লেডি_ডন পার্টঃ৮

0
1015

লেডি_ডন
পার্টঃ৮
#লেখিকাঃ গাজি স্নিগ্ধা হোসেন
পরদিন সকালে রুহি যথাসময়ে অফিসে চলে এসেছে,
কিন্তু একি আমার ডেস্ক কোথায়? রুহির ডেস্কটা আর আদির রুমে নেই।আদিও এখনো আসে নি।
তাই রুহি গিয়ে লিজার পাশে বসল।
লিজাঃ কি ব্যাপার রুহি তুমি হুট করে চাকরিটা ছেড়ে দিলে কেন?
রুহিঃ তেমন কিছু না এমনি ছেড়ে দিছিলাম।
লিজাঃ অহ আচ্ছা ব্যাক্তিগত বিষয় হলে বরং থাক।
রুহি কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে কেউ বলে উঠল লিজা অফিসে সময় কাটানোর জন্য আসে তাইবলে আপনাকেও সময় কাটানোর জন্য চাকরিটা দেওয়া হয় নি।
রুহি পিছনে তাকিয়ে দেখে মিঃ আদিত্য চৌধুরী দাঁড়িয়ে,

রুহিঃ সরি স্যার আর এমন হবে না।

আদি আর কিছু না বলে নিজের রুমে চলে গেল।রুহিও তার পিছন পিছন আদির রুমে গেল।

রুহিঃ স্যার এখানে তো ডেস্ক নেই, আমি কোথায় বসব?
আদিঃ কি বল্লে তুমি ডেস্ক? কোন পর্যন্ত জানি পড়াশুনা করছো তুমি?

রুহিঃ জেনে বোঝে প্রশ্ন করছেন কেন?

আদিঃ তুমি ডেস্কের কথা বল্লে তাই তোমার জায়গাটা মনে করিয়ে দিলাম।

রুহিঃ মানে? বোঝলা না…

আদিঃ বোঝিয়ে দিচ্ছি,তোমার কোন সার্টিফিকেট আছে? নেই তো তাই না? তুমি এই অফিসের পিয়ন হওয়ার যোগ্য এর বেশি কিছুনা।

রুহি বোঝেছি কি বোঝাতে চেয়েছেন আচ্ছা আমি একটা টুল নিয়ে পিওয়নের রুমে যাচ্ছি। বলে রুহি ঘোরতে গেল আদি পিছন থেকে বলে উঠল

আদিঃ তোমার লজ্জা বলতে কিছু নেই তাই না?

রুহিঃ কিসব বলেন।কেন থাকবে না অবশ্যই আছে

আদিঃ মনে তো হচ্ছে না,এতদিন পিএ ছিলে এখন পিয়ন হয়ে গেছো তোমার লজ্জা করছে না? আমি ত ভাবছিলাম লজ্জায় মাটিতে মিশে যাবে। তা না তুমি খুশিতে পিয়ন রুমে চলে যাচ্ছো।লোকে কি বলবে?

রুহিঃ ওরা আমাকে ভাল কবে বলছিল? এখন আর কি বলবে যা বলার বলতে থাকুক আমার কিছু যায় আসে না।আপনি থাকুন আমি যাই।
যেতে যেতে আবার ফিরে এসে রুহি আদির একদম কাছে গিয়ে বলতে লাগল,কি বলুন তো পোস্ট টা আমার জন্য ভালই হইছে টাকা ত পিএ এর মতই পাব। কিন্ত পিএ এর মত এত কাজ করতে হবে না বলেই ফিক করে হেসে এক দৌড়ে রুমের বাইরে চলে গেল রুহি।

আদিঃ এই মেয়েকে আমি কি শাস্তি দিব এই তো আমার চেয়ে এক কাঠি উপড়ে।

কিছুক্ষন পর আদি সিসি টিভির মনিটরে তাকিয়ে অবাক হয়ে গেল, একি….??? এই মেয়ে কি করছে এগুলা সবাইকে চা করে খাওয়াচ্ছে এই ডেস্ক থেকে ওই ডেস্কে ঘুড়ে বেড়াচ্ছে।আদির মাথা গরম হয়ে গেল।
রুহিকে রুমে ডেকে পাঠালো,
আদিঃ এই জন্য রাখছি তোমাকে? (ধমক দিয়ে) কি করছো এসব?
রুহিঃকেন বলুন তো পিয়নের কাজেই তো এইটা।

আদিঃহইছে তোমার আর পিয়ন হতে হবে না এখানে চুপচাপ বসে থাকো।

রুহিঃ চুপচাপ বসে থাকার জন্য টাকা দিবেন?অবাক হওয়ার ভান করে।

আদিঃ উফফ একটু চুপ করবে প্লিজ।

রুহিঃ আচ্ছা আচ্ছা তাহলে ডেস্ক আনার বব্যস্থা করুন।

আদি বাধ্য হয়েই ডেস্ক আনিয়ে দিল কারন, আদি চায় না রুহি অফিসের ছেলে স্টাফদের সাথে কথা বলুক।
রুহিঃ হি হি হি তোমার মত উগান্ডাকে কিভাবে সাইজ করতে হয় রুহি ভাল করেই জানে ( মনে মনে)
,
,
,
লাঞ্চের সময় হতেই রুহি আদির পাশে এসে হাজির।

আদিঃ কি ব্যাপার আমি কি তোমাকে ডেকেছি?

