রাগী_জেদী_মেয়েটি❤️?,৫ম পর্ব

0
791

??রাগী_জেদী_মেয়েটি❤️?,৫ম পর্ব
-Tahir Ahmed Dip

-আদ্রিতা গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে বিদায় করে নিজেই গাড়ি চালাতে থাকে আর দ্বীপ পাশের সীটে বসে পড়ে। দুজনেই কথা বলছিলো কিন্ত হটাৎ ই একটা গাড়ি বেশ স্পীড নিয়ে ওদের দিকে এগোতে থাকে। আদ্রিতা প্রথমে লক্ষ করেনি হটাৎ ই গাড়িটা জোরে ওদের গাড়িকে ধাক্কা দিবে এমন সময় আদ্রিতা কোনোমতে গাড়িটাকে ঘুরিয়ে নেয়………
.
-আল্লাহ একটুর জন্য বেচেঁ গেছি।….(দ্বীপ)
.
-সর‍্যি আমার খেয়াল ছিলো না….(আদ্রিতা)
.
-গাড়ি থামাও……(দ্বীপ)
.
-কেন?(আদ্রিতা)
.
-থামাও তারপর বলছি…..(দ্বীপ)
.
-দ্বীপের কথামতো আদ্রিতা গাড়িটাকে সাইডে পার্ক করে সীটবেল্ট খুলে গাড়ি থেকে বেড়োয় হটাৎ দ্বীপের কি হলো আদ্রিতা বুঝতে পারছে না…..
.
-চলো…..(দ্বীপ)
.
-কোথায়?(আদ্রিতা)
.
-আমার সবচেয়ে প্রিয় জায়গাতে…..(দ্বীপ)
.
-আদ্রিতা কোনো কথা না বলে চুপচাপ হাটঁতে থাকে।একটু সামনে গিয়ে দেখতে পায় বড় একটা নদী তার সাইডে অনেকগুলো বেঞ্চ। ওরা দুজনে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে….
.
-জায়গাটা তো বেশ সুন্দর।ভীষণ ভালো লাগছে শুনশান নিরবতা,পাখির কিচির মিচির শব্দ নদীর ঢেউয়ের গর্জন…(আদ্রিতা)
.
-জায়গাটা আমারো বেশ প্রিয় মাঝেমধ্যেই এসে একা একা বসে থাকি…… (দ্বীপ)
.
-ওহ আচ্ছা….(আদ্রিতা)
.
-ওরা কিছুক্ষন বসার পর পাশের একটা দোকান থেকে ফুচকা খেয়ে তারপর আবার গাড়িতে করে রওনা দেয়…..আদ্রিতা দ্বীপকে ওর বাড়ির সামনে ড্রোপ করে….
.
-দ্বীপ….. (আদ্রিতা)
.
-হ্যা বলো…..(দ্বীপ)
.
-থ্যাংকস…….(আদ্রিতা)
.
-দ্বীপ কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে আদ্রিতার সামনে থেকে চলে যায়।আদ্রিতা ও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাড়িতে চলে যায়….
.
-কিরে আজ এতো তাড়াতাড়ি ফিরলি… (দ্বীপের মা)
.
-এমনিতেই ক্লাস করতে ভালো লাগছিলো না তাই…..(দ্বীপ)
.
-এদিক আয়….(দ্বীপের মা)
.
-দ্বীপ ওর মায়ের কাছে যেতেই তিনি ওর কান টেনে ধরেন….
.
-আমাকে মিথ্যে বলবি তাই না?বল মেয়েটা কে ছিলো?….. (দ্বীপের মা)
.
-আউউ আম্মু লাগছে…..(দ্বীপ)
.
-আগে বল মেয়েটা কে? (দ্বীপের মা)
.
-কোন মেয়ে??(দ্বীপ)
.
-যে তোকে এখনি ড্রোপ করে চলে গেলো….(দ্বীপের মা)
.
-ওটা আদ্রিতা আমার কলেজ ফ্রেন্ড…..(দ্বীপ)
.
-তোর ফ্রেন্ড সেটাও মেয়ে!!বেশ মিষ্টি দেখতে।ওকে বাসায় নিয়ে এলি না কেন?(দ্বীপের মা)
.
-নেক্সট টাইম নিয়ে আসবো এখন প্লিজ ছাড়ো আমার সোনা মা প্লিজ্….(দ্বীপ)
.
-যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে….(দ্বীপের মা)
.
-আমার কানটা মনে হচ্ছে ২ ফিট ঝুলে গেছে….(দ্বীপ)
.
-হুম হয়েছে বাবা যাও এখন রুমে যাও আরো খেতে না চাইলে….(দ্বীপের মা)
.
-দ্বীপ আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে যায়।এভাবেই দুপুর টা কেটে যায় ওর..
.
-রাতে খাবার পর দ্বীপ বিছানায় শুয়ে মুভি দেখছিলো হটাৎ কেউ ওর ফোনে একটা কল দেয়।দ্বীপ দেখতে পায় এটা আদ্রিতার নাম্বার……
.
-হ্যালো…… (দ্বীপ)
.
-তো মিষ্টার কি করছেন?(আদ্রিতা)
.
-মুভি দেখছিলাম তুমি….. (দ্বীপ)
.
