রাগী বর,পর্ব:শেষ

0
2095

রাগী বর,পর্ব:শেষ
লেখিকা:বুশরাতুজ্জামান ছোঁয়া

কায়সার সাহেব আসলেন একটু পরে ,,,,,,,
কায়সার সাহেব উপরে যেয়ে ফ্রেস হয়ে আসলেন ,,,,,,,
তারপর নিচে এসে বসলেন ,,,,,,
টিভি তে দেশ বিদেশের সংবাদ শুনতে লাগল ,,,,,,,
আমেনা আসল কায়সার সাহেবের কাছে ,,,,,,,
একটা কাশি দিয়ে বলতে লাগলেন ,,,,,,
.
— শুনছেন আপনাকে একটা কথা বলার ছিল‌ ,,,,,,
.
— বল কি কথা ,,,,,,,
.
— আমাদের মনে হয় ছোঁয়ার আবার বিয়ে দেওয়া উচিৎ ,,,,,,
এই অল্প বয়সে স্বামীকে হারিয়েছি সেই শকটা কিছুতেই‌ নিতে পারছে না ,,, ,,
আর মেয়েটার বয়সই বা কত হয়েছে মাত্র ১৮ ,,,,,,,
মনে হয় আবার বিয়ে দেওয়া উচিৎ ,,,,,,
যদি আগের মত স্বাভাবিক হতে পারে ,,,,,,
.
— তুমি তো ঠিকই বলেছ আমেনা ,,,,,,
কিন্তু আমরা এই বিষয়ে কি করতে পারি বল ,,,,,,
ছোঁয়ার মা বাবার সাথে কথা বলা উচিৎ ,,,,,
.
পিছনে দাঁড়িয়ে এই কথাগুলো ছোঁয়া শুনছিল ,,,,,,
তারপর জোরে করে বলতে লাগল ,,,,,,
.
— না আমি আর দ্বিতীয় কোন বিয়ে করব না ,,, ,,,,
.
— বউ মা একবার কথা শুন আমার ,, ,,,
.
— না আম্মু ,,,,,
না আমি বিয়ে করব না ,,,,,
আমাকে বিয়ে করিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন ,,,,,
.
— না না বউমা তুমি আমাদেরকে ভুল বুঝছ ,,,,,
আমরা শুধু চাচ্ছি তুমি যেন শান্তিতে সুখে সংসার করতে পার বউমা ,,,,,
এর জন্যই চাচ্ছি তুমি দ্বিতীয় একটা বিয়ে কর বউ মা ,,,,,
.
— আব্বু ,,,,,,
.
— বল না বউমা তুমি বিয়ে করবে ,,,,,
আমরা শুধু তোমার মুখে একটু হাসি দেখতে চাই বউমা ,,,,,
.
— ঠিক আছে আব্বু ,,,,
ঠিক আছে আম্মু ,,,,,
আমি এই বিয়েটা করব ,,,,,,
.
ছোঁয়া এই কথাটা বলে উপরে উঠে চলে গেল ,,,,,
আর কাঁদতে লাগল ,,,,,
পরের দিন সকাল বেলা উনারা ছোঁয়ার মা বাবা কে ডাকলেন আর এই বিষয়ে কথা বলতে লাগলেন ,,,,,
কায়সার সাহেব ছোঁয়ার বাবাকে বলছে ,,,,,
.
— আমরা চাই ছোঁয়া সেই আগের জীবনটা ফিরে পাক ,,,,
সেই আগের মত হাসি খুশি ,,,,,
যে সবার সাথে মিশত কথা বলত ,,,,,
এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি ছোঁয়ার আর একবার যদি বিয়ে দেওয়া যাই‌ ,,,,
তাহলে মেয়েটা বোধ হয় আগের জীবন ফিরে পেতে পারে ,,,,,
এখন শুধু আপনারা কি চান সেটা জানার বাকি ,,,,,
.
— আমরাও ঠিক এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আর আপনিই এই কথাটা বলে দিয়েছেন এখন শুধু একটা স্বস্তি পেলাম ,,,,,,
এখন শুধু পাত্র খুঁজতে হবে ,,,,,
.
— হুম ,,,,,
.
এখন সবাই ছোঁয়ার জন্য ভালো একটা ছেলে খুঁজছে ,,,,,
এইটা আবার আরমান সিকদার জানতে পারল ,,,,,
এখন আরমান সিকদার তো অনেক খুশি ,,,,,
নাচতে নাচতে বাসাই গেলেন ,,,,,
তারপর সিরাজের রুমে গেলেন ,,,,,
কনককে বলতে লাগল ,,,,,
.
— আর একটা গুড নিউজ আছে মাই সান ,,,,
.
— কি ???
.
— ছোঁয়ার আবার বিয়ে দিতে চাই ওর পরিবার ,,,,,
কনক চৌধুরির মা বাবা ,,,,,
আমি ভাবতেছি তোর জন্য কথা বলতে যাব ,,,,,
ভাবতেছি কালকেই কথা বলতে যাব সবাই ,,,,
তুই রেডি থাকিস ,,,,,
.
কনক মনে মনে বলছে ,,,,,
.
— কালকেই একটা সুযোগ এই আরমান সিকদারকে সাজা দেওয়ার ,,,,,
আজকে যে করেই হোক একটা ভিডিও বানাতে হবে এর যে আরমান সিকদার কনক চৌধুরিকে মেরেছে ,,,,,
না না আমাকে মারতেই পারে নি ,,,,,
