মেঘ_ভাঙ্গা_রোদ্দুর-০২,০৩

0
954

#মেঘ_ভাঙ্গা_রোদ্দুর-০২,০৩
মাহফুজা_আফরিন_শিখা
০২

৩,
– মেহু, তোর মনে হয়না আজ একটু বেশীই করে ফেলেছিস। জানিস সবাই যখন আংকেলের আত্নার মাগফেরাত কামনা করছিলো তখন আংকেলের চোখে পানি দেখেছি আমি। মেহেরের পাশে মন মরা হয়ে বসে বলল মৌ।

– আমি কি করবো?

– আংকেল তোর বাবা হয় মেহু। মানছি সে অন্যায় করেছে তোদের সাথে তাই বলে একটা জলজ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিবি।

– আমাদের কাছে উনি অনেক আগেই মারা গেছে এটা তুই ভালো করেই জানিস তাহলে এই কথাগুলো কেন বলছিস মৌ। আমার জন্যে যেমন আমার মা আছে তেমনি মায়ের জন্যে আছি আমি। আমাদের আর কারো প্রয়োজন নেই। ডাইরি আর কলমটা পাশে রেখে দিলো মেহের। দুপুরের পরে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়। বাড়ি ফিরে আজকের দিন নিয়ে একটা গল্প লেখছিলো সে। তখন মৌ আসে মেহেরের রুমে। মেহের মৌয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বড় করে শ্বাস নেয়। তারপর মৌকে প্রশ্ন করে,

-সৈয়দ নওশাদ আহমেদ দ্বিতীয় বিয়ে কেন করেছিলো জানিস?

– কেন আবার! আন্টিকে তার পছন্দ নয় তাই।

– সেটাই। আমার মা কালো তাই সে দ্বিতীয় বিয়ে করে। তাও আবার মায়ের গর্ভাবস্থায়। তার নতুন বিয়ের চৌদ্দ দিন পর আমার জন্ম হয়েছিলো। তখন কোথায় ছিলো তার পিতৃত্ব।তখন সে তার অনাগত সন্তানের কথা একবারও ভেবেছে। না ভাবে নি। সে নতুন আরেকটা বিয়ে করে নিয়েছে। আমার কি মনে হয় জানিস মৌ, আমি যদি আমার মায়ের মতো দেখতে হতাম তাহলে হয়তো সে আমাকে মেয়ে বলে স্বীকার করতো না। সে তো সুন্দরের পুজারী তাইনা। আমার গায়ের রং সুন্দর তাই সে আমাকে মেয়ের বলে দাবি করে। আমার মুখে বাবা ডাক শুনতে চায়। আমি কেন তাকে বাবা বলে ডাকবো বলতো। তার তো অন্য ছেলে মেয়েরা আছে তাকে বাবা বলে ডাকার মতো কেউ আছে। কিন্তু আমার! আমার তো একজনই বাবা। আমি তো কাউকে বাবা বলে ডেকে মনে স্বাধ পূরণ করে পারিনি। কিন্তু সে? সে বাবা ডাক ঠিকই শুনেছে। আমি কেন আমার মায়ের মতো দেখতে হলাম না রে মৌ। কেন ওই লোকটার মতো দেখতে হলাম। আমি ওই লোকটাকে যতটা ঘৃনা করি ঠিক ততটাই ঘৃনা করি আমার গায়ের রংকে। এক নাগারে কথাগুলো বলে উঠে দাঁড়ায় মেহের। যাকে সে বাবার অধীকার দেয়নি তার পরিচয় দেওয়ার কোন মানেই হয়না। তাতে সে যতই কষ্ট পাক না। বাংলা সিনেমার মতো এসে কেঁদে কেঁদে বলবে, আমাকে একবার বাবা বলে ডাক না মা। আর মেহেরও সব ভুলে তাকে বাবা বলে ডাকবে এটা কোন দিনও হবে না। আমার জিবনটা দুই আড়াই ঘন্টার ওই সিনেমার মতো নয়। বাস্তবাতা কতটা কঠিন সেটা হারে হারে টের পাচ্ছি।
পাশেই দেয়ালে সাঁটানো ঘড়ির দিকে তাকালো মেহের। চারটা বাজতে চলল। টিউশনে যেতে হবে। এখন একা বাহিরে যেতে হবে ভাবতেই অস্বস্তি হচ্ছে মেহেরের। রাস্তায় বের হলেই সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এইতো কিছুদিন আগের একটা ঘটনা,

