#মিস্টার_মাফিয়া
#পর্ব_৫
#তানজিলা_খাতুন_তানু
রুহান হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে ফাবিয়ার দিকে ফুলটা এগিয়ে দিয়ে বললোঃ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেই প্রথম দিন দেখেই,তুমি কি আমার পথ চলার সঙ্গী হবে,আমাকে বিয়ে করবে।
ফাবিয়া রুহানের এমন কাজে আকাশ থেকে পড়লো
ফাবিয়াঃ কি হলো এটা।
রুহান বসা থেকে উঠে দাঁড়ালো।
রুহানঃ কেমন হলো প্রোপসটা
ফাবিয়াঃ ভালো কিন্তু কিছু বুঝলাম না
রুহানঃ তোমাকে দিয়ে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা।
ফাবিয়াঃ মানে
রুহানঃ আমি রুহিকে প্রোপস করবো
ফাবিয়ার মুখটা হা হয়ে গেলো।
রুহানঃ কি হলো,মুখটা বন্ধ করো
ফাবিয়াঃ এটা ঠিক হলো না
রুহানঃ কেন?
ফাবিয়াঃ তুমি আমাকে না ভালোবেসে ওই রুহিকে ভালোবাসবে( ন্যাকা কান্না করে)
রুহানঃ ওই তোমাকে কেন ভালো বাসবো
ফাবিয়াঃ আমি তো তোমাকে ভালোবাসি
রুহানঃ তাহলে আমার দাদাভাই এর কি হবে
ফাবিয়াঃ কি হবে মানে
রুহানঃ আমার ভাবি বানাবো তোমাকে সেজন্যই তো সেক্রেটারি করে রেখেছি।
ফাবিয়াঃ অ্যা
রুহানঃ হা এবার চলো।
ফাবিয়াঃ আমি আগে যায়।
ফাবিয়া আগে যায়।
রুহিঃ কোথায় ছিলি
ফাবিয়াঃ একটা কাজ ছিলো
রুহিঃ ওহ
রুহান এসে,রুহির হাতটা ধরে রুহিকে একটা ফাঁকা জায়গায় দাঁড় করায় ,রুহি কিছু বুঝতে পারছেনা।
রুহান রুহির সামনে হাঁটু গেড়ে বসে বললোঃ আমি তোমাকে ভালোবাসি,তুমি কি আমার সারাজীবনের সঙ্গী হবে বিয়ে করবে আমায়।
রুহি এতটাই শক যে রুহানের দিকে হা করে তাকিয়ে আছে,সবাই রুহির দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলো যাতে রুহি হ্যা বলে দেয়।
রুহি ফাবিয়ার দিকে তাকায় ফাবিয়া চোখ দিয়ে ইশারা করে।রুহি রুহানের দিকে তাকিয়ে মাথা নাড়ালো।রুহি আর রুহানকে ফাবিয়া একা ছেড়ে দেয়।
রাত্রিবেলা…..
রিকানঃ রুহান
রুহানঃ বল দাদাভাই
রিকানঃ মেয়েটাকে খুব ভালোবাসিস তাই না
রুহান রিকানের কথা শুনে অবাক হয়।
রিকানঃ কা হলো বল
রুহানঃ দাদাভাই তুই
রিকানঃ আমি ওহ ওই কফিশপে উপস্থিত ছিলাম
রুহানঃ হুম দাদাভাই খুব ভালোবাসি ওকে।
রিকানঃ চিন্তা করিস না তোর ভালোবাসার মানুষটার সাথে তোর বিয়ে আমি শীঘ্রই দিয়ে দেবো
রুহানঃ থ্যাঙ্কস দাদাভাই ( খুশিতে জড়িয়ে ধরে)
আরো কয়েকটা দিন কেটে যায়।রিকান ফাবিয়াকে আগের মতো এড়িয়ে চলতে থাকে,দরকার ছাড়া কথা বলেনা যেটা ফাবিয়াকে খুব কস্ট দিচ্ছে।ফাবিয়া আর থাকতে পারছে না,তাই রিকানকে গিয়ে সরাসরি বললোঃ স্যার
রিকান ফাবিয়াকে এখন দেখে খুব অবাক হয়।
রিকানঃ পারমিশন না নিয়ে কেবিনের ভেতরে আসলে কেন( বিরক্ত স্বরে)
ফাবিয়াঃ আপনার সাথে আমার কিছু কথা আছে
