মেঘের বন্ধু বৃষ্টি (১১)

0
21

#মেঘের_বন্ধু_বৃষ্টি (১১)

পাত্র পক্ষের নিকট বসানো হয়েছে তিয়া কে। বিশ্ব সুন্দরী না হলে ও রূপে গুনে কোনো টা তেই কম নয় তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়ে টা কে আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন মাহমুদা। তাঁর ছেলেটা ও তেমনি রূপে গুনে সুন্দর আর নিতান্ত ভদ্র মানব।
মাল্টি ন্যাশনাল কোম্পানি তে চাকরি করতো, গত বছর আমেরিকান এমব্যাসি তে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টি ন্যাশনাল কোম্পানির জব টা ছেড়েছে এখন এমব্যাসি তেই জব করেছে। বয়স টা ও বেশি নয়। সবে উনত্রিশে পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের উপর কথা বলতে চাচ্ছে না তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো এতে করে আগে থেকেই এই সমন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটিস দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজন কে ছাঁদে পাঠানো হলো। তিয়াশা অন্য দিক ফিরে রইলো। ভদ্রতার খাতিরে প্রশ্ন ও করছে না। তবে ছেলেটা এতে মনক্ষুন্ন হয়েছে বটে। তবু মন খারাপ নিয়েই এগোলো সে।
” হাই, আমি রাযীন আযমীর। ”

” শুনেছিলাম নাম টা। ”

” হুম শোনার ই কথা। আফটার অল এক টা সম্পর্ক শুরু হতে চলেছে। তো আপনি কি করছেন এখন?”

” খাওয়া দাওয়া আর ঘুমানো। ”

কথা টা কর্ণপাত হতেই পেছন ফিরে তাকালো তিয়াশা আর রাযীন। ঠোঁটের কোনে হাসি রেখে কান থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আওয়ান। মধুপ্রিয়ার সাথে কথা বলছিলো তখনি রাযীন আর তিয়াশার কথা গুলো কানে আসে। রাযীন একটু অবাক হয়েছে। এই ছেলেকে নিচে দেখে নি যে। তিয়াশা মুখ বাকিয়ে তাকালো। ওকে পাত্তা না দিয়ে রাযীন এর সাথে হাত মিলিয়ে দিলো আওয়ান।
” হাই, আমি আরহাম আওয়ান। তিয়ার সব থেকে বাজে বন্ধু। ”

রাযীন চমৎকার হাসলো। আওয়ানের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল
” তাই, তাহলে তো দেখা যাচ্ছে তিয়াশার বন্ধু মহলের সব থেকে দুষ্টু সদস্য ও আপনি। আমি তো ভেবেছি তিয়াশা একাই একশ এখন দেখছি তাঁর উপরে ও কেউ আছে। ”

” তিয়ার কথা আর কি বলবো। হা একদম ই বাদর প্রকৃতির। ”

” আচ্ছা। তো তিয়াশার কাজ কর্ম গুলো শুনি একটু। ”

রাযীন কে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। তিয়াশার পানে তাকিয়ে রসিকতা ঢেলে আবার বলল আওয়ান
” নাম্বার ওয়ান বদমাশ মেয়ে। ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। ”

” আর একটা বাজে কথা বললে মার খাবি আওয়ান। ”

সঙ্গে সঙ্গে অভিযোগের সুর তুলে দিলো আওয়ান।
” দেখলেন তো প্রমান। এমনি করে সব সময়। আপনার জীবন ও কয়লা করে দিবে মিলিয়ে নিয়েন। ”

হো হো করে হাসতে লাগলো রাযীন। ইতিমধ্যেই দু চারটে পরেছে আওয়ানের পিঠে। ছেলেটা পিঠ মুচড়ে নিয়ে তিয়ার নাক টেনে বলল
” বদের হাড্ডি তোকে পরে দেখে নিবো। ”

” তোর বারো টা বাজিয়ে দিবো বেয়াদব। ”

” দেখা যাবে। ”

শ্বাস ফেললো তিয়াশা। চোখ বন্ধ করে হুংকার দিবে ঠিক তখনি মনে পরলো তাঁর সামনে একজন দাঁড়িয়ে। মুখ টা মলিন করে বলল তিয়াশা
” স্যরি। আমরা আসলে এমন টাই করি। ”

