আসলাম,বাসায় এসে শপিংগুলো রেখে রুমে চলে গেলাম,প্রচুর ঘাম বের হচ্ছে শরীর থেকে,তাই গোসলটা সেরে নিলাম,
রাতের খাবার সবাই একসাথে খেয়ে নিলাম,তারপর আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়ের আয়োজন আমাদের বাসায় করবো,তাই সিদ্ধান্ত নিলাম, মামাকেও জানানো হলো,
তারপর মামাও আমাদের সাথে একমত হলো,
শুরু হয়ে গেলো আমার অপেক্ষার প্রহর,বিয়ের আর মাত্র ৩ দিন আছে,এদিকে সব কাজ কম্পিলিট করে ফেলছি,সবার বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড নিজ হাতে দিয়ে আসছি,
মনের মধ্যে যেন তোলপার শুরু হয়ে গেছে বিয়ের জন্য? যাই হোক এতো তোলপার হলে হার্ট বেরিয়ে আসবে,শেষে দেখা গেলো আপনাদের কে গল্প শোনাতে পারলাম না,
দেখতে দেখতে আরো দুইদিন কেটে গেলো,আগামিকাল শুক্রবার নামাজের পর আমার বিয়ে,পুরো বাড়ি সাজানো হচ্ছে,আমার যে কি আনন্দ হচ্ছে আর কি বলবো,
আজকের দিনটাও ফুরফুরা আমেজে কেটে গেলো,রাতে খেয়ে দেয়ে সকাল সকাল শুয়ে পরলাম,কারন আগামিকাল অনেক ধকল যাবে,
পরদিন সকাল থেকে আমােদর বাড়ি ভর্তি লোকজন এসে ভরে গেছে,আমার সব হারামি দোস্তগুলোও চলে এসেছে,তাহসিন রাজ তুহিন আর বাকি সব মিলে আমাকে সাজিয়ে দিলো,সকাল থেকে এসব করতে করতে নামাজের সময় হয়ে গেছে,
তারপর সবাই মসজিদে নামাজ পরতে চলে গেলাম,নমাজ শেষ করে বাসায় চলে আসলাম,ইতিমধ্যেই জারা মামা আর মামি চলে এসেছে,
আমার আর জারাকে পাশাপাশি বসানো হলো,তারপর কাজি সাহেব আমাদের বিয়ে পরালেন,
জাকজোমক ভাবে আমাদের বিয়েটা হয়ে গেলো,তারপর সব অতিথিদের সাথে কথা বলতে থাকলাম,এভাবে রাত ১০ টা বেজে গেলো,তারপর সবাই মিলে আমাকে বাসর ঘরে পাঠিয়ে দিলো,
বাসর ঘরের সামনে এসে দাড়ালাম,কিন্তু একি বাসর ঘরে ঢুকতেই তো লজ্জা করতেছে,এমনিতে তো জারার সাথে ঝগড়া করি,তখন তো লজ্জা করে না?
তারপর ১ কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকলাম,রুমের দরজা আটকে দিয়ে পিছনে তাকিয়ে দেখি জারা বিছানায় বসে আছে, মাথায় ১ হাত লম্বা একটা ঘোমটা দেওয়া,
তারপর আস্তে আস্তে বিছানার পাশে যেতেই, জারা খাট থেকে নেমে এসে পায়ে সালাম করলো,আমিও জারার মাথায় হাত দিয়ে বললাম, বেচে থাকো মা,স্বামী সংসার নিয়ে সুখে থাকো?
একথা বলতেই জারা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলো,তারপর আমার বুকের উপর উঠে গেলো,রাগি চোখে আমার দিকে তাকালো,আমি তো হঠাৎ এই দেখে ভয় পেয়ে গেলাম,তারপর আমার পাঞ্জাবির কলার ধরে,
জারা,ওই তোকে বলছিলাম না যে আমি আগে লেখাপড়া শেষ করবো,তারপর বিয়ে করবো,কিন্তু তুই আমাকে পড়ালেখা করতে দিলি না কেন..?
মাহফুজ, আরে আগে তো কলার ছাড়,তারপর বলছি,
তারপর জারা আমার কলার ছেড়ে দিলো,
মাহফুজ,দেখ জারা আমি তোকে বিয়ে করছি,কিন্তু এখনি লেখাপড়া বন্ধ করবো না,দুজনে একসাথে লেখাপড়া করবো,তারপর আমি চাকরি পেলে তারপর আমাকে আপন করে নিবি তুই,তার আগে আমি তোকে টাচ করবো না,
জারা,টাচ করবি না মানে..? আমাকে প্রতিদিন আদর করতে হবে,ঘুরতে নিয়ে যেতে হবে,শাড়ি পরাতে হবে,পছন্দের সবকিছু কিনে দিতে হবে,নাহলে তোকে খেয়ে ফেলবো,
মাহফুজ,সবকিছুই করতে রাজি আমি,
জারা,তাহলে এখন আমাকে ছাদে নিয়ে চল,আমি তোর কোলে বসে রাতের চাদ দেখবো,
মাহফুজ,ওকে চল যাই,তারপর আমি ছাদে যেতে লাগলাম,কিন্তু একি জারা দাড়িয়েই আছে,কি হলো তুমি যাবে না..?
জারা,কেউ যদি আমাকে কোলে নিয়ে যায়,তাহলে যেতে পারি,
তারপর আর কি..! জারাকে কোলে তুলে নিলাম,জারা আমার কোলে উঠে আমার বুকে মাথা রাখলো,তারপর ছাদে চলে গেলাম,ছাদে একটা সোফা রাখা,দুইজন গিয়ে সেটাতে বসলাম,তারপর জারা…….
চলবে…….
ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
#part_5
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=692420144941449
#part_3
https://m.facebook.com/groups/459470204903112?view=permalink&id=691492005034263