মেহের আর মৌ দুজনে গল্প করতে করতে কলেজে যাচ্ছিলো। যেহেতু মেহের দেখতে বেশ সুন্দরী তাই সে সকলের নজরে পরে। আর এটাই স্বাভাবিক। রাস্তাঘাটে সবাই তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। পরে তারাই বাড়িতে তার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। মৌ আর মেহের যখন রাস্তাদিয়ে যাচ্ছিলো তখন দুজন মাধ্যবয়স্ক মহিলা এগিয়ে আসে তাদের দিকে। এবং তারা মেহেরের পরিচয় জানতে চায়। প্রতিবারের ন্যায় সে-বারও মেহের শুধু নিজের নাম আর তার মায়ের নাম বলে। একজন মহিলা মেহেরের বাবার নাম জিগ্যেস করে। প্রতিউত্তরে মেহের বলে,

– আমার বাবা নেই।

– তোমার বাবা নেই না। কত দিন আগে মারা গেছে তোমার বাবা। আচ্ছা বাবা মারা গেছে বলে তো আর তোমার পরিচয় মিথ্যে হয়ে যাবে না। তোমার মৃত বাবার নামটাই বলো।

মেহের কোন জবাব না দিয়ে করুন চোখে তাদের দিকে তাকায়। প্রতিটা মুহূর্ত ওকে মনে করিয়ে দেয় এটা পুরুষতান্ত্রিক সমাজ। যুগ যুগান্ত ধরে চলে আসা এক অদ্ভুত অভ্যাস এটি। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমা দেশেও এই এক রীতি প্রচলিত। বিবাহের আগে বাবার আর বিবাহের পর একটি মেয়ে তাঁর স্বামীর নামে পরিচিত হয়। আর তাঁদের সন্তানেরা পরিচিত হয় বাবার নামে। সমাজ ও বিশ্বের পুরুষতান্ত্রিক প্রকৃতির বা বৈশিষ্টের এক প্রকৃষ্ট উদাহরণ এটি। ঠোঁট চেপে হাসার চেষ্টা করে মেহের। তখন অপর মহিলাটি বলে,

– কি এত ভাবছো তুমি। বাবার নাম বলতে এত সময় লাগে।

– আসলে আমার বাবা নেই। আমার মা একজন সিঙ্গেল মাদার। দু-চোখ বন্ধকরে বলে মেহের।

মেহেরের কথা শুনে মাহিলা দুজনে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর একজন অট্টহাসিতে ভেঙে পরে। মেহের বুঝতে পারেনা তার হাসির কারন। সে তো কোন জোকস্ বা কমিক্স বলে নি তাহলে মহিলাটি হাসছে কেন। অতঃপর মহিলাটি তার হাসি থামিয়ে বলে উঠলো,

– ও এই জন্যেই তুমি তোমার বাবার নাম বলতে পারোনা। আচ্ছা তোমার বাবা মায়ের বিয়ে হয়েছিলো তো?

উক্ত মহিলার কথা শুনে চক্ষুদ্বয় ছলছল করে উঠলো মেহেরের। দুহাতে শক্ত করে উড়না চেপে ধরে চোখদুটি বন্ধকরে নিলো সে। তোমার বাবা মায়ের বিয়ে হয়েছিলো তো! একজন সন্তানের কাছে এর চেয়ে খারাপ কথা আর কি হতে পারে। সেদিন মেহেরের খুব আপসোস হয়েছিলো। কেন আর সবার মতো ওর বাবা ওদের সাথে থাকে না। হ্যাঁ তার মা তাকে বাবার অভাব পেতে দেয়না। কিন্তু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ যে ওকে প্রতি মুহুর্তে ওর বাবার প্রয়োজনের কথা মনে করিয়ে দেয়। সেদিনের পর থেকে রাস্তাঘাটে লোক এক অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আগে খারাপ লাগতো মেহেরের এখন এটা অভ্যাসে পরিণিত হয়েছেন।তাই কারো কথা গায়ে মাখে না মেহের।