” ইটস ওকে, নো ফরমালিটিস। বন্ধু মহলে থাকলে হয় ই এমন টা। ”

রাযীন বেশ বন্ধুত্ব সুলভ আচারন করছে। তবে তিয়াশার মন টা ঠিক নেই। রাযীনের মুখমন্ডল অব্দি দেখে নি ঠিক করে। অথচ রাযীন এই সময় টুকু তেই তিয়াশার সুমধুর কন্ঠ, কান, নাক চিবুক সহ পায়ের পাতা অব্দি সব মেপে নিয়েছে।
মেয়েটার মুখের পানে তাকিয়ে মুগ্ধতায় অস্ফুটন স্বরে বেরিয়ে আসলো ” মেঘ জমেছে মুখে তবু ও কতো টা মায়াবী! ”

*

মধুপ্রিয়ার কাঁধে মাথা ঠেকিয়ে আছে আওয়ান। দুজনেই নিশ্চুপ বসে আছে বাক হীন যন্ত্রের মতো। ওদের থেকে কিছু টা দূরে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো রঙা বেড়াল। লেজ নারিয়ে দেখছে ওদের। মধুপ্রিয়া ও সেই দিকেই তাকিয়ে। ভালোই লাগছে তাঁর। মন্দ নয় এই শুষ্ক অনভূতি। শতভাগ সত্য প্রিয় কেউ পাশে থাকলে জীবন অন্য রকম লাগে। লাগার ই কথা। বিকেল টা যখন মধ্য লগ্নে তখনি আওয়ানের ফোন টা বেজে উঠলো। ক্যাট ক্যাট আওয়াজে বিরক্তি লাগছে খুব। কেনো যেন ফোন ধরার প্রয়োজন মনে হচ্ছে না। কারন ওপাশের ব্যক্তি টি তিয়াশা। সকালেই এক প্রকার ঝগড়া হয়েছে ওদের। একদম ই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া। যুক্তি দিয়ে বিচার করলে যাঁর কোনো মানেই নেই। যদি ও এই ঝগড়ার মূল কারন আওয়ান নিজেই। সেসব ভাবতে ভাবতেই ফোন টা সাইলেন্ট করে দিলো সে। মধুপ্রিয়া ফোনের স্ক্রিনে থাকা নাম টা দেখেছে। তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং ফুচকা খাওয়ার বায়না ধরলো।

ফুচকার বাটি হাতে নিয়েছে মাত্র তখনি সুমিতার কল এলো মধুর কাছে। মেয়েটি কিছু আঁচ না করলে ও আওয়ান বুঝলো তিয়াশার জন্য ই ফোন করেছে। তাই স্পষ্ট ভাষাতে বলল
” কল কেঁটে দাও মধু। আমি জানি কেন কল করেছে। ”

” কল কেঁটে দিলে বিষয় টা খারাপ হয়ে যাবে আওয়ান। একটু রিসিভ করি? ”

” কিচ্ছু হবে না। কল কাঁটো। ”

মধুর থেকে ফোন নিয়ে নিজেই কল কেঁটে দিলো আওয়ান। আবার কল এসেছে দেখতেই বিরক্তিকর শব্দ তুলে যেই না সুইচ অফ করবে তখনি দু লাইনের একটি ম্যাসেজ দেখতে পেল।
” আওয়ান কি তোমার সাথে আছে মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসায় পাঠিয়ে দাও প্লিজ , আন্টির শরীর খারাপ করেছে। ”

থ হয়ে গেল আওয়ান। হাত টা অসম্ভব কাঁপুনি দিয়ে ফোন টা পরে গেল। মধু নীরবতার সহিত বোঝার চেষ্টা করে যাচ্ছে। তবে বিশেষ কিছু অনুধাবন হলো না। মাটি থেকে ফোন তুলে ম্যাসেজ দেখতেই আওয়ানের পানে তাকালো। তবে ততক্ষণে ছুটতে ছুটতে দশ হাত দূরে চলে গেছে আওয়ান। পেছনের অবয়ব টা দেখতে পেল সে। প্রচন্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগ পত্র গুটিয়ে নিয়ে মধু নিজে ও রওনা হলো আওয়ানের বাসায়।

