রাগী_জেদী_মেয়েটি❣️?,১৪ তম পর্ব শেষ

0
1347

??রাগী_জেদী_মেয়েটি❣️?,১৪ তম পর্ব শেষ
-Tahir Ahmed Dip

-প্রায় ১ ঘন্টা পর….
.
-আদ্রিতার রাগী চোখে দ্বীপের দিকে তাকিয়ে আছে আর দ্বীপ ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে….
.
-এটা কি হলো মাত্র গোসল করলাম…..(রাগী চোখে তাকিয়ে)
.
-তো কি হয়েছে?তুমি দ্বীপের ওয়াইফ সো দ্বীপ কখন কোথায় শুরু হয়ে যায় বলা তো যায় না….(মুচকি হেসে)
..
-চুপ একদম হাসবে না।এতো সুন্দর শাড়িটা পড়লাম আর তুমি এই অবস্থা করে দিলে…..(চোখ ছোটছোট করে তাকিয়ে)
.
-দ্বীপ কিছু না বলে চুপচাপ হাসতে লাগলো। আদ্রিতাকে আরো রাগিয়ে দিতে ইচ্ছে হচ্ছে ওর….
.
-আদ্রিতা রাগে কটমট করতে করতে ওয়াশরুমে গিয়ে গোসল শেষ করে বেড়িয়ে এলো। বেড়িয়ে আদ্রিতা নিচে চলে যায় আর দ্বীপ ও ওয়াশরুমে শাওয়ার নিতে থাকে…..
.
-আন্টি আমি হেল্প করি…..(আদ্রিতা)
.
-না।তোমার সাথে আমার কিছু কথা ছিলো….(দ্বীপের মা)
.
-তুমিই সেই মেয়েটা না যে ক্লাসের সবার সামনে দ্বীপকে চর মেরেছিলে……??(দ্বীপের মা)
.
-আদ্রিতা কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে।
.
-কি হলো কথা বলছো না কেন?তুমিই সেই মেয়েটা না?(দ্বীপের মা)
.
-হ্যা…..(আস্তে করে)
.
-আমাকে প্রমিস করো দ্বীপকে নেক্সট কখনো কষ্ট পেতে দিবে না….(দ্বীপের মা)
.
-হুম…..(আদ্রিতা)
.
-আর আমাকে আন্টি বলে ডাকছো কেন?মা বলে ডাকবে ওকে।আজ থেকে তুমিও আমার মেয়ে আর আমি তোমার মা।ওকে…..(আদ্রিতার গালে হাত দিয়ে)
.
-আদ্রিতা কিছু না বলে শক্ত করে দ্বীপের মাকে জড়িয়ে ধরে।জীবনে ও মায়ের আদর পায়নি তবে আজ কেন জানি দ্বীপের মাকে দেখে বড্ড মায়ের কথা মনে পড়ছে ওর।…..
.
-বাহ তোমাদের কোলাকুলি শেষ হলে আমি বেচারার দিকেও একটু তাকাও।খুব ক্ষিদে পেয়েছে….(দ্বীপ টেবিলে বসে)
.
-এই চুপ।মা মেয়ের আদরের মাঝে কথা বলবি না….(দ্বীপের মা)
..
-দ্বীপ কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এইটুকু সময়েই ওর মাকে আদ্রিতা নিজের করে নিয়েছে সামনে আরো কি হবে কে জানে…..
.
-একটু পরেই তিনজনে একসাথে খেতে বসে।দ্বীপ বারবার আদ্রিতাকে টেবিলের নিচ দিয়ে খোটাতে থাকে হটাৎ ই আদ্রিতা ওর পায়ে জোড়ে ধাক্কা দেয় পা দিয়ে…..
.
-আউউউ….(দ্বীপ লাফিয়ে উঠে)
.
-কি হলো এভাবে চেচাচ্ছিস কেন?(দ্বীপের মা)
.
-না মনে হচ্ছে মরিচে কামড় পড়েছে….(দ্বীপ)
.
-ধীরে ধীরে খেতে পারিস না। খাবার টাইমেও শান্তি নেই…..(দ্বীপের মা)
.
,-দ্বীপ কিছু না বলে চুপচাপ খেতে থাকে।এদিকে ওর অবস্থা দেখে আদ্রিতা শুধু মুচকি মুচকি হাসতে থাকে……
.
-খাওয়া শেষ করে দ্বীপ অফিসে যাবে এমন সময় আদ্রিতাও এসে হাজির….
.