৪,
মাথায় উড়না পেঁচিয়ে কাঁদে ব্যাগ ঝুলিয়ে হেলেদুলে যাচ্ছে মেহের। সোয়েটার পড়ার করানে একটু মোটা দেখাচ্ছে ওকে। প্রাইমারী স্কুলের পাশে এসে ফটাফট কয়েকটা সেলফি তুলে নিলো সে। তারপর সে মোবাইলে সদ্য তুলা ছবি গুলো দেখতে দেখতে যাচ্ছে। সেখান থেকে কিছু ছবি গুগলে সেইভ করে বাকিগুলা ডিলিট করে দিলো। মাঠের কাছে আসতেই একটা বল এসে লাগলো মেহেরের মাথায়। ঘটনার আকস্মিক মাথায় হাত দিয়ে বসে পরে মেহের। আর মাথায় হাত বুলাতে থাকে।

সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষ দেখে উঠে দাঁড়ায় মেহের। মাথা থেকে হাত নামিয়ে চোখ মুখ শক্তকরে তাদের কিছু বলতে যাবে তখন ওর চোখ আটকে যায় একটা যুবকের উপর। ব্যাট হাতে তার সামনে দাঁড়িয়ে মুখে ক্যাবলা মার্কা হাসি ঝুলিয়ে রেখেছে। মুহুর্তেই মুখের রিয়্যাকশন বদলে যায় মেহেরের। সে রাগে দাত কটমট করে যুবকটার দিকে তর্জনী তুলে বলে,

– আপনি? আপনি ইচ্ছে করেই আমার মাথায় বল লাগিয়েছেন তাইনা।

যুবকটার হাসি তার মুখের সাথে মিলিয়ে যায়। সে আমতা আমতা করে বলে,

– না আসলে, আমি ইচ্ছে,,,

– হ্যাঁ আপনি ইচ্ছে করেই লাগিয়েছন। আমি তো সরি বলছিলাম আপনাকে তাও আমার মাথায় বল লাগালেন।

– ভাই ইচ্ছে করে আপনার মাথায় বল লাগায় নি। আসলে ভাই একটা ছয় মারছিলো আর আপনি বলের সামনে এসে পরেন। আপনার জন্যে আমরা বল ধরতে পারিনি। নাহলে ভাই এবার আউট হতো। একটা কিশোর বয়সের বাচ্চা কথাগুলো বলল। মেহের তাকে পা থেকে মাথা অব্ধি অবলোকন করে নিলো। বয়স তার বারো তেরো হবে হয়তো। মেহের সবাইকে এক নজর দেখে নিলো। এখানে রাহনাফ ছাড়া বাকি সবাই ছোট। এই বাচ্চাদের আর কি বলবে। মেহের রাহনাফের দিকে তাকিয়ে বলল,

– সরি বলতে পারেন তো, নাকি শুধু হাসতেই পারেন!

– আমি কেন সরি বলতে যাব।

– আপনি আমার মাথায় বল লাগিয়েছন এখন সরি বলুন।

– আমি ইচ্ছে করে লাগাইনি। সো আমি সরি বলবো না।

এবার মেহের বেশ রাগ হলো। মাথায় বল লাগিয়েও জোর গলায় বলছে সরি বলবে না। চক্ষুদ্বয় কিছুটা সংকোচিত করে রাহনাফের দিকে তাকালো মেহের। ততক্ষণে একটা বাচ্চা বল তুলে নিয়েছে। বাচ্চাটা বল নিয়ে রাহনাফের কাছে আসতেই মেহের বাচ্চাটার হাত থেকে বলটা নিয়ে নিলো।

– আপনি বল কেন নিলেন? বল দেন, আমরা খেলবো।

– আগে উনাকে সরি বলতে বলো তারপর বল দিবো। না হলে তোমরা বল পাবে না। সামনের দিকে হাটা শুরু করে মেহের।