আরুশি জ্ঞান হারিয়েছে। মায়ের মুখ থেকে র’ক্ত বমি দেখে চেতনা ধরে রাখতে পারে নি আর। মেয়েটা কে কোলে করে ঘরে নিয়ে এলো জিমাম। মায়া হচ্ছে ওর। প্রচন্ড ভালোবাসে এই মেয়েটি কে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজ টা ও করতে হয়েছে ওকে। আরুশির ফ্যামেলি কে কিছু তেই মেনে নিচ্ছে না ওর ফ্যামেলি। এর কারণ স্বরূপ হেড লাইন আরুশির বাবা মায়ের বিচ্ছেদ। ওপাশের ঘর থেকে তিয়া তাড়া দিলো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল জিমাম
” এখনি যাচ্ছি আমি। ডাক্তার নিয়ে আসছি। আওয়ান কে খবর দিয়েছিস? ”

” সুমিতা তো মধুপ্রিয়া কে ম্যাসেজ পাঠিয়েছে। তবে রিপলে আসে নি এখনো। ”

তিয়ার কন্ঠে চিন্তা গলে গলে পরছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশা কে বললো মগ দিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্রমহিলার চোখ মুখ কেমন ফুলে উঠেছে। সুন্দর মুখচ্ছায় অসুস্থতা গ্রাস করেছে ভালো করেই। টিসু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা র’ক্ত বমি গুলো মুছে দিলো তিয়াশা। সুমিতা হাত পায়ে ঝড়ুয়া গতি তে তেল মালিশ করে যাচ্ছে। চোখ দুটো ছলছল। সুষমা কে সবাই বেশ ভালোবাসে। মায়ের ছায়া দিয়েই সবাই কে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়ে ছিলেন তিনি। সে সব কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠলো সুমিতা। তিয়াশা চোখের ইশারায় শান্ত হতে বললো। হিচকি তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য ঝুঁকে সুষমার মাথায় হাত বুলিয়ে দিলো তিয়াশা। গলা টা ভার হয়ে আছে। মনে হচ্ছে খুব প্রিয় মানুষ কে হারানোর ভয় জেকেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরোধিতা করে বলল
” কথা বলো না আন্টি। তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দেখে নিও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। ”

দায়িত্বজ্ঞানহীন ট্যাগ টা যেন আওয়ানের জন্য সৃষ্টি করেছেন অবিনশ্বর। নিজের প্রতি ঘৃনা হচ্ছে খুব। টলমলে চোখেই বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় এক টা পক্ষীর ও দেখা নেই। বাইক টা ম্যানেজ করতে কি কষ্ট টাই না করতে হলো। তবে মনে হচ্ছে রাস্তা যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জল গুলো ঝলক দিয়ে যাচ্ছে। আধ ঘন্টার মাথায় বাসায় পৌছালো সে। তখন সুষমা ঘুমিয়ে আছেন। ডাক্তারের সাথে কথা বলছে জিমাম। খুব বেশিই চিন্তিত দেখালো ওদের। আওয়ান কে দেখে ও কোনো প্রতিক্রিয়া করলো না কেউ। স্যুপের বাটি নিয়ে এলো তিয়াশা।
” একি আন্টি কি ঘুমিয়ে আছে এখন? ”

” হুম। ডাক্তার ইনজেকশন পুস করে দিয়েছেন। ”

” ওহ ঠিক আছে। আমি বরং—

আওয়ান কে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার জন্য উন্মুখ হয়েছিলেন তবে ছেলেটার কোটরে চলে যাওয়া চোখের পানে তাকিয়ে আর বলা হলো না। বরং খুব নম্র কন্ঠেই বলল
” হাত পা ধুয়ে ফ্রেস হয়ে বস। আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। ”

” তিততয়া। ”

কাঁপা কন্ঠের করুণ সুরে এক পা ও আগালো না তিয়া। পা দিয়ে যেন শিখর গজিয়েছে। মাটির সাথে প্রবল প্রেম জেগেছে যেন। পরমুহূর্তেই সেই মাটির সাথে পায়ের প্রেম কে ডিঙিয়ে কিচেনে এলো। কিচেনের জানালা খুলতেই চোখে মুখে ক্লান্তির রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়া দাঁড়িয়ে আছে।মাত্র ই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলেই বাড়ির পথে পা বাড়ালো।

গ্রুপ : Fatema’s story discussion

** সাধারন প্লট টা কে একটু ভিন্নতায় সাজানোর চেষ্টা করেছি। **

#ফাতেমা_তুজ
#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here