মেঘের_পালক,০২,০৩

0
1029

#মেঘের_পালক,০২,০৩
সুমাইয়া আমান নিতু
পর্ব-২

অরিনকে আবেগী মেয়ে বলা যায়। ছোটোবেলা থেকেই সে স্বপ্ন দেখে এসেছে এক রাজকুরমারের, যে তাকে রানীর মতো রাখবে। আজকের আগ পর্যন্ত সেই রাজকুমারের দেখা সে পায়নি। কাউকেই তার ঠিক মনে ধরত না। খুঁতখুঁতে স্বভাবের কারনে নিজেই নিজের ওপর বিরক্ত ছিল সে। কিন্তু আজকের এই দিনটা বোধহয় তার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। যে মানুষটাকে এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল সে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। একেবারে স্বপ্নদৃশ্য যেন!

অরিন মুখে হাত চেপে কেঁদে ফেলল। বুঝতে পারছে হলঘরের সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। চিৎকার, শোরগোল থেমে গেছে। শুধু ফুঁপিয়ে কাঁদছে অরিন।

প্লাবনকে বিভ্রান্ত দেখাল। সে উঠে দাঁড়িয়ে বলল, “কী হলো আপনার? আই অ্যাম সরি…আমি আসলে…”

অরিন কোনোমতে কান্না থামিয়ে ধরা গলায় বলল, “ফুলগুলো দিন।”

প্লাবন তোড়াটা অরিনের দিকে বাড়িয়ে ধরল। তোড়া হাতে নিয়ে চোখ মুছে অরিন বলল, “আই লাভ ইউ টু..”

বলে দ্রুত পায়ে নেমে গেল স্টেজ থেকে। তারপর এক দৌড়ে হলঘর পেরিয়ে বাড়ির বাইরে। সামনে একটা সিনএনজি পেয়ে সেটাতে চড়ে বসল সে। রওনা হলো বাড়ির দিকে। অসম্ভব ভালোলাগায় তার মনপ্রাণ আচ্ছন্ন হয়ে আছে।

বাড়ির প্রায় কাছাকাছি একটা ব্রীজের কাছে এসে সে সিনএনজি ছেড়ে দিল। ব্রীজের রেলিং ধরে দাঁড়াল। রাতের তারাভরা আকাশ আজ অন্যরকম লাগছে! ঠান্ডা বাতাস মন দুলিয়ে দিয়ে যাচ্ছে! এখনো পার্টি শেষ হয়নি। কেক কাটা হয়নি। আমন্ত্রিতদের জন্য একটা সারপ্রাইজ দেবার কথা ছিল, সেটা কী জানা হয়নি৷ অরিনের তবু কোনো আক্ষেপ নেই। সে আজ নতুন কিছু খুঁজে পেয়েছে।

নদীর ঢেউয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার কী একটা যেন মনে হলো। আচ্ছা, প্লাবন তাকে কেন প্রপোজ করল? এইযে এতটা সময় ছিল, বড়জোর দুই থেকে তিনবার তাদের চোখাচোখি হয়েছে। তাও কোনো ভাব বিনিময় হয়নি। শুধু শুরুর ওই জুস ফেলার সময়ই কথা হয়েছে। প্লাবনের দৃষ্টিতে আগ্রহের ছিটেফোঁটাও ছিল না। তাহলে হঠাৎ সে আই লাভ ইউ বলে বসবে কেন? আশ্চর্য তো!

অরিন মোবাইল বের করল। তার বুক ঢিপঢিপ করছে। কয়েকটা মিসড কল এসেছে অর্নব আর অন্যান্য বন্ধুদের থেকে। তার দুটো ভুল হয়েছে, প্রথমটা বোকার মতো প্লাবনকে ভালোবাসি বলা আর দ্বিতীয়টা এভাবে পালিয়ে আসা। প্লাবন নিশ্চয়ই মজা করে ঘটনাটা ঘটিয়েছে! আর সে সিরিয়াসলি নিয়ে নিয়েছে! সবাই তাকে কী ভাবছে? গর্ধব? নাকি নির্লজ্জ! ছি ছি! এ কী কান্ড হলো!