মেহের এমন বাচ্চামো দেখে হেসে ফেলল রাহনাফ। নিচের দিকে তাকিয়ে মাথা চুলকিয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলল,

– শুধু বল দিয়ে তো খেলতে পারবেন না। ব্যাট টাও সাথে নিয়ে যান।

– আপনাদের খেলা বন্ধ হয়েছে এতেই যথেষ্ট। ব্যাট আপনার কাছেই রেখে দিন। গুণগুণিয়ে গান গাইতে গাইতে চলে যায় মেহের। এদিকে বাচ্চারা রাহনাফের উপর রেগে যায়। সে কে মেহেরকে সরি বলল না। রাহনাফ সরি বলল মেহের ওদের বল নিতো না আর ওদের খেলাটাও বন্ধ হতো না। রাহনাফের কানে বাচ্চাদের কথা পৌছাচ্ছে না। সে নিঃপলক তাকিয়ে আছে মেহেরের চলে যাওয়ার দিকে।

চলবে,,,,,,

#মাহফুজা_আফরিন_শিখা।

#মেঘ_ভাঙ্গা_রোদ্দুর। [০৩]

এলমাদের বাসা থেকে বেড়িয়ে সামনে কিছুদূর এগোতেই একটা দোকান পরে। দোকানটা খুব বেশী বড় না হলেও সেখানে নিত্যপ্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায়। বিকাল বেলা দোকানের পাশে পিয়াজু ভাজা হয়। আশেপাশের প্রায় লোকেরা এখানে প্রতিদিন ভীড় জমায় গরম গরম পিয়াজু খাওয়ার জন্যে। শীতের মৌসুমে এখানে ভাঁপা পিঠা ও চিতই পিঠা বানানো হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। দোকানের পাশে বানানো হচ্ছে ভাঁপা পিঠা চিতই পিঠা আরেক পাশে ভাজা হচ্ছে পিয়াজু। চারিদিকে ঘন কুয়াশা আর বেলা ডুবে যাওয়ার কারনে অন্ধকার নেমে আসছে পৃথিবীর বুকে। প্রকৃতি জানান দিচ্ছে সন্ধা নেমে আসছে। কুলায় ফেরা পাখির মতো ঘরে ফিরে যেতে হবে। মেহেরের ও ইচ্ছে হলো আজ ভাঁপা পিঠা ও চিতই পিঠা কিনে নিয়ে যাবে। অনেকদিন ভাঁপা পিঠা খাওয়া হয়না। আর এগুলো দিয়ে রাতের খাবার ও হয়ে যাবে। মেহেরের মা বাসায় থাকলে কত বার তাকে পিঠা বানিয়ে খাওয়াতো। মেহের তার ইচ্ছে অনুযায়ী দোকানের পাশটাতে যায়। ভীড় ঠেলে সামনে দাঁড়িয়ে বলে,

– চাচা, আমাকে পাঁচটা ভাঁপা পিঠা ও এক পোয়া পেয়াজু দেনতো।

মেহেরের কথা মতো দোকানদার একটা পলিথিনে পাঁচটা ভাঁপা পিঠা আর অন্যটাতে এক পোয়া পিয়াজু দেয়। দোকানদার মেহেরের দিকে ওগুলা বাড়াতেই কেউ এসে সেগুলা দোকানদারের হাত থেকে নিয়ে নেয়। কে নিলো তার জিনিস! লোকটাকে দেখার জন্যে পাশে তাকাতেই মেহের কপাল কুচকে ফেলে। পাশে থাকা লোকটাকে দেখে যে বিরক্ত মেহের এটা চার চাহনি দেখেই বুঝা যাচ্ছে। মেহেরের এমন চাহনি দেখে ভুবন ভুলানো হাসি দেয় লোকটা। তারপর বলে,

