লেডি_ডন পার্টঃ১৫

0
770

লেডি_ডন
পার্টঃ১৫
#লেখিকাঃ Snigda Hossain Mona

আদি,শাওন,মাহির,মনি,লিজা কেউ কিছু বোঝতে পাড়ছে না।
জয় কি চাইছে?
সবাইকে এখানে কেন নিয়ে এসেছে?
রুহি নিজেও জানে না।
হঠাৎ করে জয় এসে রুহির চোখ বেধেঁ দিল তারপর রুহির হাতে একটা রিভালবার দিয়ে বলল
রুহি গুলি কর।
রুহিঃ জয় এসব তুই কি বলছিস? কাকে গুলি করব?কেন করব?চোখ বেঁধেছিস কেন? তুই আমার হাত ছাড়।
আমাকে দেখতে দে।
জয় রুহির হাতে রিভালবার টা আরো চেঁপে ধরে বলল এত কথা ভাল লাগছে না রুহি,

শুধু ৫ টা গুলি এতেই তর হাত কাঁপছে এতদিন তোকে আমি শিখাইছি নিজেই তো বুঝতে পারতাছিনা।
জয়,চিৎকার করে বলল, ফিগার টান রুহি নিজের সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নে।
রুহির হাত কাঁপছে,

রুহিঃনা জয় আমি পাড়ব না কিছুতেই পাড়ব না ফিগার টানতে।
তুই আমাকে এটা করতে বলিস না।
রুহি নার্ভাস হয়ে পড়েছে।
জয় রুহির আর কোন কথা না শুনে রিভেলবারে রাখা রুহির হাতের উপড় নিজের হাত রেখে নিজেই পর পর ৫ টা গুলি চালিয়ে দিল

রুহিঃ চিৎকার করে বলল না………..
রুহি এত জোরেই চিৎকার করেছে যে অন্যদের চিৎকার রুহির কানে পৌছায় নি।
চিৎকার করেই রুহি জ্ঞান হারিয়ে ফেলে
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
আরে নিচে এসে লাভ নাই বাকিটা পড়ের পর্বে।

এখানে কি ঘটেছে কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।দেখি আমার ভাবনার সাথে কার কার মিলে।
চলবে…..!!!
(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here