মেরেছে তো নিজের আপন ছেলেকেই‌ ,,,,,
এখন আমাকেই কিছু একটা করতে হবে ,,,,,
আরে সিরাজ তো অনেক সময় অনেক কথাই ভুলে যাই‌ ,,,,,
এই অসুখটাকেই কাজে লাগাতে হবে ,,,,,
.
মোবাইল হাতেই ছিল ক্যামেরা চালু করে কথাগুলো ভিডিও করতে লাগল ,,,,,
কনক আরমান সিকদারকে বলছে ,,,,,
.
— ড্যাড কনক চৌধুরি মারা গেল কিভাবে ,,,,,
হাউ ,,,,
.
— আরে সেইদিনই তো বললাম আমি মেরেছি ,,,,,
গাড়ির ব্রেকফেইল করে দিয়ে ,,,,,
আপদটা বিদেয় হয়েছে ,,,,
.
— ও ভুলেই গেছিলাম ,,,,
.
আরমান সিকদার ঘর থেকে বের হয়ে চলে গেলেন ,,,,,
কনক ভিডিওটা সেভ করে রাখল ,,,,
কনক মনে মনে বলছে ,,,,
.
— কালকে যেন সফল হতে পারি যে ,,,,
আমার ছোঁয়াকে আবার হাসি খুশি রাখতে পারি ,,,,,,
.
কনক শুধু কালকে সকালের অপেক্ষায় রয়েছে ,,,,,
ছোঁয়া কনকের ছবি বুকে জড়িয়ে নিয়ে কান্না করছে ,,,,,
আর বলছে ,,,,,
.
— কেন যে আপনি আমাকে একা ফেলে রেখে চলে গেলেন ,,,,,
আমাকে সাথে করে নিয়ে যান ,,,,,
আপনাকে ছেড়ে থাকতে আর পারছি না কনক ,,,,
.
ছোঁয়া কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পাই নি ,,,,,
সকাল হয়ে গেছে ,,,,
আরমান সিকদার কালকেই কনকের মা বাবাকে ফোন করে বলে রেখে দিয়েছে ,,,,,
তাই এত আয়োজন করা হয়েছে ,,,,,
.
অনন্যা সেই কখন থেকে ছোঁয়াকে সাজাতে বসেছে ,,,,
কিন্তু ছোঁয়ার মন যে কিছুতেই ভালো নেই শুধু কনকের দিকে রয়েছে ,,,,,
একটু পরে ওরাও এসে পড়ল‌ ,,,,
ঘরে নিয়ে এসে সোফায় বসান হল ,,,,
.
কনক অনেকদিন পর ওর মা বাবাকে দেখতে পেল ,,,,
এখনই শুধু কনকের বারবার বলতে মন চাচ্ছে আমিই তোমাদের ছেলে কনক ,,,,,
কনক সবাইকে দেখতে পেল কিন্তু এখনও‌ ছোঁয়াকে দেখতে পেল না ,,,,
.
একটু পরে ছোঁয়াকে নিয়ে আসা হল ,,,,,
সকলের সামনে বসিয়ে দেওয়া হল ,,,,,
কনকের মনটা একটু শান্তি পেল ,,,
আরমান সিকদার কোন কিছুই বলার আগেই কনক বলতে লাগল ,,,,
.
— আমি না আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই ,,,,,
.
এই কথা বলেই টিভির সামনে গেল‌ ,,,,
কালকে রাতে যা ভিডিও করেছে সব দেখাবে ,,,,
তারপর টিভির সাথে কানেকশন করিয়ে দিল ,,,,,
.
সকলের সামনে সেই ভিডিওটা তুলে ধরল কনক ,,,,,
সবাই তো দেখে অবাক ,,,,
আরমান সিকদার দাঁড়িয়ে বলছে ,,,,,
.
— তুমি এইটা কি করলে সিরাজ ,,,,
তুমি ,,,,
.
— এই হ্যালো আরমান সিকদার আমি সিরাজ না ,,,,,
আমিই কনক চৌধুরি ,,,,
তোমার ছেলেই মারা গেছে ,,,,
কারন তোমার ছেলে আমার সাথে ছিল ,,,,,
.
— কি ???
.
— ইয়েস ,,,,
আমি সিরাজ না আমি কনক চৌধুরি ,,,,,
.
ছোঁয়া এই কথাগুলো শুনার পর অজ্ঞান হয়ে পড়ে গেল ,,,,,,
কনক ছোঁয়াকে কোলে করে নিয়ে উপরে নিয়ে গেল ,,,,,,
আর বাকিরা সবাই পুলিশকে খবর দিল ,,,,
আর‌ আরমান সিকদারকে পুলিশে ধরে নিয়ে গেল ,,,,
.
কনক ছোঁয়ার পাশে বসে রয়েছে ,,,,,,
ছোঁয়ার কিছুখন পর সেন্স ফিরল‌ ,,,,,,,
ছোঁয়া কাঁদতে কাঁদতে কনককে বলছে ,,,,,,
.
— আমি যখন আপনার শার্টের কলারে ধরে ওই কথাগুলো বলছিলাম তখন কেন আপনি আমাকে বলেননি আপনিই কনক ,,,,,
.
— তখন বললে আপনি বিশ্বাস করতেন না ,,,,
.
ছোঁয়া কনককে জড়িয়ে ধরল ,,,
কনকও জড়িয়ে ধরল ,,,,
ইচ্ছামত কিস করতে লাগল গাড়ে ,,,,,,
.
সমাপ্ত ,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here