– এভাবে তাকিয়ে আছেন কেন? খাবার কিনলেন বিল দিবেন না।

মেহের কোন কথা না বলে ভাঁপা পিঠা আর পিয়াজুর দাম দিয়ে দেয়। অতঃপর সে লোকটাকে বলে, আপনি আমার পিঠা আর পিঁয়াজু কেন নিলেন? ওগুলা আমার, দিন। মেহেরের কথা মনেহয় লোকটার কান অব্ধি পৌঁছালো না। সে সেখান থেকে একটা পিঁয়াজু তার মুখে পুরে দিলো। এটা দেখে মেহেরের চোখ কপালে উঠে যায়। মেহের তাকে কিছু বলবে তখন খেয়াল করে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তাই মেহের সেখান থেকে চলে আসে। লোকটা ওর পিছনে যায়।। কিছুদূর যেতেই কোমড়ে হাত রেখে থমকে দাঁড়ায় মেহের। পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে,

– আপনি আমাকে ফলো কেন করছেন? আর আমার পিঁয়াজু!!

– আপনি আমার বল দিন, আমি আপনার পিয়াজু পিঠা সব দিয়ে দিবো। মজা করে পিঁয়াজু খেতে খেতে বলল রাহনাফ।

– নিজেই গপগপ করে পিঁয়াজু খেয়ে সাবার করে দিচ্ছে সে নাকি আমার পিয়াজু ফিরিয়ে দিবে। রাক্ষস একটা। পিঁয়াজু খেতে মন চাইলে নিজে কিনে খা। আমারটা কেন নিয়েছিস, রাক্ষস কোথাকার। বিড়বিড় করে বলল মেহের।

– কিছু বললেন? আরেকটা পিয়াজু মুখে পুরে দিয়ে বলল রাহনাফ।

– না। আপনি আমার পিছু আসবেন না।

– আমার বল।

– আগে সরি বলুন। উহঃ আমার মাথাটা এখনো ব্যাথা করছে। মাথায় হাত দিয়ে বলল মেহের।

– দেখুন মিছ আমি ইচ্ছে করে আপনার মাথায় বল লাগাইনি সো সরি বলার কোন প্রশ্নই আসে না। আপনি আমাকে বলটা দিন। সবাই অপেক্ষা করছে।

– আমি এই বল দিবো না। আপনি যান না দোকান থেকে একটা বল কিনে নিয়ে ওদের দিন।

– বাচ্চারা সেটা নিবে না। ওদের এই বলটাই চাই। আবারও একটা পিয়াজু মুখে পুরে দিলো রাহনাফ। এদিকে রাহনাফের পিঁয়াজু খাওয়া দেখে রাগে শরীর কাঁপছে মেহেরের। সে দাত কটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইলো রাহনাফের দিকে। কত শখ করে পিঠা আর পিয়াজু কিনেছিলো সে খন সবটা এই রাক্ষস রাহনাফের পেটে যাচ্ছে। নিমিষেই মনটা বিষন্নতায় ছেয়ে গেলো তার। ভেবেছিলো আজ রাতটা পিঠা খেয়েই দুজনে পার করে দিবে সেটা আর হলো না। এখন বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। মেহের ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে রাহনাফের দিকে। বিনিময়ে রাহনাফ কেবলাকান্তের মতো হাসি হাসে। যা মেহেরের রাগকে দ্বিগুণ বাড়িতে তুলে। একেবারে আগুনে ঘি ঢালার মতো।