সে মৌটুসীকে ফোন করল৷ মৌটুসী হলো ক্লাসের সবচেয়ে ধৈর্যশীল আর বুঝদার ভালো মেয়ে। হাসিমজা খুবই কম করে।

কয়েকবার কল করার পর মৌটুসী রিসিভ করল।

“অরিন! কোথায় তুই?”

“আমি চলে আসছি রে। এটা কী হলো বল তো?”

“তা তো আমিও বুঝতে পারছি না। সব ওলটপালট হয়ে গেছে!”

“কী ওলটপালট হয়েছে?”

“এখন বলতে পারব না। আগে সব বুঝে নেই, তারপর বলব। আমি বাসায় গিয়ে তোকে ফোন করব।”

“কিন্তু ততক্ষণ আমি থাকব কিভাবে?”

মৌটুসী একটু বিরক্ত হয়ে বলল, “তুই কাণ্ডজ্ঞানহীনের মতো কাজ করবি কেন? ছেলেটাকে চিনিস? আন্দাজে আই লাভ ইউ টু বলে দিলি! বোকা মেয়ে! রেস্ট কর তুই। অত ভাবিস না। আমি দেখছি।”

অরিন কাতর মুখে নদীর পানির দিকে তাকাল। বাড়িতে একটু পর গেলেও হবে। বলে এসেছে পার্টি রাত নয়টা পর্যন্ত। অর্নব নিজেদের গাড়িতে করে সবাইকে বাড়ি পৌঁছে দেবে।

এই পার্টিতে যাওয়ার জন্য মা বাবাকে রাজি করাতে কত যে হুজ্জত হয়েছে তা সে-ই জানে! বাবা তো কিছুতেই যেতে দেবেন না। একে তো এত রাত পর্যন্ত থাকবে, তাও কোনো ছেলের জন্মদিনের পার্টি! শেষ পর্যন্ত তারা রাজি হয়েছেন মৌটুসীর কথায়। মৌটুসী হচ্ছে সেই মার্ক করা ভালো মেয়ে যার ওপর বান্ধবীদের বাবা মা চোখ বুজে বিশ্বাস করে। “মৌটুসী যাচ্ছে, আচ্ছা তাহলে যেতে পারিস” এমন ভাবভঙ্গি।

অরিনের সময় আর কাটতে চাইছে না৷ সে বাড়ির দিকে হাঁটা ধরল। বাড়ি পৌঁছে গোসল করে নিল। এসি থেকে বের হয়ে শরীর ঘেমে চটচটে হয়ে আছে। ক্ষুধাও লেগেছে। প্লাবনেট চক্করে বলতে গেলে কিছুই খেতে পারেনি সে। কত ভালো ভালো খাবার ছিল! সেসবের কথা ভেবে ক্ষিদে আরও বেড়ে গেল। আবার সেই সাথে ওদিকে কী হয়েছে সেটা ভেবে পেট গুড়গুড় করছে। লজ্জায় কুঁকড়ে যেতে ইচ্ছে করছে। বারবার ফোন হাতে নিয়ে অপেক্ষা করছে মৌটুসীর ফোনের।

এক পর্যায়ে বিরক্ত হয়ে সে নিজের ঘর থেকে বেরিয়ে এলো। যা হয়েছে হয়েছে! এখন খেয়ে আগে পেট ঠান্ডা করা যাক।

মা ভাত বাড়ছে। অরিন টেবিলে গিয়ে বসল।

মা অবাক হয়ে বললেন, “তুই খেয়ে আসিস নাই? তোর জন্য তো রান্না করি নাই।”

“মা মিষ্টি জিনিস অনেক খেয়ে ফেলছি৷ এখন একটু ভাত খেলে ভালো লাগত। না রান্না করলে আর কী করার!”