-আমি শুয়ে আছি।বাই দা ওয়ে কালকে এক্সামের রেজাল্ট দিবে তাইনা….(আদ্রিতা)
.
-হুম…..(দ্বীপ)
.
-আমার বেশ ভয় লাগছে…..(আদ্রিতা)
.
-ডোন্ট ওর‍্যি,সব ঠিক হবে।…(দ্বীপ)
.
-আচ্ছা রাতে খেয়েছো??….(আদ্রিতা)
.
-হুম….তুমি….(দ্বীপ)
.
-হুম।আচ্ছা রাখছি পরে কথা হবে…(আদ্রিতা)
.
-ওকে….(দ্বীপ)
.
-পরদিন ক্লাস টেষ্টে দ্বীপ প্রথম হয় আর আদ্রিতা দ্বিতীয়।আদ্রিতার মন বেশ খারাপ।ও বেশ মন দিয়ে পড়াশোনা করেছিলো তারপর ও দ্বিতীয় ।এদিকে দ্বীপকে সবাই এসে কনগ্রাচুলেশন জানাচ্ছে এসব দেখে আদ্রিতার আরো খারাপ লাগতে শুরু করে।ও চুপচাপ বসে কিছু একটা ভাবতে থাকে।হটাৎ ই আদ্রিতার চোখ জ্বলজ্বল করে ওঠে।আদ্রিতা দ্বীপকে প্রশ্ন করে…
.
-আচ্ছা দ্বীপ কালকে তো পহেলা বৈশাখ।কলেজে অনুষ্ঠান হবে।তোমার কেমন মেয়ে পছন্দ বলো তো?..(আদ্রিতা)
.
-তুমি তো জানো আমি কাউকে পছন্দ করি না।তবে সাদা শাড়ী,খোলা সিল্কি লম্বা চুল,লাল লিপ্সটিক,চোখে গাড় কাজল পড়ে এসে আমার সামনে দাড়ালে আমি হয়তো তার উপর ফিদা হয়ে যাবো….. (দ্বীপ)
.
-তাই নাকি??(আদ্রিতা)
.
-হুম….(দ্বীপ)
.
-আচ্ছা আমি চলি ক্লাসে ভালো লাগছে না।বায় কালকে দেখা হবে….(আদ্রিতা)
.
-ওকে….(দ্বীপ)
.
-পরদিন সকাল সকাল ই দ্বীপের ফোনে একটা কল আসে।ও হাতে নিয়ে দেখে আদ্রিতা কল করেছে….
.
-দ্বীপ কোথায় তুমি?আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি…. (আদ্রিতা)
.
-দ্বীপ ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৯ টা ৪৫।ইশ!! বেশ লেট হয়ে গেছে।ও কল কেটে ফ্রেশ হয়ে স্বল্প নাস্তা করে একটা লাল পাঞ্জাবী আর সাদা পাজামা আর চশমা টা পড়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়।ভার্সিটিতে গিয়ে দ্বীপ ওদের আড্ডার জায়গা কলেজের পিছনে পুকুরপাড়ে চলে যায়।আদ্রিতা বসে আছে।দ্বীপ ওর দিকে তাকাতেই চমকে ওঠে….
.
-আদ্রিতা লাল পাড়ের একটা সাদা শাড়ি পড়েছে সাথে ম্যাচিং লাল ব্লাউজ।চোখে গাড় করে কাজল,ঠোটে হাল্কা লিপ্সটিক,চুলগুলো এক সাইডে করে রাখা দ্বীপ হা করে তাকিয়ে থাকে ওর দিকে…..আদ্রিতাকে এত্তো সুন্দরী লাগছে যা বলে বোঝানো পসিবল না..
.
-দ্বীপ ওকে দেখাতে এতোটাই বিভোর ছিলো যে আদ্রিতা কখন ওর সামনে এসে দাড়িয়েছে সেটা টের ই পায়নি।
.
-এই কি দেখছো এভাবে হা করে??….(আদ্রিতা)
.
-ক….কই কিছু নাতো….(দ্বীপ ঘাবড়ে গিয়ে)
.
-আচ্ছা আমাকে কেমন লাগছে…..(আদ্রিতা)
.
-বেশ সুন্দর….. (দ্বীপ)
.
-লাইফে ফার্স্ট টাইম শাড়ি পড়লাম।আচ্ছা চলো ভার্সিটির হল রুমে যাওয়া যাক ওখানেই অনুষ্ঠান হচ্ছে…(হাত বাড়িয়ে)
.
-দ্বীপ অনেক্ষন ভেবে আদ্রিতার হাত ধরে হলরুমের দিকে হাটতে থাকে।আজ দ্বীপ বারবার আদ্রিতাকে আড়চোখে দেখছে।আজকে ওকে অনেক বেশি সুন্দরী লাগছে…..আর আদ্রিতা সেটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে….
.
-সিড়ি দিয়ে দুজনে উঠছিলো হটাৎ আদ্রিতা শাড়িতে পিছলে গিয়ে পড়ে যাচ্ছিলো তার আগেই দ্বীপ আদ্রিতাকে ধরে ফেলে।শক্ত করে এক হাত দিয়ে ওর কোমড় জড়িয়ে থাকে…. দুজনেই একে অন্যের দিকে তাকিয়ে আছে।কারো চোখে পলক পড়ছে না শুধু একে অন্যের মাঝে ডুবে গেছে….হটাৎ…
.
-To Be Continued….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here