৫,
রাতের খাওয়া শেষ করে মাত্র বই নিয়ে বিছানায় বসেছে মেহের। মৌ ওর পাশে বসে ড্রয়িং করছে। ড্রয়িং এ মৌয়ের হাত বেশ পাকা। সে একবার যেটা দেখে সেটাই আঁকতে পারে। অনেক আগের কথা, মৌ তখন ওদের সাথে থাকতো না। তারা পুরো পরিবার সিঙ্গাপুরে থাকতো। কয়েকদিনের জন্যে এই শহরে বেড়াতে এসেছিলো মৌ আর তার মা-বাবা। আর তখনি মেহেরদের সাথে মৌ এর পরিচয় হয়। পার্কে প্রথম দেখা হয়েছিলো ওদের। সেদিন মেহেরের মন খুব খারাপ ছিলো। ছয় বছরের একটা বাচ্চার মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে এই মন খারাপটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটা অস্বাভাবিক। ছয় বছরের একটা বাচ্চার এত গভীর ভাবে মন খারাপ হয় না। কিন্তু মেহেরের হয়েছিলো। সেদিন মেহেরের খুব মন খারাপ হয়েছিলো। কারন সে স্কুলে তার সহপাঠীদের দেখে তারা তাদের বাবার সাথে স্কুলে যেত। শুধু মেহেরের বাবাই যেত না। এমনকি মেহের জানেও না তার বাবা কে! মেহের ওর মায়ের কাছে বাবার কথা জানতে চাইতো। ওর বাবা ওদের সাথে কেন থাকে না সেটা জানতে চাইতো। কিন্তু মেহেরের মা ওকে ওর বাবার সম্পর্কে কোন কিছুই বলতো না। এমনি সেদিন স্কুলের প্যারেডস মিটিং এ মেহেরের বাবা উপস্থিত ছিলো না। এটা নিয়েই বেশ মন খারাপ ছিলো মেহের। সে বাসায় ফিরে তার মায়ের সাথে কথা বলতো না। গাল ফুলিয়ে বসে থাকতো সারাক্ষণ। এদিকে মেহের মা সৈয়দা মাহবুবা কিছুদিন যাবৎ বেশ চিন্তায় আছেন। মেহেরের দুই বছর বয়সে তিনি তার বাবার বাড়ি ছেড়ে একটা বাসা বাড়িতে ভাড়া থাকেন। পাশেই একটা দোকানে শেলাইয়ের কাজ করেন তিনি। সারাদিন শেলাই করে যা উপার্জন করেন সেটা দিয়েই তাদের মা আর মেয়ের খরচ বহন করেন। বেশ কিছুদিন যাবৎ সে শুনে আসছে তাদের এই শেলাইয়ের দোকটা বন্ধ করে দিবে। শেলাইয়ের দোকান বন্ধ মানে সৈয়দা মাহবুবার উপার্জনের পথও বন্ধ। এই টুকু একটা মেয়ে নিয়ে কোথায় যাবেন তিনি। কি করে তাদের এই ছোট্ট সংসার চালাবেন তিনি। নানান চিন্তা বেকে বসে সৈয়দা মাহবুবার মাথায়। এদিকে মেহেরও গাল ফুলিয়ে বসে আছেন। তাই সৈয়দা মাহবুবা তাদের নিজেদের মন ভালো করার জন্যে ওকে নিয়ে একটা পার্কে যায় আর সেখানেই মৌ এর সাথে পরিচয় হয় মেহেরের। পার্কে গিয়েও গাল ফুলিয়ে বসে ছিলো মেহের আর এই অবস্থায় ওর একটা ছবি আঁকে মৌ। অবশ্য ছবিটা দেখতে বেশ হাস্যকর হয়েছিলো। বড় বড় চোখ, এবড়োখেবড়ো নাক। মাথার চুল ছিলো না। বেশ হাস্যকর ছিলো ছবিটা। সেদিনের সেই ছবিটা বেশ যত্নকরে রেখেছে মেহের। তারপর থেকে মৌ এর সাথে বন্ধুত্ব হয় মেহেরের। মৌ এর জেদের কাছে হেরে এই শহর ছেড়ে আর যাওয়া হয় না মৌ এর বাবা মার। একই বাড়িতে থাকতে শুরু করে তারা সবাই মিলে। মৌ এর বাবা সৈয়দা মাহবুবাকে প্রাইমারী স্কুলে চাকরির ব্যাবস্থা করে দেন। বেশ ভালোও কাটছিলো তাদের দিন। এর মধ্যে হঠাৎ করে একদিন মৌ এর বাবার বুকে তীব্র উঠে। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বামির মৃত্যর শোক সহ্যকরতে না পেরে মৌ এর মা-ও এই পৃথিবী ছেড়ে চলে যান। তারপর থেকে মৌ ওদের সাথেই থাকে।

– এত যত্নকরে কার ছবি আঁকছিস আমিও দেখি। মৌয়ের আঁকা ছবিটা হাতে নিয়ে বলল মেহের।

– নাহ মেহু, একদম না। ওটা আমাকে দে বলছি, নাহলে খুব খরাপ হবে বলে দিলাম।

– আচ্ছা তাই। তাহলে ছবিটা আমার দেখতেই হয়। মেহের ছিটা দেখার জন্যে সামনে ধরতেই মৌ সেটা ওর হাত থেকে নিয়ে নেয়। আর বলে,

– সময় হলে আমি নিজে তোকো দেখাবো? মৌয়ের কথায় ভ্রু কুচকিয়ে ফেলে মেহের। সে মৌ-কে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিয়ে বলে উঠে,

– কার ছবি আঁকছিস তুই?