“উঠিস না বোস। ভাত এমনিতেও বেশি হবে। অনিকের নাকি জ্বর জ্বর লাগতেছে, ও খেল না।”

অরিন প্লেটে ভাত নিয়ে খেতে শুরু করল। আনমনে খেতে খেতে বেশ অনেকটা খেয়ে ফেলল। উঠে যাওয়ার সময় খেয়াল করল মা তার দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকিয়ে আছে।

রাত ঠিক সাড়ে এগারোটায় মৌটুসীর ফোন এলো।

অরিন অস্থির গলায় বলল, “তাড়তাড়ি বল কী হয়েছে।”

মৌটুসী একটা নিঃশ্বাস ফেলে বলল, “কেন প্লাবন তোকে হঠাৎ প্রপোজ করল সেটা বুঝিনি৷ ওরা বন্ধুরা খুব হাসি তামাশা করছিল। এর মাঝে এক ছেলে ঘোষণা করল, প্লাবন নাকি অরিনকে প্রপোজ করবে। আমরা ভেবেছি ডেয়ার হয়তো। আমার খুব রাগ লাগছিল। প্লাবনও সুড়সুড় করে গিয়ে তোকে প্রপোজ করে ফেলল। আর তুইও একসেপ্ট করলি! তারপর পালিয়ে গেলি। ভেবেছিলাম তখন সবাই হেসে উঠবে, বলে দেবে কী হয়েছিল। কিন্তু সবাই খুব অবাক হয়ে গেছে দেখলাম। আর প্লাবন গম্ভীর হয়ে গিয়েছিল। ওর বন্ধুরা কেউ কেউ আজেবাজে কথা বলছিল, কিন্তু প্লাবন ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। বাকি পার্টিতে এই ঘটনা নিয়ে আর তেমন কথা হয়নি। শেষ পর্যন্ত ঠিকঠাক বুঝলাম না কী হলো।”

অরিন নিজেও কিছু ভেবে পেল না। বলল, “শোন না, প্লাবনের পরিচয়টা বল তো?”

“তুই পরিচয়ও জানিস না!” অরিন যেন ফোনের ভেতর দিয়ে মৌটুসীর হা হওয়া মুখটা দেখতে পেল।

“না জানি না।”

“ও অর্নবের খালাতো ভাই।”

“ওহ।”

“অর্নবদের মতো বড়লোক না, আমাদের মতোই বলা যায়। ইঞ্জিনিয়ারিং পড়ছে।”

“ভালো।”

“আচ্ছা রাখি। খুব ক্লান্ত লাগছে রে।”

“আচ্ছা।”

ক্লান্ত অরিনেরও লাগছিল। মাথায় প্রশ্নের জট নিয়ে সে ঘুমাতে গেল। বোধহয় দশ মিনিট ঘুমিয়েছে, তখন ফোনটা এলো। অচেনা নাম্বার। ঘুমের ঘোরেই রিসিভ করল সে।

ওপাশ থেকে পুরুষকন্ঠ ভেসে এলো, “অরিন বলছেন?”

অরিন শোওয়া থেকে লাফিয়ে উঠে বসল। বুক কাঁপছে! এটা কি সে?

(চলবে)

সুমাইয়া আমান নিতু

#মেঘের_পালক
পর্ব-৩

অরিন প্রশ্ন করল, “জি আমি অরিন। আপনি কে?”

তার প্রশ্নের জবাবে ফোনের ওপাশের লোকটা বলল, “চিনতে পারছেন না?”

অরিন কাঁপা গলায় বলল, “প্লাবন?”

ওপাশ থেকে খিকখিক হাসির শব্দ ভেসে এলো। সেই হাসি থামতে একটু সময়ও লাগল। ফিচেল গলায় ছেলেটা বলল, “প্লাবন না আমি সাইক্লোন!”

চিনে ফেলল অরিন। চেঁচিয়ে উঠে বলল, “অর্নব! ফাজিল কোথাকার!”

“হি হি হি। তুই তো পুরাই গেছিস!”

“ফোন করছিস কেন? এটা কার নাম্বার?”