রিকানঃ যা কথা পড়ে বলবেন আমি এখন ব্যস্ত
ফাবিয়াঃ কথা গুলো এখনি শুনতে হবে।
ফাবিয়ার এমন কথা শুনে রিকান ফাবিয়ার দিকে তাকায়।
রিকানঃ কি বলবেন বলুন
ফাবিয়াঃ আমাকে ইগনোর করার কারন
রিকান আবার চমকে উঠলো ফাবিয়ার কথা শুনে, কিন্তু কোনো কথা বললো না।
ফাবিয়াঃ কি হলো বলুন,কেন হঠাৎ করে আমাকে ইগনোর করছেন,কেন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন বলুন।
রিকানঃ আমি আপনার প্রশ্নের উওর দিতে বাধ্য নয়।
ফাবিয়াঃ আপনি বাধ্য কিনা জানি না কিন্তু আমি এর উওরটা না জেনে এখান থেকে নড়বো না।
রিকানঃ ওকে,থাকুন আপনি।
রিকান কথাটা বলে কাজ করতে চালু করলো,ফাবিয়া রিকানের দিকে কিছুক্ষন হা করে তাকিয়ে থেকে সামনে থাকা চেয়ারটা সরিয়ে ধপ করে বসে পড়লো।রিকান মাথা তুলে একবার ফাবিয়াকে দেখে আবার কাজ করতে লাগলো।
কিছুক্ষন পর,রিকান কেবিন থেকে বেরিয়ে গেলো,ফাবিয়া গাল ফুলিয়ে বসে থাকলো।
১ঘন্টা পর,
রিকান কাজ শেষ করে এসে দেখলো,ফাবিয়া বসে আছে তখন ওহ।
রিকানঃ কেন এসব প্রশ্ন নিয়ে এসেছো আমার কাছে।
ফাবিয়া রিকানের কথা শুনে মাথা তুলে তাকালো,কখন রিকান এসেছে ওহ খেয়াল করেনি।
ফাবিয়াঃ আপনি বলুন কেন ইগনোর করছেন কেন কথা বলছেন
রিকানঃ আমি তোমার সাথে কথা বললে,তোমাকে যে ভালোবাসে সে কস্ট পাবে সেটা আমি চাই না।
ফাবিয়া রিকানের কথাই আকাশ থেকে পড়লো।
ফাবিয়াঃ মানে
রিকানঃ আমি সবটা দেখেছি তাই আমার সামনে নাটক করতে হবে না।
ফাবিয়া কিছু বুঝতে পারছেনা সবটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।
রিকানঃ তোমরা একে অপরকে ভালোবাসো আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করবো খুব তাড়াতাড়ি কথা দিলাম।
ফাবিয়া রিকানের কথা এমনিতেই বুঝতে পারছেনা তার উপর রিকানের ওমন কথা শুনে রেগে বোম হয়ে গেলো।
ফাবিয়াঃ ওই তুই কি বললি,আমার বিয়ে দিবি আমি তো তোকে খুন করবো তোর সাহস কি করে হলো আমার বিয়ে দেবার কথা বলার।( রেগে)
রিকান হা করে তাকিয়ে আছে ফাবিয়ার দিকে।
ফাবিয়াঃ তোর মুখে যদি আমার বিয়ে দেবার কথা শুনি তাহলে তোকে আমি খুন করবো বলে দিলাম।
ফাবিয়া কেবিন থেকে বেরিয়ে চলে গেলো,রিকান হা করে তাকিয়ে আছে ফাবিয়ার যাওয়ার দিকে।
রিকানঃ ফাবিয়া আমার উপর রেগে গেলো কেন?
রিকান কিছু বললো না।
রাত্রিবেলা,
রিকান ছাদে উঠে দাঁড়িয়ে আছে।
রুহানঃ কিরে দাদাভাই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন
রিকানঃ এমনি।
রুহানঃ ওহ।
রিকানঃ তোর রিলেশন কেমন চলছে।
রুহানঃ এই তো ভালোই,রুহি বলছিলো তোমার সাথে দেখা করবে কবে আনবো বল।
রিকান ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করলোঃ কে রুহি?
#চলবে…