– আমার ড্রিম বয়।

আর কোন কথা বাড়ায় না মেহের। এই ড্রিম বয় ক্রাশ বয় প্রেম ভালোবাসা এসবের কিছুই বিশ্বাস করে না সে। তার কাছে ভালোবাসা মানেই প্রয়োজনীয় চাহিদা। প্রয়োজন শেষে সবাই ছেড়ে চলে যায়। কিংবা ভালোবাসা মানে মানুষের বাহিরের সৌন্দর্য দেখে তাকে নিজের করে পাওয়ার একটা লোভ, আকাঙ্ক্ষা । তাছাড়া আর কি আছে এই প্রেম ভালোবাসায়। সত্যি যদি নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু থাকতো তাহলে দুই বছর এক ছাদের নিচে থেকেও ওর বাবা মায়ের বিচ্ছেদ কেন হলো। মেহের পৃথিবীতে আসবে জেনেও তারব বাবা দ্বিতীয় বিয়ে কেন করলো। কেন সে জন্মের আগেই তার বাবার আদর স্নেহ ভালবাসা থেকে বঞ্চিত হলো। ভালোবাস বলে কিছু নেই। সবই সৌন্দর্যের খেলা। বই পড়ায় মনোযোগ দেয় মেহের। কিছুক্ষণ পর ওর মোবাইলটা বেজে উঠে।

৬,
বাসের সিটে হেলান দিয়ে বসে আছেন সৈয়দা মাহবুবা। তিন মাস পর আজ বাড়ি ফিরছেন তিনি। মেয়েগুলোকে জানানো হয়নি এখনো।মিষ্টি কালারের শাড়ি পরে কালো শাল জড়িয়ে রেখেছেন গায়ে।মাথায় চুলগুলা খোপা করা। সামনের কিছু চুলে পাক ধরেছে তার। চুলে পাক ধরাকে অনেকেই বয়সের ছাপ হিসেবে ধরে নেয়। বয়স বাড়লে চুল পাকবে এটাই স্বাভাবিক। আজকাল চোখেও ঝাপসা দেখেন তিনি। তাই পাওয়ারওয়ালা চসমা পরেছেন। বাসের সিটে হেলান দিয়ে চোখদুটি বন্ধ করে নেন সৈয়দা মাহবুবা। মনে পরে তার সে কালো অতীতের কথা। মেহেরের দুই বছর বয়সে তিনি যখন তার বাবার বাড়ি ছেড়ে এই বাসা বাড়িতে উঠেন তখন লোকে তাকে কত কথাই না শুনিয়েছে। সবার সব অপমান মুখ বুঝে সহ্যকরে অক্লান্ত পরিশ্রম করে তিলতিল করে বড় করেছেন তিনি মেহেরকে। আর মেহেরকে বুঝিয়েছেন এক দিন এই সমাজও তাদের সম্মান দিবে। বড় করে শ্বাস ত্যাগ করে সৈয়দা মাহবুবা। আজ তার সব কষ্ট সার্থক। তিনি এখন গর্ব করে বলতে পারবেন,

– আমি স্বতঃস্ফূর্ত, স্বতন্ত্র একজন নারী। একজন সিঙ্গেল মাদার। একটা সুন্দরী কন্যার মা আমি। এবং একজন ছত্রিশ বছরের মহিলা যে এই বাংলাদেশের একজন দায়িত্বশীল নাগরিক। হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি, আমি তাকালপ্রাপ্ত একজন মেয়ে। আমার জিবন এবং শরীরের ত্রুটি রয়েছে।

চলবে,,,,,,

#মাহফুজা_আফরিন_শিখা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here