রুহিঃ নাত আপনি এখন আমার হাতে খেতে চাইবেন আমি জানি তো তাই আগেই চলে আসছি দায়িত্ব বোধের একটা বিষয় আছে না?

আদিঃ উফফ,লাগবে না তোমার খাইয়ে দেওয়া যাও নিজের কাজ করো যতসব।

রুহিঃ হাদারাম জানতাম তো এটা করলেই আর খেতে চাইবি না। বেচে গেছি (মনে মনে)

আদিঃ এই দাঁড়াও দাঁড়াও,তুমি আমার সাথে গেম খেলছো?

রুহিঃ ক ক ক কি বলছেন এসব?

আদিঃ কিছুনা আচ্ছা যাও।

রুহিঃ যাক বাবা একটুর জন্য বেচে গেছি।

কোনরকমে অফিস শেষ রুহি বাড়ি যাওয়ার জন্য বেড়িয়েছে এরি মধ্যে আদি এসে,এখানে কি করছো বাসায় চলো।

রুহিঃ বাসায় মানে?

আদিঃ শর্তের কথা ভুলে গেছেন নাকি ম্যাডাম?
চলো ফা্যিল মেয়ে। (ধমক দিয়ে)

রুহিঃ উগান্ডা জানি কোথাকার।

আদির সাথেই রুহি আদির বাসায় আসলো
অনেক সুন্দর বাড়ি আদির।

সেখানে লিজা,সাওন আর মাহির ও আছে রুহি সবাইকেই চিনে মেলায় সবার সাথেই ওর দেখা হয়েছে। সবগুলাই বদের হাড্ডি লিজা ছাড়া।

লিজা গিয়ে রুহিকে তার রুম দেখিয়ে দিল বেশ সুন্দর একটা রুম।

রুহিঃ বলছিল তো জীবন নাকি নরক বানিয়ে দিবে কিন্তু তেমন কিছুই তো হচ্ছে না।ব্যাপার কি?

কিছুক্ষন পর আদি রুহিকে রুমে ডাকলো।
পায়
রুহিঃজ্বি বলুন….

আদি,মাত্রই শাওয়ার নিয়েছে একটা টাওয়াল হাতে দিয়ে বললো মাথা মুছে দাও।

রুহিঃ শর্তে কি এসবও লিখাও ছিল?

আদিঃ হুম ছিল আমি যা যা চাইব সবি করতে হবে।
রুহিঃতাহলে আর কি আসুন,
আদিঃ আমি আসব কেন তুমি আসো।
রুহি লক্ষি মেয়ের মত আদির মাথা মুছে দিল তারপর আদি রুহিকে নিয়ে নিচে গেল,

আদিঃ রুহি আমাকে খাইয়ে দাও।
লিজা,সাওন,মাহির সবাই মুচকি মুচকি হাসছে

রুহিঃ দিচ্ছি।বলে সত্যি খায়িয়ে দিল,

খাওয়া শেষে সবাই টিভি দেখতে গেল রুহিও গেছে সবাই মিলে স্পোর্টস দেখছিল হুট করে রুহি রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে দিল।

আদিঃওই কি করছো এগুলা?

রুহিঃ ওমা ৯ টা বেজে গেছে তো

আদিঃ তো কি হয়েছে?

রুহিঃ আমার ফেভারিট কার্টুনের এপিসোড শুরু হয়ে গেছে তো দেখব না?ইনোসেন্ট লোক নিয়ে

আদিঃ কি শুরু হইছে কার্টুন? are you serious রুহি? এত বড় মেয়ে কার্টুন দেখে?

রুহিঃ হুম দেখে প্রতিদিনে দেখে, যতদিন এখানে আছি ততদিনো দেখব সাথে তোমাদের ও দেখতে হবে বলে টিভিতে মন দিল একমনে কার্টুন দেখছে রুহি বোঝাই যাচ্ছে কার্টুন টা তার খুব প্রিয়।

রুহি দেখছে আর হাসতে হাসতে একবার আদির উপড় পড়ছে আবার একবার লিজার উপড় পড়ছে মোট কথা হাসিতে গড়াগড়ি খাচ্ছে।
আদি অবাক হয়ে দেখছে রুহিকে, রুহির এই দুস্টামি দেখে আদি যেন রুহির প্রতি আরো দুর্বল হয়ে পড়ছে….!!!
,
,
,
চলবে….!!!

(এখানে সব ঘটনা সম্পুর্ন কাল্পনিক বাস্তবের সাথে এর কোন মিল নেই)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here