“আমারই, নতুন নিয়েছি। তুই হঠাৎ চলে গেলি, আর আমিও সময় পাইলাম এতক্ষণে। তাই ফোন দিলাম।”

“ওহ।”

“পার্টি শেষে সবার জন্য কিছু না কিছু গিফট ছিল। তুই তো পেলি না। মেয়েদের জন্য দুইটা অপশন ছিল, শাড়ি নয়তো চকোলেট। সব এরকম র‌্যাপিং করা ছিল, যার ভাগ্যে যেটা পড়ছে। তোর জন্য খোলা অপশন৷ কোনটা চাই বল। কালকে নিয়া যাব।”

অরিন কিছু না ভেবেই বলল, “শাড়ি।”

“কী মামা! তোমারে তো জোর করেও শাড়ি পরানো যায় না। সবাই পরে, তুমি কখনো পরো না। এখন যে সেধে শাড়ি চাইতেছ?”

“তোর জিনিস, তুই দিলে দিবি না দিলে নাই। এত কৈফিয়ত দিতে পারব না। রাখি।”

“আরেহ রাগ করিস কেন। এমনি বললাম। শাড়িই আনব।”

“আচ্ছা।”

“প্লাবন ফোন দিতে পারে। আমার কাছ থেকে নাম্বার নিলো।”

অরিনের ইচ্ছে হলো প্লাবনের কথা জিজ্ঞেস করে। কিন্তু শেষ পর্যন্ত করল না৷ অর্নবের ঠোঁটকাটা। কী বলবে ঠিক নেই। কিন্তু অর্নব যে সমস্যা তৈরি করে দিল তার সমাধান কী? সে তো এখন ঘুমাতেও পারবে না। প্লাবনের ফোনের অপেক্ষা করতে থাকবে। কখন ফোন করবে বা আদৌ করবে কি না কে জানে! কী অসহ্য যন্ত্রণা!

অরিনকে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। প্লাবনের ফোন এলো রাত সাড়ে বারোটায়। সে সুন্দর করে বলল, “হ্যালো, আমি প্লাবন। আপনি কি অরিন বলছেন?”

অরিনের গলা কাঁপতে শুরু করল। কেমন যেন অবশ অবশ অনুভূতি! কী বলবে? কেমন করে বলবে? লজ্জায় এদিকে মাথা নুইয়ে আসছে।

প্লাবন গলা খাঁকারি দিয়ে বলল, “হ্যালো…শুনছেন?”

“জি, শুনছি।”

“কেমন আছেন?”

“ভালো। আপনি?”

প্লাবন একটু গম্ভীর গলায় বলল, “মোটেও ভালো নেই। শুনুন, আপনি কি আমার সাথে দেখা করবেন?”

অরিনের ইচ্ছে হলো আজকের ব্যাপারটা ক্লিয়ার করে তারপর কথা এগোনোর। সে বলল, “গত সন্ধ্যায় যা হলো তারপর…আসলে…আমি কিছু বুঝতে পারছি না!

প্লাবন একটু হেসে বলল, ” আমিও না। বাদ দিন। চলুন দেখা করি। ধরুন আমি আপনার ফেসবুক ফ্রেন্ড, মোটামুটি অপরিচিত। আমরা শুধু পরিচিত হব, কথাবার্তা বলব। ঠিক আছে?”

“কিন্তু কেন?”

“সন্ধ্যার ঘটনাটার একটা এসপার ওসপার করার জন্য। যা হয়েছে ঝোঁকের বশে, কিন্তু সিরিয়াসলি ভাবতে তো হবে। নয়তো ঝুলে থাকবে বিষয়টা।”

“জি। কিন্তু আপনি আমাকে হঠাৎ প্রপোজ করলেন কেন? প্রথমবার দেখেই এভাবে…”

“আপনিও তো সেরকমই উত্তর দিলেন। একই প্রশ্ন আমিও করতে পারি। উত্তর আছে আপনার কাছে?”

অরিন উত্তর দিতে পারল না৷ প্লাবন বলল, “তাহলে সকালে দেখা হচ্ছে। সাড়ে দশটার দিকে আমি থাকব অরণ্যকন্যা উদ্যানে। পৌঁছে যাবেন যেন।”

“ঠিক আছে।”

রাতে অরিনের এক ফোটাও ঘুম হলো না। মাছের মতো খোলা চোখে তাকিয়ে রইল সিলিং এর দিকে। পেটের ভেতর কী একটা যেন পাক খেয়ে আসছে। জীবনের প্রথমবার সে ডেট করতে যাবে! তাও তার ক্রাশের সাথে! কী বলবে তাকে? কিভাবে কথা বলবে? উফ! ভাবতেই শরীর শিরশির করছে!