-কি হলো তুমি কোথাও বেড়োচ্ছ??(দ্বীপ)
..
-হুম আমি তোমার সাথে অফিসে যাবো….(আদ্রিতা)
.
-তুমি গিয়ে কি করবে??(দ্বীপ)
.
-তোমার সাথে বসে বসে লুডু খেলবো…..(রাগী চোখে)
.
-দ্বীপ আর কিছু না বলে গাড়ির ডোর খুলে বসে পড়ে।আদ্রিতাও বসে পড়ে।দ্বীপ গাড়ি স্টার্ট দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায়।অফিসে গিয়ে দ্বীপ ফুল অবাক।সবগুলো মেয়ে বোরখা পড়া।দ্বীপের সন্দেহ হচ্ছে এটা ওর অফিস তো…..
.
-অবাক হবার কিছু নেই এটা তোমার ই আফিস।আমি গতকাল ই সবাইকে জানিয়ে দিয়েছি বোরখা ছাড়া কেউ অফিসে এলে সাথে সাথে তাকে বের করে দেয়া হবে…..
.
-দ্বীপ আদ্রিতার দিকে হা করে তাকিয়ে রইলো।মেয়েটাকে আস্তো গুন্ডা মনে হচ্ছে ওর কাছে।দ্বীপ জানে না সামনে আরো কি আসতে চলেছে ওর লাইফে…..
.
-এভাবে ৯ মাস কেটে যায়।গত তিন মাস আগেই দ্বীপ জানতে পারে আদ্রিতা প্রেগনেন্ট।ওরা খুব তাড়াতাড়ি বাবা মা হতে চলেছে।দ্বীপ খুশিতে পুরো অফিসের সবাইকে মিষ্টি বিতরণ করেছিলো।কিন্ত এখন আদ্রিতার জেদ টা হারে হারে টের পাচ্ছে।এইতো সেদিন রাত ২ টার সময়…
.
-এই শুনছো?বেবি আইসক্রিম খেতে চাইছে।….(আদ্রিতা)
.
-হু?কোথায় বেবি?কার বেবি?(দ্বীপ লাফ দিয়ে উঠে)
.
-আরে আমাদের বেবি…..(আদ্রিতা)
.
-হু?ও তো বাহিরেই আসেনি ও কিভাবে বললো??(দ্বীপ)
.
-আমি মা তাই আমাকে বলেছে যাও এখন ৷ আইসস্ক্রিম নিয়ে আসো….(আদ্রিতা)
.
-এত রাতে আইসক্রিম কোথায় পাবো?(দ্বীপ)
.
-আমি জানি না আইচক্রিম চাই ব্যাস…(আদ্রিতা)
.
-দ্বীপ জানে আইচক্রিম না আনলে আদ্রিতা এভাবেই বসে থাকবে তাই বাধ্য হয়ে বেড়িয়ে একটা দোকানদারকে দ্বীপ ফোন করে বাড়ি থেকে নিয়ে এসে আইসক্রিম নিয়ে বাসায় গিয়ে দেখে আদ্রিতা ঘুমিয়ে আছে।আদ্রিতার ঘুমন্ত মুখটাকে দেখে দ্বীপের সব কষ্ট দূর হয়ে যায়।ও জানে প্রেগন্যান্সির টাইমে মেয়েদের এভাবে মাইন্ড চেঞ্জ হয়ে থাকে তাই ও বিরক্ত হয় না কখনো।আর আদ্রিতার চাঁদের মতো মুখটা দেখে রাগ হবার কোনো উপায় নেই।….
.
-আজকে আদ্রিতার অপারেশন। দ্বীপ কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না।বারবার ওটির সামনে যাচ্ছে আর আসছে।কিছুক্ষন পর নার্স এসে ওর কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে তুলে দিয়ে যায়।দ্বীপ খুশিতে মনে হচ্ছে কথা বলার ভাষা হারিয়ে ফেলবে।একটু পরে আদ্রিতাকেও ওটি থেকে বের করে কেবিনে শিফট করা হয়।ও আগেই ভেবে রেখেছিলো মেয়ে হলে নাম রাখবে তা’ফা….আদ্রিতা তা’ফার কপালে একটা চুমু দেয় আর দ্বীপ আদ্রিতার কপালে।সত্যিই অসাধারণ একটা মুহুর্ত। এভাবে সারাজীবন বেচেঁ থাকুক ভালোবাসা……..

সমাপ্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here