সকালে অরিন পড়ল আরেক সমস্যায়। কোনো জামাই ভালো লাগছে না৷ কোনটা পরবে সেটা ঠিক করতে একেবারে কালঘাম ছুটে যাওয়ার অবস্থা! এত জামা, অথচ পরার মতো কিছু নেই!

শেষ পর্যন্ত লটারি করে ঠিক করা হলো। তাও প্রথম দফায় লটারিতে যেটা উঠল সেটা ওর মোটেও যুতসই মনে হলো না। আবার চেষ্টা করল। এভাবে করতে করতে শেষে মেরুন রঙের একটা জামা তার চলনসই মনে হলো।

এরপর সাজতে গিয়ে আরও বিপত্তি। সাজ কয়েকবার ধোঁয়া হলো, আবার সাজা হলো। এসব করতে করতে অরিন দেখল ঘড়িতে বাজে পৌনে দশটা। অরণ্যকন্যায় পৌঁছুতে তাদের বাড়ি থেকে সময় লাগে এক ঘন্টা। এদিকে সময় আছে পয়তাল্লিশ মিনিট। সে এক চোখে কাজল নিয়েই সামনে পাওয়া একটা লিপস্টিক তুলে ব্যাগে ভরে দৌড় দিল। লেট করলে ছেলেটা যদি চলে যায়?

যেতে যেতেই লিপস্টিক লাগিয়ে নিল অরিন। রঙটা কেমন যেন কটকটে লাগছে। থাকুক, তার জামাও তো গাঢ়।

অরণ্যকন্যায় অরিন পৌঁছুল এগারোটায়। গেট দিয়ে ঢুকে সোজা হেঁটে ইটের পায়েচলা পথের মাথায় লেকের ধারে কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়াল। এখানেই দাঁড়াবার কথা ছিল। এবার চারদিক ঘুরে তাকিয়ে প্লাবনকে খুঁজল। কিন্তু তার টিকিটিরও দেখা মিলল না৷ একটু আশ্বস্ত হলো অরিন। যাক, অন্তত তার দিক থেকে দেরি হয়নি৷ উল্টে সময় সুযোগমতো প্লাবনকে সময়-জ্ঞান নিয়ে একটা লেকচার দেয়া যাবে। কেমন যেন পৈশাচিক আনন্দ হলো কথাটা ভেবে।

তার আনন্দ অবশ্য বেশিক্ষণ টিকল না। প্রচন্ড গরম পড়েছে আজ। তার মেকআপের স্তর ঘেমে গলে পানি হয়ে পড়ল খুব অল্প সময়ের মধ্যে। এদিকে প্লাবনের দেখা নেই। ঘড়ির কাটা এগারোটা ছাড়িয়ে সাড়ে এগারোটার পথ ধরেছে।

অরিন ফোন করল কয়েকবার। প্লাবন ফোন ধরল না। অরিন এবার পায়চারি শুরু করল। একবার গেট পর্যন্ত যায়, আবার লেকের কাছে ফিরে আসে। এভাবে কেটে গেল আরও অনেকক্ষণ। অরিন সাড়ে বারোটা পর্যন্ত থেকেও প্লাবনকে পেল না৷ এবার তার ভীষণ কান্না পেল। দাঁতে দাঁত চেপে হনহন করে পার্ক থেকে বেরিয়ে এলো সে৷

চোখে পানি এসে ভর্তি হয়ে যাচ্ছে। সামনে সব অন্ধকার দেখতে থাকল অরিন। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটা ধাক্কায় ছিটকে পড়ল সে। হাতটা গিয়ে লাগল কাটাতারের বেড়ায়। কেটে গেল অনেকখানি। বুঝতে পারল একটা সাইকেলের সাথে সংঘর্ষ হয়েছে।

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here